উইকিপিডিয়া:টিশার্টের প্রস্তাবনা
বাংলা উইকিপিডিয়ার টিশার্টের প্রস্তাবনা পাতায় স্বাগতম
বাংলা উইকিপিডিয়া অবদানকারীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে শুরু করছে। অনেক অবদানকারী দীর্ঘ সময় ধরে কোন স্বীকৃতি ছাড়াই স্বতন্ত্রভাবে নিয়মিত নীরবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে চলছেন। অবদানকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনি এই প্রকল্পের মাধ্যমে তাঁকে একটি উইকিপিডিয়া টিশার্ট প্রদানের প্রস্তাব করতে পারেন।
|
Shahidul Hasan Romanসম্পাদনা
ভালো অবদানকারী, ঠান্ডা মাথায় নিয়মিত কাজ করে যাচ্ছে। আমার বাংলা উইকির অন্যতম প্রিয় সম্পাদক।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন। বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য সম্পাদক যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। — তানভির • ০৯:৩৮, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- সমর্থন—ImranAvenger (আলাপ) ১৬:৪৮, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- সমর্থন -- জনি (আলাপ) ১৩:৪১, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- সমর্থন। বিভিন্ন নিবন্ধ প্রতিযোগিতার শীর্ষ প্রতিযোগী এবং সাম্প্রতিক বিষয়গুলো সম্প্রসারণ ও হালনাগাদে নিবেদিত নিয়মিত ব্যবহারকারী রোমান এই ছোট উপহারটি পাওয়ার যোগ্য।--ওয়াকিম (আলাপ) ১৬:৩১, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- সমর্থন: বাংলা উইকিপিডিয়ায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। --নাবিল (✉) ২২:৫৮, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
- পূর্ণ সমর্থন রইল রোমান ভাইয়ের জন্য। — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৯:০৯, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- সমর্থন বাংলা উইকিপিডিয়ার একজন গুরুত্বপূর্ণ সম্পাদক। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২৩, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন। – Waraka Saki (আলাপ) ১২:৪৪, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন বাংলা উইকিপিডিয়ায় দারুন অবদান রাখছেন – শাকিল হোসেন (আলাপ)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:১৭, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
কুউ পুলকসম্পাদনা
- প্রস্তাবক: ডোরেমন(আলাপ) ০৬:৩৩, ২৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? : তিনি প্রতিনিয়ত বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে চলেছেন। তার কার্যক্রমে আমি মুগ্ধ হয়ে মনোনয়ন দিচ্ছি।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- দৃঢ় সমর্থন দিচ্ছি কারণ কার্যক্রম খুবই ভালো। বাংলা উইকিপিডিয়াতে এরকম সদস্য আমাদের খুবই প্রয়োজন। ডোরেমন(আলাপ) ০৬:৩৩, ২৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
- সমর্থন --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৩, ৯ মার্চ ২০২০ (ইউটিসি)
- সমর্থন -- জনি (আলাপ) ২০:১৯, ৯ মার্চ ২০২০ (ইউটিসি)
- পূর্ণ সমর্থন রইল।--নাবিল (✉) ২৩:২৯, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন City of Zion (আলাপ) ১৪:১৬, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন সাম্প্রতিক সময়ে উনার সম্পাদনা বেশ চোখে পড়ার মতো। প্রায় ৫০০ এর উপরে প্রনীত নিবন্ধের পাশাপাশি তিনি পুরাতন নিবন্ধের মানোন্নয়নে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাই আমার সমর্থন কুউ পুলক এর জন্য। --NahidHossain (আলাপ) ০৩:২৪, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২৪, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন। – Waraka Saki (আলাপ) ১২:৪৪, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন — ফেরদৌস • ১৭:১৬, ৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন Prodipto(আলাপ) ০৩:৩৩, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:১৮, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
মো সোহানুর রহমানসম্পাদনা
- প্রস্তাবক: আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৩, ৯ মার্চ ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? : যদিও ছয় মাস হয় নাই কিন্তু বাংলা উইকিতে রেল নিয়ে এই ব্যবহারকারীর অবদান অসাধারণ। অল্প সময়ে অনেক ভালো অবদান রেখেছেন।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- মন্তব্য ব্যবহারকারীর বয়স ৬ মাস হয় নাই। সেহেতু বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। – ইফতেখার নাইম (আলাপ) ০০:৩৮, ১০ মার্চ ২০২০ (ইউটিসি)
- উইকিমিডিয়া বাংলাদেশের বক্তব্য: যেহেতু প্রকল্পটি ব্যবহারকারীদের কাজকে সম্মান ও তাঁদের উৎসাহ প্রদানর জন্যই চলছে এবং নিয়মগুলো একটি প্রাথমিক মানদণ্ড। সুতরাং সম্প্রদায় এই নিয়মের ব্যতিক্রম করে কাউকে সমর্থন দিলে আমাদের পক্ষ থেকে টিশার্ট দিতে আপত্তি নাই।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৩০, ৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন যদিও তিনি উইকিপিডিয়াতে ছয় মাসের কম সময় ধরে আছেন, তবুও তিনি অতি অল্প সময়ে ৩৯০০+ সম্পাদনা করে ফেলেছেন। আর তার বেশিরভাগ কাজই রেল সম্পর্কে। ____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৭:৩২, ৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- পূর্ণ সমর্থন রইল।--নাবিল (✉) ২৩:৩০, ১০ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন City of Zion (আলাপ) ১৪:১৫, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন নাইম (আলাপ) ০৬:৫৯, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:১৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Obangmoyসম্পাদনা
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- মন্তব্য Obangmoy অবশ্যই একজন উল্লেখযোগ্য সম্পাদক। কিন্তু তিনি তো ভারতীয়। সেক্ষেত্রে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে কি টিশার্ট পাঠানো সহজ হবে? পাঠানোর জন্য অনেক বেশি খরচ পড়ে যাবে মনে হয়। --NahidHossain (আলাপ) ০৩:১৮, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- উইকিমিডিয়া বাংলাদেশের বক্তব্য: যেহেতু আমরা প্রকল্পটি কোন দেশভিত্তিক উইকিপিডিয়ানদের জন্য না করে বাংলা উইকিপিডিয়ানদের জন্য করেছি। তাই বাংলা উইকিপিডিয়ান কেউ মঙ্গলগ্রহে থাকলেও আমরা পাঠানোর চেষ্টা করবো। অনেকক্ষেত্রে বিভিন্ন সম্মেলনে আগত কারো কাছেও দিয়ে দেই যদি নিতান্তই সমস্যা হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৬, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন আসাম নিয়ে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:১২, ১৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন ~ নাহিয়ান আলাপ ১১:২৮, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন ━ কুউ পুলক 🖂 ০৯:২৭, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:১৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Faizul Latif Chowdhuryসম্পাদনা
- প্রস্তাবক: NahidHossain (আলাপ) ১৩:৩৯, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :আমার দেখায় অনেক মানসম্পন্ন নিবন্ধন তৈরি করেছেন। প্রায়শই ভিন্নধারার নতুন নিবন্ধ তৈরি করে থাকেন। জীবনানন্দ দাশ সম্পর্কিত নিবন্ধ সমূহে উনার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা উইকিপিডিয়ার নিভৃতচারী এই মানুষটির জন্য আমি প্রস্তাবনা দিচ্ছি।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন City of Zion (আলাপ) ০৬:৩২, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন --মাসুম-আল-হাসান (আলাপ) ০৭:০০, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন — ফেরদৌস • ১৭:১৪, ৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন ~ নাহিয়ান আলাপ ১২:০০, ১৫ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২০, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
MD Abu Siyamসম্পাদনা
- প্রস্তাবক: মাসুম-আল-হাসান (আলাপ) ০৬:৫৮, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
মনোনীত করার শর্তসমূহ পূরণ করেছে এবং সম্ভাবনাময় একজন উইকিপিডিয়ান।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন, কুয়েতের ইতিহাস কিংবা নাইজেরিয়ার চলচ্চিত্র এর মতো পাতাগুলোতে তিনি বেশ গুরুত্ব দিয়ে গভীরতার সাথে সম্পাদনা করেছেন। তিনি প্রায়ই বেশ সময় নিয়ে বিস্তারিত আকারের পাতা তৈরি করে থাকেন। --NahidHossain (আলাপ) ১১:২৪, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ০১:০৬, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২১, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
ইফতেখার নাইমসম্পাদনা
- প্রস্তাবক: মাসুম-আল-হাসান (আলাপ) ০৭:০৬, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
মনোনীত করার সকল শর্ত পূরণ করেছে এবং সম্ভাবনাময় একজন উইকিপিডিয়ান।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন, বাংলা উইকিপিডিয়ার একজন গুরুত্বপূর্ণ সম্পাদক। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:২৮, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ০৫:৩৯, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন, অল্প সময়ে বেশ চমক দেখিয়েছেন, ইফতেখার নাইম। মাত্র দুই বছরের মত সময়েই চোখে পড়ার মতো সম্পাদনা করেছেন। অঙ্কুরোদগম, প্রাক-প্রাথমিক শিক্ষা এর মতো গুরুত্বপূর্ন বিষয়ে পাতা শুরু করেছেন। --NahidHossain (আলাপ) ১১:১৭, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন ~ নাহিয়ান আলাপ ০৪:২৬, ২৬ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন ━ কুউ পুলক 🖂 ০৯:৩০, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২২, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
ShahadatHossainসম্পাদনা
- প্রস্তাবক: NahidHossain (আলাপ) ০৮:৫০, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :উইকিপিডিয়ায এবং অন্যান্য সহপ্রকল্পে বিশেষ করে উইকিবই এর জন্য ShahadatHossain এর অবদান বেশ উল্লেখযোগ্য। খোদ বাংলা উইকিপিডিয়ায় ৬০০ এরও বেশি নিবন্ধ এর মধ্যে বেশ কিছু মজার মজার নিবন্ধ চোখে পড়ে উনার অবদান থেকে। হট চকলেট, গাজরের স্যুপ, ভাজা ডিম, ফুলকপি ভাজা, ঝালমুড়ি, আলু ভর্তা এর মতো সাধারন বিষয়ে বেশ সমৃদ্ধ তথ্য সহ নিবন্ধ প্রনয়ন করেছেন এই ব্যবহারকারী।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:০৯, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন ~ নাহিয়ান আলাপ ০৯:৩২, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন -- সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ১৬:৩৯, ৬ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন-Nahian (আলাপ) ১৭:১১, ৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন — ফেরদৌস • ১৭:১৮, ৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৩, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Nahianসম্পাদনা
- প্রস্তাবক: নাইম (আলাপ) ০৭:১৯, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? : তিনি বাংলাদেশে বিভিন্ন পৌরসভা সম্পর্কে অবদান রাখছে। এবং তিনি সম্ভাবনায় উইকিপিডিয়ান।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন —আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:০৮, ২৩ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন বাংলাদেশের পৌরসভার সম্পর্কিত নিবন্ধ গুলোতে তার অবদানই সবচেয়ে বেশি। তাছাড়া অতি অল্প সময়েই তিনি ৪৫০+ নিবন্ধ এবং ৭৫৫০+ সম্পাদনা করে ফেলেছেন!____সাদমান ছাকিব 🇧🇩(💌আলাপ💌) ০১:০৩, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন সাম্প্রতিক পরিবর্তন পাতায় বর্তমানে সবচাইতে বেশি দেখা যায়। বেশ পরিশ্রম করছেন। --NahidHossain (আলাপ) ১১:২১, ২৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন দুর্দান্ত কার্যক্রম এবং আমার মতে সর্বসেরা কার্যক্রমও তাঁর দ্বারাই সম্পন্ন এবং ভালোই শ্রম দিচ্ছেন। -- Dhakabashi Chowdhury (আলাপ) ১৬:২২, ২৯ এপ্রিল ২০২০ (ইউটিসি)
- সমর্থন~SHEKH (বার্তা) ১৬:৪৬, ২ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন — ফেরদৌস • ১৭:১৩, ৯ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন এফ আর শুভ (আলাপ) ২২:০৭, ৯ মে ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন গত একমাসে তার সম্পাদনার সংখ্যা ৫০০০ এর অধিক। তিনি নিরলস পরিশ্রম করছেন। একজন মহাপুরুষ (আলাপ) ০৬:৫২, ১৪ মে ২০২০ (ইউটিসি)
- সমর্থন Prodipto(আলাপ) ০৩:৩৩, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৩, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Meghmollar2017সম্পাদনা
- প্রস্তাবক: ≈ MS Sakib «আলাপ» ০৪:২৩, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? : প্রায় তিন বছর ধরে তিনি নিরলস ভাবে বাংলা উইকিপিডিয়াতে অবদান রেখে আসছেন। তিনি ১০,০০০+ সম্পাদনার পাশাপাশি ৩০০+ নিবন্ধ তৈরি করেছেন। লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের আয়োজক দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন - ওয়াইস আলাপ ০৪:৩৪, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন —ইয়াহিয়াআলাপ• ০৫:৫৯, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন উইকির সকল চিপাচাপায় (মানে সকল কাজে) আদিভাই বেশ সক্রিয়! বিশেষ করে উইকির বিভিন্ন নীতিমালা অনুবাদ ও তৈরিতে তার অবদান অগ্রগণ্য। হীরক রাজা ❯❯❯ আলাপ ০৯:৩২, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৪৪, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন - শাকিল হোসেন আলাপ
- সমর্থন ━ কুউ পুলক 🖂 ০৯:২৮, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৪, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Hirok Rajaসম্পাদনা
- প্রস্তাবক: ≈ MS Sakib «আলাপ» ০৪:৩৩, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? : প্রায় তিন বছর ধরে তিনি নিরলস ভাবে বাংলা উইকিপিডিয়াতে অবদান রেখে আসছেন। তিনি ১১,০০০+ সম্পাদনার পাশাপাশি ৫০০+ নিবন্ধ তৈরি করেছেন। লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের আয়োজক দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন - ওয়াইস আলাপ ০৪:৩৫, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন — আদিভাই • আলাপ • ০৫:০৪, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন—ইয়াহিয়াআলাপ• ০৬:০০, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন। ব্যবহারকারী লক্ষ্য এবার লক্ষ এডিটাথন উপলক্ষ্যে অত্যন্ত উদ্দীপনার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। -- Nasrin (আলাপ) ০৮:২৮, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৪৪, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন — ব্যক্তিগতভাবে লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে তার সক্রিয়তা লক্ষ্য করেছি, যা সত্যিই প্রশংসনীয়। :) — অংকন (আলাপ) ০৫:৩২, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন ওনার কার্যক্রম প্রশংসার যোগ্য - শাকিল হোসেন আলাপ
- সমর্থন ━ কুউ পুলক 🖂 ০৯:২৮, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৪, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Yahyaসম্পাদনা
- প্রস্তাবক: ≈ MS Sakib «আলাপ» ০৬:৪৯, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? : মনোনয়নের সব শর্ত তিনি পুরন করেছেন। অর্থাৎ, প্রায় তিন বছর ধরে তিনি নিরলস ভাবে বাংলা উইকিপিডিয়াতে অবদান রেখে আসছেন। তিনি ৯,০০০+ সম্পাদনার পাশাপাশি ৩০০+ নিবন্ধ তৈরি করেছেন।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৪৪, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন পরিশ্রমী উইকিপিডিয়ানদের অন্যতম। - ওয়াইস আলাপ ০৯:৪৬, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন ইয়াহিয়া ভাইয়ের অবদান নিয়ে বলার কিছু নেই। উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উইকির অগ্রযাত্রায়। হীরক রাজা ❯❯❯ আলাপ ০৫:৩০, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন একজন পরিশ্রমী উইকিপিডিয়ান - শাকিল হোসেন আলাপ
- সমর্থন ━ কুউ পুলক 🖂 ০৯:২৮, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন — আদিভাই • আলাপ • ০৮:৫০, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৫, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
MS Sakibসম্পাদনা
- প্রস্তাবক: আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৫০, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? : মনোনয়নের সকল শর্ত পূরণের পাশাপাশি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে বর্তমানে ২০০+ নিবন্ধ তৈরি ও ১৩ হাজারের বেশি সম্পাদনা করেছেন। বাংলা উইকিপিডিয়ার সম্ভাবনাময়ী একজন উইকিপিডিয়ানও বটে।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন সাকিব একজন সম্ভাবনাময় উইকিপিডিয়ান। খুব অল্প সময়ে ১৩ হাজারের বেশী সম্পাদনা করে ফেলেছে। যা প্রশংসার দাবি রাখে।—ইয়াহিয়াআলাপ• ০৯:০৭, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন পরিশ্রমী উইকিপিডিয়ানদের অন্যতম। - ওয়াইস আলাপ ০৯:৪৬, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন সুযোগ্য উইকিপিডিয়ানদের একজন।তার অবদান দেখার মতো। - ধর্মাবতার আলাপ ০৬:১০, ৮ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন - শাকিল হোসেন আলাপ
- দৃঢ় সমর্থন। অতি অল্প সময়ের মধ্যে ১৫০০০+ সম্পাদনা এবং ২০০+ নিবন্ধ। — আদিভাই • আলাপ • ০৮:৫০, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৫, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Firuz Ahmmedসম্পাদনা
ফিরোজ সাহেব নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯, রমজান এডিটাথন, লক্ষ্য এবার লক্ষ, পেশাদারি কুস্তি এডিটাথন, উইকি লাভস ওমেন সহ বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধ রচনা করেছেন। তিনি সব শর্ত পূরণ করেছেন, বিধায় তাকে একটি টি-শার্ট দেওয়া হোক।Ppt2003 (আলাপ) ১০:১৮, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন, খুব ভাল কাজ করছেন। - ওয়াইস আলাপ ২০:০৬, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৫, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Nettime Sujataসম্পাদনা
শ্রীযুক্তা সুজাতা লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে শতাধিক নিবন্ধ রচনা করেছেন। এছাড়াও উইকি লাভস ওমেন ২০২০, উইকি লাভস ওমেন ২০১৯, ব্যাঘ্র প্রকল্পসহ বিভিন্ন এডিটাথনে উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধ প্রণয়ন করেছেন। তাকে একটি টি-শার্ট দেওয়া হোক। Ppt2003 (আলাপ) ১০:৩৬, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন বাংলা উইকিতে যোগদানের পর চারবছরেরও অধিক সময় ধরে নিয়মিত লিখে যাচ্ছেন। ৪০০+ নিবন্ধ যোগ করেছেন। ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৪:০৫, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন—ইয়াহিয়াআলাপ• ১৭:৪১, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন - ওয়াইস আলাপ ২০:০২, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন জানাচ্ছি।— সাফী মাহফূজ বলুন ০৫:৫৭, ২২ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন ━ কুউ পুলক 🖂 ০৯:২৮, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন — আদিভাই • আলাপ • ০৮:৪৮, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৬, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন ≈ MS Sakib «আলাপ» ০৪:০৪, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
Zuhanee Khanসম্পাদনা
উনি শত শত নিবন্ধ না লিখলেও নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯ ও লক্ষ্য এবার লক্ষ্যের মত প্রতিযোগিতা মিলিয়ে ৫০+ প্রবন্ধ লিখেছেন। অনুবাদশিল্পে তার পাণ্ডিত্য নামকরা বিশেষজ্ঞকেও লজ্জা দেবে। বিশেষত ক্যালকুলাসের জটিল বিষয় খান সাহেবের হাতে প্রাঞ্জল ও সুখপাঠ্য হয়ে ওঠে। তাকে একটি টিশার্ট দেওয়া হোক। Ppt2003 (আলাপ) ১০:৪২, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- দৃঢ় সমর্থন, ওনি হয়তো শতাধিক লিখেন নি। কিন্তু যা লিখেন সিংহভাগই বড় বড় নিবন্ধ। ওনার প্রথম নিবন্ধটাই অনেক বড় ছিল। - ওয়াইস আলাপ ২০:১০, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৬, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Ppt2003সম্পাদনা
- প্রস্তাবক: — সাফী মাহফূজ বলুন ১২:০৯, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
একজন নিয়মিত ব্যবহারকারী। ৪০০০+ সম্পাদনা, সেই সাথে ১৯০টি নিবন্ধ! লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে প্রচুর নিবন্ধ পর্যালোচনা করেছেন। তাই তার অবদানের কৃতজ্ঞতা স্বরূপ মনোনয়ন দিলাম।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন "লক্ষ্য এবার লক্ষ" এডিটাথনে তিনি সবচেয়ে একনিষ্ঠ কাজ করে যাচ্ছেন। ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৩:৫৭, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের সেরা আবিষ্কার। সম্পাদক থেকে জুরি সবখানেই একনিষ্ঠ। সমর্থন জানাচ্ছি।—ইয়াহিয়াআলাপ• ১৭:৪৩, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন। বাংলা বানানে সংশোধনেও যথেষ্ট অবদান রাখছেন। - ওয়াইস আলাপ ২০:০২, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন বাংলা বানান এবং লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে দারুন কাজ করছেন,টি-শার্ট এর দাবিদার - শাকিল হোসেন আলাপ
- সমর্থন ━ কুউ পুলক 🖂 ০৯:২৮, ২৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন। লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের সবচেয়ে বেশি নিবন্ধ প্রণেতা এবং নিবন্ধ গ্রহীতা। — আদিভাই • আলাপ • ০৮:৪৭, ২৫ নভেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১১:২৭, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন ≈ MS Sakib «আলাপ» ০৪:০৪, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
খাঁ শুভেন্দুসম্পাদনা
- প্রস্তাবক: Shashanka Chandra Das (আলাপ) ০৪:৩১, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
একজন নিয়মিত ব্যবহারকারী। 46,000+ সম্পাদনা, সেই সাথে ২৬০০+ টি নিবন্ধ! লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে প্রচুর নিবন্ধ পর্যালোচনা করেছেন। তাই তার অবদানের কৃতজ্ঞতা স্বরূপ মনোনয়ন দিলাম।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- @Shashanka Chandra Das: শুভেন্দুদার নিবন্ধ সংখ্যা ২৬০০+—ইয়াহিয়াআলাপ• ০৪:৪৫, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন -শাকিল হোসেন আলাপ ০৪:৫৩, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Foysalur Rahman Shuvoসম্পাদনা
- প্রস্তাবক: Shashanka Chandra Das (আলাপ) ০৪:১৮, ৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
একজন নিয়মিত ব্যবহারকারী। 5,000+ সম্পাদনা, সেই সাথে 3০০+ টি নিবন্ধ পর্যালোচনা করেছেন। তাই তার অবদানের কৃতজ্ঞতা স্বরূপ মনোনয়ন দিলাম।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
Jonoikobangaliসম্পাদনা
- প্রস্তাবক: ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১০:৫৫, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
বাংলা উইকিপিডিয়ায় ২০০৮ সাল হতে সক্রীয় আছেন, তার সম্পাদনা সংখ্যা ৩২,০০০+ তিনি ইতোমধ্যে ১৯০০+ নিবন্ধ যোগ করেছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ নিয়ে বাংলা উইকিতে তার অবদান অনেক। বাংলা উইকিপিডিয়ার প্রায় ৯৯১৮০+ নিবন্ধের মধ্যে ১২০টি ভাল নিবন্ধ আছে। এই ক্ষুদ্র তালিকার জাবালোপনিষদ্, অ্যাড্রাস্টিয়া (প্রাকৃতিক উপগ্রহ), সামবেদ তার রচিত, অর্থ্যাত তিনি একজন ভাল নিবন্ধের অবদানকারী। এছাড়াও উইকিপিডিয়া:আপনি জানেন কি? তে তার ৪৯টি নিবন্ধ নির্বাচিত হয়েছে, যা সক্রীয় উইকিপিডিয়ানদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। তার অবদানের জন্য ধন্যবাদ সরূপ, তাকে একটি টি-শার্টের জন্য মনোনায়ন দিচ্ছি।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- দৃঢ় সমর্থন —ইয়াহিয়া (আলাপ • অবদান) ১৩:২৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন - ওয়াইস আলাপ ১৪:২৬, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১৫:০৪, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন -শাকিল হোসেন আলাপ ১৫:১৩, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
শরদিন্দু ভট্টাচার্য্যসম্পাদনা
- প্রস্তাবক: ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৩:৫৩, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
২০১৮ সাল থেকে বাংলা উইকিতে সম্পাদনা করে যাচ্ছেন। তার ৯০০০+সম্পাদনার পাশাপাশি ৬২৭ টি নিবন্ধ যোগ করেছেন। নিবন্ধের সংখ্যার বিচারে তিনি প্রথম ৩০ জন অবদানকারীর একজন। ভারতের দেশীয় রাজ্য নিয়ে তিনি অসাধারণ কাজ (১৩৫+ নিবন্ধ) করেছেন। তার নিরলস অবদান সরূপ তাকে টি-শার্টের জন্য মনোনায়ন দিলাম।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন - ওয়াইস আলাপ ১৪:২৩, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১৫:০৪, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন আমার দেখা কলকাতার শীর্ষ উইকিপিডিয়ানডের মধ্যে একজন, দৃঢ় সমর্থন রইলো -শাকিল হোসেন আলাপ ১৫:১২, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন পশ্চিমবঙ্গের একজন নিবেদিত-প্রাণ উইকিপিডিয়ান। ≈ MS Sakib «আলাপ» ০৪:০২, ৪ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
Asmita compসম্পাদনা
- প্রস্তাবক: ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৪:২০, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
২০১৮ সাল হতে উইকিতে অবদান রাখছেন। সম্পাদনা সংখ্যা ১০০০+, অপসারণ বাদে তার নিবন্ধ সংখ্যা ১৯৯টি। 'লক্ষ্য এবার লক্ষ' এডিটাথনের ভূগোল অংশে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়াও ভারতের বিভিন্ন জেলা ও দেশের ইতিহাস নিয়ে তার ভাল নিবন্ধ আছে। অনুবাদের ক্ষেত্রে আংশিক অনুবাদ না করে, বেশিরভাগ নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করেছেন। তার অবদানের জন্য তাকে ধন্যবাদ সরূপ টি-শার্টের জন্য মনোনায়ন দিলাম।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন - ওয়াইস আলাপ ১৪:২২, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১৫:০৫, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন -শাকিল হোসেন আলাপ ১৫:০৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
FaysaLBinDaruLসম্পাদনা
সব শর্ত পূরণ করেছেন। পাশাপাশি তার ৩টি ভালো নিবন্ধ ও ১৪টি আজাকি নিবন্ধ আছে।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন Miad I Mahbub BD (আলাপ) ১৫:০৫, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন -শাকিল হোসেন আলাপ ১৫:০৯, ১০ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
Owais Al Qarniসম্পাদনা
- প্রস্তাবক:Shashanka Chandra Das (আলাপ) ০৫:৩২, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- যে কারণে মনোনয়ন দিচ্ছি? :
একজন নিয়মিত ব্যবহারকারী। 7,000+ সম্পাদনা, সেই সাথে 6০০+ টি নিবন্ধ পর্যালোচনা করেছেন। তাই তার অবদানের কৃতজ্ঞতা স্বরূপ মনোনয়ন দিলাম।
সমর্থন/মন্তব্যসম্পাদনা
- সমর্থন উইকিপ্রকল্প ইসলামের অন্যতম (সাম্প্রতিক হিসেবে সবচেয়ে) গুরুত্বপূর্ণ সম্পাদক। মাত্র ছয়মাসে ১১৫টি নিবন্ধ এবং প্রায় ৮ হাজার সম্পাদনা প্রশংসার দাবিদার। — Meghmollar2017 • আলাপ • ০৬:৩৪, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- সমর্থন -শাকিল হোসেন আলাপ ০৬:৪৬, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৯:৪৮, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- দৃঢ় সমর্থন সাম্প্রতিক সময়ে বাংলা উইকিতে যেকয়জন সম্মভাবনাময় সম্পাদক অবদান রাখছেন, তাদের মধ্যে ওয়াইস একজন। বিগত ছয়মাসে তার সক্রীয়তা নজরে পরার মত। অনেক অনেক শুভকামনা। ~ ফায়সাল বিন দারুল (২০২০) ১৪:১৯, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)