ব্যবহারকারী:কুউ পুলক এর ২০১৯ সালের আলাপ পাতা

সাম্প্রতিক মন্তব্য: ShahadatHossain কর্তৃক ৪ বছর পূর্বে "এশীয় মাসের পর্যালোচনা বিষয়ে" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫

লক্ষ্মণ ফল

এই সম্পাদনায় মনে হয় আপনি লক্ষ্মণ ফল অনুবাদের চেষ্টা করেছেন। নিবন্ধটি এখানে ক্লিক করে তৈরি করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৪, ২২ আগস্ট ২০১৯ (ইউটিসি)

পানীয় নিবন্ধের সম্পাদনা

সুধী, আমার তৈরিকৃত পানীয় নিবন্ধে আপনার সম্পাদনা (ছবি সম্পাদনা) যথাযথ হয়নি। ছবিগুলো শিরোনামের সাথে মিল রেখেই দেওয়া হয়েছে। যাহোক, আমি সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়েছি। কোনো মতামত থাকলে আমার আলাপ পাতায় জানানোর জন্য অনুরোধ করছি। — ImranAvenger (আলাপ) ০৮:০৪, ৩১ আগস্ট ২০১৯ (ইউটিসি)

ছোট নিবন্ধ

ভাইয়া আমি খেয়াল করলাম আপনি দ্রুত তিন-চারটি নিবন্ধ তৈরি করেছেন যাতে এক লাইনের বেশী লেখা নেই। অনুগ্রহ করে এই নিবন্ধগুলি পূর্ণ অনুবাদ করবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৯, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

হ্যা, আমি এগুলো পুরো অনুবাদ করব ইনশাল্লাহ — কুউপুলক (আলাপ) ২৩:৪২, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
ঠিক আছে। তবে পরে করার জন্য রেখে দিবেন না। আমার কয়েক বছরের অভিজ্ঞতা বলে, এই রকম অনেক উইকিপিডিয়ান পরে করার জন্য রেখে দেয় ও পরে ভুলে যায় এবং এগুলি নিবন্ধের ভিড়ে হারিয়ে যায় ও এগুলি বছরের পর বছর এভাবেই পড়ে থাকে(বে)। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার প্রত্যুত্তরের জন্য ধন্যবাদ। আপনার কথা ঠিক আছে। তবে আমিও আমার কথা ঠিক রাখবো। আমি যে নিবন্ধগুলো অসম্পূর্ণ রেখেছি তার তালিকা আমি করে রেখেছি। আর একটা একটা করে প্রতিদিন কয়েক ঘন্টা আমি উইকিপিডিয়ায় দেই। তাই আমি যে আমার কথা রাখতে পারব সে ব্যাপারে আমার পুরো আত্মবিশ্বাস আছে। আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি — কুউপুলক (আলাপ) ০৭:৩৪, ৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)


আপনার তৈরি যৌন অসামঞ্জস্যতা নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Kupulak,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি যৌন অসামঞ্জস্যতা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, মঙ্গলবার ১১:০০, ১৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

বাংলা করে যোগ করবেন অনুগ্রহ করে

ভাইয়া অনুগ্রহ করে নিবন্ধে যেকোন কিছু যেমন টেমপ্লেট, চিত্র, বিষয়শ্রেণী ইত্যাদি বাংলা করে যুক্ত করবেন। বাংলা না করার কারণে আপনার কিছু সম্পাদনা বাতিল করতে হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

ধন্যবাদ। আরো যত্নবান হব ইনশাল্লাহ — কুউপুলক (আলাপ) ১০:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি দাঁতের ব্যথা নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Kupulak,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি দাঁতের ব্যথা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, রবিবার ১৬:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি এরিক কান্ডেল নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Kupulak,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি এরিক কান্ডেল নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, রবিবার ১৬:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি জ্যঁ দে লা ফন্টেইন নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Kupulak,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি জ্যঁ দে লা ফন্টেইন নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ~ যুদ্ধমন্ত্রী আলাপ, রবিবার ১৬:৩৮, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯

 
সুপ্রিয় Kupulak,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি অক্টোবর থেকে অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে ডাকযোগে পুরস্কার প্রেরণ শুরু করবে। সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। ১ অক্টোবর থেকে ফর্মে সরবরাহ করা ইমেইল ঠিকানায় যোগাযোগ শুরু হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। এই প্রতিযোগিতার আয়োজক ‘উইকিমিডিয়া বাংলাদেশ’ এবং সহযোগী ‘জাগো নিউজ’-এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। -নাহিদ সুলতান (আলাপ) রবিবার ১৬:৩৯, ২২ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

যান্ত্রিক অনুবাদ

সুপ্রিয় কুউ পুলক/সংগ্রহশালা ২, আপনি উইকিপিডিয়ায় বেশ সক্রিয়। এরকম সক্রিয় ব্যবহারকারী দেখলে খুবই ভালো লাগে। কিন্তু একটি ব্যাপার আমি লক্ষ্য করে দেখলাম আপনার প্রণীত নিবন্ধ সমূহে যান্ত্রিক অনুবাদের আধিক্য রয়ে যাচ্ছে। অনেক বাক্যের অর্থ বুঝতে কষ্ট হচ্ছে। কিছু বাক্য বোঝাই যাচ্ছেনা। নিবন্ধে যান্ত্রিক ভাষা না রাখার অনুরোধ রইলো। আশা করি আপনি এই ব্যাপারটায় আন্তরিক হবেন। শুভকামনা। ধন্যবাদ। ফেরদৌস১৭:২৮, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

ভাইয়া, আর একটু নির্দিষ্ট করে যদি বলতেন, তাহলে আমার জন্য ভালো হতো। আসলে আমি নতুন ব্যবহারকারী তাই ভুল হতে পারে। আপনি আমাকে বলুন ঠিক কোথায় যান্ত্রিক অনুবাদ মনে হচ্ছে। সেখানে আমি পুনরায় সংশোধন করবো। — কুউপুলক (আলাপ) ১৭:৪১, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)


আসলে এভাবে ধরে ধরে বলা তো সম্ভব না। এই যেমন ধরুন আপনার সর্বশেষ নিবন্ধ নীতে আপনি একটা লাইন লিখেছেন, রেসকর্লা-ওয়াগনার মডেলটিতে একটি শর্তহীন উদ্দীপনার পক্ষে সর্বোচ্চ সম্ভব্য কন্ডিশনার। এই বাক্য দ্বারা একজন পাঠক ঠিক কি বুঝবে?ফেরদৌস১৯:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

ধন্যবাদ ভাই, আমি আরো যত্নবান হব, বিশেষ করে গ্রীক বর্ণমালার প্রজেক্ট হাতে নিয়েছি। নী পর্যন্ত গিয়েছি। সংশোধন কার্যক্রম শেষ না করে আগে যাব না। একটা সমস্যা ভাইয়া, আমি সব কয়টা পাতায় বিষয়শ্রেনি হিসাবে গ্রিক লিপি দিচ্ছি কিন্তু গ্রিক লিপির বিষয়শ্রেনির পাতায় শুধুমাত্র ওমেগা ও ল্যামডা ছাড়া আর কেউ যাচ্ছে না।

গঠনমূলক উপদেশ প্রদানে আপনাকে আবারো ধন্যবাদ। আপনার শুদ্ধ/অশুদ্ধ পাতাটি আমার খুব ভালো লেগেছে। শুভকামনায় — কুউপুলক (আলাপ) ১৯:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)

ইংরেজি উইকিতে দেখলাম এই ধরণের নিন্ধনের জন্য গ্রিক লেটার ব্যবহার করেছে। তাই আপনি বিষয়শ্রেণী:গ্রিক অক্ষর ব্যবহার করুন। ফেরদৌস২০:১৬, ২৭ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)


আপনার তৈরি আন্দালুসীয় ঘোড়া নিবন্ধটি গৃহীত হয়েছে

সুপ্রিয় Kupulak,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি আন্দালুসীয় ঘোড়া নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - অংকন (আলাপ), শুক্রবার ৭:২৩, ০৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  সম্পাদকের পদক
নতুন হয়েও নিয়মিত অবদানের মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে নতুন নতুন নিবন্ধ তৈরি করার জন্য আপনাকে এই পদক দেওয়া হল। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১২, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনুপ্রেরণা হিসাবে এ পদক গ্রহণ করলাম — কুউপুলক (আলাপ) ২১:২৮, ৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

বার্তা

ভাইয়া, আপনি যদি কোন পাতা রিডিরেক্ট করতে চান তবে তা তৈরি করে সরাসরি করে দেবেন। তা করতে হবে এমনভাবে তা তৈরি করে ফেলে রাখবেন না৷ — Wiki Ruhan (আলাপ) ১৪:০৯, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

@Wiki Ruhan: রিডিরেক্ট করার অধিকার আমারও যে ছিল তাই তো জানতাম না। ভবিষ্যতে আর এমন হবে না। — কুউপুলক (আলাপ) ১৪:৩৫, ৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার অনুবাদের নাম সংশোধন

বাংলা নাম গুলো মনে হয় এগুলো দিলে ভালো হয়। ভালো না লাগলে পূর্বাবস্থায় দিতে পারেন। খেয়াল রাখবেন পাতাগুলো যেন মানসম্মত হয়। আর আপনার এই সাহসী উদ্যোগের জন্য অভিনন্দন।— Wiki Ruhan (আলাপ) ১২:১৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  দলগত কাজের পদক
সুপ্রিয় Kupulak,

বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ অংশ নিয়ে এক বা একাধিক নিবন্ধ সৃষ্টি করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১৮:৫৯, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

পদক উৎসাহ যোগায়, ক্লান্তি দূর করে, সর্বোপরি ভালো লাগে, মনে হয় অদৃশ্য চোখ আমায় দেখে (অনুভূতি সত্যিই রোমাঞ্চকর) — কুউপুলক (আলাপ) ১০:৪১, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  নিরলস অবদানের পদক
আপনাকে উইকিপিডিয়ার স্বাগতম আপনি উইকিপিডিয়া নিরলস পরিশ্রম করার কারণে আপনাকে নিরলস পরিশ্রম পদক দিলাম এবং উইকিপিডিয়াতে আরো ভবিষ্যতে ভালো অবদান রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। Wikimanbd (আলাপ) ১০:২৮, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
পদক উৎসাহ যোগায়, ক্লান্তি দূর করে, সর্বোপরি ভালো লাগে, মনে হয় অদৃশ্য চোখ আমায় দেখে (অনুভূতি সত্যিই রোমাঞ্চকর) — কুউপুলক (আলাপ) ১০:৪০, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

নিবন্ধ তৈরি প্রসঙ্গে

উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সম্প্রতি, আপনি বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক প্রায় ৯টি নিবন্ধ অনুবাদ করে তৈরি করেছেন। অল্প সময়ে ও দ্রততার সাথে নিবন্ধসমূহ তৈরি করার ফলে নিবন্ধসমূহে এখনও বিভিন্ন ইংরেজি শব্দ ও ভুল বানান রয়ে গেছে। আশা করি তা খুব শীঘ্রই সংশোধন ও নিবন্ধ সম্প্রসারণ করে উইকিপিডিয়া সমৃদ্ধ করার প্রয়াসে আপনার অবদান অব্যাহত থাকবে। উল্লেখ্য, একসাথে এতগুলো নিবন্ধ অসম্পূর্ণ না রেখে বরং ধীরে ধীরে সম্পূর্ণ নিবন্ধ তৈরির অনুরোধ রইলো। যেকোনো প্রয়োজনে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। ধন্যবাদ, আপনার উইকি পথচলা শুভ হউক - রিয়াজ (আলাপ) ১০:২৯, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

@RiazACU: আসলে নিবন্ধগুলো ইংরেজি ইউকিতে খুবই ছোট ছিল। তাই দ্রুত হয়ে গেছে। আর ইংরেজি থেকে গেছে এমন সমস্যা বোধকরি এখন আর নাই। আপনাদের সহযোগিতা ও হিতোপদেশ পেলে উৎসাহ লাগে, নির্দিধায় জানাবেন, শুধরানোর চেষ্টা করব। — কুউপুলক (আলাপ) ১০:৩৭, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
যে তথ্যছকে ইংরেজি রয়ে গেছে তা আমি ঠিক করে দিয়েছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৩, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
@আফতাবুজ্জামান: ভাই, আপনাকে ধন্যবাদ — কুউপুলক (আলাপ) ০২:০০, ২২ অক্টোবর ২০১৯ (ইউটিসি)


উন্মুক্ত যোগাযোগ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

উন্মুক্ত যোগাযোগ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/উন্মুক্ত যোগাযোগ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ইসমাইল (আলাপ) ০৭:১৮, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)


উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯!

 
 

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯


সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ।
এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।
~মহীন (আলাপ), বুধবার ১৩:১৩, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পদক ২০১৯ আয়োজক ও সকল কুশীলবদের ধন্যবাদ জানাই — কুউপুলক (আলাপ) ১৩:৫৯, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার জন্য এই পদক!!!

  অসাধারণ নতুন সম্পাদক পদক
উইকিতে আপনি একেবারে নতুন হলেও অসাধারণভাবে কাজ করে যাচ্ছেন। উইকিপিডিয়ার পরিবাবে এসে আপনার মূল্যবান সময় এবং অসাধারণ কাজের স্বীকৃতিস্বরুপ আমার পক্ষ থেকে অসাধারণ নবাগত পদক প্রদান করলাম। আশা করছি যে কর্মময় জীবনের মধ্যে থেকে দূর্দান্ত দুর্বার গতিতে সামনে এগিয়ে যাবেন। ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় --IqbalHossain (আলাপ) ০৪:০০, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
@IqbalHossain: ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ, সম্মানিত করার জন্য কুউপুলক (আলাপ) ০৬:৪১, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি ইনিশিয়েটিভ ফর ওপেন সাইটেশন্স নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইনিশিয়েটিভ ফর ওপেন সাইটেশন্স নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), মঙ্গলবার ১৬:৩১, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি উন্মুক্ত-প্রবেশাধিকার আন্দোলনের সময়রেখা নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উন্মুক্ত-প্রবেশাধিকার আন্দোলনের সময়রেখা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), মঙ্গলবার ১৬:৩৭, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি ওপেন আর্কাইভ্‌স ইনিশিয়েটিভ নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ওপেন আর্কাইভ্‌স ইনিশিয়েটিভ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), মঙ্গলবার ১৬:৪০, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি সাবভারসিভ প্রপোজাল নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি সাবভারসিভ প্রপোজাল নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), মঙ্গলবার ১৬:৪৫, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি হাঙ্গেরিতে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি হাঙ্গেরিতে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), মঙ্গলবার ১৭:৩৩, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি স্পেনে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি স্পেনে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), বুধবার ১৬:২৫, ৩০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি রাশিয়ায় উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি রাশিয়ায় উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), বৃহস্পতিবার ৫:১২, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি অস্ট্রিয়ায় উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অস্ট্রিয়ায় উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), বৃহস্পতিবার ১৭:২৩, ৩১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি ইউক্রেনে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইউক্রেনে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), শুক্রবার ৭:৪৫, ০১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি ভারতে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ভারতে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), শুক্রবার ৭:৪৫, ০১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি সুইডেনে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি সুইডেনে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), শুক্রবার ৭:৪৫, ০১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি বেলজিয়ামে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বেলজিয়ামে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), শুক্রবার ৭:৪৫, ০১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি ফ্রান্সে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ফ্রান্সে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), শুক্রবার ১১:১০, ০১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি অস্ট্রেলিয়ায় উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি অস্ট্রেলিয়ায় উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), শুক্রবার ১১:৪৮, ০১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি ইতালিতে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি ইতালিতে উন্মুক্ত প্রবেশাধিকার নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), শুক্রবার ১২:৩০, ০১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

আপনার তৈরি উন্মুক্ত যোগাযোগ নিবন্ধটি গৃহীত হয়েছে!

 

সুপ্রিয় Kupulak!
উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত এডিটাথনে অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি উন্মুক্ত যোগাযোগ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন moheenreeyad wikimedia.org.bd ঠিকানায়। আপনার উইকিসম্পাদনা আনন্দের হোক!
-~মহীন (আলাপ), শনিবার ১৫:৫২, ০২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)


ইউনিয়ন সম্পর্কিত নিবন্ধ সম্পর্কে!

আশা করি ভালো আছেন। আপনার উইকি তে টহল কিছু নিবন্ধ দেখলাম, যেগুলো ইউনিয়ন সম্পর্কিত। কিন্তু সবগুলো নিবন্ধই প্রায় খালি পাতা, আপনি অবশ্য ট্যাগ লাগিয়েছে যে কাজ চলছে। কিন্তু এতগুলো ট্যাগ লাগিয়ে খালি নিবন্ধ তৈরি না করে, নূন্যতম তথ্য যোগ করে প্রকাশ করতে অনুরোধ করছি।-ShahadatHossain (আলাপ) ১০:৩১, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

@ShahadatHossain: ভাই, ইউনিয়ন গুলোর তথ্য যোগ করার কাজ দ্রুততম সময়ে শেষ করব। ইনশাল্লাহ। তারপর উইকিপিডিয়া এশীয় মাসে কাজ করার ইচ্ছে আছে। --- কুউপুলক (আলাপ) ১০:৪৮, ৩ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
@ShahadatHossain: ভাই, নূন্যতম তথ্য যোগ করার কাজ শেষ করেছি --- কুউপুলক (আলাপ) ১৪:২৯, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

বিষয়শ্রেণী:ব্যান্ড সদস্য

"বিষয়শ্রেণী:ব্যান্ড সদস্য" এর বদলে ব্যক্তি যে ব্যান্ডের সদস্য সে ব্যান্ডের বিষয়শ্রেণী থাকতে পারে, যেমন: বিষয়শ্রেণী:পিংক ফ্লয়েডের সদস্য~মহীন (আলাপ) ১৫:৫৪, ২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

@Moheen: ঠিক আছে। --কুউপুলক (আলাপ) ১৫:৫৮, ২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

Be the first to try new editing features

প্রিয় Kupulak,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ, EAsikingarmager (WMF) (আলাপ) ২৩:৪০, ৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

তথ্যসূত্রের রচনাশৈলী

আপনি প্রতিটি নিবন্ধে তথ্যসূত্র ব্যবহারের সময় বাক্যের শেষে এবং তথ্যসূত্রের পূর্বে স্পেস ব্যবহার করেন। দয়া করে এটা না করার অনুরোধ থাকবে, এতে রচনাশৈলীর মাধুর্য নষ্ট হয়! ~মহীন (আলাপ) ০৬:৪৪, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

@Moheen: ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ভাবতাম স্পেস যথার্থ। ভবিষ্যতে আপনার পরামর্শ মেনে চলব। --কুউপুলক (আলাপ) ০৭:০৪, ১৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

এশীয় মাসের পর্যালোচনা বিষয়ে

ভাই,

আমি আপনার বেশিরভাগ নিবন্ধ পর্যালোচনা করেছি এবং বেশিরভাগ গৃহীত হিসাবে পর্যালোচিত করেছি এবং কিছু নিবন্ধে ত্রুটির কারনে গ্রহন করা সম্ভব হয় নি। আপনি চাইলে উক্ত নিবন্ধগুলো ত্রুটিমুক্ত করে আমাকে জানাতে পারেন; সেক্ষেত্রে আমি পুনরায় পর্যালোচনা করবো। আপনার জমাদান করা সকল নিবন্ধ এখানে পাবেন। ধন্যবাদ- Shahadat Hossain (আলাপ)বার্তা পাঠান ১৪:০০, ১৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)


আপনাকে একটি উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে

 
সুপ্রিয় Kupulak,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় -ডোরেমন(আলাপ), মঙ্গলবার ৬:৩৭, ২৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

 

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

"কুউ পুলক/সংগ্রহশালা ২"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।