ইসলাম বিষয়ক এডিটাথন পদক সম্পাদনা

  ইসলাম বিষয়ক এডিটাথন পদক
প্রিয় মোহাম্মদ জনি হোসেন,
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে, এডিটাথনে আপনার জমাদানকৃত ৭টি নিবন্ধ গৃহীত হয়েছে। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৫:২৯, ৭ জুন ২০২৩‎ (ইউটিসি)

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ - ফরম পূরণ করুন সম্পাদনা

সুপ্রিয়, অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতায় আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। তাই পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে এই ফরমটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১২:৪৭, ৪ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ঈদের শুভেচ্ছা জনী ভাই সম্পাদনা

@মোহাম্মদ জনি হোসেন:, @জনি ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা, আপনি দয়া করে বিশেষ:অমীমাংসিত পরিবর্তন-এ থাকা নিবন্ধগুলো নজর দিন, কারণ এখানে অনেক দিন ধরে অনেক নিবন্ধ অবহেলায় পড়ে আছে। পাপন খান (আলাপ) ০৬:৫২, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ইদ শুভেচ্ছা। ইদ মোবারক বিশেষ:অমীমাংসিত পরিবর্তন এগুলে শুধু যাদের উইকিপিডিয়া নিরীক্ষক অধিকার আছে আছে তারা পরীক্ষক করতে পারে। ধন্যাবাদ মো. জনি হোসেন (আলাপ) ০৭:০৭, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

সবুজ বাংলা শ্রেণীর টহল জাহাজ সম্পাদনা

জনাব, আমি আপনার পূর্বে সবুজ বাংলা-শ্রেণীর টহল জাহাজ পৃষ্ঠাটি পূর্ণ তথ্যসূত্র সহ তৈরি করেছি। আপনার না জেনে ইংরেজী Sobuj bangla-class patrol craft পাতাটি অনুবাদ করা ঠিক হয়নি। বরং আপনি পারলে ইতিপূর্বে তৈরিকৃত বাংলা সবুজ বাংলা-শ্রেণীর টহল জাহাজ পৃষ্ঠার সাথে ইংরেজী পৃষ্ঠার সংযোগ করে দিলে ভালো হতো। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১০:১০, ৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)উত্তর দিন