কমলাকান্তের দপ্তর
বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম
সম্পাদনাসুপ্রিয় কমলাকান্তের দপ্তর! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা!
|
আন্তর্জাতিক বাণিজ্য নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাএটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
হ্যালো, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হবে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। Nazrul Islam Nahid (আলাপ) ১৫:৫৩, ২৪ মে ২০২৩ (ইউটিসি)
আপনার দ্বারা সাম্প্রতিককালে শুরু করা নিবন্ধগুলি সম্পর্কে পরামর্শ
সম্পাদনাপ্রিয় ব্যবহারকারী:কমলাকান্তের দপ্তর, উইকিপিডিয়াতে অবদান রেখে এটিকে সমৃদ্ধ করার প্রচেষ্টায় অংশগ্রহণের জন্য আপনাকে শুরুতেই ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমি লক্ষ করছি যে আপনি যে নিবন্ধগুলি শুরু করেছেন, দুর্ভাগ্যবশত সেগুলি মূলত যান্ত্রিক অনুবাদনির্ভর এবং বহুসংখ্যক ভাষাগত ভুলত্রুটিতে পূর্ণ। এগুলির ভাষা খুবই নিম্নমানের এবং একটি বিশ্বকোষের রচনা হিসেবে এগুলির সিংহভাগই অগ্রহণযোগ্য। এগুলির ভাষা ও অসংখ্য ভুলত্রুটি পরবর্তীতে আমাদের জন্য ঠিক করা খুবই কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ হবে। আপনি অনুগ্রহ করে আর নতুন নিবন্ধ শুরু না করে বরং যেগুলি তৈরি করেছেন, নিজ হাতে সময় নিয়ে সেগুলির মান উন্নয়ন করার চেষ্টা করুন। নইলে ঐ সব নিবন্ধ বা নিবন্ধের বিষয়বস্তুর বেশিরভাগই মুছে দেয়া হতে পারে। এছাড়া যান্ত্রিক অনুবাদ দিয়ে আর নতুন নিবন্ধ শুরু না করার অনুরোধ করছি। যান্ত্রিক অনুবাদকে অবশ্যই নিজের খেলাঘরে বা অফলাইনে সংশোধন করে নিয়ে তবেই নিবন্ধ শুরু করবেন। আপনার উইকিযাত্রায় শুভকামনা রইল। ধন্যবাদ। - অর্ণব (আলাপ | অবদান) ০৫:৫৮, ২৫ মে ২০২৩ (ইউটিসি)
ব্যবস্থাপনায় পিএইচডি নিবন্ধটি সম্পর্কে
সম্পাদনাসুপ্রিয় কমলাকান্তের দপ্তর, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ২৪ মে, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৯ দিন পূর্বে ব্যবস্থাপনায় পিএইচডি নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:
- নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল
আপনি যা করতে পারেন:
- নির্ভরযোগ্য উৎস থেকে আরো বেশি তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৬:৫৯, ২ জুন ২০২৩ (ইউটিসি)
প্রতিযোগিতামূলক সুবিধা নিবন্ধটি সম্পর্কে
সম্পাদনাসুপ্রিয় কমলাকান্তের দপ্তর, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ২৪ মে, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৯ দিন পূর্বে প্রতিযোগিতামূলক সুবিধা নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:
- নিবন্ধটির ব্যাকরণ, রচনাশৈলী, বানান বা বর্ণনাভঙ্গিগতর জন্য রচনা সংশোধনের প্রয়োজন
আপনি যা করতে পারেন:
- অনুলিপি সম্পাদনার মাধ্যমে সংশোধন করুন।
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০২:১১, ৩ জুন ২০২৩ (ইউটিসি)
উদয়পুরী নেগি, রামনগর তহসিল নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাউইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য উদয়পুরী নেগি, রামনগর তহসিল নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:
দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। Nazrul Islam Nahid (আলাপ) ১৫:০৪, ১২ জুন ২০২৩ (ইউটিসি)
ইদ মোবারক
সম্পাদনা@মোহাম্মদ মারুফ: ঈদ মোবারক, ধন্যবাদ।কমলাকান্তের দপ্তর (আলাপ) ১৯:০৪, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)
টেমপ্লেট
সম্পাদনা[[Angiosperms]] কে [[সপুষ্পক উদ্ভিদ]] দিয়ে প্রতিস্থাপনের প্রয়োজন নেই। আপনি সম্ভব হলে ইংরেজি উইকির উক্ত নিবন্ধের শীর্ষে থাকা টেমপ্লেট এনে বাংলা উইকির টেমপ্লেট প্রতিস্থাপন করেন দিন। এই রকম। এছাড়া সামান্য কিছু প্রতিস্থাপনের দরকার হলে সরঞ্জাম ব্যবহার করুন কিন্তু অধিক দরকার হলে কোনও বট পরিচালনকে কাজটি সম্পন্ন করতে অনুরোধ করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:০২, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান আচ্ছা ঠিক আছে কমলাকান্তের দপ্তর (আলাপ) ২০:০৫, ৬ জুলাই ২০২৩ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাসম্পাদকের পদক | |
নতুন উইকিপিডিয়ান হিসেবে ভালো অবদান রাখছেন। চালিয়ে যান :) আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৭, ১২ জুলাই ২০২৩ (ইউটিসি) |
জনাথন ফকনার নিবন্ধটি সম্পর্কে
সম্পাদনাসুপ্রিয় কমলাকান্তের দপ্তর, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১৭ জুন, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ২৫ দিন পূর্বে জনাথন ফকনার নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:
- নিবন্ধটি জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন
আপনি যা করতে পারেন:
- নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৩:৪৮, ১৩ জুলাই ২০২৩ (ইউটিসি)
সিলেট অঞ্চল
সম্পাদনাএই নিবন্ধের ৯৯% তথ্য আমার ইংরেজি কাজের বাংলা অনুবাদ। এই নিবন্ধের মূল রচিয়তা হিসেবে আমার মতামত গ্রহণ করা দরকার। আলোচনাসভাটি পড়েছি এবং আমি আপনাকে বলতে পারব যে বিরোধীদের দেওয়া তথ্য বানোয়াট। বর্তমান বিভক্ত সিলেট অঞ্চলের ৪২ থানা বাংলাদেশের সিলেট বিভাগের অন্তরভূক্ত। শুধু সাড়ে তিন থানা ভারতে অন্তরভূক্ত। এই সাড়ে তিন থানার জন্য আলাদা কোন নিবন্ধের দরকার নেই এবং বিভ্রান্তি ছড়ায়। এই কারণেই আমি ইংরেজি উইকিপিডিয়াতে আমার অবদানগুলিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি সমস্ত তথ্য Sylhet Division নিবন্ধে স্থানান্তর করেছিলাম এবং ভারতে সিলেটের ৩.৫ থানা আছে সেই তথ্য অন্তর্ভুক্ত করেছিলাম। যে ব্যবহারকারী বলেছে সিলেটের এক তৃতীয়াংশ ভারতে সে প্রচণ্ড ভুল করেছে। UserNumber (আলাপ) ১৭:৩১, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @UserNumber হুম বুঝতে পেরেছি তবে আপনি আলোচনা ছাড়াই পুনর্নির্দেশনা দিয়েছেন।পুনর্নির্দেশনা দেওয়ার পূর্বে আলোচনা করে নিন। ধন্যবাদ। কমলাকান্তের দপ্তর (আলাপ) ১৭:৫৬, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)
আলাপ:সিলেট অঞ্চল নিবন্ধে আলোচনা আরম্ভ করেছি। আপনার ও আফতাবুজ্জামান সাহেবের মন্তব্যের অপেক্ষায় আছি। ধন্যবাদ। --UserNumber (আলাপ) ১৫:১১, ১ আগস্ট ২০২৩ (ইউটিসি)
ভারতীয় স্বাধীনতা দিবস এডিটাথন ২০২৩
সম্পাদনাসুধী, এডিটাথন শেষ হয়েছে এবং আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। সনদ পত্র পাঠানোর জন্য একটি ই-মেল আইডি প্রয়োজন। আপনার মেল আই-ডি এবং সনদ পত্রে কি নাম দেখতে চান, আগামী ২৫শে আগস্ট '২৩ এর আগে দয়া করে আমাকে জানান। শুভেচ্ছা নেবেন। Nettime Sujata (আলাপ) ১১:২৪, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Nettime Sujata আপনাকে আমি মেইল করছি। ধন্যবাদ। কমলাকান্তের দপ্তর (আলাপ) ১৫:১০, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)
আগস্ট ২০২৩
সম্পাদনাস্বাগতম, আমি MdsShakil, আমি লক্ষ্য করেছি যে সম্প্রতি আপনি পম-পম নিবন্ধে রক্ষণাবেক্ষণ/পরিষ্করণ বার্তা টেমপ্লেট যুক্ত করেছেন। নতুন নিবন্ধ টহল নীতিমালা অনুসারে নতুন নিবন্ধ তৈরি হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে কোন ধরণের ‘নিবন্ধ পরিষ্করণ ট্যাগ’ বা ‘বিরোধ, উৎস/উদ্ধৃতি/তথ্যসূত্র, রক্ষণাবেক্ষণ বার্তা টেমপ্লেট’ যুক্ত করা যাবে না। এবং নতুন অথবা পুরাতন যে কোনও নিবন্ধে পরিষ্করণ/রক্ষণাবেক্ষণ বার্তা টেমপ্লেট যুক্ত করার পর অবশ্যই নিবন্ধ প্রণেতা বা যিনি অবদানটি রেখেছেন তাকে বার্তা দিয়ে সমাধানের উপায়সহ ব্যখ্যা করতে হবে। আপনি যদি উইকিপিডিয়ায় নতুন হয়ে থাকেন তবে আমাদের স্বাগত পাতাটি পড়ে নিন এবং পরীক্ষামূলক সম্পাদনার জন্য অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। এছাড়াও, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১৬:১৯, ১৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)
হ্যান স্নেল নিবন্ধটি সম্পর্কে
সম্পাদনাসুপ্রিয় কমলাকান্তের দপ্তর, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১৩ আগস্ট, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৮ দিন পূর্বে হ্যান স্নেল নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:
- নিবন্ধটি আকারে অনেক ছোট
আপনি যা করতে পারেন:
- নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০১:১৯, ২২ আগস্ট ২০২৩ (ইউটিসি)
বিষয়শ্রেণী প্রসঙ্গে
সম্পাদনাঅনুগ্রহ করে নতুন বিষয়শ্রেণী তৈরি করলে তা উইকিউপাত্ত/সংশ্লিষ্ট ইংরেজি বিষয়শ্রেণীর সাথে সংযুক্ত করুন এবং সেই বিষয়শ্রেণীতেও বিষয়শ্রেণী যোগ করুন। Yahya (আলাপ) ২১:৫১, ২৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
আগন্তুক (২০২৩ এর চলচ্চিত্র) তথ্য সূত্র সংশোধন
সম্পাদনাপ্রথমে আপনাকে সালম দেই আসল্লামলাইকুম। ভাই আপনি ভালো আছেন। আমি মোঃ মালেক ইসলাম উইকিপিডিয়া নতুন আমি উইকিপিডিয়ায় কয়েকটি নিবন্ধন তৈরী করেছি। বর্তমান সমায়ে উইকিপিডিয়ায় নতুন কোন নিবন্ধন তৈরী করলে আগে তথ্য সূত্র কপি করে দিলে ঠিক থাকতো। বর্তমান কোন তথ্য সূত্র দিলে তা ঠিক থাকে না। তাই আমি বলছি একট নতুন নিবন্ধন তৈরী করছি তথ্য সূত্র ঠিক নেই দয়া করে তথ্য সূত্র ঠিক করে দিবেন নিবন্ধন টি হলো।আগন্তুক (২০২৩ এর চলচ্চিত্র) তথ্য সূত্র টা ঠিক করে দেবেন।ধন্যবাদ। মোঃ মালেক ইসলাম (আলাপ) ১৩:১১, ৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
- @মোঃ মালেক ইসলাম উনি বাধাপ্রাপ্ত ব্যবহারকারী। চাইলেও আপনাকে উনি সাহায্য করতে পারবেন না। মেহেদী আবেদীন ১৩:১৭, ৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
একটি না বলা গল্প তথ্য সূত্র সংশোধন
সম্পাদনানিবন্ধন তথ্য সূত্র সংশোধন মোঃ মালেক ইসলাম (আলাপ) ০১:৫৭, ৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)