ব্যবহারকারী আলাপ:DeloarAkram/সংগ্রহশালা ২

সাম্প্রতিক মন্তব্য: গোপাল চন্দ্র রায় কর্তৃক ২ বছর পূর্বে "রূপ" অনুচ্ছেদে
সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২ সংগ্রহশালা ৩ সংগ্রহশালা ৪ সংগ্রহশালা ৫

বিষয়শ্রেণী যুক্ত প্রসঙ্গে

সুধী, আমি নিবন্ধে বিষয়শ্রেণী যুক্ত করতে অনিহা করি না, তবে উপযুক্ত বাংলা বিষয়শ্রেণী না থাকায় সংযুক্ত করা সম্ভব হয় না। তবে ভবিষ্যতে আরও বিশদভাবে চেষ্টা করব। Firuz Ahmmed (আলাপ)

ঈদ শুভেচ্ছা

  
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Prodipto Delwar,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ঈদ মোবারক!

ঈদ মোবারক পরিশ্রমী উইকিপিডিয়ান ভাই!!! পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা! ~ তন্ময় (আলাপ) ১৯:০০, ১৩ মে ২০২১ (ইউটিসি)

নিবন্ধন প্রসঙ্গে

নিবন্ধন সমূহ নিরপেক্ষ নয়। আরও নিরপেক্ষ হতে হবে। FeelinglessLegend (আলাপ) ১৩:৫৩, ২৮ মে ২০২১ (ইউটিসি)

@FeelinglessLegend ভাই, কোন নিবন্ধ সম্পর্কে বলছেন, সেটা পরিস্কার করেননি। দয়া করে নিবন্ধ ও প্যারা উল্লেখ করে বলুন, তাইলে আলোচনা করতে সুবিধা হবে। -- Prodipto Deloar (আলাপ) ১৮:৫৪, ২৮ মে ২০২১ (ইউটিসি)

আইচ দাদার প্রোফাইল

ভাই, অনুরূপ আইচ দাদার প্রোফাইল কিভাবে যোগ করবো Nazmul1811 (আলাপ) ১৬:৫৯, ১১ জুন ২০২১ (ইউটিসি)

@Nazmul1811 ভাই, অনুরূপ আইচ দেখে মনে হচ্ছে উল্লেখযোগ্য গীতিকার। তবে আপনার ভাষা শৈলীতে সমস্যা রয়েছে। আপনি আলাপ:অনুরূপ আইচ এই পাতায় অপসারণের আপত্তি জানাতে পারেন। আশা করি প্রশাসক আমলে নিবে। -- Prodipto Deloar (আলাপ) ১৭:০৮, ১১ জুন ২০২১ (ইউটিসি)

ভুল তথ্য সংযোজন

Prodipto Deloar, আপনি মাহমুদ হোসেন পাতায় তাঁকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০তম উপাচার্য হিসেবে উল্লেখ করে পাতাটি সংশোধন করেছিলেন, যা যথাযথ নয়। প্রকৃতপক্ষে তিনি বিশ্ববিদ্যালয়টির ১২তম উপচার্য যা পাতায় উল্লেখিত একাধিক তথ্যসূত্রে উল্লেখিত হয়েছে। পুনরায় বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের আরও একটি তথ্যসূত্র যোগ করে দিলাম। সংশোধনের আগে তথ্যসূত্রগুলো যাচাই করে নেওয়া সমীচীন। সম্ভবত আপনি খুলনা বিশ্ববিদ্যালয় পাতায় উপাচার্যের ক্রম দেখে এই সংশোধনী এনেছেন, যা সঠিক প্রক্রিয়া নয় বলেই মনে করি। কোন পরিবর্তন করতে হলে নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে তথ্যটি যাচাই না করে একটি পাতা দেখে অন্য পাতা সংশোধন করলে বিভ্রান্তির শঙ্কা থেকেই যায়। যে পাতা থেকে দেখে সংশোধন করা হচ্ছে সেই পাতাটি যে নির্ভুল, তার নিশ্চয়তা কী? সেই পাতায় যথাযথ তথ্যসূত্র আছে কিনা সেটাও বিবেচ্য। প্রয়োজনে সঠিক তথ্যসূত্র ঘেঁটে সেই পাতাটির উন্নয়ন করা যেতে পারে। নিশ্চয় আপনি এই বিষয়গুলি ভবিষ্যতে বিবেচনায় রাখবেন।

আমাদের স্বেচ্ছাশ্রম যেন পণ্ডশ্রমে পরিণত না হয়, সেটা সম্মিলিতভাবে আমাদেরকেই নিশ্চিত করতে হবে। আপনার আগ্রহ ও মূলবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।-- Factcheckerhuman (আলাপ) ০৯:০৩, ১১ জুন ২০২১ (ইউটিসি)

@Factcheckerhuman, ভাই বাংলাদেশের পত্রিকা অনেকটাই কপি-পেস্ট সাংবাদিক। আপনি প্রথম দিকের গণমাধ্যমেও এই একই জিনিস দেখবেন। আপনি তাদের ভাষা শৈলী, ও বাক্য গঠন লক্ষ্য করলেই সেটা বুঝতে পারবেন। মানে একজন যদি ভুল করে, সেই ধারাতেই চলতে থাকে সব।
সেইজন্য আমি পত্রিকা থেকে উইকিপিডিয়ার পুরাতন পেজেই বেশী ভরসা পাই। যাইহোক, আমার উইকিপিডিয়া পেইজ ও রেফারেন্স উভয় পড়েই সংশোধনীর চিন্তা করা উচিত ছিলো, আমি দুঃখিত। তবে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের পেজে একটু সংশোধনী এনেছি, সবাই বুঝবে ১০ ও ১১ নং উপাচার্যের নাম অনুপস্থিত। -- Prodipto Deloar (আলাপ) ০৯:৫৯, ১১ জুন ২০২১ (ইউটিসি)
@Prodipto Deloar, খুলনা বিশ্ববিদ্যালয় পেজে আপনার সংশোধনীটিও যথাযথ হয়েছে বলে আমার মনে হয়না। এই লিংকে পূর্ববর্তী উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামানকে ১১তম উপাচার্য হিসেবে উল্লেখ করা হয়েছে। একই উল্লেখ আছে এই লিংকেও। এছাড়া গুগল করলেও দেখা যাবে মাহমুদ হোসেন যোগদানের আগে উপাচার্যের পদ ফাঁকা ছিলো। তাই খুলনা বিশ্ববিদ্যালয়ের পেজে ১০ ও ১১ নং উপাচার্যের নাম অনুপস্থিত বলে উল্লেখ করা যথাযথ হবে না।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উপাচার্যগণের তালিকা না থাকায় এটি নিয়ে বিভ্রান্তির সুযোগ থেকেই যাচ্ছে। এক্ষেত্রে বড়জোর তালিকাটি অসম্পূর্ণ বলা যেতে পারে। যা হোক, হুট করে নয়, বুঝেশুনে একটু ঘাঁটাঘাটি করেই কেবল কোন তথ্য সংযোজন বা বিয়োজন করা সমীচীন বলে মনে করি। ধন্যবাদ। -- Factcheckerhuman (আলাপ) ১৭:৩২, ১১ জুন ২০২১ (ইউটিসি)

জুন ২০২১

ইমেইল চেক করেছিলেন কি? -ধর্মমন্ত্রী ওয়াইস আলাপ ১০:১৭, ১৩ জুন ২০২১ (ইউটিসি)

প্রত্নতাত্ত্বিক স্থাপনা

সুধী, আমি লক্ষ্য করলাম, আপনি লক্ষ্মণদিয়ার গাছবাড়ি, দত্তনগর কৃষি খামার, বলুহর মৎস্য প্রকল্প ইত্যাদি খুলনা বিভাগের প্রত্নতাত্ত্বিক স্থাপনার তালিকার সাথে যুক্ত করেছেন। লক্ষ্য করুন, দর্শনীয় স্থান ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার মধ্যে পার্থক্য আছে। প্রত্নতাত্ত্বিক বস্তু মানে পুরনো আমলের রাজপ্রাসাদ, মাটি খুঁড়ে বের করা ভগ্নপ্রায় মূর্তি ইত্যাদি। কাজেই সকল প্রত্নতাত্ত্বিক স্থান দর্শনীয় হলেও, সকল দর্শনীয় স্থান প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়। ধারণা করি, এ বিষয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল এবং আশা করি এর নিরসন হয়েছে।   শুভকামনান্তে — Meghmollar2017আলাপ০৫:১৫, ১৪ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সুপ্রিয় Prodipto Deloar,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)

@Nettime Sujata আপু, ট্রাস্টি বোর্ড নির্বাচনের কাজ কী? এখানে নির্বাচনে দাঁড়ানোর অর্থ কী? -- Prodipto Deloar (আলাপ) ০৪:৩২, ২০ জুন ২০২১ (ইউটিসি)
ভাই, আপনি এখানে আপনার অনেক প্রশ্নের উত্তর পাবেন। -- Nettime Sujata (আলাপ) ০৪:৪৫, ২০ জুন ২০২১ (ইউটিসি)

কপিরাইট লঙ্ঘন

সুধী, আপনি সম্প্রতি বাংলাপিডিয়া থেকে কয়েকটি নিবন্ধ তৈরি করেছেন— শাহ খাজা শরফুদ্দীন, শাহ আহসানুল্লাহ। এগুলোতে এখনও ৪০-৬০% কপিরাইটযুক্ত লেখা আছে। আপনাকে এই নিবন্ধগুলোতে আরেকটু কাজ করে কপিরাইটযুক্ত লেখা ৩০%-এর নিচে নামিয়ে আনার অনুরোধ জানাচ্ছি। — Meghmollar2017আলাপ১৪:১৭, ২৩ জুন ২০২১ (ইউটিসি)

@Meghmollar2017 ভাই, কপিরাইট চেক করার লিঙ্কটা একটু দেনতো ভাই। ওকে কপিরাইট কমিয়ে আনার চেষ্টা করছি। -- Prodipto Deloar (আলাপ) ১৫:২৩, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
অবশ্যই। আপনি এই দুটো টুল ব্যবহার করতে পারেন— ইয়ারউইগের কপিভায়ো ডিটেক্টর এবং ডুপ্লিকেশন ডিটেক্টর। — Meghmollar2017আলাপ১৫:২৬, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
@Meghmollar2017 ভাই, পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তর এই ব্যপারটা কীভাবে করতে হয়? এটা আমাকে শিখাতে পারবেন? নাকী কোন ক্ষমতার প্রয়োজন এটা করার জন্য? -- Prodipto Deloar (আলাপ) ১৫:২৯, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
ভাই, বাংলা উইকিপিডিয়ায় বট, ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক এবং প্রশাসকগণ supressredirect অধিকার পান। আপনি নিরীক্ষক কিংবা ফাইল স্থানান্তরকারী অধিকারের আবেদন করতে পারেন। শুভকামনা।  Meghmollar2017আলাপ১৬:০০, ২৩ জুন ২০২১ (ইউটিসি)
কোন ব্যবহারকারী দল কোন অধিকার পায়, তার জন্য এই তালিকাটি দেখতে পারেন— বিশেষ:দলগত অধিকারের তালিকা। — Meghmollar2017আলাপ১৬:২৭, ২৩ জুন ২০২১ (ইউটিসি)

তাৎপর্যপূর্ণ?

জনাব, আমি শায়খ আহমাদুল্লাহ নামে যে নিবন্ধ তৈরি করেছিলাম সেটি মুছে দেয়া হয়েছে কয়েকদিন আগে। তবে, গত দুই-তিন দিন ধরে আন্তর্জাতিক ও বিদেশি গণমাধ্যমে তাঁকে নিয়ে আলোচনা ও লেখালেখি হচ্ছে। দেখুন তো এগুলো 'তাৎপর্যপূর্ণ' প্রচারণা কিনা। নিবন্ধ আবার শুরু করতে পারবো কি? Qat Sad (আলাপ) ০৭:২৯, ২৬ জুন ২০২১ (ইউটিসি)

@Qat Sad ভাই বিদেশী গণমাধ্যম বলতে শুধু জিও টিভিতে একটি ফতোয়া এসেছে। এটা কোন তাৎপর্যপূর্ণ প্রচার নয়। অন্য কোন তাৎপর্যপ্রচার পেলে আমাকে জানাবেন, আমি রিভিউ করে দেবো। -- Prodipto Deloar (আলাপ) ০৭:৫৫, ২৬ জুন ২০২১ (ইউটিসি)

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

সুপ্রিয় Prodipto Deloar,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)

নতুন বিষয়শ্রেণী যোগ সংক্রান্ত

@Prodipto Deloar, আপনি মোহাম্মদ মাহবুবুর রহমান (চিকিৎসক) পাতায় হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:খুলনা জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী যোগ করেছেন, যে নামে কোনো বিষয়শ্রেণী পাতা বর্তমান নেই। সম্পূর্ণ নতুন বিষয়শ্রেণী যোগ করলে একই সাথে সংশ্লিষ্ট বিষয়শ্রেণী পাতাটিও তৈরি করে দিলে বোধকরি কাজটি সুসম্পন্ন হয়। বিষয়টি বিবেচনা করবেন। ধন্যবাদ। -- Factcheckerhuman (আলাপ) ১৭:২৩, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)

আমি ভাবছিলাম, একাধিক প্রাক্তনী এই বিষয়শ্রেণীর অন্তর্ভুক্ত হলে, তারপর বিষয়শ্রেণী তৈরি করা যাবে। আপনাকে ধন্যবাদ সুপরামর্শের জন্য, আমি বিষয়টি অবশ্যই আমলে নিলাম। -- Prodipto Deloar (আলাপ) ১৭:৩৪, ৩ জুলাই ২০২১ (ইউটিসি)

শেষ ঐশিদূত

আপনি আপত্তি জানিয়েছেন। আমি নতুন। আমাকে সহযোগিতা করুন। আমি উইকিপিডিয়ায় অবদান রাখতে অধিক আগ্রহী। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৬:৪৬, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় আগ্রহ প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই এই শেষ ঐশিদূত নিবন্ধের কথা বলছেন। যাই হোক, আমি এটা দ্রুত অপসারণ প্রস্তাবনা দিতাম না। কিন্তু আপনার লেখার ধরণ দেখে মনে হয়েছিলো আপনি উইকিপিডিয়া থেকে কপি করেছেন। কারণ এটাও বিশ্বাস করা হয় যে কল্কি কালী অসুরকে বধ করবেন।[১][২] এই রকম লেখা উইকিপিডিয়াতেই থাকে। আর এটা কোন গঠনশৈলীই হয়নি।
যাই হোক, আপনি কী এটা কোন স্থান থেকে কপি করেছেন? -- Prodipto Deloar (আলাপ) ০৬:৫৫, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)

ভাই আমি কপি করিনি

প্রথমে আপনার প্রতি রইলো আমার আন্তরিক কৃতজ্ঞতা। ভাই আমি কপি করিনি। তবে ইংরেজি উইকিপিডিয়ার সাহায্য নিয়েছি। দয়াকরে উইকিপিডিয়াতে সঠিক ভাবে লেখার নিয়ম ও পদ্ধতি আমাকে জানাবেন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:০০, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)

অভিনন্দন গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:০১, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় দাদা, আপনি এই নিবন্ধের ইংরেজি পাতাটা দয়া করে আমাকে দিন, আমি আপনার পাতা ঠিক করে দিচ্ছি। এবং কীভাবে সম্পাদনা করতে হয়, সেটাও আমি কিছু সম্পাদনা করে দেখিয়ে দিচ্ছি। আপনি নিবন্ধটির ইংরেজি পাতাটা দেন দয়া করে। -- Prodipto Deloar (আলাপ) ০৭:০৬, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় হ্যালো ভাই, ইংরেজি পাতাটা খুজে পেয়েছেন? -- Prodipto Deloar • (আলাপ) • (অবদান) ০৭:১৯, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)

Kalki (a.k.a. Kalkin)

Kalki (a.k.a. Kalkin)[1] is the tenth and final avatar of the Hindu god Vishnu, who will appear at the end of the present Kali Yuga age to punish the wicked, reward the good, and inaugurate the Satya Yuga age of sacrifice and dharma. It is also believed that Kalki will also kill the demon Kali.[1][2] গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:২২, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় দয়া করে বাংলায় লিখুন। বাংলা উইকিতে বাংলায় লেখা উচিৎ। -- Prodipto Deloar • (আলাপঅবদান) ১৩:৩৬, ১০ জুলাই ২০২১ (ইউটিসি)
আপনি চাইলেন ইংরেজি পাতা। পাঠালাম, এখন বলছেন বাংলায় লিখতে। কেমন হয়ে যাচ্ছে না। আপনারা প্রোফাইল থেকে জানলাম আপনি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চাত্র।আপনি আমার থেকে বয়সে অনেক ছোট। আমার সাথে মজা করছেন কেন? আমি অনুবাদ করেইতো লেখেছি। তাছাড়া বিভিন্ন উৎস হতেও সংগ্রহ করেছি। উৎস ছাড়া কোন লেখা উইকিপিডিয়ায় আছে কি? কেউকি অন্য উৎস ছাড়া কিছু জানতে পেরেছে? আপনি আপনার ক্ষমতার অধিক ব্যবহার করছেন। কোন মানুষ শুরু থেকেই দক্ষ হয় না। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০২:০৬, ১১ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় দুঃখিত! আমি কোন ক্ষমতার প্রয়োগ করিনি। এটা পুরোটাই উইকিপিডিয়ার একটা নিয়মতান্ত্রিক সিস্টেম। উইকিপিডিয়ায় আমার কোন বিশেষ অধিকার নেই। আপনার আমার সমান ক্ষমতা।
আর আমি আপনাকে বলেছিলাম উইকিপিডিয়ার ইংরেজি পাতার লিঙ্ক দিতে (এভাবে: https://en.wikipedia.org/wiki/Kalki) আপনি যা দিয়েছেন, সেটাতে আমি বুঝতে পারিনি। আর সবচেয়ে বড় কথা শেষ ঐশিদূত এই নামে যে নিবন্ধ তৈরি করেছেন, সেটা আসলে ইতিমধ্যে উইকিপিডিয়াতে রয়েছে কল্কি নামে, আপনি এই নিবন্ধ সম্প্রসারন করতে পারেন। একই বিষয়ের উপর উইকিতে দুইটা পাতা থাকার নিয়ম নেই। আমি আপনার সাথে মজা করছি না, বরং আমি আপনাকে সাহায্য কীভাবে নিবন্ধ তৈরি করতে হয়, সেই বিষয়ে সাহায্য করতে চাইছি। দেখুন: উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন? আর আপনি যদি আপনার আগের লেখা দেখতে চান, পাতার ইতিহাসে পাবেন, দেখুন এই লিঙ্ক -- Prodipto Deloar • (আলাপঅবদান) ০২:৫৮, ১১ জুলাই ২০২১ (ইউটিসি)

ধন্যবাদ। উপকৃত হয়েছি

ধন্যবাদ। উপকৃত হয়েছি। তথ্যসূত্র বা পাদটীকা, ফটো বা ছবি ও লিংক তৈরির পদ্ধতি জানাবেন, দয়াকরে। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৬:৩৮, ১১ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় আপনার প্রতি শুভ কামনা। উইকিপিডিয়ায় সম্পাদনা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ইউটিউবে https://www.youtube.com/watch?v=Sd9cqhOFq5g, https://www.youtube.com/watch?v=P-atPCfYawM, https://www.youtube.com/watch?v=u28_4VoYlbk&ab_channel=AlRiazUddin, https://www.youtube.com/watch?v=Cj9WvBDeR_Q&ab_channel=MostafizurRahmanSafy এই ভিডিওগুলো দেখতে পারেন। এরপরে কোন কিছু জানার থাকলে আমাকে প্রশ্ন করুন। -- Prodipto Deloar • (আলাপঅবদান) ০৬:৫১, ১১ জুলাই ২০২১ (ইউটিসি)
অভিনন্দন! গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৬:৫৫, ১১ জুলাই ২০২১ (ইউটিসি)

ভিডিওগুলো দেখেছি

আমি ভিডিওগুলো দেখেছি। তারপর বৈকুণ্ঠ নামে একটি লেখা শুরু করেছি, কিন্তু তথ্যসূত্র যোগ করতে পারলাম না। ভিডিওতে যে বিষয়গুলো দেখাচ্ছে, সেগুলো আমি বের করতে পারলাম না। ভাই, দয়াকরে সাহায্য করবেন? লিংক ও লিংক ছাড়া তথ্য দেবার পদ্ধতি এবং তথ্যসূত্রের ধাপটি জানাবেন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১১:৪৯, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)

ভাই আপনার অবগতির জন্য বলছি, আমি কিন্তু মোবাইলের সাহায্যে লেখা লেখি করি। আমার কম্পিউটার নেই। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১২:৩৩, ১৬ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই আমি অনেকটা সফল হয়েছি। বৈকুণ্ঠ নামক একটি পাতা তৈরি করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৫:৪৯, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)

বৈকুণ্ঠ পাতাটি দেখেছেন?

বৈকুণ্ঠ পাতাটি দেখেছেন? গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৩:৫০, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)

ভাই দয়া করে শেষ ঐশিদূত পাতাটি প্রকাশ করে আমার প্রথম পাতা তৈরির আনন্দ উপভোগ করতে সহায়তা করুন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৪:০০, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই ত্রিলোক নামে একটি পাতা তৈরি করতে চাই। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:২৭, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)
পাতাটি তৈরি করেছি। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:৫৩, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় ভাই, আপনার বৈকুণ্ঠত্রিলোক নিবন্ধের তথ্যসূত্র আমি দুইটা ভাগে ভাগ করে দিয়েছি এবং কিছু বিষয়শ্রেণী যুক্ত করে দিয়েছি, আপনি আবারো দেখতে পারেন। আপনার কাজ নতুন হলেও প্রশংসনীয়, চালিয়ে যান। আর বিষয়শ্রেণী ও আন্ত উইকিতে নিবন্ধ যোগ করার বিষয়টা খেয়াল রাখবেন। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৫:৩২, ১৯ জুলাই ২০২১ (ইউটিসি)
অভিনন্দন, পরামর্শ দেয়া ও সহযোগিতা করার জন্য। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৬:৪৮, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

রূপ পাতাটি তৈরি করতে চাই

রূপ পাতাটি তৈরি করতে চাই। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:১৭, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় জি আপনি, তৈরি করুন। এখন কেও আর মুছে দিবেনা। আমি {{কাজ চলছে}} ট্যাগ লাগিয়ে দিয়েছি। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৭:২১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই আমি আমি কিছুটা লেখার পরে নিচে বক্স আকারে লিখতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:২৭, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

যেমন

       শ্রীকৃষ্ণ

দেবনাগরী कृष्ण সংস্কৃত লিপ্যন্তর কৃষ্ণ অন্তর্ভুক্তি ভগবান, পরমাত্মা,

            পরমব্রহ্ম, বিষ্ণু  
            (বিষ্ণুর ৮ম 
            অবতার)

মন্ত্র ॐ नमो भगवते

            वासुदेवाय গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:৩২, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

যেমন দেখাতে চাই লাম তেমন হলোনা, ভাই। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:৩৩, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় নিবন্ধে দেখুন, আমি যেরকম বক্স তৈরি করেছি, ঐরকম বক্স চাচ্ছেন? তাহলে ওখানে সম্পাদনা করুন। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৮:০৩, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

ভাই আমি এরকম চাই নি

ভাই আমি এরকম চাই নি। কিছুটা লেখার পরে, সাধারণত চিত্রের নিচে থাকে। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৮:২৮, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

ডান সাইটে চিত্রের নিচে থাকে? ওইটাকে তথ্যছক বলে। তথ্যছকের বিভিন্ন ক্যাটাগরি আছে। যেমনঃ স্কুলের জন্য আলাদা, ব্যক্তির জন্য আলাদা, বইয়ের জন্য আলাদা, স্থানের জন্য আলাদা। আপনার নিবন্ধটা কোন ক্যাটাগরিতে পরছে বুঝতেছিনা। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৮:৩১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)
আমি রূপ শব্দটির বিভিন্ন ভাষার form বা রূপ উল্লেখ করতে চাই। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৯:১১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

রূপ পাতার অনেকটাই তৈরি করেছি

রূপ পাতার অনেকটাই তৈরি করেছি। একটু দেখেন কোন ভুল-ত্রুটি থাকলে দয়া করে ঠিক করে দিয়েন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৬:০২, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় ভাই, অসাধারণ নিবন্ধ হয়েছে। এখন শুধু আন্তঃউইকিতে সংযুক্ত করতে হবে। আপনার এই নিবন্ধের ইংরেজি নাম কী? -- Prodipto Deloar (আলাপঅবদান) ২৩:৪৩, ২০ জুলাই ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ। নিবন্ধটির ইংরেজি নাম Rupa. গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৩৭, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
[১] গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৪৩, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
Rūpa গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৪৪, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
https://en.m.wikipedia.org/wiki/R%C5%ABpa# গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৪৬, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
আপনার উত্তর দিতে গিয়ে একি বিষয় বারবার হয়ে গেছে। শেষ সফল হয়েছি। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৪৭, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)

তথ্যসূত্র:

বার্তা মুছবার পদ্ধতি

বার্তা মুছবার পদ্ধতি শিখিয়ে দিয়েন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৪৮, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় ভাই, একই বার্তা বারবার হোক, মূলত বার্তা মুছা উচিত নয়। উইকিপিডিয়ায় সবকিছুই ডকুমেন্ট হিসাবে থাকে, এইজন্য। আপনার রূপ নিবন্ধটা ইংরেজি en:Rūpa নিবন্ধের সাথে যুক্ত করে দিয়েছি। আপনি আলহামদুলিল্লাহ বেশ ভালো করছেন। আপনার লেখায় নিরেপক্ষতা, বাক্যশৈলী এগুলো মোটামুটি ঠিক আছে। চালিয়ে যান। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৫:১৯, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
অভিনন্দন! গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৫:৩৫, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)

ভাই বৈকুণ্ঠ একটি পাতা

ভাই বৈকুণ্ঠ একটি পাতা তৈরি করেছি। দেখবেন দয়াকরে। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৫:৪২, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় হ্যা দেখেছি। আপনি পুরো পাতাটা অনুবাদ করেননি! পুরো পাতা অনুবাদ করার অনুরোধ রইলো। আর আমি যেকোন নিবন্ধে প্রাসঙ্গিক ছবি ব্যবহার করার পরামর্শ দেবো (যদি পাওয়া যায়)। আর যদি নিবন্ধ সম্পর্কিত টেমপ্লেট পাওয়া যায়, তাহলে সেটাও ব্যবহার করবেন। আমি বৈকুণ্ঠ নিবন্ধে সাইড টেমপ্লেট যুক্ত করে দিয়েছি, দেখুন। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৫:৪৯, ২১ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই আপনি তো আমার শেষ ঐশিদূত পাতাটি মুছে দিয়েছেন। আপনি বলেছেন কল্কি পাতার সাথে মিল আছে। উইকিপিডিয়াতে একই বিষয়ে ভিন্ন নামে একাধিক পাতাতো আছে। যেমন "হযরত মুহাম্মদ" সম্পর্কিত। যদি দয়া করে অনুমতি দেন, তবে আমি শেষ ঐশিদূত পাতাটি পুনরায় তৈরি করতাম। অনুরোধ করছি।
আপনি যেকোন নিবন্ধে প্রাসঙ্গিক ছবি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি তো পারিনা। বৈকুণ্ঠ পাতায় ছবি আছে, আমি লিংক পাঠাচ্ছি, দয়া করে পদ্ধতি শিখিয়ে দিয়েন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৬:৫৬, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
content://com.android.chrome.FileProvider/images/screenshot/1626937244255975362489.jpg গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:০১, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
https://en.m.wikipedia.org/wiki/File:Picture_of_Vaikunda_-_Garuda_eagle_is_the_vehicle_of_Vishnu.jpg গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:০২, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
https://en.m.wikipedia.org/wiki/File:Brooklyn_Museum_-_A_Vision_of_Vishnu_(Vaikuntha_Darshana).jpg গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:০৩, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় দাদা, বৈকুণ্ঠ নিবন্ধের নিচের দিকে দেখুন, ছবি যুক্ত করে দিয়েছি। এভাবে ছবি যুক্ত করতে পারবেন।
 
বৈকুণ্ঠের ছবি
-- Prodipto Deloar (আলাপঅবদান) ০৭:১৫, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:২৫, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)

ভাই ব্রহ্মলোক পাতা

ভাই ব্রহ্মলোক পাতাটি তৈরি করেছি। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৮:২৩, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)

content://com.android.chrome.FileProvider/images/screenshot/16269441987092078213445.jpg ব্রহ্মলোকের এই ছবিটি তৈরি করতে পারলাম না। আপনি ঠিক করে এখানে দেন, আমি পেজে সেট করে দেখি পারি কি না? গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৮:৫৮, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
https://www.google.com/search?sxsrf=ALeKk03S7znf2_YUqEAE_w5TMBX3rcWEZw%3A1626942880123&source=univ&tbm=isch&q=%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%95&client=ms-android-symphonyedison&fir=Hv5K3c8pvfgn8M%252CZ3YR4_pqhuoLFM%252C_%253B6IrdvXkwfH4xeM%252CokRWBle_hNUmKM%252C_%253BpiWMXhrTfUJM6M%252C61dV40k7ZwKRjM%252C_%253B8XEH8fJJ8xv20M%252CxrD0ddkno59JfM%252C_%253B4dttBLVYNigOrM%252ClJIZOJi_ddBhxM%252C_%253BUGAx0wb8Dp9o0M%252CEuM-nCQA6vPjjM%252C_%253BPnvDH9SL9ZbdeM%252C882WNVa6en9IPM%252C_%253BHs8Pdw8npwu4lM%252CENDGg8Td5Vv21M%252C_%253Bx8y9auS638tA1M%252Cdk1rf4sPeanulM%252C_%253BbwxcqOEuFjvFsM%252CF76mhXLxKJzqVM%252C_%253BBRGpdWXfXyeXnM%252C25HD7aGUTBr08M%252C_%253BCB8uxNbzcF6BdM%252COdmBiOvfn_DNfM%252C_&usg=AI4_-kQ-MyXL097XzU39i_gcAftoo1OKrg&ved=2ahUKEwiWnNTyovbxAhWv7HMBHR0fBOIQv7IFegQIARAF&biw=360&bih=610#imgrc=6IrdvXkwfH4xeM গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৯:০৭, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই উইকিপিডিয়ার ছবি ছাড়া অন্য ছবি যোগ করা যায় না। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৯:৩৩, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
আপনাকে আবারও অভিনন্দন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৯:৩৫, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)

আপনার অবগতির জন্য বলছি

ভাই আপনার অবগতির জন্য বলছি "উইকিঅভিধান অভ্যর্থনা কমিটি, অভ্যর্থনা কমিটি বট" আমাকে একটি বার্তা দিয়েছে। আমি আপনাকে জানানো প্রয়োজন বোধ করলাম তাই জানালাম। কারণ আপনার সহায়তা আমি অনেক পেয়েছি। ভাই আরেকটা কথা, আপনার কথা মতো আমি কল্কি নামে পাতা তৈরি শুরু করেছি। দয়াকরে দেখবেন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৫:৫৩, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)

এই লিংকে আছে https://bn.m.wiktionary.org/wiki/%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF?markasread=120622&markasreadwiki=bnwiktionary#%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8_%E0%A6%93_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%A3 গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৫:৫৮, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় ভাই, এইটা উইকিডিকশনারি, এখানে এরকম নিবন্ধ তৈরি করা যায়না। এডমিনরা অচিরেই মুছে দিবে হয়তো, উইকিডিকশনারিতে https://bn.wiktionary.org/wiki/অকৃত্রিম এভাবে পেইজ তৈরি করতে হয়, দেখুন। হ্যা উইকিঅভিধান অভ্যর্থনা কমিটি আপনাকে স্বাগত বার্তা দিয়েছে, আমি খেয়াল করেছি। আপনাকে আমিও স্বাগত জানাচ্ছি। আর আপনি নিচে নতুন অনুচ্ছেদের বার্তা রাখতে পারেন, তাহলে ভালো হয়। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৭:০১, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই আমি কল্কি পাতাটির উন্নতি করেছি। আপনি দয়া করে দেখবেন। যদি ঠিক থাকে তবে শেষ ঐশিদূত পাতাটি মুছে দিবেন। আরেকটি বিষয় কল্কি পাতার যে পরিবর্তন আমি করেছি তা যাতে ঐ ব্যাক্তি নিজের প্রয়োজনে মুছে না দেয়, কারণ কল্কি সম্পর্কে আমার দেয়া তথ্যগুলো সঠিক। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৫:০৯, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় ভাই, আসলে ধর্মীয় নিবন্ধগুলো আসলে আলেম বা পুরোহিত বা অঈ ধর্মীয় বিজ্ঞ ব্যক্তিগণ ভেরিফাই করেলে ভালো হয়। আমি তো হিন্দু ধর্মের উপর বিজ্ঞ ব্যক্তি নই। তারপরেও আপনার কথামত দেখেছি, এবং আমার কাছে বাহ্যিকভাবে ঠিক মনে হয়েছে। আর আপনার লেখা শেষ ঐশিদূত মুছে দেওয়া হয়নি, বরং পুনর্নির্দেশনা করে দেওয়া হয়েছে। পুনর্নির্দেশনা কী এটা জানতে উইকিপিডিয়া:পুনর্নির্দেশনা পড়ুন। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৫:৪৫, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)

একই note বা টীকা একাধিক বার যোগ করার পদ্ধতি শিখিয়ে দিয়েন

একই note বা টীকা একাধিক বার যোগ করার পদ্ধতি শিখিয়ে দিয়েন, দয়া করে। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:১৮, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় একই তথ্যসূত্র বা টীকা পুনঃপুন ব্যবহার করতে চাইলে, আপনাকে পুনঃব্যবহার অপশন ব্যবহার করতে হবে। আপনি দৃশ্যমান সম্পাদনা করলে এটা দেখতে পাবেন। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১০:৪৭, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)
দয়াকরে হিন্দু সৃষ্টিতত্ত্ব পাতাটি দেখবেন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৩:৪৮, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই যুগ চক্র পাতাটি তৈরি করেছি, দয়া করে দেখবেন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৭:৫৭, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই [[কল্প] পাতাটি দেখবেন দয়া করে। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৩৫, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই আপনি কি আমার প্রতি বিরক্ত হন? গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৫৩, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)

কল্প দেখবেন দয়া করে

কল্প দেখবেন দয়া করে। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:৫৪, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় দাদা, অবশ্যই আপনার প্রতি আমি বিরক্ত হইনা। বরং আমি খুশিই হই যে আমি একজনের সাহায্য করতে পারছি। আপনার হিন্দু সৃষ্টিতত্ত্ব নিবন্ধে হালকা রচনাশৈলী ঠিক করেছি। এবং কল্প নিবন্ধটা উইকিডাটায় যুক্ত করে দিয়েছি। কিন্তু যুগ চক্র নিবন্ধটা উইকিডাটায় যুক্ত করতে পারিনি, কেননা আমি বুঝতে পারছিনা, যুগ চক্র শব্দটার ইংরেজি মানে কী বা ইংরেজি উইকিতে কি নামে রয়েছে?
দাদা, আপনি যত খুশি আমাকে প্রশ্ন করতে পারেন, এবং আপনার কাজে সাহায্য চাইতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আর আপনার পূর্বে তৈরি করা সকল নিবন্ধ উইকিডাটায় যুক্ত করেছি, ও প্রয়োজনীয় সংশোধন করেছি। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৫:২৯, ২৫ জুলাই ২০২১ (ইউটিসি)
ধন্যবাদ, যুগ চক্রের ইংরেজি নিবন্ধ Yuga Cycle গোপাল চন্দ্র রায় (আলাপ) ০১:২৩, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় ভাই, দেখেছেন, আপনার তৈরি যুগ চক্র নিবন্ধটা ইতিমধ্যে উইকিপিডিয়ায় তৈরি রয়েছে চতুর্যুগ (হিন্দুধর্ম) এই নামে। এবং Yuga Cycle নিবন্ধটা চতুর্যুগ (হিন্দুধর্ম) এই নিবন্ধে সংযুক্ত করা আছে। এইজন্য উইকিডাটায় যুক্ত করা অত্যন্ত জরুরী, তাহলে বুঝা যায়, নিবন্ধটা বাংলাতে আছে কীনা, বা কী কী ভাষায় রয়েছে। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৪:১৪, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় ভাই, আপনি চতুর্যুগ (হিন্দুধর্ম) এই নিবন্ধ থেকে তথ্য নিয়ে আপনার নিবন্ধটা উন্নত করতে পারেন। আমি চতুর্যুগ (হিন্দুধর্ম) নিবন্ধটা আপনার নিবন্ধে পুনর্নির্দেশ করে দেবো। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৪:১৭, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)
ঠিক আছে গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৫:২২, ২৬ জুলাই ২০২১ (ইউটিসি)

হিন্দুধর্মে গো-মাংস পাতা

হিন্দুধর্মে গো-মাংস পাতাটি শুরু করেছি। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৪:০৩, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)

হিন্দুধর্মে গো-মাংস পাতাটির ইংরেজি লিংক https://en.m.wikipedia.org/wiki/Cattle_in_religion_and_mythology, দয়া করে যোগ করে দিয়েন। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৬:১৫, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায়   করা হয়েছে। তবে নিবন্ধটিতে হিন্দুধর্মসহ অনন্য ধর্মে গো মাংস আলোচনাটুকু থাকা উচিত। ইংরেজি নিবন্ধে তাই রয়েছে। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১১:০০, ২৮ জুলাই ২০২১ (ইউটিসি)
ভাই, "হিন্দুধর্মে গো-মাংস" পতাটি নাম পরিবর্তন করতে চাই। নতুন নাম দিতে চাই "ভারতীয় ধর্মে গোহত্যা ও গোমাংস ভক্ষন" । এর জন্য আরেকটি লিংক হলো-https://en.m.wikipedia.org/wiki/Cattle_slaughter_in_India#/editor/0
দুটো মিলিয়ে যেটা ভালো হয় করবেন। ভাই আরেকটি কথা, শিরোনাম পরিবর্তনের পদ্ধতি শিখিয়ে দিয়েন, দয়াকরে। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৪:৩০, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)

"ভারতীয় ধর্মে গোহত্যা ও গোমাংস ভক্ষন" বা "ভারতীয় ধর্মে গোহত্যা ও গোমাংস ভোজন" যেকোনো একটা হলেই চলে। গোপাল চন্দ্র রায় (আলাপ) ১৩:২২, ২৯ জুলাই ২০২১ (ইউটিসি)

নিবন্ধ

আপনি বেশ কয়েকটি মাদরাসার নিবন্ধ বানাচ্ছেন যা বেশ প্রশংসনীয়। তবে কিশোরগঞ্জের এক মাদরাসার সফলতা ও অর্জন অনুচ্ছেদে অবিশ্বকোষীয় তথ্য আছে। এছাড়াও নিবন্ধগুলোর মধ্যে বানান ত্রুটি আছে। সেগুলোর দিকে নজর রাখার আহ্বান। —RuHan [ Talk ] ১৩:২৩, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)

@Ruhan হ্যা, লক্ষ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ রুহান ভাই। আসলে আমি ওইটা সরকারি ওয়েবসাইটে পেয়েছিলাম, এজন্য সবকিছুই যুক্ত করেছি। তবে আমি প্রাথমিকভাবে নিবন্ধগুলো প্রকাশ করছি। এগুলোকে আবার তথ্যছক যুক্ত সহ পরিমার্জন করবো। আমি আশা করবো, আমার কাজে সংশোধনী এনে উইকিপিডিয়াকে সহযোগিতা করবেন। -- Prodipto Deloar (আলাপঅবদান) ১৩:৩৪, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)

আপনার জন্য একটি পদক!

  সম্পাদকের পদক
বিগত বছরগুলিতে আপনি খুব নিয়মিত না হলেও এই বছর আপনাকে নিয়মিত অবদান রাখতে দেখেছি। আপনার অবদান সত্যিই প্রশংসাযোগ্য। আমার পক্ষ থেকে আপনাকে এই সম্পাদক পদকটি দিলাম। বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধকরণে আপনার যাত্রা অব্যাহত থাকুক এই কামনা রইল। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৪, ১৪ জুলাই ২০২১ (ইউটিসি)
@আফতাবুজ্জামান লকডাউনের কারণে হাত লাগাতে পারছি। আপনাকে ধন্যবাদ @আফতাবুজ্জামান ভাই। করোনাকালীন সময়ে সুস্থ থাকুন এই দোয়া করি। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৯:৫৫, ১৫ জুলাই ২০২১ (ইউটিসি)

ভাই দয়া করে এই অনুচ্ছেদে প্রশ্ন করুন

@গোপাল চন্দ্র রায় ভাই, আপনার প্রশ্নগুলো এখানে করুন। উপরে অনেক লেখার জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। আপনার ব্রহ্মলোক নিবন্ধ আন্ত উইকিতে যোগ করে দিয়েছি এবং ইংরেজি উইকির ছবিটাই বাংলাতেও যুক্ত করে দিয়েছি। এগুলো খেয়াল করবেন।

আচ্ছা ভাই আপনি তো আমার শেষ ঐশিদূত পাতাটি মুছে দিয়েছেন। আপনি বলেছেন কল্কি পাতার সাথে মিল আছে। উইকিপিডিয়াতে একই বিষয়ে ভিন্ন নামে একাধিক পাতাতো আছে। যেমন "হযরত মুহাম্মদ" সম্পর্কিত। যদি দয়া করে অনুমতি দেন, তবে আমি শেষ ঐশিদূত পাতাটি পুনরায় তৈরি করতাম। অনুরোধ করছি। আপনি উপরে এই প্রশ্নটা করেছেন। আসলে মুহাম্মাদ সাঃ সম্পর্কে একটি নিবন্ধই রয়েছে, হ্যা তার বাল্যকাল নিয়ে নিবন্ধ থাকতে পারে, বা তার মৃত্যু নিয়ে নিবন্ধ থাকতে পারে।

এগুলোর সবগুলো আলাদা আলাদা ভাবে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ ব্যক্তির জীবনীর একটা অংশ নিয়ে নিবন্ধ থাকতে পারে, একটি ধারণা নিয়ে নিবন্ধ থাকতে পারে। আর আপনি কী শেষ ঐশীদূত দিয়ে কল্কিকে বুঝাতে চাচ্ছেন? তাহলে দুইটা নিবন্ধ করা যাবে না। হ্যা যদি তথ্যসূত্র থাকে তাহলে পুরানে শেষ ঐশীদূত, কুরআনে শেষ ঐশীদূত বা বাইবেলে শেষ ঐশীদূত নামে নিবন্ধ হতে পারে। কিন্তু একই ব্যক্তি বা বিষয়বস্তু বুঝালে নিবন্ধ এক হবে। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৯:৩৭, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)

তাহলে ভাই আমি কি ঐ লেখাটিকে "পুরাণে শেষ ঐশিদূত" শিরোনামে লিখতে পারি? গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৯:৪৩, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)

@গোপাল চন্দ্র রায় আমার মতে এটা উচিৎ হবেনা। কারণ এই শিরোনামে নিবন্ধটার উল্লেখযোগ্যতা নেই। আপনি কল্কি নিবন্ধে এই শিরোনামে অনুচ্ছেদ তৈরি করতে পারেন। ইংরেজি উইকিপিডিয়ায় এমনটাই রয়েছে। দেখুন https://en.wikipedia.org/wiki/Kalki#Kalki_Purana। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৯:৪৭, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)
@গোপাল চন্দ্র রায় আর হ্যা উইকিপিডিয়ায় বাইরের কোন ছবি আপলোড করা যায়না। শুধুমাত্র উইকিপিডিয়া কমন্সে থাকা ছবিই আপনি ব্যবহার করতে পারবেন। উইকিপিডিয়া কমন্স দেখুন https://commons.wikimedia.org/wiki/প্রধান পাতা -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৯:৫০, ২২ জুলাই ২০২১ (ইউটিসি)

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)

রূপ

রূপ পতাটি পাচ্ছি না। গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৪:৪৯, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)

পেয়েছি গোপাল চন্দ্র রায় (আলাপ) ০৪:৫০, ৩০ জুলাই ২০২১ (ইউটিসি)

"DeloarAkram/সংগ্রহশালা ২"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।