উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/মুহাম্মাদ

মুহাম্মাদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)

উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধের জন্য এই নিবন্ধটির পর্যালোচনা শুরু করা যেতে পারে। -- রিজওয়ান আহমেদ (আলাপ) ০:২২, ২৩ মার্চ ২০২৫ (ইউটিসি)

প্রারম্ভিক পর্যালোচনা

সম্পাদনা

সমর্থন

সম্পাদনা

বিরোধিতা

সম্পাদনা
এই তথ্যসূত্র দুইটির নির্ভরযোগ্যতার বিষয়ে আমার একটু পর্যবেক্ষণ আছে। নয়াদিগন্ত (প্রথম সূত্র) নামে জাতীয় দৈনিক হলেও গ্রহণযোগ্য তথ্যসূত্র হিসেবে নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন থেকে যায়, আর দ্বিতীয় সূত্রের নিচে লেখা কোনো তথ্যসূত্র নেই আর কিছু বাংলা উইকিপিডিয়ার ক্রস রেফারেন্স। তানভীর যা বলছেন তা বেশিরভাগ মুসলিমের বিশ্বাস হলেও, বেশিরভাগ মানুষ কিন্তু প্রবর্তক হিসেবেই জানেন (কারণ এটা প্রমাণযোগ্য, উনার আগে কেউ ইসলাম নিয়ে বলেননি)। অর্থাৎ একটি বিশ্বাসের, অন্যটি প্রমাণের প্রশ্ন। আরেকটু খুঁজে আরও নির্ভরযোগ্য সূত্র দেওয়া উচিৎ, বিশেষ করে শীর্ষ অনুচ্ছেদের ক্ষেত্রে তা আরও জরুরি। আর সংশোধনীর প্রস্তাবে ফ্যাক্টের চেয়ে বিশ্বাস প্রাধান্য পেয়েছে। দুইটি রাখতে হলে ফ্যাক্ট এগিয়ে রাখা উচিৎ। — তানভির০৯:৩২, ৯ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir এই বিশ্বাসটি প্রমাণ কিনা, সেটি একটি দীর্ঘ বিতর্কের বিষয় এবং আশা করি উইকিপিডিয়ায় এ সম্পর্কিত বিতর্কের প্রয়োজনও নেই। আমি শুধুমাত্র এটুকু বলতে চাচ্ছি যে যেহেতু এটি একটি বিতর্কিত বিষয়, সে কারণে এখানে খোলাখুলিভাবে "তিনি ইসলাম ধর্মের প্রবর্তক" না বলে এ বিষয়টি অন্যভাবে কোট (Quote) এর মতো মন্তব্য আকারে উল্লেখ করা উচিত। সে অনুযায়ী উপরের প্রস্তাবনাটি করা হয়েছে। তানভীর (আলাপঅবদান) ০৮:৩৬, ১০ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@রিজওয়ান আহমেদ, এই ব্যাপারটির দিকে নজর দিন। তা হলে আশা করি এই নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ করতে আর কারো আপত্তি থাকবে না। Ishtiak Abdullah (আলাপ) ১৫:০৫, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Ishtiak Abdullah এটা তো আলোচনার মাধ্যমে সমাপ্ত বিষয়। বর্তমান মুহাম্মাদ (সা.) পাতায় বিষয়টি নেই। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট আলাপ পাতায় দীর্ঘ আলাপের মাধ্যমে এটি সমাধান করা হয়েছে। মূল বিষয় হচ্ছে, মুসলমানরা ব্যতীত আর কেউ মুসা-ইসা (আ.) কে বলেনি। কিন্তু ইসলামের দাবি, মুহাম্মাদও (সা.) নবি এবং মুসা-ইসাও (আ.) নবি। তাই বর্তমানে যেই অনুচ্ছেদ আছে, সেটা নিরপেক্ষ যে- এটা মুসলমানদের দাবি। ―  ☪  কাপুদান পাশা () ১৬:১২, ১৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রথমেই নিবন্ধের সম্পাদনার প্রশংসা করতে চাই। গুরুত্বপূর্ণ এই নিবন্ধটিকে পরিশ্রম করে বিস্তৃত ও সাবলীলভাবে লেখা সহজ কাজ না। কিন্তু আমার মনে হয় নির্বাচিত নিবন্ধ হওয়ার জন্য কিছু কাজ বাকি। নিবন্ধে বিদ্যমান সমস্যা আগামী কয়েকদিনে নিচে যুক্ত করতে থাকবো। সব সমস্যা দূর হয়েছে মনে হলে আমার সমর্থন প্রদান করবো। আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই তাই ইংরেজি ও আরবি উইকিপিডিয়ার সংশ্লিষ্ট নিবন্ধ অনুযায়ী যেসব ইস্যু চোখে পড়েছে তা উল্লেখ করছি। পরবর্তীতে নিচে আরো যোগ করা হবে।

  • সূচনাংশে ...আবু তালিবের আশ্রয়ে বড় হন। - এই বাক্যের পর যুক্ত হবে “তিনি শৈশবে মেষপালক ছিলেন এবং পরবর্তীতে বাণিজ্যে নিযুক্ত হন। তিনি ২৫ বছর বয়সে খাদিজাকে বিয়ে করেন এবং তার সাথে ইব্রাহিম ব্যতিত অন্যসব সন্তান জন্মগ্রহণ করে। ইসলামের আগে থেকে তিনি মূর্তি পূজা এবং পৌত্তলিক রীতিনীতি বর্জন করেন।” এরচেয়ে ভালো করে লেখা সম্ভব হলে তা ব্যবহার করতে দ্বিধা করবেন না।
  • একাগ্রচিত্তে ধ্যানমগ্ন থাকতেন। - এই বাক্যের পর যুক্ত হবে "ইসলামি সূত্র অনুযায়ী, মুহাম্মাদ পড়তে পারতেন না এবং লিখতে জানতেন না।"
  • ...সর্বসমক্ষে এসব বাণী প্রচার করা শুরু করেন। - এর আগে হবে "তাকে প্রথম তিন বছর গোপনে ইসলাম প্রচার করতে নির্দেশ দেওয়া হয়।"
  • সব জায়গায় মুহাম্মাদ এর বানানটি সংশোধন করে মুহাম্মাদের করতে হবে।
  • পরবর্তীতে ৬২২ খ্রিস্টাব্দে তিনি ও তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় (তৎকালীন নাম ইয়াসরিব) চলে যান। - খ্রিস্টাব্দে এবং তিনির মাঝখানে হবে "কুরাইশ বংশের নেতৃবৃন্দ তাকে হত্যার ষড়যন্ত্র করলে"
  • তথ্যের উৎস অংশে কুরাইশদের দ্বারা নির্যাতিত হওয়ার পরে মদিনায় তার অনুসারীদের বসতি স্থাপনের কথাও কুরআনে বর্ণনা করা হয়েছে এবং বদরের যুদ্ধের মতো মুসলিমদের সামরিক বিজয় অভিযানেরও সংক্ষিপ্ত উল্লেখ রয়েছে। - এই বাক্যটি সম্প্রসারণ করা প্রয়োজন। "কুরআনে কিছু ঘটনা পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে এবং কিছু স্পষ্টভাবে, যেমন হিজরত, বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়াহ, খাইবার এবং মক্কা বিজয়ের যুদ্ধ। উদাহরণস্বরূপ, সূরা আল-আহযাবে মুহাম্মাদের জীবনী, তার স্ত্রী ও সাহাবীদের সাথে সম্পর্কিত বিবরণ অন্তর্ভুক্ত রয়েছে এবং এতে খন্দকের যুদ্ধ সম্পর্কেও অনেক বিস্তারিত তথ্য রয়েছে।" লেখা যেতে পারে।

--সাজিদ রেজা করিম ১৭:৪৯, ২৬ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  নিবন্ধে থাকা সকল "মুহাম্মাদ এর" বানানটি সংশোধন করে "মুহাম্মাদের" দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। একইসাথে আপনার উল্লেখকৃত সকল পরিবর্তন প্রয়োজনীয় সংশোধনপূর্বক সূত্রসহ সংযোজন করে দিয়েছি।
রিজওয়ান আহমেদ (আলাপ) ০৩:৩৩, ৩০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  • হাদিস অংশে প্রথম বাক্যের পর উল্লেখ করা প্রয়োজন “প্রথম সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক। এটির লেখক মালিক ইবনে আনাস।” এই বইয়ে মুহাম্মাদ (সা.) সম্পর্কে যা তথ্য পাওয়া যায় তার সারাংশ উল্লেখ করা ভালো। এরপর লেখা উচিত “সবচেয়ে প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ সহীহ বুখারী।” এখানে থাকা হাদিসের বৈশিষ্ট্য ও বিষয়বস্তু লেখা প্রয়োজন। তারপর হাদিস সংকলকদের নাম অপসারণ করে সহীহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, সুনানে আল-তিরমিজী, সুনানে ইবনে মাজাহ হাদিস গ্রন্থের নাম উল্লেখ করলে তা বেশি প্রাসঙ্গিক হয়।
  • জন্ম তারিখ অংশে রিওয়ায়েত শব্দটি প্রথম এসেছে এবং এরপর নিবন্ধে কয়েকবার এটি ব্যবহার করা হয়েছে। কিন্তু এর অর্থ উল্লেখ করা হয়নি। প্রথমবার যেখানে উল্লেখ করা হয়েছে সেখানে সাথে এটির মানে লিখতে হবে।
  • মক্কার জীবন অংশে সারসংক্ষেপের প্রয়োজন নেই। এখানে যা আছে তা সূচনাংশে লেখা আছে। তাই সারসংক্ষেপ বাদ দিতে হবে। এই অংশের কোনো বাক্য রাখতে হলে তা সূচনাংশে যুক্ত করতে হবে।
  • শৈশব ও কৈশোর অংশে “শামে (তৎকালীন সিরিয়ার নাম) না যাওয়ার পরামর্শ দেন। - এরপর যুক্ত করতে হবে “এই কাহিনীর বিভিন্ন সংস্করণ রয়েছে যা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। আধুনিক ঐতিহাসিকরা এবং মধ্যযুগের কিছু মুসলিম পণ্ডিত, যেমন ইমাম আয-যাহাবি, বহিরা ও মুহাম্মাদের মধ্যে সাক্ষাতের সমস্ত বর্ণনা কাল্পনিক হিসেবে বিবেচনা করেছেন।”
  • এই অংশের শেষ বাক্য “এই যুদ্ধগুলোতে তিনি তলোয়ার বাজিয়ে যুদ্ধ না করে ছুঁড়ে আসা তীর সংগ্রহ করে তার চাচাদের হাতে তুলে দিতেন।” - পুনর্লিখন করে লেখা যায় “এই যুদ্ধগুলোতে তিনি তলোয়ার হাতে লড়াই না করে শত্রুশিবির থেকে উড়ে আসা তীর ঢাল দিয়ে ঠেকাতেন এবং তীর সংগ্রহ করে তার চাচাদের হাতে তুলে দিতেন।”
  • শৈশব ও কৈশোর অংশের শেষে যুক্ত করা উচিত “১৭ বছর বয়সে মুহাম্মাদ হিলফুল ফুজুল নামের একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন।”
  • ব্যবসায়িক জীবন ও খাদিজার সাথে বিবাহ অংশে ব্যবসায় নিয়োজিত হনের পর যুক্ত করা উচিত “পরবর্তীতে কোনো এক পর্যায়ে, মুহাম্মদ তার চাচাতো বোন এবং প্রথম ভালোবাসা ফাখিতা বিনতে আবি তালিবকে বিয়ের প্রস্তাব দেন। তবে সম্ভবত তার দারিদ্র্যের কারণে, ফাখিতার পিতা আবু তালিব এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বেশি অভিজাত পরিবার থেকে আগত একজন পাত্র হিসেবে বেছে নেন।”
  • এরপরে “ব্যবসার প্রতি আগ্রহ তাকে পরবর্তীতে তার স্ত্রী খাদিজার সাথে পরিচয় করিয়ে দেয়।” - এই বাক্য দুইবার লেখা হয়েছে। একটা অপসারণ করতে হবে।
  • “তিনি একাকীত্বে থাকা (ধ্যানমগ্ন) এবং চিন্তাভাবনা করার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতেন।” - কিসের সমাধান? পরিস্কার করতে হবে।
  • ইসলাম প্রচার, ধর্মগ্রহণ ও প্রতিক্রিয়া অংশে ৯নং লাইনে মুহাম্ম টাইপো ঠিক করতে হবে।
  • আবিসিনিয়ায় হিজরতের আগে যুক্ত করা দরকার মক্কার মুশরিকরা আহলে কিতাবদের সঙ্গে পরামর্শ করে মুহাম্মাদকে পরীক্ষা করার জন্য যে তিনটি প্রশ্ন করেছিল এবং তার উত্তরের বর্ণনা।
  • “তার অনুসারীদের নির্যাতনের হাত” বাক্যটি পুনর্লিখন করে লেখা যায় “৬১৫ সালে, মুহাম্মদ তার কিছু অনুসারীকে আবিসিনিয়ার আকসুম রাজ্যে হিজরতের জন্য পাঠান এবং তারা খ্রিস্টান ইথিওপীয় সম্রাট আসামাহ ইবনে আবজারের সুরক্ষায় একটি ছোট উপনিবেশ প্রতিষ্ঠা করে।”
  • পুরো নিবন্ধে “তাঁকে” লেখায় চন্দ্রবিন্দু অপসারিত করে “তাকে” হবে।
  • আকাবার দ্বিতীয় শপথে ৭৫ জন ছিল। এটা ঠিক করে লেখতে হবে।
  • সব জায়গায় “আবু বকর এর” বানানটি সংশোধন করে “আবু বকরের” করতে হবে।
  • মদিনায় হিজরত অংশে শেষ প্যারায় “মুহাম্মাদ কে” সংশোধন করে “মুহাম্মাদকে” লেখতে হবে।

প্রয়োজনীয় কাজ

সম্পাদনা

  নিবন্ধে থাকা সকল তথ্যসূত্র অনুবাদ করা হয়েছে, সকল টেমপ্লেট সম্পূর্ণভাবে অনুবাদ করা হয়েছে, সকল লাল নিবন্ধ তৈরি করা হয়েছে। দয়া করে নিচের সমস্যাগুলো চিহ্নিত করুন এবং এখানে উল্লেখ করুন।

মুহাম্মাদ নিবন্ধটিকে নির্বাচিত নিবন্ধ হিসেবে উন্নীত করার জন্য নিম্নোক্ত সমস্যাগুলো চিহ্নিত, সংশোধন এবং ত্রুটিমুক্ত করতে হবে।

লিখনে ব্যাকরণগত সমস্যা যাচাই

সম্পাদনা

সমস্যা

সম্পাদনা

নিবন্ধে কি কি ব্যাকরণগত জটিলতা (যেমনঃ বানান ভুল, অস্পষ্টতা, ভাষারীতিতে সমস্যা, যান্ত্রিকতা ইত্যাদি) রয়েছে সেগুলো এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন।

নিরপেক্ষতার নীতিমালা অনুযায়ী সম্মানার্থে ‘তাঁর’ ব্যবহারের সুযোগ নেই। — তানভির১৭:১৫, ৮ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  নিবন্ধে থাকা সকল "তাঁর" বানান "তার" দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। রিজওয়ান আহমেদ (আলাপ) ১৭:৩৬, ৮ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যগত নির্ভুলতা যাচাই

সম্পাদনা

সমস্যা

সম্পাদনা

নিবন্ধে কি কি তথ্যগত ত্রুটি রয়েছে তা চিহ্নিত করুন এবং এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন। কোনো ত্রুটি না পেলে এখানে উল্লেখ করুন।

নিরপেক্ষতা যাচাই

সম্পাদনা

সমস্যা

সম্পাদনা

সমস্যা পেলে এখানে পয়েন্ট আকারে উল্লেখ করুন।

অন্যান্য সমস্যা যাচাই

সম্পাদনা

উপরোক্ত সমস্যা ও জটিলতার বাইরে অন্য কোনো সমস্যা নজরে পড়লে এখানে সেগুলো পয়েন্ট আকারে উল্লেখ করুন।

পূর্ববর্তী আলোচনা

সম্পাদনা

মুহাম্মাদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন) আমার মনে হলো বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধের জন্য এই নিবন্ধটির পর্যালোচনা শুরু করা যেতে পারে যেহেতু এখনো পর্যন্ত শুধুমাত্র ৯টি নির্বাচিত নিবন্ধ উইকিপিডিয়ায় রয়েছে। -- রিজওয়ান আহমেদ (আলাপ) ০৭:৪৬, ২ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@সশস্ত্র এবং রিজওয়ান আহমেদ: এই নিবন্ধে প্রচুর কাজ করতে হবে। আর একাজগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি উইকিপিডিয়ায় নিবন্ধ রচনা নিয়ে অভিজ্ঞ হবেন। তার আগে কেউ ধরে ধরে আপনাকে বুঝাতে পারবে না। এর জন্য অভিজ্ঞতা প্রয়োজন। সুতরাং এমুহূর্তে উইকিপিডিয়ার অন্যান্য কাজ করে যান, অভিজ্ঞ হোন। তখন নিজেই বুঝতে পারবেন, কি করা প্রয়োজন, আর কেনই বা নির্বাচিত নিবন্ধের সংখ্যা শুধুমাত্র ৯টি।–ধর্মমন্ত্রী (আলাপ) ১২:৫৬, ৫ মে ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]