তথ্য সূত্র মোঃ ওমর ফারুক সম্পাদনা

তথ্য সূত্র সংশোধন করে দিবেন নতুন নিবন্ধন মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৪:৫২, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

তথ্য সূত্র মোঃ এসএম কামাল হোসেন সম্পাদনা

সংশোধন করে দিবেন তথ্য সূত্র মোঃ মালেক ইসলাম (আলাপ) ০৫:১২, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@মোঃ মালেক ইসলাম এই কাজটা কিন্তু আপনি নিজেও করতে পারতেন। দুইটা ট্যাব খুলবেন আপনার ব্রাউজারে একটাতে উকিপিডিয়া অন্যটাতে পত্রিকার পাতা। তারপর উইকির পাতায় সম্পাদনায় ক্লিক করলে উপরের দিকে পাবেন উদ্ধৃত করুন এ ক্লিক করবেন। দেখবেন একটা উইন্ডো আসবে সেখানে স্বয়ংক্রিয়তে ক্লিক করে ডানপাশের ট্যাবের পত্রিকার পাতার লিংকটা (এড্রেসটা) কপি করে পেস্ট করে দিবেন। তারপর উত্পন্ন করুন এ ক্লিক করবেন। দেখবেন ২ সেকেন্ডে তথ্যসূত্র তৈরি হয়ে যাবে। তারপর যোগ করুন এ ক্লিক করে বসিয়ে দিবেন। আশা করছি বোঝাতে পেরেছি। ধন্যবাদ। -- কুউ পুলক    ০৮:৪১, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পাদনা

এই নিবন্ধটির সম্পূর্ণভাবে অনুবাদ করা হয়েছে। যদি কোন সমস্যা থাকে, তাহলে আমাকে জানতে পারেন।

ধন্যবাদ PBS2370 (আলাপ) ১০:৪২, ১৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@PBS2370 জনাব, আপনি নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করেছেন, এজন্য প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর বলছি এমন অনুবাদ সম্পূর্ণ করে আপনি নিজেই টেমপ্লেটটা তুলে দিবেন। এটা এমন নয় যে লাগিয়েছে তাকে দিয়েই তোলাতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। -- কুউ পুলক    ১১:০৭, ১৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। PBS2370 (আলাপ) ১১:৩৮, ১৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

স্বাক্ষর সম্পাদনা

প্রিয়! দেখতে পেলাম যে আপনার স্বাক্ষর সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করছেনা। স্বাক্ষরে চিত্র ব্যবহার করা সিদ্ধ নয়। তবে, ইউনিকোড ব্যবহার করতে পারেন। ― 💬 কাপুদান পাশা  ☪  ১৬:০৭, ১৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান জানতাম না। সংশোধন করতে হবে। -- কুউ পুলক    ১৬:১১, ১৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান সুধী, পরিবর্তন করেছি — কুউ পুলক  🗩  ১৮:২১, ১৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বিষয়বস্তু অনুবাদ সম্পর্কে একটি প্রশ্ন সম্পাদনা

@কুউ পুলক আপনার হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি আমার আলাপ পাতায় এখানে যে কাজটির জন্য লেখা হয়েছে সেটি আপনাকে বলা হয়েছে বলে মনে করেছেন। তবে এ কাজটি আপনাকে করতে বলা হয় নি। আমি আপনাকে উল্লেখ করেছিলাম প্রায় ১ বছর আগে আপনার দেওয়া একটি বার্তায়  যাইহোক, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম,

বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামে একটি নিবন্ধের সূচনা অনুচ্ছেদ একবার অনুবাদ করে প্রকাশ হওয়া সত্বেও, যদি পূণরায় অনুবাদ করার প্রয়োজন পড়ে, তবে তা কিভাবে করা যাবে? কারণ অনুচ্ছেদগুলো অনূদিত হওয়ার পরেও সেটি পূণরায় অনুবাদ করা সম্ভব হলেও, সূচনা অনুচ্ছেদের ক্ষেত্রে আমি তা করতে পারছি না। এর সমাধান জানা থাকলে জানানোর অনুরোধ রইল।

তানভীর (আলাপঅবদান) ১৫:২০, ২৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Tanvir 360 খুবই সহজ বলে মনে হচ্ছে। আপনি অনুবাদ কাজ শেষ করে সেটা কপি করে (প্রকাশ করবেন না) সরাসরি পাতায় পেস্ট করে দিবেন। ব্যাস হয়ে গেল। — কুউ পুলক  🗩  ১৭:২৯, ২৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
কিন্তু সেটা যদি আমার অনুবাদ না হয়, বরং পূর্বে অনূদিত হয়ে থাকে, কিন্তু এখন সেটি নতুন করে অনুবাদ করার প্রয়োজন পড়ে, তাহলে তা কিভাবে করতে পারি? জানা থাকলে জানাবেন। ধন্যবাদ। তানভীর (আলাপঅবদান) ০৯:৩৭, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Tanvir 360 পূর্বে অনুদিত হলেও কপি পেস্ট করতে পারেন। সম্পাদনা সারাংশে দিবেন সম্প্রসারণ। আর যদি নতুন করে অনুবাদ করতে চান তাও করতে পারেন। সে ক্ষেত্রে অনুবাদ করতে গেলেই জিজ্ঞাসা করবে পাতাটি আগে থেকেই বাংলা উইকিতে বিদ্যমান। তবুও আপনি এগিয়ে যাবেন। তারপর অনুবাদ করে প্রকাশ করতে গেলে। আবার জিজ্ঞাসা করবে বিদ্যমান পাতাটির উপর লিখবেন? আপনি বলবেন যাই হোক প্রকাশ করুন। তবে যদি পাতার সৃষ্টা আপনি হতে চান, সেক্ষেত্রে প্রচলিত নিয়মে অপসারণ প্রস্তাবনা দিতে পারেন। তখন কোন প্রশাসক পাতাটি অপসারণ করলে। আপনি নতুনভাবে পাতাটি অনুবাদ করে প্রকাশ করতে পারেন। আশা করছি বোঝাতে পেরেছি। — কুউ পুলক  🗩  ১১:৫৩, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অনাথ অ-মুক্ত চিত্র:সেল্টিক ফুটবল ক্লাব লোগো.png সম্পর্কে সম্পাদনা

 

চিত্র:সেল্টিক ফুটবল ক্লাব লোগো.png আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।

লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। জনি (আলাপ) ১১:৩৩, ২৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় কুউ পুলক,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ সম্পাদনা

সুপ্রিয় বাংলা উইকিপিডিয়ান ও অন্যান্য সহপ্রকল্পের স্বেচ্ছাসেবক পাঠক এবং অবদানকারীবৃন্দ,

প্রতি বছরের মতো এই বছরেও শুরু হয়ে গেছে উইকিপিডিয়া:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে নিবন্ধ তৈরির এই প্রতিযোগিতা চলবে ১লা ফেব্রুয়ারি ২০২৪ থেকে ৩১শে মার্চ ২০২৪ পর্যন্ত। রয়েছে বিশেষ কিছু আন্তর্জাতিক পুরস্কার। অংশগ্রহণ করে বাংলা উইকিপডিয়াকে সমৃদ্ধ করুন।

Nettime Sujata (আলাপ) ০৬:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Thank you for being a medical contributors! সম্পাদনা

  The 2023 Cure Award
In 2023 you were one of the top medical editors in your language. Thank you from Wiki Project Med for helping bring free, complete, accurate, up-to-date health information to the public. We really appreciate you and the vital work you do!

Wiki Project Med Foundation is a thematic organization whose mission is to improve our health content. Consider joining for 2024, there are no associated costs.

Additionally one of our primary efforts revolves around translation of health content. We invite you to try our new workflow if you have not already. Our dashboard automatically collects statistics of your efforts and we are working on tools to automatically improve formating.

Thanks again :-) -- Doc James along with the rest of the team at Wiki Project Med Foundation ২২:২৫, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৮:৩০, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"শহর ও নগর" সম্পাদনা

ইংরেজি ভাষায় city ও town এক জিনিস না হলেও বাংলা ভাষায় "নগর" একধরনের "শহর"। তাই দয়া করে ইংরেজি বা অন্যান্য ভাষা অনুসরণ করে cities and towns-এর বাংলা "শহর ও নগর" করবেন না, কেবল "শহর" করবেন। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১০:০১, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Sbb1413 সুধী, আগের শহর ও নগর গুলো শহর করে ফেলুন তবে। না হলে যে আবার আমার ভুল হয়ে যেতে পারে। — কুউ পুলক  🗩  ১০:১৫, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদের জন্য আবেদন সম্পাদনা

ভারতবিদ্যা (ইংরেজি Indology) তে ব্যবহৃত যে জীবনী মূলক নিবন্ধগুলোর অনুবাদ করা হয়নি। দয়াকরে ঐ নিবন্ধগুলোর অনুবাদ করলে ভারতবিদ্যা নিবন্ধটি পরিপূর্ণ হতো। দাদা অনুগ্রহ করে বিবেচনা করবেন। Gc Ray (আলাপ) ০৬:২৮, ৪ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray দাদা, চেষ্টা আপনিও চালান আমিও চালাই — কুউ পুলক  🗩  ০৬:৫২, ৪ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
অভিনন্দন! Gc Ray (আলাপ) ০৬:৫৩, ৪ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ সম্পাদনা

 
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৯:০২, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় লোগো.jpg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা সম্পাদনা

 

উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য চিত্র:আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় লোগো.jpg ফাইলে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ফ১০ অনুসারে করা হয়েছে, কারণ এটি এমন একটি চিত্র, অডিও, ভিডিও ফাইল (উদা. ওয়ার্ড নথিপত্র) অথবা পিডিএফ ফাইল যার কোন বিশ্বকোষীয় ব্যবহার নেই।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। ~মহীন (আলাপ) ১৬:৩৩, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

প্রিয় কুউ পুলক,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে গত ১ ফেব্রুয়ারি শুরু হয়েছে নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতা যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, সনদপত্র এবং বার্নস্টার। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
স্থানীয় সংগঠক, নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪
১৯:৪২, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

মেক্সিকান -> মেক্সিকীয় সম্পাদনা

আপাতত মেক্সিকান থেকে মেক্সিকীয়'তে পরিবর্তন স্থগিত রাখেন। এবিষয়ে (+একই রকম অন্যান্য বিশেষণ) বিস্তর আলোচনা প্রয়োজন। মেক্সিকীয় বলতেও কোনও শব্দ বাংলায় নেই। Aishik Rehman (আলাপ) ০৫:০৮, ১৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Aishik Rehman ঠিক আছে — কুউ পুলক  🗩  ০৫:১২, ১৭ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন