সিকদার বা শিকদার একজন ভারতীয় (মূলত বাঙালি) এবং বাংলাদেশী ভূস্বামীদের পদবী

।সিকদার শব্দের উৎপত্ত সিক' মানে সিকি অর্থাৎ সিকিভাগের বা এক - চতুর্থাংশের রাজস্ব সংগ্রহের মালিক যারা , দাস্তান (ধারণ বা মালিকানা)-এর বাংলা অপভ্রংশের সঙ্গে ‘দার’ সংযোগে সিকদার ,শিকদার। এই শিরোনামটি সুরি সাম্রাজ্যের সুলতান শেরা শাহ সুরি 'সিক' নামক অঞ্চলের প্রশাসনিক প্রধানদের দিয়েছিল। সিকদাররা হলো বাঙালি  ভূস্বামী, সিকদার সমপরিমাণ হিন্দুদের ( উপাধি ভট্টাচার্য), যাদের ব্রিটিশরা সিকদার উপাধি দিয়েছিলেন। সিকদার মানে এক সিকির জমির মালিক (যা ১/৪ মণ)। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূস্বামী ছিলেন।

ভারতবর্ষ ভাগের পর ১৯৫০ সালে পাকিস্তান সরকার কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বিলুপ্তি মাধ্যমে এই পদটির সমাপ্তি ঘটে।

সিকদার পদবী যুক্ত বিখ্যাত ব্যক্তি সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বাংলাপিডিয়া [৫] পরগনা

Sobdartho [৬]

পোতন সিকদার [৭] কানাইপুর সিকদার [৮]

শেরশাহ সরকার ব্যবস্থা [৯]Modern South Asia: History, Culture, Political Economy [১০]

Dynasties: A Global History of Power, 1300–1800, page 1 05