টাইটানিক সম্পর্কে

সম্পাদনা

জনাব, আপনি টাইটানিক পাতা যেটি সম্পাদন করেছেন, সেটি তো সম্পূর্ণ ইংরেজি। দয়া করে বাংলায় স্থানান্তর করুন। আমার সম্পূর্ণ সম্পাদনা পরিবর্তন করেছেন ইংরেজি করার জন্য? MD. Sazid Bin Sahid (আলাপ) ১৪:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@MD. Sazid Bin Sahid কোন পাতার কথা বলছেন? টাইটানিক নিবন্ধের তথ্যছকের কথা বলেছেন? কি? — কুউ পুলক  🗩  ১৪:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
জ্বী, জনাব। তবে আমি বর্তমানে অনুবাদ করছি। MD. Sazid Bin Sahid (আলাপ) ১৪:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MD. Sazid Bin Sahid ধন্যবাদ। ভাই। অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা — কুউ পুলক  🗩  ১৪:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
কোন ব্যাপার না, ভাইজান। চলুন, বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করি। ভাষার মাস ফেব্রুয়ারি, তাইতো এত আয়োজন! MD. Sazid Bin Sahid (আলাপ) ১৪:২১, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক, আমার সাহায্য প্রয়োজন। আমি GRT, এবং জাহাজটির নির্মাণ খরচ ঠিক করতে পারছি না। আপনি যদি একটু দেখতেন, ভালো হতো। MD. Sazid Bin Sahid (আলাপ) ১৪:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MD. Sazid Bin Sahid ঠিক আছে দেখছি কি করা যায় — কুউ পুলক  🗩  ১৪:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@MD. Sazid Bin Sahid দেখুন তো এখন ঠিক আছে কিনা — কুউ পুলক  🗩  ১৫:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক, জ্বী, এখন ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। MD. Sazid Bin Sahid (আলাপ) ১৫:০৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

সুখেন্দু শেখর দত্ত নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য সুখেন্দু শেখর দত্ত নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি৭ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে। কারণ এই নিবন্ধের বিষয় একজন ব্যক্তি, প্রতিষ্ঠান (ব্যান্ড, ক্লাব, কোম্পানি, ইত্যাদি) অথবা ওয়েব সাইট সম্পর্কিত। কিন্তু নিবন্ধে নির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করা হয়নি কী কারণে এই নিবন্ধটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য, যে কারণে এটি বিশ্বকোষে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। দ্রুত অপসারণের বিচারধারা অনুযায়ী এই নিবন্ধটি যে কোনো সময় অপসারণ করা হতে পারে। অনুগ্রহ করে উইকিপিডিয়ার উল্লেখযোগ্যতার নীতিমালা দেখুন

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুনমোবাশশির' (আলাপ) ০৯:৪৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

প্রিয় কুউ পুলক,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

ঐশিক রেহমান (Aishik Rehman) ও Nettime Sujata
আয়োজক, বাংলা উইকিপিডিয়া নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫
১৮:২৭, ২ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আপনার তৈরি নতুন বিষয়শ্রেণী

সম্পাদনা

আপনার তৈরি নতুন বিষয়শ্রেণী পাতাগুলোতে বাছাই যোগ করা সম্ভব হচ্ছে না। আমাদের স্বাভাবিক পদ্ধতিতে বিষয়শ্রেণী যোগ করা উচিত। – তুহিন (বার্তাঅবদান) ১৩:৪৯, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Tuhin বাছাই যোগ কি? বুঝতে পারলাম না। একটু বুঝিয়ে যদি বলতেন। — কুউ পুলক  🗩  ১৩:৫২, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক, এই বিষয়শ্রেণীতে ১২৪টি উপবিষয়শ্রেণী আছে, যার মধ্যে নিচের কতগুলো দেশের নামে প্রথম বর্ণ অনুযায়ী সাজানো আছে। আপনার নতুন তৈরি বিষয়শ্রেণিগুলো (যা উপরের দিকে ০-৯ দ্বারা সাজানো আছে) সেভাবে সাজানো সম্ভব নয়। বাছাই যোগের মাধ্যমে একটি বিষয়শ্রেণী থেকে প্রয়োজনীয় উপবিষয়শ্রেণী বা নিবন্ধ সহজে খুঁজে পাওয়া সম্ভব হয়। আশা করি বুঝতে পেরেছেন। – তুহিন (বার্তাঅবদান) ১৩:৫৮, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin এখন কি করলে ভালো হবে। আপনি বলেন তো। — কুউ পুলক  🗩  ১৪:০২, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক, এইটা দেখুন। এছাড়া আর আর উপায় নেই। – তুহিন (বার্তাঅবদান) ১৪:১৩, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin ২০শ শতাব্দী/২১শ শতাব্দী যাতে হাতে লিখতে না হয় তাই সূত্র ব্যবহার করেছি। এতে তো দোষের কিছু নেই। আমার মনে হয় কি জানেন বিষয়শ্রেণী:জাতীয়তা অনুযায়ী ২১শ শতাব্দীর রাজনীতিবিদ এখানে সব জট পাকিয়ে আছে তাই আপনি বলছেন হয়তো। ওটা একাই ঠিক হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে আমার মনে হয়। — কুউ পুলক  🗩  ১৪:২০, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক, সূত্র ব্যবহার করে বিষয়শ্রেণী যোগ করায় আমার আপত্তি নেই। আপনি যদি এই টেমপ্লেট (টেমপ্লেট:Politicians by nationality and century category header) তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে আপনার কাজ আরও সহজ হতে পারে। জট ঠিক হওয়ার উপায় কী? – তুহিন (বার্তাঅবদান) ১৪:২৭, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin ওটা একটা জটিল টেমপ্লেট। অনেক সময়ের ব্যাপার। আর জট এমনিতেই কেটে যাবে বলে আমার মনে হয়। — কুউ পুলক  🗩  ১৪:৩৩, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক এই জট তো এমনিতে কাটবার নয়। আমি আপনাকে এখনও নিরুৎসাহিত করছি। ধন্যবাদ। – তুহিন (বার্তাঅবদান) ১৪:৪৩, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@Tuhin আমি কিন্তু আর তৈরি করছি না। আপনি সাবধান করেছেন বলে আপনাকে ধন্যবাদ। — কুউ পুলক  🗩  ১৪:৪৫, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক উপলব্ধি করার জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় বিষয়শ্রেণীকরণে আপনি অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন। আশা করছি আপনি ভবিষ্যতেও এই কাজ চালিয়ে যাবেন। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা। – তুহিন (বার্তাঅবদান) ১৪:৫৪, ১৫ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন