BadhonCR
| |
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)
নিরেপক্ষতা ১!
সম্পাদনা@BadhonCR আমি খেয়াল করছি, আপনি বিগত কয়েকদিন ধরে ২০২৪ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা এবং এটা ২০২৪-এ বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রতিরোধ আন্দোলন এই নিবন্ধে সম্পাদনা করছেন। তবে আমার এটা আশংকা হচ্ছে, আপনি নিবন্ধ দুটিতে নিরেপক্ষতা রক্ষা করতে পারেননি, অথবা ইচ্ছা করেই করেননি। যাইহোক আমি দুটি নিবন্ধ সম্পর্কে কিছু কথা বলবো।
প্রথম নিবন্ধে সম্পর্কে বলি। আপনি করলেই দেখতে পাবেন,
(১) নির্বাচন পরবর্তী এইযে সহিংসতা এটা হিন্দুদের উপর আক্রমণ নয়, বরং এটা বিএনপি ও তার জোট কর্তৃক আওয়ামীলীগের উপর আক্রমণ। তাই নিবন্ধটির নাম সাম্প্রদায়িক সহিংসতা হবেনা, বরং নাম হবে রাজনৈতিক সহিংসতা।
(২) এটা ছাড়াও এই যে রাজনৈতিক সহিংসতায় হিন্দুদের উপর আক্রমণ এটা অধিকাংশই ভুয়া ও গুজব, এটা আপনি গুগল করলেই দেখতে পাবেন। কিন্তু আপনার নিবন্ধে একটিবার এই গুজবের কথা উল্লেখ নেই।
(৩) আপনি নিবন্ধটি এমনভাবে সাজিয়েছেন যেন এটি একটি নির্যাতনের তালিকা। একটি মাত্র মতামত রেফারেন্স দিয়ে একাধিক রেফারেন্স তৈরি করেছেন। আমি কতকগুলো খুজেই পেলাম না, পত্রিকা মুছে দিয়েছে। আপনি মেবি প্রতিক্রিয়া অংশে মোটামুটি সবার কোটেশন দিয়েছেন। আসলে এক নিবন্ধে এতো কোটেশন দেওয়া যায়না। এটা পুরো নিবন্ধেই সমস্যা আছে, আপনি সারাংশ না লিখে প্রতিটা ছোট ব্যপারগুলো বিস্তারিত বর্ণনা করেছেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:৪৩, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
নিরেপক্ষতা ২!
সম্পাদনা@BadhonCR আপনার দ্বিতীয় নিবন্ধ ২০২৪-এ বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রতিরোধ আন্দোলন সম্পর্কে বলি। যদিও নিবন্ধটি আপনি তৈরি করেননি, তবে আপনি নিবন্ধে বড় কিছু সম্পাদনা করেছেন। কিছু কথা লক্ষ্য করুন!
(১) নিবন্ধটি এইযে রাজনৈতিক সহিংসতা এটার বিরুদ্ধে একটা আন্দোলন। এই আন্দোলনে ছাত্র-জনতা, বিএনপি, জামাত-শিবির ও কওমি মাদ্রাসা ছাত্র ও সাধারণ আলেম-উলামা অংশগ্রহণ করেছেন। এ ব্যপারে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আপনি কিছু লিখেননি।
(২) নিবন্ধটির শিরোনাম আর তথ্যছকে উপরের লেখাটা কাছাকাছিভাবে লেখা, তবে আসলে দুইটার মধ্যে বিস্তর ফারাক আছে। এই নিবন্ধটা প্রতিরোধ আন্দোলন কোন প্রতিবাদ আন্দোলন নয়। বিষয়টির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।
(৩) এই নিবন্ধটিতেও প্রতিবাদ বা প্রতিরোধ যাইহোক না কেন, নিবন্ধটিতেও মূল বিষয় ফোকাস না করে নির্যাতনের আলোচনার আধিক্য রয়েছে। আমি সবকিছু মিলিয়ে নিবন্ধ দুইটিতে একপাক্ষিক এবং WP:স্বার্থের সংঘাত রয়েছে বলে মনে হচ্ছে। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৭:৫৭, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @DeloarAkram নিবন্ধটি নিয়ে আলোচনায় আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতামতের ভিত্তিতে কিছু সংশোধন আনা হয়েছে, বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত জানান। যেহেতু নিবন্ধের বিষয়বস্তু চলমান ঘটনা, তাই ভবিষ্যতে এটি আরো সংশোধন করা হবে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২২:৫১, ১৩ আগস্ট ২০২৪ (ইউটিসি)
- @BadhonCR আমি আপনাকে অনুরোধ করবো নিবন্ধ দুইটিতে কিছুদিন সম্পাদনা থেকে বিরত থাকতে। কারণ আপনি নিবন্ধ দুটিতে এমনভাবে সম্পাদনা করেছেন, যেন এটা WP:HOAX এবং প্রোপাগাণ্ডা। এটা সাধারণভাবে সম্পাদনা করে ঠিক করা যাবেনা। আমি নিবন্ধ দুটিতে ফ্যাক্ট চেক করে দেখছি, সেসব ঘটনার সত্যতা পাওয়া যাচ্ছেনা, সেগুলো সরিয়ে ফেলতে হবে। এবং নিবন্ধের ভাষাও অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে হবে।
- আপনি অপেক্ষ করুন। নিবন্ধটি সংশোধন হবার পরে, আপনি সঠিক তথ্যসূত্র দিয়ে পরিবর্তন আনতে পারবেন। এবং আলাপ:২০২৪ বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা আলাপ পাতায় আলোচনা চলছে, আপনি সেখানেও অংশগ্রহণ করতে পারেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৪:১০, ১৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)
ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪-এ পর্যালোচনা বিষয়ে
সম্পাদনাসুধী,
শুভেচ্ছা নিবেন। উইকিপিডিয়া:ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪ আগামীকাল ১৫ আগস্ট শেষ হবে। সময় আর বাড়বে না। তবে যারা ইতোমধ্যে নিবন্ধ হাতে নিয়ে পর্যালোচনা শেষ করতে পারেন নি, তাদের আরও সময় লাগলে নিতে পারেন। আমরা পর্যালোচনাধীন নিবন্ধগুলো অতিদ্রুত পর্যালোচনা শেষ করার অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ
বিবরণ যোগের অনুরোধ (৩০ আগস্ট ২০২৪)
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৩০ আগস্ট ২০২৪ টেমপ্লেটটি ইতিমধ্যে কারো দ্বারা তৈরি হলেও বিবরণ অংশটি ফাঁকা রয়েছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ২৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]
বিবরণ যোগের অনুরোধ (৫ সেপ্টেম্বর ২০২৪)
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৫ সেপ্টেম্বর ২০২৪ টেমপ্লেটটি ইতিমধ্যে কারো দ্বারা তৈরি হলেও বিবরণ অংশটি ফাঁকা রয়েছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ৪ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]
বিবরণ যোগের অনুরোধ (১১ সেপ্টেম্বর ২০২৪)
সম্পাদনাসুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১১ সেপ্টেম্বর ২০২৪ টেমপ্লেটটি ইতিমধ্যে কারো দ্বারা তৈরি হলেও বিবরণ অংশটি ফাঁকা রয়েছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫০, ১০ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]