উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/মুহাম্মাদ
মুহাম্মাদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধের জন্য এই নিবন্ধটির পর্যালোচনা শুরু করা যেতে পারে। -- রিজওয়ান আহমেদ (আলাপ) ২৩:০২, ৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
প্রারম্ভিক পর্যালোচনা
সম্পাদনা- তথ্যসূত্র বাংলা করতে হবে ও ত্রুটি দূর করতে হবে। পাদটীকা, গ্রন্থপঞ্জি বাংলা করতে হবে। Yahya (আলাপ) ১৫:০৮, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- তথ্যসূত্র, পদটীকা ও গ্রন্থপঞ্জী বাংলা করা হয়েছে। তথ্যসূত্রের ত্রুটি সংশোধন করা হয়েছে। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৫:৪৬, ৩ মে ২০২৪ (ইউটিসি)
- নিবন্ধের নিচে থাকা {{মুহাম্মাদের সাংস্কৃতিক চিত্রায়ন}} ও {{সামাজিক ও রাজনৈতিক দর্শন}} টেমপ্লেট দুটোর সম্পূর্ণ অনুবাদ ও সংশোধন প্রয়োজন।
১৪০ নং তথ্যসূত্রে থাকা তুর্কি লেখাটার পাশাপাশি বাংলা অনুবাদ প্রয়োজন। ≈ MS Sakib «আলাপ» ০৭:১৮, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)- নিবন্ধে থাকা সকল টেমপ্লেটের সম্পূর্ণ অনুবাদ ও সংশোধন করা হয়েছে। সেই সাথে সবকটি টেমপ্লেটের লাল নিবন্ধগুলোও তৈরি করা হয়েছে। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৩৫, ২ মে ২০২৪ (ইউটিসি)
- প্রায় সব নতুন অনুবাদ অসম্পূর্ণ। কোনোটায় তথ্যছক অনুবাদ করেননি। সব কাজ একা না করে আগে তালিকা করুন কী কী করতে হবে। তারপর অন্য আগ্রহীদের সাথে নিয়ে দলবদ্ধভাবে করুন। এতে কাজের মান ভালো হবে এবং নিজেকেও অতিরিক্ত চাপ নিতে হবে না। Yahya (আলাপ) ১১:০০, ৩ মে ২০২৪ (ইউটিসি)
- পরবর্তী কাজটা বললে ভালো হত। রিজওয়ান আহমেদ (আলাপ) ১৬:১১, ৮ মে ২০২৪ (ইউটিসি)
- প্রায় সব নতুন অনুবাদ অসম্পূর্ণ। কোনোটায় তথ্যছক অনুবাদ করেননি। সব কাজ একা না করে আগে তালিকা করুন কী কী করতে হবে। তারপর অন্য আগ্রহীদের সাথে নিয়ে দলবদ্ধভাবে করুন। এতে কাজের মান ভালো হবে এবং নিজেকেও অতিরিক্ত চাপ নিতে হবে না। Yahya (আলাপ) ১১:০০, ৩ মে ২০২৪ (ইউটিসি)
- @MS Sakib: {{সামাজিক ও রাজনৈতিক দর্শন}} অনুবাদ করে দিয়েছি। আর {{মুহাম্মাদের সাংস্কৃতিক চিত্রায়ন}} টেম্পলেটটি রিজওয়ান আহমেদ অনুবাদ করেছেন। --দেলোয়ার (✉) • ০৭:১৭, ১ মে ২০২৪ (ইউটিসি)
- নিবন্ধে থাকা সকল টেমপ্লেটের সম্পূর্ণ অনুবাদ ও সংশোধন করা হয়েছে। সেই সাথে সবকটি টেমপ্লেটের লাল নিবন্ধগুলোও তৈরি করা হয়েছে। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৩৫, ২ মে ২০২৪ (ইউটিসি)
সমর্থন
সম্পাদনা- সমর্থন --MOHAMMAD ZAKIR HOSSEN (আলাপ) ০৯:৪৮, ১৫ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
- সমর্থন -- Ishtiak Abdullah (আলাপ) ১৫:১৫, ৩০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বিরোধিতা
সম্পাদনামতামত
সম্পাদনা- এই নিবন্ধে অনেক বিতর্কিত বিষয় রয়েছে যা কিছুটা কৌশলী হলে এড়ানো যাবে। এর মধ্যে একটি খুব চোখে পড়ছে, সেটি হলো শীর্ষ অনুচ্ছেদে, যেখানে মুহাম্মাদ (ﷺ)-কে ইসলাম ধর্মের প্রবর্তক আখ্যা দেওয়া হয়েছে। এটি অনেকের মতানুসারে ঠিক হলেও, সম্ভবত বেশিরভাগ মুসলিমই এটি সম্পর্কে ভিন্নমত পোষণ করবেন। তাই সরাসরি এভাবে "ইসলাম ধর্মের প্রবর্তক" আখ্যা দেওয়াটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। তানভীর (আলাপ • অবদান) ০৯:০৭, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- @Tanvir 360: ‘‘বেশিরভাগ মুসলিমই এটি সম্পর্কে ভিন্নমত পোষণ করবেন’’ বা এই মত সমর্থন করেন না। সেটির সূত্র থাকলে দুটি মতেই রাখা যাবে। দেলোয়ার (✉) • ০৭:৩১, ১ মে ২০২৪ (ইউটিসি)
- @DelwarHossain এটি এবং এটি দেখুন। এছাড়া এ সম্পর্কিত আরও অনেক মতামত রয়েছে। তবে নির্ভরযোগ্য মনে হওয়ায় এই দুটি উল্লেখ করলাম। তানভীর (আলাপ • অবদান) ০৯:২৯, ১ মে ২০২৪ (ইউটিসি)
- আমি নিম্নলিখিত সংশোধনের প্রস্তাব করছি (এখানে একটি সূত্রও দেওয়া আছে):
- ...
এবং ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন।ইসলামি মতবাদ অনুযায়ী, তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত একজন নবী যিনি আদম, ইব্রাহিম, মুসা, ঈসা এবং অন্যান্য নবীদের একত্ববাদী শিক্ষাকে প্রচার ও দৃঢ় করতে এসেছিলেন। অনেকের মতে তিনিই ইসলাম ধর্ম প্রবর্তন করেছিলেন। - @রিজওয়ান আহমেদ নিবন্ধের উল্লেখযোগ্য উন্নয়নকারী হিসেবে আপনার মতামত কামনা করছি। তানভীর (আলাপ • অবদান) ১১:৪৯, ৩ মে ২০২৪ (ইউটিসি)
- @DelwarHossain এটি এবং এটি দেখুন। এছাড়া এ সম্পর্কিত আরও অনেক মতামত রয়েছে। তবে নির্ভরযোগ্য মনে হওয়ায় এই দুটি উল্লেখ করলাম। তানভীর (আলাপ • অবদান) ০৯:২৯, ১ মে ২০২৪ (ইউটিসি)
- @Tanvir 360: ‘‘বেশিরভাগ মুসলিমই এটি সম্পর্কে ভিন্নমত পোষণ করবেন’’ বা এই মত সমর্থন করেন না। সেটির সূত্র থাকলে দুটি মতেই রাখা যাবে। দেলোয়ার (✉) • ০৭:৩১, ১ মে ২০২৪ (ইউটিসি)
- এই তথ্যসূত্র দুইটির নির্ভরযোগ্যতার বিষয়ে আমার একটু পর্যবেক্ষণ আছে। নয়াদিগন্ত (প্রথম সূত্র) নামে জাতীয় দৈনিক হলেও গ্রহণযোগ্য তথ্যসূত্র হিসেবে নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন থেকে যায়, আর দ্বিতীয় সূত্রের নিচে লেখা কোনো তথ্যসূত্র নেই আর কিছু বাংলা উইকিপিডিয়ার ক্রস রেফারেন্স। তানভীর যা বলছেন তা বেশিরভাগ মুসলিমের বিশ্বাস হলেও, বেশিরভাগ মানুষ কিন্তু প্রবর্তক হিসেবেই জানেন (কারণ এটা প্রমাণযোগ্য, উনার আগে কেউ ইসলাম নিয়ে বলেননি)। অর্থাৎ একটি বিশ্বাসের, অন্যটি প্রমাণের প্রশ্ন। আরেকটু খুঁজে আরও নির্ভরযোগ্য সূত্র দেওয়া উচিৎ, বিশেষ করে শীর্ষ অনুচ্ছেদের ক্ষেত্রে তা আরও জরুরি। আর সংশোধনীর প্রস্তাবে ফ্যাক্টের চেয়ে বিশ্বাস প্রাধান্য পেয়েছে। দুইটি রাখতে হলে ফ্যাক্ট এগিয়ে রাখা উচিৎ। — তানভির • ০৯:৩২, ৯ মে ২০২৪ (ইউটিসি)
- @Wikitanvir এই বিশ্বাসটি প্রমাণ কিনা, সেটি একটি দীর্ঘ বিতর্কের বিষয় এবং আশা করি উইকিপিডিয়ায় এ সম্পর্কিত বিতর্কের প্রয়োজনও নেই। আমি শুধুমাত্র এটুকু বলতে চাচ্ছি যে যেহেতু এটি একটি বিতর্কিত বিষয়, সে কারণে এখানে খোলাখুলিভাবে "তিনি ইসলাম ধর্মের প্রবর্তক" না বলে এ বিষয়টি অন্যভাবে কোট (Quote) এর মতো মন্তব্য আকারে উল্লেখ করা উচিত। সে অনুযায়ী উপরের প্রস্তাবনাটি করা হয়েছে। তানভীর (আলাপ • অবদান) ০৮:৩৬, ১০ মে ২০২৪ (ইউটিসি)
- এই তথ্যসূত্র দুইটির নির্ভরযোগ্যতার বিষয়ে আমার একটু পর্যবেক্ষণ আছে। নয়াদিগন্ত (প্রথম সূত্র) নামে জাতীয় দৈনিক হলেও গ্রহণযোগ্য তথ্যসূত্র হিসেবে নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন থেকে যায়, আর দ্বিতীয় সূত্রের নিচে লেখা কোনো তথ্যসূত্র নেই আর কিছু বাংলা উইকিপিডিয়ার ক্রস রেফারেন্স। তানভীর যা বলছেন তা বেশিরভাগ মুসলিমের বিশ্বাস হলেও, বেশিরভাগ মানুষ কিন্তু প্রবর্তক হিসেবেই জানেন (কারণ এটা প্রমাণযোগ্য, উনার আগে কেউ ইসলাম নিয়ে বলেননি)। অর্থাৎ একটি বিশ্বাসের, অন্যটি প্রমাণের প্রশ্ন। আরেকটু খুঁজে আরও নির্ভরযোগ্য সূত্র দেওয়া উচিৎ, বিশেষ করে শীর্ষ অনুচ্ছেদের ক্ষেত্রে তা আরও জরুরি। আর সংশোধনীর প্রস্তাবে ফ্যাক্টের চেয়ে বিশ্বাস প্রাধান্য পেয়েছে। দুইটি রাখতে হলে ফ্যাক্ট এগিয়ে রাখা উচিৎ। — তানভির • ০৯:৩২, ৯ মে ২০২৪ (ইউটিসি)
প্রয়োজনীয় কাজ
সম্পাদনানিবন্ধে থাকা সকল তথ্যসূত্র অনুবাদ করা হয়েছে, সকল টেমপ্লেট সম্পূর্ণভাবে অনুবাদ করা হয়েছে, সকল লাল নিবন্ধ তৈরি করা হয়েছে। দয়া করে নিচের সমস্যাগুলো চিহ্নিত করুন এবং এখানে উল্লেখ করুন।
মুহাম্মাদ নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে উন্নীত করার জন্য নিম্নোক্ত সমস্যাগুলো চিহ্নিত, সংশোধন এবং ত্রুটিমুক্ত করতে হবে।
লিখনে ব্যাকরণগত সমস্যা যাচাই
সম্পাদনাসমস্যা
সম্পাদনানিবন্ধে কি কি ব্যাকরণগত জটিলতা (যেমনঃ বানান ভুল, অস্পষ্টতা, ভাষারীতিতে সমস্যা, যান্ত্রিকতা ইত্যাদি) রয়েছে সেগুলো এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন।
- বানান সংশোধন: সম্মানীয় ব্যক্তির বর্ণনায় “তার” এবং “তাঁর” মিশ্রাকারে ব্যবহৃত হয়েছে “তার” অপসারন করে “তাঁর ” ব্যবহার করা যেতে পারে। - Md. Giashuddin Chowdhury (আলাপ) ১৭:০৮, ৫ মে ২০২৪ (ইউটিসি)
- নিরপেক্ষতার নীতিমালা অনুযায়ী সম্মানার্থে ‘তাঁর’ ব্যবহারের সুযোগ নেই। — তানভির • ১৭:১৫, ৮ মে ২০২৪ (ইউটিসি)
- নিবন্ধে থাকা সকল "তাঁর" বানান "তার" দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। রিজওয়ান আহমেদ (আলাপ) ১৭:৩৬, ৮ মে ২০২৪ (ইউটিসি)
তথ্যগত নির্ভুলতা যাচাই
সম্পাদনাসমস্যা
সম্পাদনানিবন্ধে কি কি তথ্যগত ত্রুটি রয়েছে তা চিহ্নিত করুন এবং এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন। কোনো ত্রুটি না পেলে এখানে উল্লেখ করুন।
নিরপেক্ষতা যাচাই
সম্পাদনাসমস্যা
সম্পাদনাসমস্যা পেলে এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন।
অন্যান্য সমস্যা যাচাই
সম্পাদনাউপরোক্ত সমস্যা ও জটিলতার বাইরে অন্য কোনো সমস্যা নজরে পড়লে এখানে সেগুলো পয়েন্ট আকারে উল্লেখ করুন।
- তথ্যসূত্র বাংলা করতে হবে ও ত্রুটি দূর করতে হবে। পাদটীকা, গ্রন্থপঞ্জি বাংলা করতে হবে। Yahya (আলাপ) ১৫:০৮, ২৯ এপ্রিল ২০২৪ (ইউটিসি)
- তথ্যসূত্র, পদটীকা ও গ্রন্থপঞ্জী বাংলা করা হয়েছে। তথ্যসূত্রের ত্রুটি সংশোধন করা হয়েছে। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৫:৪৬, ৩ মে ২০২৪ (ইউটিসি)
- নিবন্ধের নিচে থাকা {{মুহাম্মাদের সাংস্কৃতিক চিত্রায়ন}} ও {{সামাজিক ও রাজনৈতিক দর্শন}} টেমপ্লেট দুটোর সম্পূর্ণ অনুবাদ ও সংশোধন প্রয়োজন।
১৪০ নং তথ্যসূত্রে থাকা তুর্কি লেখাটার পাশাপাশি বাংলা অনুবাদ প্রয়োজন। ≈ MS Sakib «আলাপ» ০৭:১৮, ৩০ এপ্রিল ২০২৪ (ইউটিসি)- নিবন্ধে থাকা সকল টেমপ্লেটের সম্পূর্ণ অনুবাদ ও সংশোধন করা হয়েছে। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৩৫, ২ মে ২০২৪ (ইউটিসি)
পূর্ববর্তী আলোচনা
সম্পাদনামুহাম্মাদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) আমার মনে হলো বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধের জন্য এই নিবন্ধটির পর্যালোচনা শুরু করা যেতে পারে যেহেতু এখনো পর্যন্ত শুধুমাত্র ৯টি নির্বাচিত নিবন্ধ উইকিপিডিয়ায় রয়েছে। -- রিজওয়ান আহমেদ (আলাপ) ০৭:৪৬, ২ মে ২০২২ (ইউটিসি)
- মন্তব্য @রিজওয়ান আহমেদ: আপনি কি উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ পড়ে দেখেছেন? উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধের গুণাবলী অনুসারে এতে অনেক ত্রুটি রয়েছে। সেগুলো প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করুন। — আদিভাই • আলাপ • ০৬:৩৬, ২ মে ২০২২ (ইউটিসি)
- করা হয়েছে রিজওয়ান আহমেদ (আলাপ) ১৬:৩১, ১৩ মে ২০২৪ (ইউটিসি)
- মন্তব্য @Meghmollar2017: ভাই, কয়েকটা অসঙ্গতি দেখিয়ে দিলে ভাল হত। — সশস্ত্র (আলাপ) ১১:৫০, ৫ মে ২০২২ (ইউটিসি)
- @সশস্ত্র এবং রিজওয়ান আহমেদ: এই নিবন্ধে প্রচুর কাজ করতে হবে। আর একাজগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি উইকিপিডিয়ায় নিবন্ধ রচনা নিয়ে অভিজ্ঞ হবেন। তার আগে কেউ ধরে ধরে আপনাকে বুঝাতে পারবে না। এর জন্য অভিজ্ঞতা প্রয়োজন। সুতরাং এমুহূর্তে উইকিপিডিয়ার অন্যান্য কাজ করে যান, অভিজ্ঞ হোন। তখন নিজেই বুঝতে পারবেন, কি করা প্রয়োজন, আর কেনই বা নির্বাচিত নিবন্ধের সংখ্যা শুধুমাত্র ৯টি।–ধর্মমন্ত্রী (আলাপ) ১২:৫৬, ৫ মে ২০২২ (ইউটিসি)
- মন্তব্য @রিজওয়ান আহমেদ: ভাই, একটা দিক দেখাচ্ছি। নির্বাচিত নিবন্ধ হতে হলে কোনো নিবন্ধে কোনো লাল লিঙ্ক থাকতে পারবেনা। আমরা যখনই কোনো নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ করার জন্য কাজ করি, তখন প্রথমেই চোখ বন্ধ করে লাল রঙ এ থাকা সমস্ত নিবন্দ তৈরি করে নিই, তারপর মূল নিবন্ধের ত্রুটি বিচ্যূতি ঠিক করা নিয়ে কাজ করি। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:৪৫, ৬ মে ২০২২ (ইউটিসি)
- করা হয়েছে রিজওয়ান আহমেদ (আলাপ) ১৬:৩২, ১৩ মে ২০২৪ (ইউটিসি)