উইকিমিডিয়া সার্ক সম্মেলন সাম্প্রয়দায়িক অঙ্গীকার সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ

সম্পাদনা

সুধী সম্প্রদায়ের সদস্যগণ,

আশা করি এই বার্তা আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছেছে।

উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণে দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়দের মনোভাব, চাহিদা ও আগ্রহ মূল্যায়নের জন্য আমরা একটি সাম্প্রদায়িক অঙ্গীকার সমীক্ষা পরিচালনা করব। নেপালের কাঠমান্ডুতে উইকিমিডিয়া সার্ক আঞ্চলিক সম্মেলন আয়োজন করা হবে বলে প্রস্তাবিত।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ লক্ষ্যের উদ্দেশ্যে সহযোগিতার জন্য আটটি রাষ্ট্রের অংশগ্রহণকারীদের এক ছাতার তলায় আনা হবে। আপনাদের অন্তদৃষ্টি এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু গড়তে, অগ্রাধিকারীদের শনাক্ত করতে এবং এই যুগান্তকারী সম্মেলনের কৌশলগত পরিকল্পনার হাল ধরতে অপরিহার্য ভূমিকা পালন করবে।

সমীক্ষার সংযোগ: https://forms.gle/en8qSuCvaSxQVD7K6

সমীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনাদের কিছু সময় ব্যয় করার অনুরোধ করছি। এই সম্মেলন যাতে সম্প্রদায়ের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার জন্য আপনদের মতামত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সমীক্ষাটি জমা দেওয়ার শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২৫

উইকিমিডিয়া সার্ক সম্প্রদায়ের ভবিষ্যৎ গড়তে এবং আঞ্চলিক সহযোগিতা পোষণ করতে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। আপনাদের সময় ও মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা,
বিপ্লব আনন্দ ০৫:৫১, ৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্য ব্যক্তি: পরিষ্কারকরণ

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি: পরিষ্কারকরণ কেন করা হলো যাদের কে যোগ করা হয়েছিল তারা ত আমাদের ধীতপুরের মানুষ ধীতপুরের ই সনামধন্য ব্যাক্তিবর্গ ছিলেন Tanjirulmrida (আলাপ) ২২:২৫, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

'উল্লেখযোগ্য ব্যক্তি' অনুচ্ছেদে আমরা জেলা, উপজেলা বা ইউনিয়নের নিবন্ধে সাধারণত উইকিপিডিয়াতে নিবন্ধ আছে এমন ব্যক্তি যুক্ত করি। এটা করার কারণ হলো, নিবন্ধ না থাকলে ইউনিয়নের বা এধরণের নিবন্ধে 'সনামধন্য' ব্যক্তির মানদণ্ড এক জনের কাছে একরকম বা অন্যজনের কাছে অন্যরকম। কিছু নিবন্ধে হয়ত আপনি এধরণের তথ্য খুঁজে পাবেন কিন্তু সেগুলো হয়ত এখনো নজর দেওয়া হয়নি। আপনি যদি নিবন্ধ আছে এমন ব্যক্তির নাম যুক্ত করেন তাহলেও দয়া করে তথ্যসূত্র যুক্ত করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২২, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন