উইকিপিডিয়া:ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪

ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪
বাংলা উইকিপিডিয়ায় ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধিতে পরিচালিত মাসব্যাপী অভিযান
সময়ক্রম: ৬ জুলাই — ৫ আগস্ট

ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪ বাংলা উইকিপিডিয়ায় মানসম্মত নিবন্ধের সংখ্যা বৃদ্ধির অভিযান। একমাসে অন্তত ১০০ ভালো নিবন্ধ পর্যালোচনা করার লক্ষ্যে এই অভিযানটি চলবে ৬ জুলাই, ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪। শীর্ষ পর্যালোচনাকারীদের জন্য থাকছে উইকিপিডিয়া স্যুভেনির।

পর্যালোচনা পদ্ধতি

সম্পাদনা

অতিরিক্ত নিয়মকানুন

সম্পাদনা
  • দুই শ্রেণির পর্যালোচক থাকবেন: পর্যালোচক ও শিক্ষানবিশ পর্যালোচক।
    • অভিযানে অংশগ্রহণে আগ্রহীরা এই ফর্মটি পূরণ করুন। পরবর্তীতে সমন্বয়ক দল আপনাকে মেইল বা আলাপ পাতায় বার্তা দিবে এবং এই পাতার নিচে শ্রেণি অনুসারে আপনার নাম যোগ করে দিবে।
    • স্বয়ংক্রিয় পরীক্ষক ও প্রশাসকগণ পর্যালোচক শ্রেণির বলে গণ্য হবেন। এছাড়া এই দুই অধিকার নেই কিন্তু আগে অন্তত দুটি ভালো নিবন্ধ পর্যালোচনা করেছেন তারাও এই শ্রেণিতে থাকবেন।
    • উপরের যোগ্যতা পূরণ করেননি এবং নতুন ব্যবহারকারীরা শিক্ষানবিশ পর্যালোচক শ্রেণিতে গণ্য হবেন। তবে এই শ্রেণির কোনো সদস্য চারটি নিবন্ধ পর্যালোচনা করলে ‘পর্যালোচক’ শ্রেণিতে উত্তীর্ণ হবেন। তবে শর্ত হচ্ছে নিবন্ধ চারটি ‘পর্যালোচক’ শ্রেণির কারো দ্বারা পর্যালোচনা ঠিক আছে বলে সত্যায়িত হতে হবে।
  • #স্কোরিং পদ্ধতি অনুসারে প্রত্যেকটি নিবন্ধ পর্যালোচনার বিনিময়ে নির্দিষ্ট পয়েন্ট লাভ করবেন। পয়েন্টের ভিত্তিতে লিডারবোর্ড তৈরি করা হবে।
  • পর্যালোচনার সময় অবশ্যই সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ অনুসরণ করতে হবে।
  • তাড়াহুড়ো নয়, বরং পর্যালোচনার মানে নজর দিতে হবে। প্রতিযোগিতা ভালো, তবে প্রতিযোগিতা করতে গিয়ে পর্যালোচনার মান খারাপ হতে পারবে না। এরকম ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীকে সমন্বয়কারী দল এই অভিযানে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করতে পারবেন।
  • সমন্বয়কারী দল পয়েন্ট প্রদান করবেন।

স্কোরিং পদ্ধতি

সম্পাদনা
  • পর্যালোচক শ্রেণি একটি নিবন্ধ পর্যালোচনা করলে পাবেন ২ পয়েন্ট।
  • শিক্ষানবিশ পর্যালোচক পর্যালোচনা করার পর সেটি ‘পর্যালোচক’ শ্রেণির কারো দ্বারা সত্যায়িত হলে শিক্ষানবিশ পর্যালোচক পাবেন ২ পয়েন্ট, সত্যায়নকারী পর্যালোচক পাবেন ১ পয়েন্ট। সত্যায়নকারীকে অবশ্যই নিবন্ধের আলাপ পাতায় তার বিস্তারিত মতামত (পর্যালোচনার মান ভালো হলে প্রশংসা, ভালো না হলে কোথায় উন্নতি করতে হবে) দিতে হবে।

পর্যালোচক দল

সম্পাদনা
পর্যালোচক
শিক্ষানবিশ পর্যালোচক

সমন্বয়কারী দল

সম্পাদনা
  1. Dolon Prova
  2. MdsShakil
  3. Moheen
  4. RockyMasum
  5. Yahya