জয়নুল হক সিকদার

বাংলাদেশী ব্যবসায়ী (১৯৩০-২০২১)

জয়নুল হক সিকদার (১২ আগস্ট ১৯৩০ - ১০ ফেব্রুয়ারি ২০২১) একজন বাংলাদেশী ব্যবসায়ী এবং সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন।[১] তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেড,[২] সিকদার রিয়েল এস্টেট লিমিটেড, সিকদার ফার্মা, মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেডএইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জেডএইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর চেয়ারম্যান ছিলেন।[৩] তিনি বাংলাদেশ পোস্টের মালিকও ছিলেন।[৪] এছাড়াও তিনি পাওয়ারপ্যাক ইকোনমিক জোন, পাওয়ার প্যাক হোল্ডিংস, পাওয়ার প্যাক পোর্টস এবং সিকদার ইন্স্যুরেন্সের মালিক ছিলেন।[৫]

জীবনের প্রথমার্ধ সম্পাদনা

সিকদার ব্রিটিশ ভারতের আসামে ১৯৩০ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন। ভারত বিভাগের সময় তিনি পূর্ব বাংলায় চলে আসেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

সিকদার রিয়েল এস্টেটে ব্যবসায়িক জীবন শুরু করেন।[৩] তিনি ১৯৫০-এর দশকে সিকদার গ্রুপ প্রতিষ্ঠা করেন।[৬]

সিকদার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়েছেন। [৩] ১৫ আগস্ট ১৯৭৫-এ বাংলাদেশে অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর, সিকদার ১৯ আগস্ট ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের জন্য প্রার্থনার আয়োজন করেন। এ কারণে তাকে গ্রেফতার করে কারারুদ্ধ করা হয়।[৭]

১৯৯২ সালে সিকদার জেডএইচ সিকদার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন।[৮] তিনি কোদালপুরে আবদুর রাজ্জাক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, জরিনা সিকদার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মনোয়ারা সিকদার গার্লস হাই স্কুল এবং মকফর উদ্দিন জাতীয় আইন কলেজ প্রতিষ্ঠা করেন।[৮]

২০০৯ সালে সিকদার ন্যাশনাল ব্যাংক লিমিটেড কিনে নেন।[৯] তিনি ম্যান্ডি ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন।[৮]

২০১৮ সালে সিকদার গ্রুপের অধীনে তার ব্যবসার জন্য বিভিন্ন ব্যাংক থেকে ২০ বিলিয়ন টাকা বকেয়া ঋণ ছিল।[১০]

সিকদার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত কোই রিসোর্টের চেয়ারপারসন ছিলেন, যার সেন্ট কিট্‌স এবং নেভিসে একটি বিলাসবহুল রিসোর্ট রয়েছে।[১১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে তার স্থলাভিষিক্ত হন।[১২] তাদের পাঁচ ছেলে ও তিন মেয়ে।[৬] সিকদারের ছেলে রন হক সিকদার সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দীপু হক সিকদার এবং রন হক সিকদার ২৫ মে ২০২০ তারিখে একটি ব্যাংক কর্মকর্তাকে একটি বড় ঋণ দেওয়ার জন্য জোর করার চেষ্টা করার পরে বাংলাদেশ থেকে পালিয়ে যায়।[১৩] তার আরেক ছেলে রিক হক সিকদার সিকদার গ্রুপের পরিচালক। তার মেয়ে পারভীন হক সিকদার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।[৫] তার ছেলে নিক হক সিকদারও সিকদার গ্রুপের সঙ্গে জড়িত।[১১] তার বাকি ছেলে মমতাজুল হক সিকদার এবং মেয়েরা হলেন লিসা ফাতেমা হক সিকদার ও নাসিম সিকদার।[১৪]

মৃত্যু সম্পাদনা

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিকদার মারা যান।[৩][১৫] তিনি দুবাইয়ে কোভিড-১৯ সম্পর্কিত জটিলতায় মারা গেছেন।[১৬] তাকে ঢাকার ধানমন্ডির কাছে জেডএইচ সিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে দাফন করা হয়[১৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Zainul Haque Sikder laid to eternal rest"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  2. "Businessman Zainul Haque Sikder passes away"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  3. "Sikder Group Chairman Zainul Haque Sikder passes away"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-১০। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  4. "Sikder Group Chairman Zainul dies at 91"Dhaka Tribune। ২০২১-০২-১০। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  5. "Businessman Zainul Haque Sikder dies aged 88"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  6. "Industrialist Zainul Haque Sikder dies"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  7. "Sikder Group chief Zainul Haque Sikder no more"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  8. "Z. H. Sikder University of Science & Technology"www.zhsust.edu.bd। ২০২১-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  9. "National Bank under Bangladesh Bank scanner"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-০৭। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  10. "Outstanding Loans in Banking Sector: Big chunk held by bank owners"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  11. Kabir, Ayesha। "Sikder family amasses wealth in Las Vegas, other big cities of the world"Prothomalo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  12. "BB clips National Bank's wings"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  13. "Case filed for 'torturing' bank officials: Two brothers 'fled country on May 25 in air ambulance'"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  14. "Doa mahfil marks chehlum of late ZH Sikder"UNB (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  15. "'Chehlam' of Zainul Haque Sikder Monday"The Independent। ২০২১-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  16. "Sikder Group chairman Zainul Haque Sikder dies of coronavirus"Prothom Alo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮ 
  17. "Zainul Haque Sikder to be laid to rest tomorrow in Shariatpur"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-১৩। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৮