ব্যবহারকারী আলাপ:Abazizfahad
সাম্প্রতিক মন্তব্য: Abazizfahad কর্তৃক ১ দিন আগে "হ্যালো" অনুচ্ছেদে
| ||
৭ দিনের পুরনো আলোচনাগুলি স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় নিয়ে যাওয়া হতে পারে। |
তারিক সাইমুম-এর প্রশ্ন (১৯:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৩) সম্পাদনা
উইকিপিডিয়ায় নতুন একাউন্ট তৈরি করতে হলে আমার করণীয় কি? --তারিক সাইমুম (আলাপ) ১৯:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @তারিক সাইমুম আপনি তো একাউন্ট তৈরি করেই ফেলেছেন! এবার আপনি আপনার সময় ও ইচ্ছা অনুযায়ী বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান নিবন্ধগুলোর মানোন্নয়নে প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করে কিংবা নতুন নতুন নিবন্ধ তৈরি করে এই বাংলা উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধ করার অগ্রযাত্রায় অংশীদার হতে পারেন। তবে তার আগে আপনার আলাপ পাতায় বিদ্যমান স্বাগত বার্তায় বর্ণিত দিকনির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। ধন্যবাদ। (نقاش) عبد الله ০৯:১৮, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
আসসালামু আলাইকুম সম্পাদনা
হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ এই পৃষ্ঠাটা যুক্ত করে দিন সিয়াম ফটোগ্রাফি (আলাপ) ১২:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @সিয়াম ফটোগ্রাফি ওয়ালাইকুম আসসালাম, আপনার তৈরিকৃত নিবন্ধটি ইতোপূর্বে ৫ বার অপসারিত হয়েছে কারণ উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার মানদন্ড অনুযায়ী "হাজী ছোট করিম স্কুল এন্ড কলেজ" কোন উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নয়। (نقاش) عبد الله ১২:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- ওহ! কিন্তু সোশাল মিডিয়ায় তো ব্যপক জনপ্রিয়তা আছে। অনেকগুলা নিউজ আছে। বড় স্কুল সিয়াম ফটোগ্রাফি (আলাপ) ১২:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @সিয়াম ফটোগ্রাফি কোন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে জনপ্রিয় হলেই তা উইকিপিডিয়ার জন্য উল্লেখযোগ্য হয়ে যায় না। (نقاش) عبد الله ১৩:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- ওহ! কিন্তু সোশাল মিডিয়ায় তো ব্যপক জনপ্রিয়তা আছে। অনেকগুলা নিউজ আছে। বড় স্কুল সিয়াম ফটোগ্রাফি (আলাপ) ১২:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
Zahidahmed75-এর প্রশ্ন (১০:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩) সম্পাদনা
আসসালামু আলাইকুম। জনাব আশা করছি, ভাল আছেন । আমি জীবণী তে পুরান ঢাকার একজন গুনি শিক্ষক সম্পর্কে নিবন্ধন যুক্ত করতে যাচ্ছি এবং উনি একজন লেখক ও। কিভাবে তথ্য যুক্ত করব ? জানাবেন ? --Zahidahmed75 (আলাপ) ১০:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Zahidahmed75 ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি, আপনিও ভালো আছেন। আপনি যার সম্পর্কেই উইকিপিডিয়ায় নিবন্ধ লিখতে চান না কেন সে ব্যক্তিকে অবশ্যই উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতি অনুযায়ী উল্লেখযোগ্য হতে হবে। তারপর নিবন্ধ তৈরির জন্য আপনাকে এই পাতায় বর্ণিত নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে। ধন্যবাদ। (نقاش) عبد الله ১০:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
1ইমরান খান-এর প্রশ্ন (১৮:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩) সম্পাদনা
আমি আমার নাম হাইট করে পোষ্ট করবো --1ইমরান খান (আলাপ) ১৮:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @1ইমরান খান উইকিপিডিয়া কী নয়। (نقاش) عبد الله ০০:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
হ্যালো সম্পাদনা
আপনি রশিদাবাদ ইউনিয়নের তথ্য গুলো বারবার মুছে দিচ্ছেন কেন? সাঈদ বিন হাবিব (আলাপ) ০৩:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @সাঈদ বিন হাবিব আপনি কোন তথ্যসূত্র না দিয়ে ইচ্ছামাফিক তথ্য যোগ করেছিলেন তাই সেগুলো মুছে দেওয়া হয়েছে। আপনি যেহেতু নতুন উইকিপিডিয়ান তাই আপনাকে উইকিপিডিয়া:সম্পাদনা নীতি অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। আর আপনার আলাপ পাতায় বিদ্যমান স্বাগত বার্তায় বর্ণিত দিকনির্দেশনাগুলো মনোযোগ সহকারে পড়ে সে অনুযায়ী সম্পাদনা করার পরামর্শ রইল। ধন্যবাদ। (نقاش) عبد الله ০৩:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- সবকিছুর তথ্য সূত্র থাকবে নাকি? আমি লেখার পর এটাই তো সোর্স হবে। আমি নির্ভুল লিখেছি কিনা সেটা হচ্ছে বিষয়। আপনি প্রয়োজনে সারেজমিনে এসে খোঁজ নেন সাঈদ বিন হাবিব (আলাপ) ০৩:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- @সাঈদ বিন হাবিব অবশ্যই উইকিপিডিয়ায় কোন তথ্য সংযোজন করতে হলে তার স্বপক্ষে নির্ভরযোগ্য উৎস হতে তথ্যসূত্র যোগ করতেই হবে। এটা বাধ্যতামূলক। আর আপনি যে তথ্যগুলো যোগ করেছিলেন এগুলো অনেকটাই প্রচারণামূলক ছিল। আপনি উল্লেখ করেছেন যে, আপনি যা লিখবেন তাই সোর্স হিসেবে ধরা হবে আসলে আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল কারণ বিশ্বকোষে কেউ মন গড়া কোন কিছু লিখতে পারেনা। আরেকটা কথা বলে শেষ করতে চাই, আমি অন্য কোন উইকিপিডিয়ান, উইকিপিডিয়ার কর্তৃত্ব স্থানীয় কোন ব্যক্তি নয়, আমি আপনারই মত একজন সাধারন উইকিপিডিয়ান। ধন্যবাদ। (نقاش) عبد الله ০৩:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
- সবকিছুর তথ্য সূত্র থাকবে নাকি? আমি লেখার পর এটাই তো সোর্স হবে। আমি নির্ভুল লিখেছি কিনা সেটা হচ্ছে বিষয়। আপনি প্রয়োজনে সারেজমিনে এসে খোঁজ নেন সাঈদ বিন হাবিব (আলাপ) ০৩:৪২, ২৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)