প্রবেশদ্বার:হিন্দুধর্ম
|
ভূমিকাহিন্দুধর্ম ভারতীয় উপমহাদেশের বৃহত্তম তথা একটি দেশীয় ধর্মবিশ্বাস। হিন্দু ধর্মাবলম্বীগণ স্বীয় ধর্মমতকে সনাতন ধর্ম (सनातन धर्म) নামেও অভিহিত করেন। হিন্দুধর্মের সাধারণ "ধরনগুলির" মধ্যে লৌকিক ও বৈদিক হিন্দুধর্ম থেকে বৈষ্ণবধর্মের অনুরূপ ভক্তিবাদী ধারার মতো একাধিক জটিল মতবাদগুলির সমন্বয়ের এক প্রচেষ্টা লক্ষিত হয়। যোগ, কর্মযোগ ধারণা, ও হিন্দু বিবাহের মতো বিষয়গুলিও হিন্দুধর্মের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। হিন্দুধর্ম একাধিক ধর্মীয় ঐতিহ্যের সমন্বয়ে গঠিত। এই ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মে এই ধর্মের শিকড় নিবদ্ধ। হিন্দুধর্মকে বিশ্বের "প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস" বা "প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ" আখ্যা দেওয়া হয়। জনসংখ্যার বিচারে হিন্দুধর্ম খ্রিষ্টধর্ম ও ইসলামের পরেই বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্মমত। এই ধর্মের অনুগামীদের সংখ্যা ১০০ কোটিরও বেশি। এদের মধ্যে প্রায় ১০০ কোটি হিন্দু বাস করেন ভারতীয় প্রজাতন্ত্রে। এছাড়া নেপাল (২৩,০০০,০০০), বাংলাদেশ (১৪,০০০,০০০) ও ইন্দোনেশীয় দ্বীপ বালিতে (৩,৩০০,০০০) উল্লেখযোগ্য সংখ্যায় হিন্দুরা বাস করেন। হিন্দুধর্মের শাস্ত্রগ্রন্থের সংখ্যা প্রচুর। হিন্দুশাস্ত্র শ্রুতি ও স্মৃতি নামে দুই ভাগে বিভক্ত। এই গ্রন্থগুলিতে ধর্মতত্ত্ব, দর্শন ও পুরাণ আলোচিত হয়েছে এবং ধর্মানুশীলন সংক্রান্ত নানা তথ্য বিবৃত হয়েছে। এই গ্রন্থগুলির মধ্যে বেদ সর্বপ্রাচীন, সর্বপ্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। অন্যান্য প্রধান ধর্মগ্রন্থগুলি হল উপনিষদ্, পুরাণ, ও ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত। ভগবদ্গীতা নামে পরিচিত মহাভারতের কৃষ্ণ-কথিত একটি অংশ বিশেষ গুরুত্বসম্পন্ন ধর্মগ্রন্থের মর্যাদা পেয়ে থাকে। নির্বাচিত নিবন্ধ -![]() ভীষ্ম পর্বে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে মহাযুদ্ধের প্রথম ১০ দিন বর্ণনা করা হয়েছে। এতে ভগবদ্গীতা, কেন এবং কখন যুদ্ধ করতে হবে, ধর্ম এবং মুক্তির পথ নিয়ে অর্জুন ও কৃষ্ণের মধ্যে কথোপকথন রয়েছে। ভীষ্মপর্ব (সংস্কৃত: भीष्म पर्व) ভারতীয় মহাকাব্য মহাভারতের আঠারোটি পর্বের মধ্যে ষষ্ঠ পর্ব। এই পর্বের ১১৭টি অংশ এবং ১৫,৮৮৪টি স্তোত্র রয়েছে। এটি মহাভারতের একমাত্র পর্ব যেখানে প্রধান নায়ক অর্জুন নয় বরং ভীষ্ম ও কৃষ্ণ। এই পর্বে কৃষ্ণ তার ঐশ্বরিক বিশ্বরূপ দেখান। মহাভারতের এই পর্বটিতে ব্যাপকভাবে অধ্যয়ন করা ভগবত গীতা অন্তর্ভুক্ত, যাকে কখনও কখনও গীতা বা প্রভুর গান বা স্বর্গীয় গান হিসাবে উল্লেখ করা হয়। ভগবদ্গীতার অধ্যায়গুলি যুদ্ধের উদ্দেশ্য, সহিংসতার চূড়ান্ত প্রভাব এবং জীবনের অর্থ সম্পর্কে অর্জুনের প্রশ্নাবলী বর্ণনা করে। অর্জুনের সন্দেহ ও আধিভৌতিক প্রশ্নের উত্তর কৃষ্ণ দিয়েছেন। ভীষ্মপর্বের অন্যান্য গ্রন্থে প্রাচীন ভারতে ন্যায়সঙ্গত যুদ্ধ তত্ত্ব অন্তর্ভুক্ত রয়েছে, সেইসাথে কৌশল এবং কৌশল। বইটিতে উত্তরের মৃত্যুর (অভিমন্যুর শ্যালক এবং উত্তরার ভাই) এবং ভীষ্মের পতনের কথাও বলা হয়েছে, যথাক্রমে যুদ্ধের প্রথম ও দশম দিনে। ভীষ্মের আদেশে প্রথম দশ দিন কর্ণ যুদ্ধ করেননি। (সম্পূর্ণ নিবন্ধ...) নির্বাচিত চিত্রশাস্ত্রবাণীतद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया তদ্ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। ভাবার্থ:
সদগুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা কর এবং অকৃত্রিম সেবার দ্বারা তাঁকে সন্তুষ্ট কর। তা হলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন।
— ভগবদ্গীতা (অধ্যায়: ৪, শ্লোক: ৩৪)
নির্বাচিত জীবনী -![]() আদি শঙ্করের পরমগুরু তথা অদ্বৈত বেদান্তের প্রথম ঐতিহাসিক প্রবক্তা গৌড়পাদ। কথিত আছে ইনিই শ্রীগৌড়পাদাচার্য মঠ প্রতিষ্ঠা করেছিলেন। গৌড়পাদ (খ্রিস্টীয় অষ্টম শতাব্দী) বা শ্রীগৌড়পাদাচার্য ছিলেন বৈদিক দর্শনের অদ্বৈত বেদান্ত শাখার প্রথম যুগের গুরুদের অন্যতম। প্রচলিত বিশ্বাস অনুসারে, তিনি ছিলেন আদি শঙ্করের পরমগুরু (গুরুর গুরু)। তিনি বৈদিক দর্শন শাখার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। অপর প্রচলিত বিশ্বাস অনুসারে, তিনি শ্রীগৌড়পাদাচার্য মঠের প্রতিষ্ঠাতা তথা মাণ্ডুক্য কারিকা-র সংকলক। (সম্পূর্ণ নিবন্ধ...) উল্লিখিত তথ্যগুলি উইকিপিডিয়া:আপনি জানেন কি প্রকল্পের অংশ হিসেবে প্রধান পাতায় প্রদর্শিত হয়েছে।
নির্বাচিত উক্তি“অন্ধকার ঘরে থাকিলে, তোকে যদি কেহ জিজ্ঞাস করে 'তুই কে?' তুই বলিস 'আমি'। আমাকে যদি কেহ জিজ্ঞাস করে আমিও বলি 'আমি'। নামে নামে এত মিত্রতা হয় আর 'আমি'তে 'আমি'তে কি কোনো মিত্রতা হইতে পারে না?” — লোকনাথ ব্রহ্মচারী(৪ সেপ্টেম্বর, ১৭৩০ – ১ জুন, ১৮৯০)
একজন বাঙ্গালী ভারতীয় হিন্দু সাধক। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে তার আশ্রম অবস্থিত।
নির্বাচিত মন্দির -
জানুয়ারি মাসে উৎসব ও অনুষ্ঠান
স্বীকৃত ভুক্তিভাল নিবন্ধআজাকি নিবন্ধবিষয় বিভাগবিষয়শ্রেণীনিচের বিষয়শ্রেণীগুলোর অধীনে সবগুলো নিবন্ধ সাজানো আছে। [►] চিহ্নে ক্লিক করলেই উপ-বিষয়শ্রেণী দেখতে পাবেন।
আপনি কি করতে পারেনবাঙালি হিন্দু লোকাচার (বর্তমান বা প্রাচীন) একটি অসম্পূর্ণ তালিকা। আপনি ইচ্ছা করলে যেকোন একটি নিবন্ধ শুরু করতে পারেন।
সম্পর্কিত প্রবেশদ্বারসম্পর্কিত উইকিমিডিয়া |