আপনাকে বাধা প্রদান করা হয়েছে

সম্পাদনা
 
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ ব্যবহারকারী হয়রানি ও আক্রমণাত্মক আচরণ। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}

বাধা প্রদানকারী প্রশাসকের অনুরোধক্রমে প্রদান করা হলো। ‍‍‍‍‍‍‍‌— তানভির১১:৫২, ৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

 
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Nazrul Islam Nahid (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

প্রথমত, প্রশাসকদের আলোচনা সভায়্ আমার করা অভিযোগ আফতাব ভাইয়ের বলা নিয়ম অনুসারে ফিরিয়ে নেওয়ার আগমুহুর্তে আমাকে ব্যক্তিগত আক্রমণ ও হয়রানি এই দুটি নীতিমালা দেখিয়ে বাধা দেয়া হলো এবং আমার আলাপ পাতায় মন্তব্য বা আপিল করার অধিকার তিনি খর্ব করে রেখেছিলো কেন? ঐ অভিযোগটি ফিরিয়ে নেওয়ার আমার অধিকার তিনি খর্ব করলেন কেন? দ্বিতীয়ত, বলুন কোথায় কাকে আক্রমণ বা হয়রানি করলাম? হয়রানি বা আক্রমণ করছি কেন এমন তার কাছে মনে হচ্ছে? আমি তো অভিযোগ সরিয়ে নিচ্ছিলাম, তখন আমাকে বাধা দিয়ে, অভিযোগ ফিরিয়ে নেওয়ার অধিকার খর্ব করে, কেন এসব করলেন? Nazrul Islam Nahid (আলাপ) ১২:৪৫, ৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:

বাধাপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বিভিন্ন স্থানে বিভিন্ন জনের বিরূদ্ধে অভিযোগ আনছিলেন, কিন্তু প্রমাণ উপস্থাপনের অনুরোধ করার প্রায় ১ দিন পরেও আপনার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন না করে আপনি তর্ক-বিতর্ক হয়রানিমূলক ও মানহানিকর আচরণ চালিয়ে যাচ্ছিলেন। এমন কী এক পর্যায়ে আপনি সম্পাদনা যুদ্ধেও লিপ্ত হয়েছিলেন। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে, বাধা অপসারণের অনুরোধ বাধা প্রদান কেনো হয়েছে সেই ব্যাখ্যা দাবি করার স্থান নয়। এসকল বিবেচনায় আপনার বাধা অপসারণের অনুরোধটি গ্রহণ করা সম্ভব হলো না। প্রসঙ্গত এটিও জানিয়ে রাখছি যে, আপনার কোনো অধিকার খর্ব করা হয়নি। আপনাকে বাধা প্রদানের সময় মূল বাধাপ্রদানকারী প্রশাসক ভুলক্রমে আলাপ পাতায় সম্পাদনার সুযোগ না রেখেই বাধা প্রদান করেন, যা পরবর্তীতে উনার দৃষ্টিগোচরে আনা হলে উনি সেটি বাস্তব জীবনের ব্যস্ততায় সময়মতো করতে অসমর্থ হলে উনার অনুরোধক্রমে ঠিক করে দেওয়া হয়।

আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।

 
এই বাধাপ্রাপ্ত ব্যবহারকারীর বাধা অপসারণের অনুরোধটি একজন প্রশাসক কর্তৃক পর্যালোচিত হয়েছে, যিনি অনুরোধটি নাকচ করেছেন। অন্যান্য প্রশাসকগণও এই বাধাটি পর্যালোচনা করতে পারেন, কিন্তু কোন ভালো কারণ ব্যতীত সিদ্ধান্তটি পরিবর্তন করা উচিত নয় (বাধাদান নীতিমালা দেখুন)। বাধাপ্রাপ্ত থাকা অবস্থায় এই পর্যালোচনাটি বাতিল করবেন না

Nazrul Islam Nahid (বাধাদানের লগসক্রিয় বাধাসমূহবৈশ্বিক বাধাসমূহস্বয়ংক্রিয় বাধাসমূহঅবদানঅপসারিত অবদানঅপব্যবহার লগসৃষ্টি লগবাধাদানের সেটিংস পরিবর্তনবাধা অপসারণ)


অনুরোধের কারণ:

কী হয়েছে আপনি এত পরিচ্ছন্ন ধারণা কই পাইলেন,ব্যবহারকারী তানভীর ? আপনিও কী ঐ গ্রুপের সদস্য নাকি? তাৎক্ষণিকভাবে কোন ব্যবস্থা না নিয়ে ছয়মাস পর এসব করা হলো কেন? আমি ঐ নোংরামি চর্চার গ্রুপে ছিলাম না, কি হয়েছে আমি জানিনা। এসব নোংরামো ঐ গ্রুপে করা লোকগুলো আমাকে স্ক্রিনশট কেন মেইল করলো। আমি একজন স্বেচ্ছাসেবী যিনি উইকিমিডিয়ার উন্মুক্ত জ্ঞান আন্দোলনের সাপোর্টার। এরকম গ্রুপে সাথে আমি সম্পৃক্ত ছিলামই না, আমার প্রয়োজনই ছিলোনা। ঐ গ্রুপ গুলোতে এসব হয়, তা আবার সাধারণ ব্যবহারকারীদের নিয়ে, আবার তারা নিজেরাই গ্রুপের সদস্য হয়ে তাৎক্ষণিকভাবে কোন ব্যবস্থা না নিয়ে ছয়মাস পর ঐ গ্রুপের আলাপ ফাঁস করলো কেন? এটি পুরোপুরি নিঃস্বার্থভাবে নয়, এটি তাদের ষড়যন্ত্র বলে আমি মনে করি, আর তা আমাকে ব্যবহার করে বাধাপ্রাপ্তদের বিরুদ্ধে করা হয়েছে। আমি আমার দৃষ্টিকোণ বলবো, আমার বলার অধিকার আছে, আপনারা ভুল কোথায় বলবেন দু'পক্ষের প্রমাণ সহ, কিন্তু এখন যেকোন এক পক্ষের দিকে আমি ধাবিত হই নাই, আমাকে বাধা দেওয়া হলো কেন? আমি তো আমার দৃষ্টিকোণ বললাম যতটুকু আপনারা ব্যাখ্যা করেছেন সেটি অনুযায়ী। আমাকে বাধা দেওয়ার কোন কারণই নেই, যেটি করেছেন সেটি আপনাদের স্বেচ্ছাচারিতা। আমার আলাপ পাতায় বাধা দেওয়ার কোন বার্তা না দেওয়া ও আমার আলাপ মন্তব্য করার সুযোগ কেড়ে নেওয়া কোন কারিগরি ভুল নয়, আপনাদের স্বেচ্ছাচারিতা। ঐ রকম গ্রুপ খুলে সাধারণ ব্যবহারকারীদের বিরুদ্ধে যা মনচায় পরচর্চা করবেন আর এমন অভিযোগের নামে প্রহসন মূলক বিচার আয়োজন করবেন, আমি তো অভিযোগ সরিয়ে নিচ্ছিলাম, ঐটা সম্পাদনা যুদ্ধ নয়,আমি উইকি মার্কআপ ভুলে গেছিলাম,এটা রিভার্ট করে, আমাকে বাধা দিয়ে, আমার আপত্তি থাকা সত্ত্বেও আপনাদের এরকম বিচার করার অধিকার কে দিয়েছে? এরকম একটি কাজের জন্য, আমি আপনাদের (প্রশাসকদের) প্রতি অনাস্থা প্রকাশ করছি।-Nazrul Islam Nahid (আলাপ) ১৩:৪৬, ৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ প্রত্যাখ্যানের কারণ:

বাধা অপসারণের আবেদনের নির্দেশনা অনুসরণ না করায় ও সুযোগের অপব্যবহার করায় আবেদন বাতিল করা হলো ও আলাপ পাতায় সম্পাদনায় বাধা প্রদান করা হলো। — তানভির১৫:১০, ৬ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনি যদি পরবর্তিতে এই বাধা অপসারণ প্রক্রিয়াটি পুনরায় ব্যবহার করতে চান তাহলে, দয়া করেে ইংরেজি উইকিপিডিয়ার বাধা অপসারণের আবেদনের নির্দেশাবলী প্রক্রিয়াটি পড়ুন এবং {{বাধা অপসারণ}} টেমপ্লেটটি পুনরায় ব্যবহার করুন। আপনি যদি বাধা অপসারণের এই প্রক্রিয়াটি কোন বৈধ কারণ ব্যতীত বার বার অপব্যবহার করেন তাহলে আপনাকে বাধাপ্রাপ্ত অবস্থায় এই পাতাটি সম্পাদনায়ও বাধা দেওয়া হতে পারে।

 

You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)

Growth team newsletter #28

সম্পাদনা

Trizek_(WMF) আলোচনা ২৩:১৬, ১৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

Growth team newsletter #29

সম্পাদনা

১৮:০৫, ১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)

ধর্মপুর এডুকেশনাল এষ্টেট নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

সম্পাদনা
 

ধর্মপুর এডুকেশনাল এষ্টেট নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ধর্মপুর এডুকেশনাল এষ্টেট পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৫:০৫, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

সম্পাদনা

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

সম্পাদনা

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন