DeloarAkram
| ||||||||||||
আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম
ঈদ মোবারক
সম্পাদনাالله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক DeloarAkram ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
প্রিয় DeloarAkram,
আশা করি ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনী নিবন্ধটির মান যথাযথ পর্যায়ে উন্নীত করা হয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে নিবন্ধটিকে পর্যালোচনাধীন রাখা হয়েছে। আপনি এই পর্যালোচনা কার্যক্রমে অংশ নিয়ে নিবন্ধটির নির্বাচিত নিবন্ধ হিসেবে স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পর্যালোচনায় আপনার অংশগ্রহণ একান্তভাবে কামনা করছি।
—অনুরোধক্রমে, রিজওয়ান আহমেদ ৭:৩০, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
সরকারি আকবর আলী কলেজ নিবন্ধ নিয়ে কথা
সম্পাদনাভাইয়া আমি দেখলাম সরকারি আকবর আলী কলেজ নিবন্ধে আপনি কলেজটির প্রতিষ্ঠার বছর ১৯৯৪ সাল দিয়েছেন। কিন্তু আমি কলেজের ওয়েবসাইট ও বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম কলেজটি ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। ইউনুছ মিঞা (আলাপ) ০৭:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
- @ইউনুছ মিঞা আসলে আমি দিইনি! নিবন্ধের কোন তথ্য আমি যুক্ত ও যাচাই করিনি! শুধুমাত্র শৈলী ঠিক করেছি। নিবন্ধের মানোন্নয়ন করলে খুশি হবো। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৮:৪২, ১৭ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ পর্যালোচনা অনুরোধ।
সম্পাদনাদেলোয়ার ভাই, আশা করি ভালো আছেন। উইকিপিডিয়া: প্রশাসকদের আলোচনাসভায় করা আপনার মন্তব্যের প্রেক্ষিতে নিবন্ধ পর্যালোচনার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। নিচের নিবন্ধগুলোতে কাজ করেছি। কোনো যান্ত্রিক অনুবাদ নেই। নিবন্ধগুলো দেখে মূল পাতায় স্থানান্তর করে দেওয়ার অনুরোধ রইল।
- খসড়া:কর্পাস জুরিস
- খসড়া:ডাবল ডেটিভ
- খসড়া:আলিবাই
- খসড়া:পেশাদার ডিগ্রি
- খসড়া:গ্লোবাল রাইটস
- খসড়া:সমতা সংক্রান্ত নীতির ঘোষণা
Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৩:৩৪, ১১ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Emdad Tafsir আপনার আলাপ পাতায় যে বার্তা দিয়েছি, সেই মোতাবেক মানোন্নয়ন করুন। এখানে জমা দেওয়া নিবন্ধ দেখলাম সম্পূর্ণ অনুবাদও করা হয়নি। জমা দেওয়ার আগে সম্পূর্ণ ব্যপারগুলো মাথায় রাখবেন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৭:২০, ১৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Deloar Akram ধন্যবাদ ভাই, মূল নাম পাতায় তিনটি নিবন্ধ স্থানান্তরের জন্য।
এখানে জমা দেওয়া গ্লোবাল রাইটস নিবন্ধে তথ্যছকটা ইংরেজি ছিল ঠিক করে দিয়েছি। আর সমতা সংক্রান্ত নীতির ঘোষণা নিবন্ধটির অনুবাদ কি অসম্পূর্ণ বুঝিয়েছেন? Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৯:৫৬, ১৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)- @Emdad Tafsir মূলত তথ্যছক অনুবাদের কথাই বলেছিলাম, পাশাপাশি রেফারেন্স ঠিক রাখার জন্য। এখনো পেশাদার ডিগ্রির রেফারেন্সগুলো ঠিক করা হয়নি। আর বইয়ের রেফারেন্স দিলে পাতা দিবেন অবশ্যই। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ২২:০২, ১৩ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- পেশাদার ডিগ্রির রেফরেন্সগুলো ঠিক করে দিয়েছি ভাই। Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৭:২৫, ১৪ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- সমতা সংক্রান্ত নীতির ঘোষণা নিবন্ধেরও তথ্যসূত্রগুলোও ঠিক করে দিয়েছি। কোনো সমস্যা চোখে পড়লে জানাবেন প্লিজ। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৩:৪১, ১৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Emdad Tafsir ওকে! আমি সময় করে নিবন্ধগুলো পর্যালোচনা করবো। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৪:৩৯, ১৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- সমতা সংক্রান্ত নীতির ঘোষণা নিবন্ধেরও তথ্যসূত্রগুলোও ঠিক করে দিয়েছি। কোনো সমস্যা চোখে পড়লে জানাবেন প্লিজ। Emdad Tafsir ◀ আলাপ ▶ ১৩:৪১, ১৫ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Deloar Akram ধন্যবাদ ভাই, মূল নাম পাতায় তিনটি নিবন্ধ স্থানান্তরের জন্য।
Emdad Tafsir আপনাকে নতুন বার্তা পাঠিয়েছেন
সম্পাদনা০৯:১২, ১২ অক্টোবর ২০২৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৯:১২, ১২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- @Emdad Tafsir জ্বি ভাই! আমি আজ কালের মধ্যেই নিবন্ধগুলো পর্যালোচনা করে দেবো ইনশাআল্লাহ। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১০:১৬, ১২ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
নিবন্ধ পর্যালোচনা অনুরোধ
সম্পাদনাখসড়া:জননীতিতে স্নাতকোত্তর নিবন্ধটির কাজ শেষ।
সবগুলো বইয়ের রেফরেন্সের পৃষ্ঠা নাম্বার যুক্ত করে দিয়েছি। Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৬:৩২, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)
- খসড়া:নতুন লোকপ্রশাসন এই নিবন্ধটিরও সব কাজ শেষ। পর্যালোচনা করে মূল নামস্থানে স্থানান্তরের অনুরোধ রইল। Emdad Tafsir ◀ আলাপ ▶ ০৬:৫৮, ১৬ অক্টোবর ২০২৪ (ইউটিসি)