উইকিপিডিয়া:টিশার্টের প্রস্তাবনা/সংগ্রহশালা/২০১৯

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৩, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৪, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

ভালো অবদানকারী, ঠান্ডা মাথায় নিয়মিত কাজ করে যাচ্ছে। আমার বাংলা উইকির অন্যতম প্রিয় সম্পাদক।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৩, ১৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

সুব্রত দার জন্য বিশেষ টি-শার্ট থাকা উচিত :D । আমার বাংলা উইকির অন্যতম প্রিয় সম্পাদক।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৪, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)


দীর্ঘদিনের পরীক্ষিত প্রশাসক, ভবিষ্যতের ব্যুরোক্র্যাট ও প্রাণ চাঞ্চল্যের অধিকারী নাহিদ ভাইয়ের বাংলা উইকিপিডিয়া বিকাশে (অন-অফ = উভয়) লাইনেই নিরলস চিত্তে কাজ করে যাচ্ছেন! বিশেষ টি-শার্ট কেবল তারই প্রাপ্য বলে মনে করছি!!

সমর্থন/মন্তব্য

  • সুব্রতদা, আমাকে মনোনয়নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কৃতজ্ঞতাস্বরুপ প্রস্তাবটি গ্রহণ করলাম কিন্তু টি-শার্টটি নিতে পারবো না কারণ উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে প্রকল্পটি আমি আপাতত দেখাশোনা করছি :) ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৬, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
দূর্ভাগ্যজনক বিষয় বটে! শর্তাবলীতে সংশোধনী আনা যেতে পারে!! আর, না হলে পাওনা থাকলো! - Suvray (আলাপ) ১০:২৫, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
  • নাহিদ ভাই প্রকল্পটি দেখাশোনা করছেন উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু টি-শার্টের প্রস্তাবনা দেওয়া হয়েছে উইকিপিডিয়ায় অবদানের জন্য। প্রকল্প দেখাশোনা বা উইকিমিডিয়া বাংলাদেশের সাথে সংযুক্ত হওয়ার জন্য নয়। তাই দৃঢ়ভাবে টি-শার্ট নেওয়ার পক্ষে সমর্থন করছি।কায়সার আহমাদ (আলাপ) ১৫:৪১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য সম্পাদক।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:০৫, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

তথ্য প্রযুক্তি বিষয়ে আগ্রহী ও এই বিষয় সম্পর্কিত বিভিন্ন নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে নিরলস কাজ করে যাওয়ার জন্য মনোনয়ন দিলাম।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৩, ১৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

দীর্ঘদিনের পরীক্ষিত প্রশাসক, ভবিষ্যতের ব্যুরোক্র্যাট ও চাঞ্চল্যের অধিকারী আফতাব ভাইয়ের বাংলা উইকিপিডিয়া বিকাশে দুনিয়া জুড়ে নিরলস চিত্তে কাজ করে যাচ্ছেন! বিশেষ টি-শার্ট কেবল তারই প্রাপ্য বলে মনে করছি!!

সমর্থন/মন্তব্য

উইকিপিডিয়ার অগ্রগতি ফেরদৌস ভাইয়ের মতো অভিজ্ঞ মানুষদের হাত ধরেই এসেছে। তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সমর্থন/মন্তব্য

১০০০+ নিবন্ধ আর প্রত্যেকটার গুণগত মান নাবিল ভাইয়ের বাংলা ভাষার প্রতি মমত্ববোধের জানান দেয়। বাংলা উইকিপিডিয়ার অগ্রগতিতে অগ্রণী ভূমিকা নেওয়ায় ধন্যবাদ।

সমর্থন/মন্তব্য

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩০, ১৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)
  • প্রস্তাবক: মোহাম্মদ নাবিল (☎) ১৬:৪৯, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
  • যে কারণে মনোনয়ন দিচ্ছি? :নির্বাচন সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে সহায়তা করার জন্য! আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩০, ১৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

একজন পরিশ্রমী উইকিপিডিয়ান। বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক স্থানের নিবন্ধের সৃষ্টিতে তার ব্যাপক অবদান রয়েছে।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩০, ১৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

দীর্ঘদিনের একজন অভিজ্ঞ সম্পাদক৷ সম্পাদনা ও সম্পাদনার মান বিচারে তার অবদান প্রশংসার দাবিদার।

সমর্থন/মন্তব্য

  •   সমর্থন ব্যক্ত করছি। ছোট ভাই মুসা বাংলা উইকিপিডিয়ার অন্যতম নিবেদিতপ্রাণ ও শুভানুধ্যায়ী। সুতরাং, টি-শার্ট প্রদানের ব্যবস্থা করা হ-উ-ক! - Suvray
  •   সমর্থন মুসা ভাই বাংলা উইকিপিডিয়ায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন । টি শার্ট তাঁর প্রাপ্য । Prodipto Delwar (আলাপ) ২১:৫৪ ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

(আলাপ) ১২:১৩, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩১, ১৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

নিয়মিত ব্যবহারকারী ও অন্যতম শুভাকাঙ্খী। টি-শার্ট বরাদ্দ রাখা হউক!

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩১, ১৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

মাহবুব পাঠান, বেশ কয়েক বছর ধরে উইকিপিডিয়ায় সক্রিয়। বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা নিয়ে বেশ কিছু নিবন্ধ লিখেছেন। বিশেষ বাংলা উইকিতে থাকা প্রায় সবক’টি জমিদার বাড়ির নিবন্ধ তার লেখা। তাই সক্রিয় উইকিপিডিয়ান হিসেবে তাঁকে মনোনয়ন দিচ্ছি। --দেলোয়ার () • ১৯:৪৮, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

সমর্থন/মন্তব্য

  •   মন্তব্য : কয়েকটি বাদে প্রায় নিবন্ধ অসম্পূর্ণ এবং যা অবশ্যই সম্প্রসারণ করা প্রয়োজন৷ আমার কাছে অপসারণের মান একটু বেশি মনে হয়েছে (১০%)৷ এছাড়া তিনি ১০ অক্টোবর সর্বশেষ অবদান রেখেছেন৷ বোঝাই যাচ্ছে তিনি নিয়মিত নন।...— ইফতেখার নাইম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@ইফতেখার নাইম: অপসারিত পাতার সাথে মনোনয়নের সম্পর্ক নেই। যিনি গত ৩০ দিনে একবার হলেও যদি সম্পাদনা বা অবদান রাখেন তাকে সক্রিয় অবদানকারী হিসাবে গণ্য করা হয়। সক্রিয় অবদানকারীদের পরীক্ষা করতে পারেন এখানে।—আল ইমরান (আলাপ) ১৬:৩৭, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
  •   সমর্থন: বাংলা উইকিপিডিয়ায় নিরলস ভাবে বাংলাদেশের জমিদার বাড়ি নিয়ে নিবন্ধ তৈরি করে যাচ্ছেন । টি শার্ট তাঁর প্রাপ্য ।--মোহাম্মদ নাবিল (☎) ২২:৩৮, ২৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
  •   মন্তব্য: তিনি ২০০ এর উপরে নিবন্ধ তৈরি করেছেন। কিন্তু তার নিবন্ধসমূহ মানসম্মতহীন ও অসম্পূর্ণ। আমি মনে করি তার মানসম্মত নিবন্ধ তৈরির প্রতি গুরুত্ব দেওয়া উচিত। এছাড়াও আরেকটি জিনিস খেয়াল করেছি যে তিনি নিবন্ধে আন্তঃউইকিসংযোগ ও উইকিউপাত্তের ব্যবহার করেননি। এসব দিক বিবেচনা করলে তাকে মনোনয়ন দেওয়ার পক্ষে আমি   একমত নই।—আল ইমরান (আলাপ) ১৬:৫৩, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
আশাকরি ভবিষ্যতে মাহবুব ভাই মানের দিকেও নজর রাখবেন :)     পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩২, ১৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৯, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

দীর্ঘদিনের পরীক্ষিত প্রশাসক, ভাবগাম্ভীর্য্যের অধিকারী ও ঝানু ব্যক্তিত্ব জাহিন ভাইয়ের বাংলা উইকিপিডিয়া বিকাশে সূচনালগ্ন থেকে নিরলস চিত্তে ভূমিকা রেখে চলেছেন! বিশেষ টি-শার্ট কেবল তারই প্রাপ্য বলে মনে করছি!!

সমর্থন/মন্তব্য

  সমর্থন। জাহিন ভাইয়ের কাছে বাংলা উইকিপিডিয়ার ঋণ যে কতো বেশি তা খুব কম লোক-ই জানে। আমি নিজে প্রতিটি পদক্ষেপে তা অনুভব করি ও প্রতিবার অবাক হই। — তানভির১১:৫৭, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

  মন্তব্য: ঊনার জ্ঞানের বহর কিন্তু অতীব প্রশংসনীয় নিঃসন্দেহে যা পুলকিত করে আমায়; এছাড়াও উপলব্ধি করে মনে-প্রাণে যে উইকি বিকাশে নিজেকে আরও উজাড় করে নতুনদেরকে পথিকৃতের ন্যায় অমৃতের সন্ধান দেবেন! - Suvray (আলাপ) ১২:২২, ১১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২২, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

দীর্ঘদিনের পরীক্ষিত ব্যুরোক্র্যাট ও চিরতারুণ্যের অধিকারী তানভির ভাইয়ের বাংলা উইকিপিডিয়া বিকাশে নিরলস চিত্তে কাজ করে যাচ্ছেন! বিশেষ টি-শার্ট কেবল তারই প্রাপ্য বলে মনে করছি!!

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৭, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

দীর্ঘদিনের চীরচেনা, সুহাস্যের অধিকারী ও সদালাপী প্রশাসক মেরাজ ভাইয়ের বাংলা উইকিপিডিয়া বিকাশে অন-অফ দুইদিকেই সস্ত্রীক কাজ করে যাচ্ছেন! বিশেষ টি-শার্ট কেবল তার প্রাপ্য বলে বিশ্বাস রাখি!!

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৫, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

ভাইয়ার অনলাইন-অফলাইন কর্মকান্ডে বাংলা উইকিপিডিয়া ও উইকিমিডিয়া বাংলাদেশ দুটোরই সমৃদ্ধি বেগবান হয়েছে এবং হচ্ছে। তাই তাঁর জন্য আন্তরিক মনোনয়ন পেশ করছি।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৭, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

অভিজ্ঞতা ও দক্ষতার সঠিক সমন্বয় করে বাংলা উইকিপিডিয়াকে গড়ে তুলছেন তিনি। তাঁর অবদান বাংলা উইকিপিডিয়ায় সম্মুজ্জ্বল। তাঁর প্রতি শ্রদ্ধাস্বরূপ মনোনয়ন দিচ্ছি।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৬, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

একজন উদ্যমী ও অধ্যবসায়ী প্রশাসক। বাংলা উইকিপিডিয়ার বর্তমান ও ভবিষ্যৎ অগ্রগতিতে তাঁর ভূমিকা প্রশংসার দাবিদার। তাঁর প্রতি শ্রদ্ধাস্বরূপ তাঁকে মনোনয়ন করছি।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৬, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৬, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

মহীন ভাইয়ের জন্যে বিশেষ টি-শার্ট বরাদ্দ রাখা হ-উ-ক! বাংলা উইকির অন্যতম সংগঠক তিনি!!

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২০, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

নিয়মিত ব্যবহারকারী ও সমতায়ণে অন্যতম শুভাকাঙ্খী। টি-শার্ট বরাদ্দ রাখা হউক!

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৩, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ও উল্লেখযোগ্য শুভকাঙ্খী।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৩, ২৩ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

"নিঃশব্দে নিস্পন্দতায় উইকিপিডিয়াচারী,
অবদান যত রাখিয়াছ তুমি দৃষ্টির সীমা ছাড়ি!!" অনলাইন-অফলাইন উভয় উইকিপিডিয়ায় সক্রিয় অংশগ্রহণ উল্লেখযোগ্য

সমর্থন/মন্তব্য

@NahidSultan: ভাইয়া আমি মনে করছি উইকি রোহান ভাইয়াকে টি-শার্ট দেওয়া ঠিক হবে না। কারণ ভাইয়ার এক তৃতীয়াংশ নিবন্ধ সংক্ষিপ্ত, আমার মনেহয় ভাইয়াকে আরো ৫০ টি মানসম্মত নিবন্ধ তৈরি করতে দেওয়া হোক ও নিবন্ধগুলো মানসম্মত হলে টিশার্ট প্রদান করা হোক। আমার দেখা মতে উনার ২০০টি নিবন্ধের মধ্যে মানসম্মত নিবন্ধ খুবই কম৷ ডোরেমন(আলাপ) ০৭:১২, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪০, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)

ভালো অবদানকারী, ঠান্ডা মাথায় নিয়মিত কাজ করে যাচ্ছে। আমার বাংলা উইকির অন্যতম প্রিয় সম্পাদক।

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১০, ২৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)

সমর্থন/মন্তব্য

    পাঠানো হয়েছে। আপনার অবদানের জন্য ধন্যবাদ।~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১১, ২৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)
@ যুদ্ধমন্ত্রী ‍‍‍- প্রাপ্তিস্বীকার -- কুউ পুলক    ০৮:৩৩, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)