উইকিপিডিয়া:টিশার্টের প্রস্তাবনা

বাংলা উইকিপিডিয়ার টিশার্টের প্রস্তাবনা পাতায় স্বাগতম

বাংলা উইকিপিডিয়া অবদানকারীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে উইকিমিডিয়া বাংলাদেশ এই প্রকল্পটি পরীক্ষামূলকভাবে শুরু করছে। অনেক অবদানকারী দীর্ঘ সময় ধরে কোন স্বীকৃতি ছাড়াই স্বতন্ত্রভাবে নিয়মিত নীরবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে চলছেন। অবদানকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনি এই প্রকল্পের মাধ্যমে তাঁকে একটি উইকিপিডিয়া টিশার্ট প্রদানের প্রস্তাব করতে পারেন।

কাউকে মনোনীত করার শর্তসমূহ
  • বাংলা উইকিপিডিয়ায় অবদানকারীর অ্যাকাউন্টের বয়স কমপক্ষে ৬ মাস, গত এক মাসে সক্রিয়, ৫০+ মান সম্পন্ন নিবন্ধ, ১০০০+ সম্পাদনা থাকতে হবে।
  • যে কেউ মনোনয়ন দিতে পারবেন, তবে নিজের মনোনয়ন নিজে দেওয়া যাবে না।
  • একজন ব্যবহারকারী শুধুমাত্র একবারই টিশার্ট পেতে পারেন।
  • এই প্রকল্পটি পারস্পারিক সহযোগিতা ও কৃতজ্ঞতা জানানোর জন্যই শুধু চালু করা হয়েছে। ডাকযোগে টিশার্ট পাঠানোর সময় ও প্রক্রিয়া উইকিমিডিয়া বাংলাদেশের ভাণ্ডারে এর প্রাপ্যতার উপর নির্ভর করে।
  • এবং মনোনয়নের কারণ লেখার সময় দয়া করে যাকে মনোনয়ন দিবেন তাঁর বাংলা উইকিপিডিয়াতে করা ভালো অবদানগুলোও কিছুটা উল্লেখ করে দেওয়া উচিত। মোটের উপর, অবদানকারীকে কৃতজ্ঞতা প্রকাশই যেহেতু এই প্রকল্পের উদ্দেশ্য।
  • মনোনয়নের পর মনোনীত অবদানকারীর আলাপ পাতায় {{subst:উইকিপিডিয়া:টিশার্টের প্রস্তাবনা/বিজ্ঞপ্তি}} টেমপ্লেট ব্যবহার করে মনোনয়নের ব্যাপারে অবহিত করুন।



সমর্থন/মন্তব্য সম্পাদনা

  •   মন্তব্য Obangmoy অবশ্যই একজন উল্লেখযোগ্য সম্পাদক। কিন্তু তিনি তো ভারতীয়। সেক্ষেত্রে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে কি টিশার্ট পাঠানো সহজ হবে? পাঠানোর জন্য অনেক বেশি খরচ পড়ে যাবে মনে হয়। --NahidHossain (আলাপ) ০৩:১৮, ১২ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • উইকিমিডিয়া বাংলাদেশের বক্তব্য: যেহেতু আমরা প্রকল্পটি কোন দেশভিত্তিক উইকিপিডিয়ানদের জন্য না করে বাংলা উইকিপিডিয়ানদের জন্য করেছি। তাই বাংলা উইকিপিডিয়ান কেউ মঙ্গলগ্রহে থাকলেও আমরা পাঠানোর চেষ্টা করবো। অনেকক্ষেত্রে বিভিন্ন সম্মেলনে আগত কারো কাছেও দিয়ে দেই যদি নিতান্তই সমস্যা হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৬, ১৪ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • প্রস্তাবক: NahidHossain (আলাপ) ১৩:৩৯, ১১ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • যে কারণে মনোনয়ন দিচ্ছি? :আমার দেখায় অনেক মানসম্পন্ন নিবন্ধন তৈরি করেছেন। প্রায়শই ভিন্নধারার নতুন নিবন্ধ তৈরি করে থাকেন। জীবনানন্দ দাশ সম্পর্কিত নিবন্ধ সমূহে উনার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা উইকিপিডিয়ার নিভৃতচারী ‍এই মানুষটির জন্য আমি প্রস্তাবনা দিচ্ছি।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

  • প্রস্তাবক: ≈ MS Sakib  «আলাপ» ০৪:৩৩, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • যে কারণে মনোনয়ন দিচ্ছি? : প্রায় তিন বছর ধরে তিনি নিরলস ভাবে বাংলা উইকিপিডিয়াতে অবদান রেখে আসছেন। তিনি ১১,০০০+ সম্পাদনার পাশাপাশি ৫০০+ নিবন্ধ তৈরি করেছেন। লক্ষ্য এবার লক্ষ এডিটাথনের আয়োজক দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • প্রস্তাবক: আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৮:৫০, ৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • যে কারণে মনোনয়ন দিচ্ছি? : মনোনয়নের সকল শর্ত পূরণের পাশাপাশি বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে বর্তমানে ২০০+ নিবন্ধ তৈরি ও ১৩ হাজারের বেশি সম্পাদনা করেছেন। বাংলা উইকিপিডিয়ার সম্ভাবনাময়ী একজন উইকিপিডিয়ানও বটে।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৭, ১৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@NahidSultan ভাই, পাঠানো হয়েছে লেখার পর চার মাস পেরিয়ে গেলেও আমি এখনও পাইনি! ≈ MS Sakib  «আলাপ» ১৭:৩৩, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@MS Sakib:, যখন এটা পাঠানো হয়েছে লেখা হয়েছে তখনই সুৃন্দরবন কুরিয়ারে পাঠানো হয়েছে। সাধারণত দুই দিনের মধ্যে চলে যায়। অপর প্রান্তে কেউ না গ্রহণ করলে সাধারণত ফেরত আসে। এটা ফেরতও আসেনি। আপনি তাহলে আরও আগে জানাবেন না! আমি দেখি রিসিটের কপি খুঁজে পাই কিনা! ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:২৯, ২৫ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@NahidSultan আপনার দেওয়া রিসিটটি নিয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখায় যোগাযোগ করেছিলাম। তারা বলেছে এটা নাকি ২৭ এপ্রিলে রিটার্ন করা হয়েছে। তাই আপনি যেখান থেকে পাঠিয়েছিলেন, সেখানে যোগাযোগ করতে বলেছে। পার্সেল আসার পর আমাকে নাকি এসএমএস করা হয়েছিল (যদিও আমি কোনও এসএমএস পাইনি।) ≈ MS Sakib  «আলাপ» ০৯:৫৫, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@NahidSultan ভাই, বিষয়টার কি কোনো অগ্রগতি হয়েছে? টিশার্টটা কি পাওয়ার সম্ভাবনা আছে আর? ≈ MS Sakib  «আলাপ» ১৯:২৮, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

ফিরোজ সাহেব নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯, রমজান এডিটাথন, লক্ষ্য এবার লক্ষ, পেশাদারি কুস্তি এডিটাথন, উইকি লাভস ওমেন সহ বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধ রচনা করেছেন। তিনি সব শর্ত পূরণ করেছেন, বিধায় তাকে একটি টি-শার্ট দেওয়া হোক।Ppt2003 (আলাপ) ১০:১৮, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সমর্থন/মন্তব্য সম্পাদনা

শ্রীযুক্তা সুজাতা লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে শতাধিক নিবন্ধ রচনা করেছেন। এছাড়াও উইকি লাভস ওমেন ২০২০, উইকি লাভস ওমেন ২০১৯, ব্যাঘ্র প্রকল্পসহ বিভিন্ন এডিটাথনে উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধ প্রণয়ন করেছেন। তাকে একটি টি-শার্ট দেওয়া হোক। Ppt2003 (আলাপ) ১০:৩৬, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সমর্থন/মন্তব্য সম্পাদনা

উনি শত শত নিবন্ধ না লিখলেও নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯ ও লক্ষ্য এবার লক্ষ্যের মত প্রতিযোগিতা মিলিয়ে ৫০+ প্রবন্ধ লিখেছেন। অনুবাদশিল্পে তার পাণ্ডিত্য নামকরা বিশেষজ্ঞকেও লজ্জা দেবে। বিশেষত ক্যালকুলাসের জটিল বিষয় খান সাহেবের হাতে প্রাঞ্জল ও সুখপাঠ্য হয়ে ওঠে। তাকে একটি টিশার্ট দেওয়া হোক। Ppt2003 (আলাপ) ১০:৪২, ২১ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সমর্থন/মন্তব্য সম্পাদনা

একজন নিয়মিত ব্যবহারকারী। ৪০০০+ সম্পাদনা, সেই সাথে ১৯০টি নিবন্ধ! লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে প্রচুর নিবন্ধ পর্যালোচনা করেছেন। তাই তার অবদানের কৃতজ্ঞতা স্বরূপ মনোনয়ন দিলাম।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

একজন নিয়মিত ব্যবহারকারী। 46,000+ সম্পাদনা, সেই সাথে ২৬০০+ টি নিবন্ধ! লক্ষ্য এবার লক্ষ এডিটাথনে প্রচুর নিবন্ধ পর্যালোচনা করেছেন। তাই তার অবদানের কৃতজ্ঞতা স্বরূপ মনোনয়ন দিলাম।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

@Shashanka Chandra Das: শুভেন্দুদার নিবন্ধ সংখ্যা ২৬০০+—ইয়াহিয়াআলাপ• ০৪:৪৫, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায় ২০০৮ সাল হতে সক্রীয় আছেন, তার সম্পাদনা সংখ্যা ৩২,০০০+ তিনি ইতোমধ্যে ১৯০০+ নিবন্ধ যোগ করেছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ নিয়ে বাংলা উইকিতে তার অবদান অনেক। বাংলা উইকিপিডিয়ার প্রায় ৯৯১৮০+ নিবন্ধের মধ্যে ১২০টি ভাল নিবন্ধ আছে। এই ক্ষুদ্র তালিকার জাবালোপনিষদ্‌, অ্যাড্রাস্টিয়া (প্রাকৃতিক উপগ্রহ), সামবেদ তার রচিত, অর্থ্যাত তিনি একজন ভাল নিবন্ধের অবদানকারী। এছাড়াও উইকিপিডিয়া:আপনি জানেন কি? তে তার ৪৯টি নিবন্ধ নির্বাচিত হয়েছে, যা সক্রীয় উইকিপিডিয়ানদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ। তার অবদানের জন্য ধন্যবাদ সরূপ, তাকে একটি টি-শার্টের জন্য মনোনায়ন দিচ্ছি।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

২০১৮ সাল থেকে বাংলা উইকিতে সম্পাদনা করে যাচ্ছেন। তার ৯০০০+সম্পাদনার পাশাপাশি ৬২৭ টি নিবন্ধ যোগ করেছেন। নিবন্ধের সংখ্যার বিচারে তিনি প্রথম ৩০ জন অবদানকারীর একজন। ভারতের দেশীয় রাজ্য নিয়ে তিনি অসাধারণ কাজ (১৩৫+ নিবন্ধ) করেছেন। তার নিরলস অবদান সরূপ তাকে টি-শার্টের জন্য মনোনায়ন দিলাম।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

২০১৮ সাল হতে উইকিতে অবদান রাখছেন। সম্পাদনা সংখ্যা ১০০০+, অপসারণ বাদে তার নিবন্ধ সংখ্যা ১৯৯টি। 'লক্ষ্য এবার লক্ষ' এডিটাথনের ভূগোল অংশে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়াও ভারতের বিভিন্ন জেলা ও দেশের ইতিহাস নিয়ে তার ভাল নিবন্ধ আছে। অনুবাদের ক্ষেত্রে আংশিক অনুবাদ না করে, বেশিরভাগ নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করেছেন। তার অবদানের জন্য তাকে ধন্যবাদ সরূপ টি-শার্টের জন্য মনোনায়ন দিলাম।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

সব শর্ত পূরণ করেছেন। পাশাপাশি তার ৩টি ভালো নিবন্ধ ও ১৪টি আজাকি নিবন্ধ আছে।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

সকল শর্ত পূরণ করেছেন বহু আগেই। ২০১৬ সাল থেকে বাংলা উইকিতে অবদান রাখছেন। ৫৪০+ নিবন্ধ ও ১২০০০+ সম্পাদনা যোগ করেছেন। বিভিন্ন ব্যাক্তিদের জীবনী নিয়ে নিবন্ধ তৈরীতে ভাল অবদান রয়েছে, এছাড়া ভারত তথা পশ্চিমবঙ্গের ৯০টি রেলওয়ে স্টেশন, বিভিন্ন কাল্পনিক চরিত্র নিয়েও ভাল অবদান রেখেছেন।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

২০১৫ সাল থেকে সক্রীয় আছেন। অপসারণ ছাড়াই এখন পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় ২৬৮টি নিবন্ধ যোগ এবং ৫৭০০+ সম্পাদনা করেছেন। ২০২০ এবং ২০২১ সালের রমজান এডিটাথনে (১ম স্থান অর্জন) তার অবদান উল্লেখযোগ্য। বাংলা উইকিতে আরো অবদান রাখার অনুপ্রেরণা সরূপ মনোনয়ন দিচ্ছি।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ায় এই ব্যবহারকারী ৮০+ নিবন্ধ তৈরি করেছেন। এখানে তার সম্পাদনা কিছুটা কম হলেও বাংলা সহ-প্রকল্পগুলোয় তিনি বেশ ভালো অবদান রাখছেন। উইকিঅভিধান, উইকিবই, উইকিভ্রমণ ও ইনকিউবেটরের থাকা উইকিউক্তিকে সক্রিয় রাখতে বেশ শ্রম দিচ্ছেন। একটি টি-শার্ট তার প্রাপ্য।— ইয়াহিয়া (আলাপঅবদান) - ১০:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সমর্থন/মন্তব্য সম্পাদনা

  • প্রস্তাবক: — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১১:১০, ৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • যে কারণে মনোনয়ন দিচ্ছি? : ২০০+ মানসম্মত নিবন্ধ ও ৭০০০+ সম্পাদনা। একটি টি-শার্ট উইকিপিডিয়ায় তাকে আরও সক্রিয় হতে উৎসাহ যোগাবে।

সমর্থন/মন্তব্য সম্পাদনা

  • প্রস্তাবক: —শাকিল (আলাপ · অবদান) ১২:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • যে কারণে মনোনয়ন দিচ্ছি? : DeloarAkram যিনি Prodipto Deloar নামেই অধিক পরিচিত, বাংলা উইকিপিডিয়ার সাথে রয়েছেন প্রায় পাঁচ বছর যাবৎ। প্রায় ৩৫০টি নিবন্ধ সহ ১৫হাজারের অধিক সম্পাদনা করেছেন এবং বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন। আমি মনে করি ওনাকে একটি টিশার্ট প্রদান করা হলে ওনি অবদান রাখতে আরও উৎসাহিত হবেন। —শাকিল (আলাপ · অবদান) ১২:৪৯, ৪ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সমর্থন/মন্তব্য সম্পাদনা

এখন পর্যন্ত প্রায় ৬০০ নিবন্ধ ও ৬৫০০+ সম্পাদনা করেছেন। অধ্যাপনার পাশাপাশি উইকিপিডিয়ায় এতোটা সময় দেওয়া নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। তাঁর সকল অবদানের কৃতজ্ঞতাস্বরূপ টিশার্টের মনোনয়ন দিচ্ছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সমর্থন/মন্তব্য সম্পাদনা

  • প্রস্তাবক: ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ০২:৫৪, ১৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  • যে কারণে মনোনয়ন দিচ্ছি? : তিনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করে চলেছেন। অন্যান্য উইকিপিডিয়ানদের সহায়তা করেন। তাই তার অবদানের কৃতজ্ঞতা স্বরূপ মনোনয়ন দিলাম।

সমর্থন/মন্তব্য সম্পাদনা


  করা হয়নি@Syedsadi387681: এই পাতার উপরে লেখা আছে “একজন ব্যবহারকারী শুধু একবারই টি-শার্ট পাবেন”। ব্যবহারকারী:আফতাবুজ্জামান ইতোমধ্যে একবার পেয়েছেন। Yahya (আলাপ) ০৬:২৯, ১৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Yahya উনি যে আগে ইতোমধ্যে একবার টি-শার্ট পেয়েছেন সেটা কিভাবে বুঝবো? এখানে তো উনার নাম নেই। ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ০৬:৩৭, ১৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আমার দেওয়া লিংকে ক্লিক গিয়ে দেখেছেন? Yahya (আলাপ) ০৮:৩৯, ১৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@Yahya হ্যাঁ, এখন খেয়াল করলাম। আপনাকে ধন্যবাদ। ❯❯❯ ধর্মাবতার  «আলাপ» ১১:১৯, ১৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]