উইকিপিডিয়া:প্রস্তাবিত নির্বাচিত নিবন্ধ/মুহাম্মাদ
মুহাম্মাদ সম্পাদনা
মুহাম্মাদ (সম্পাদনা | আলাপ | ইতিহাস | সুরক্ষা | অপসারণ | সংযোগ | নজর | লগ | পরিদর্শন)
আমার মনে হলো বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত প্রবন্ধের জন্য এই নিবন্ধটির পর্যালোচনা শুরু করা যেতে পারে যেহেতু এখনো পর্যন্ত শুধুমাত্র ৯টি নির্বাচিত নিবন্ধ উইকিপিডিয়ায় রয়েছে। -- রিজওয়ান আহমেদ (আলাপ) ০৭:৪৬, ২ মে ২০২২ (ইউটিসি)
- মন্তব্য @রিজওয়ান আহমেদ: আপনি কি উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধ পড়ে দেখেছেন? উইকিপিডিয়া:নির্বাচিত নিবন্ধের গুণাবলী অনুসারে এতে অনেক ত্রুটি রয়েছে। সেগুলো প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করুন। — আদিভাই • আলাপ • ০৬:৩৬, ২ মে ২০২২ (ইউটিসি)
- মন্তব্য @Meghmollar2017: ভাই, কয়েকটা অসঙ্গতি দেখিয়ে দিলে ভাল হত। — সশস্ত্র (আলাপ) ১১:৫০, ৫ মে ২০২২ (ইউটিসি)
- @সশস্ত্র এবং রিজওয়ান আহমেদ: এই নিবন্ধে প্রচুর কাজ করতে হবে। আর একাজগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি উইকিপিডিয়ায় নিবন্ধ রচনা নিয়ে অভিজ্ঞ হবেন। তার আগে কেউ ধরে ধরে আপনাকে বুঝাতে পারবে না। এর জন্য অভিজ্ঞতা প্রয়োজন। সুতরাং এমুহূর্তে উইকিপিডিয়ার অন্যান্য কাজ করে যান, অভিজ্ঞ হোন। তখন নিজেই বুঝতে পারবেন, কি করা প্রয়োজন, আর কেনই বা নির্বাচিত নিবন্ধের সংখ্যা শুধুমাত্র ৯টি।–ধর্মমন্ত্রী (আলাপ) ১২:৫৬, ৫ মে ২০২২ (ইউটিসি)
- @ধর্মমন্ত্রী আপনি নিবন্ধটির অসংগতি দূর করতে আমাদের সাহায্য করুন।একসাথে অসংগতিগুলো দূর করার চেষ্টা করলে অনেক সহজ হবে।দেখলাম আপনার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মাদ (সঃ)।তাই আপনার উচিৎ আরও বেশি আগ্রহ নিয়ে আমাদের সমর্থন এবং সাহায্য করা। — রিজওয়ান আহমেদ (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- @সশস্ত্র এবং রিজওয়ান আহমেদ: এই নিবন্ধে প্রচুর কাজ করতে হবে। আর একাজগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি উইকিপিডিয়ায় নিবন্ধ রচনা নিয়ে অভিজ্ঞ হবেন। তার আগে কেউ ধরে ধরে আপনাকে বুঝাতে পারবে না। এর জন্য অভিজ্ঞতা প্রয়োজন। সুতরাং এমুহূর্তে উইকিপিডিয়ার অন্যান্য কাজ করে যান, অভিজ্ঞ হোন। তখন নিজেই বুঝতে পারবেন, কি করা প্রয়োজন, আর কেনই বা নির্বাচিত নিবন্ধের সংখ্যা শুধুমাত্র ৯টি।–ধর্মমন্ত্রী (আলাপ) ১২:৫৬, ৫ মে ২০২২ (ইউটিসি)
- মন্তব্য @রিজওয়ান আহমেদ: ভাই, একটা দিক দেখাচ্ছি। নির্বাচিত নিবন্ধ হতে হলে কোনো নিবন্ধে কোনো লাল লিঙ্ক থাকতে পারবেনা। আমরা যখনই কোনো নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ করার জন্য কাজ করি, তখন প্রথমেই চোখ বন্ধ করে লাল রঙ এ থাকা সমস্ত নিবন্দ তৈরি করে নিই, তারপর মূল নিবন্ধের ত্রুটি বিচ্যূতি ঠিক করা নিয়ে কাজ করি। -- বিদ্রোহী রণক্লান্ত বার্তা.. ১৩:৪৫, ৬ মে ২০২২ (ইউটিসি)