উইকিপিডিয়া:নতুন নিবন্ধ টহল নীতিমালা

নতুন নিবন্ধ টহল নীতিমালাটি বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ টহলদানকারীর জন্য একটি নির্দেশিকা ও এটি সম্প্রদায়ের ঐকমত্যের ভিত্তিতে তৈরি একটি গ্রহণযোগ্য আদর্শ বা নীতিমালা। বাংলা উইকিপিডিয়াতে নতুন অবদানকারীগণ অবদান রাখা শুরু করার পর যাতে তারা একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ পায় তা নিশ্চিত করার লক্ষ্যেই এই নীতিমালাটি তৈরি করা হয়েছে। অনেক সময় দেখা যায় নতুন অবদানকারী নতুন নিবন্ধ তৈরি করার পরপরই সেখানে নিবন্ধ টহলদানকারীগণ পরিষ্করণ বার্তা টেমপ্লেট যুক্ত করেন। কিন্তু একজন নতুন অবদানকারীর অধিকাংশ সময়ই এ বার্তা টেমপ্লেটসমূহ বুঝতে অসুবিধা হয় ফলশ্রুতিতে নিরোৎসাহিত হয়ে অনেকেই অবদান রাখা বন্ধ করে দেন। এ অবস্থা পরিবর্তনের চেষ্টা হিসেবে ২০১৬ সালে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় নিবন্ধ টহলদানকারীদের জন্য এই নীতিমালাটি ঐকমত্যের ভিত্তিতে তৈরি করে।

  • বাংলা উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ তৈরি হওয়ার ৪৮ ঘণ্টা পূর্বে কোন ধরণের ‘নিবন্ধ পরিষ্করণ ট্যাগ’ বা ‘বিরোধ, উৎস/উদ্ধৃতি/তথ্যসূত্র, রক্ষণাবেক্ষণ বার্তা টেমপ্লেট’ যুক্ত করা যাবে না। তবে যেসব নিবন্ধ দ্রুত অপসারণ বিচারধারায় অপসারণযোগ্য সে নিবন্ধসমূহ এই নীতিমালার আওতাভূক্ত নয় (যেমন, কপিরাইট সমস্যা, স্প্যাম, বিজ্ঞাপন, নিজের জীবনী ইত্যাদি)।
  • যে কোন নিবন্ধে (নতুন অথবা পুরাতন) পরিষ্করণ/রক্ষণাবেক্ষণ বার্তা টেমপ্লেট যুক্ত করার পর অবশ্যই নিবন্ধ প্রণেতা বা যিনি অবদানটি রেখেছেন তাকে বার্তা দিয়ে সমাধানের উপায়সহ ব্যখ্যা করতে হবে।

টহলদানকারীদের জন্য

সম্পাদনা
  • বিশেষ:নতুন পাতাসমূহ পাতায় বাংলা উইকিপিডিয়ায় তৈরি সব নতুন নিবন্ধের তালিকা রয়েছে। উক্ত পাতার উপরে নোটিশে ‘৪৮ ঘণ্টা’ পূর্বে তৈরি হওয়া সব নিবন্ধের তালিকা পাবেন। হলুদ রঙ দ্বারা নির্দেশ করছে যে, নিবন্ধটি এখনো পরীক্ষা করা হয়নি।