আমি BadhonCR বা BADHON একজন বাংলাদেশী বাংলা ভাষী উইকিপিডিয়ান। আমি ৩ বছর ও ২০ দিন থেকে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছি। বর্তমানে আমি বাংলা উইকিপিডিয়ায় পর্যবেক্ষকস্বয়ংক্রিয় পরীক্ষক এর ভূমিকা পালন করছি। আমি 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 নামে স্বাক্ষর করি।

BadhonCR
— উইকিপিডিয়ান —
নামBADHON
জাতীয়তা বাংলাদেশ
ভাষাবাংলা, ইংরেজী & হিন্দি
জাতিতত্ত্ববাঙালি
পরিবার এবং বন্ধু-বান্ধব
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
শিক্ষা এবং কর্মসংস্থান
পেশাশিক্ষার্থী
শিক্ষাব্যাচেলর অব সায়েন্স ইন ম্যাথমেটিক্স
আগ্রহ
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদান০৬ সেপ্টেম্বর ২০২০ ইং
স্বয়ংক্রিয় পরীক্ষকহ্যাঁ
সম্পাদনা সংখ্যা১১,৫০০+
তৈরি পাতার সংখ্যা২,৭০০+
মৌলিক নিবন্ধ৩০০ +
ইংরেজি উইকিপিডিয়াen:User:BadhonCR
উইকি উপাত্তc:User:BadhonCR

এই মুহূর্তে বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ আছে ১,৪১,৬১৫ টি
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১১,৯১,৩৭৬
মোট ফাইলের সংখ্যাঃ ১৬,৮১৭
মোট ব্যবহারকারীর সংখ্যাঃ ৪,৩২,৬৪৪

সম্পাদনা সম্পাদনা

প্রাপ্ত পদক সম্পাদনা

  পরিশ্রমী পদক
উইকিপিডিয়া আপনার পরিশ্রম সত্যিই অতুলনীয়। এগিয়ে যান এইভাবে গড়ে তুলুন মুক্ত বিশ্বকোষ আর সমৃদ্ধ করুন নিজের জ্ঞান ভান্ডার আপনার জন্য শুভকামনা। কমলাকান্তের দপ্তর (আলাপ) ১৮:১৭, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
  ১০ হাজার সম্পাদনার পদক
দেখতে দেখতে ছোট, বড়, উল্লেখ্য, অনুল্লেখ্য মিলিয়ে ১০ হাজার সম্পাদনা পার করে ফেলেছেন, সামনের দিনগুলিতে আরো বড় মাইলফলক অতিক্রম করবেন এই কামনা করছি। ১০ হাজার সম্পাদনার জন্য অভিনন্দন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১০, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি)
  বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন পদক ২০২৩!
সুপ্রিয় BadhonCR!

বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে আপনাকে এই উইকিপদক প্রদান করা হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বৃহস্পতিবার ১৮:৪১, ০৮ জুন ২০২৩ (ইউটিসি)

মনোনীত আজাকি সম্পাদনা

বাবেল ও ব্যানার সম্পাদনা

ব্যবহারকারী: BadhonCR
উইকিপিডিয়া:বাবেল
 বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
en-2This user is able to contribute with an intermediate level of English.
hi-1यह सदस्य हिन्दी भाषा का प्रारंभिक ज्ञान रखते हैं।
ব্যবহারকারী ভাষা খুঁজুন
 বাংলা উইকিপিডিয়ায় এই ব্যবহারকারীর পর্যবেক্ষক অধিকার রয়েছে। (যাচাই করুন)
 এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
  এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৩ বছর ও ২০ দিন
১১,৫০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ১১,৫০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন।
 এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
 ব্যবহারকারীর প্রিয় কবি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
 এই ব্যবহারকারী বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা ও অনুকরণ করেন।
 এই ব্যবহারকারী শারদীয় এডিটাথনে অবদান রেখেছেন।