ব্যবহারকারী:কুউ পুলক এর ২০২৩ সালের আলাপ পাতা
এটি পূর্ববর্তী আলোচনার একটি সংগ্রহশালা। এই পাতার বিষয়বস্তু সম্পাদনা করবেন না। আপনি নতুন একটি আলোচনা শুরু করতে চাইলে বর্তমান আলাপ পাতায় শুরু করুন। |
সংগ্রহশালা ১ | ← | সংগ্রহশালা ৪ | সংগ্রহশালা ৫ | সংগ্রহশালা ৬ | সংগ্রহশালা ৭ |
নাম পরিবর্তন করে (জাফর ফ্রাউটন) থেকে (জাফর ফ্রটন)
অনুগ্রহ করে আপনি কি পৃষ্ঠার নাম (জাফর ফ্রাউটন) থেকে (জাফর ফ্রিটন) করতে পারেন?
Jjff1 (আলাপ) ১০:৩৩, ১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Jjff1 করা হয়েছে কুউ পুলক ১০:৩৭, ১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
জরুরী সাহায্য জন্য
আপনার মাঝে মাঝে আমার সাহায্য লাগতে পারে The Piash (আলাপ) ২১:৪৭, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ পদক
শুভেচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
প্রিয় কুউ পুলক,
আশা করি কনকনে এই ঠাণ্ডাতেও ভালো আছেন। বিগত ২০২২ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর নাগাদ বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ (বাংলা)
১৫:১২, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
ফুশি কান্দু নিবন্ধটি সম্পর্কে
সুপ্রিয় কুউ পুলক, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৩৩৯ দিন পূর্বে ফুশি কান্দু নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:
- নিবন্ধটি আকারে অনেক ছোট
- নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল
আপনি যা করতে পারেন:
- নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
- নির্ভরযোগ্য উৎস থেকে আরো বেশি তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৮:৩২, ২২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
গণহারে স্থানান্তর
আপনি গণহারে হত্যাকাণ্ড শিরোনামযুক্ত নিবন্ধগুলোকে খুন শিরোনামে স্থানান্তর করতেছেন। এটার বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে নাকি নিজে থেকে আলোচনা ছাড়াই করতেছেন? আলোচনা ব্যতীত গণহারে স্থানান্তর করবেন না, যদি শিরোনামে ভুলও থাকে। রিয়াজ (আলাপ) ০৪:৪১, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Riaz জনাব, murder তো খুন। আর massacre হলো হত্যাকাণ্ড (নিহতের সংখ্যা মাত্র কয়েক জন থেকে কয়েক লক্ষ হতে পারে)। আর যেখানে একটা মানুষ খুন হয় সেটা তো কোনভাবেই হত্যাকাণ্ড হতে পারে না। এই নিয়ে কি আলোচনা করবো বলুন। কুউ পুলক ০৪:৪৯, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- বাংলাদেশে সংঘটিত হত্যার ঘটনাসমূহ বেশিরভাগ ক্ষেত্রে হত্যাকাণ্ড নামেই গণমাধ্যমে বহুলভাবে পরিচিত। সবক্ষেত্রেই ইংরেজির অনুকরণে অনুবাদ করতে হবে এমন তো কথা নেই। যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি পরিচিত সেটাই ব্যবহার করা উচিত। আপনি বলতেছেন কেন আলোচনা করবো? কিন্তু আপনি নিবন্ধগুলো স্থানান্তরের সময় কোথাও কি উল্লেখ করেছেন কি কারণে স্থানান্তর করতেছেন? অল্প কয়েকটা হলে তো মানা যায়। রিয়াজ (আলাপ) ০৫:০৭, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Riaz ঠিক আছে জনাব, আর করবো না। আগের গুলো পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারেন (যদি আপনার মনে হয়)। ধন্যবাদ। কুউ পুলক ০৫:১৩, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আমি আপাতত আগের অবস্থায় নিচ্ছি না। পূর্বাস্থায় নিতে চাইলে আপনাকে বার্তা না দিয়েই আগের অবস্থায় নিয়ে আসতাম। আমার বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো নিবন্ধে প্রভাব পড়বে এমন কিছু করতে গেলে যাতে অন্তত কিছু ব্যবহারকারীদের মতামত নেওয়া হয়। আমি সক্রিয় কয়েকজনকে উল্লেখ করে দিচ্ছি, যাতে ওনারাও মতামত দেয় এবং সে অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় @আফতাবুজ্জামান, Yahya, MdsShakil, MS Sakib, এবং Mehediabedin:। রিয়াজ (আলাপ) ০৫:২৩, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Riaz উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ অংশে আমি আলোচনা উত্থাপন করছি। আমি নিশ্চিত করে বলতে পারি, আলোচনা শেষে এই বিষয়ে কাজ করার আগ্রহ আমার আর থাকবে না। বাংলা উইকিতে মার্ডার, এজাজিনেশন, ম্যাসাকর সব যদি হত্যাকাণ্ড হয় তবে আমরা যারা বিষয়শ্রেণী তৈরি করি তারা আগাবো কি করে। তাই তো এই কাজে হাত দিয়েছিলাম। আলোচনা করে নেয়া অবশ্যই ভালো। কুউ পুলক ০৫:২৯, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আমি আপনাকে অনুৎসাহিত করছি না। আমি যদি আপনাকে না জানাই সব আগের অবস্থায় নিয়ে আসতাম তাহলে কেমন লাগতো? আমি কেন বার্তা দিয়েছি সেটাও উল্লেখ করেছি৷ আশা করি বুঝাতে পেরেছি। রিয়াজ (আলাপ) ০৫:৪১, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Riaz উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ অংশে আমি আলোচনা উত্থাপন করছি। আমি নিশ্চিত করে বলতে পারি, আলোচনা শেষে এই বিষয়ে কাজ করার আগ্রহ আমার আর থাকবে না। বাংলা উইকিতে মার্ডার, এজাজিনেশন, ম্যাসাকর সব যদি হত্যাকাণ্ড হয় তবে আমরা যারা বিষয়শ্রেণী তৈরি করি তারা আগাবো কি করে। তাই তো এই কাজে হাত দিয়েছিলাম। আলোচনা করে নেয়া অবশ্যই ভালো। কুউ পুলক ০৫:২৯, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আমি আপাতত আগের অবস্থায় নিচ্ছি না। পূর্বাস্থায় নিতে চাইলে আপনাকে বার্তা না দিয়েই আগের অবস্থায় নিয়ে আসতাম। আমার বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো নিবন্ধে প্রভাব পড়বে এমন কিছু করতে গেলে যাতে অন্তত কিছু ব্যবহারকারীদের মতামত নেওয়া হয়। আমি সক্রিয় কয়েকজনকে উল্লেখ করে দিচ্ছি, যাতে ওনারাও মতামত দেয় এবং সে অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় @আফতাবুজ্জামান, Yahya, MdsShakil, MS Sakib, এবং Mehediabedin:। রিয়াজ (আলাপ) ০৫:২৩, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Riaz ঠিক আছে জনাব, আর করবো না। আগের গুলো পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারেন (যদি আপনার মনে হয়)। ধন্যবাদ। কুউ পুলক ০৫:১৩, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- বাংলাদেশে সংঘটিত হত্যার ঘটনাসমূহ বেশিরভাগ ক্ষেত্রে হত্যাকাণ্ড নামেই গণমাধ্যমে বহুলভাবে পরিচিত। সবক্ষেত্রেই ইংরেজির অনুকরণে অনুবাদ করতে হবে এমন তো কথা নেই। যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি পরিচিত সেটাই ব্যবহার করা উচিত। আপনি বলতেছেন কেন আলোচনা করবো? কিন্তু আপনি নিবন্ধগুলো স্থানান্তরের সময় কোথাও কি উল্লেখ করেছেন কি কারণে স্থানান্তর করতেছেন? অল্প কয়েকটা হলে তো মানা যায়। রিয়াজ (আলাপ) ০৫:০৭, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
প্রিয় কুউ পুলক,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
মো: শাহ জালাল মিশুক, একজন বাংলাদেশী কলাম লেখক। তার নাম ও বিবরন বাংলাদেশী কলাম লেখক হিসেবে অন্তর্ভুক্তকরণ প্রসঙ্গে।
মো: শাহ জালাল মিশুক, ২০২০ সাল থেকে নিয়মিত বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে সমসাময়িক ইস্যু নিয়ে কলাম লিখে থাকেন। তিনি এই পর্যন্ত ৪৫ টি বাংলাদেশের জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে নিয়মিত কলাম লিখছেন। 2400:C600:3521:89C9:E00D:B9FF:FEAD:F2A2 (আলাপ) ১৯:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথন প্রশিক্ষণ কর্মশালা ২০২৩
প্রিয় কুউ পুলক,
বাংলাদেশ সময় আজ রাত ৮.০০ ঘটিকায় (ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০) চলমান নারীবাদ ও লোকগাথা এডিটাথনকে উপজীব্য করে একটি অনলাইন কর্মশালা ও সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
- প্রথম এক ঘন্টার কর্মশালায় অনুবাদের মান অনুধাবন, অনুবাদ সরঞ্জাম বা টুলসগুলোর সর্বোচ্চ সুবিধা গ্রহণের উপায় ও ব্যবহার, সহায়ক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ন্যুনতম সময়ে মানসম্পন্ন নিবন্ধ তৈরি , রুক্ষ ও সাবলীল অনুবাদের পূর্ণাঙ্গ ধারণাসহ অন্যান্য প্রাসঙ্গিক কর্ম অন্তর্ভুক্ত থাকবে। কর্মশালার শেষে প্রশ্নোত্তর পর্বও থাকবে।
- দ্বিতীয় এক ঘন্টায় আমরা উন্মুক্ত আলোচনায় অংশ নিব।
মিটিংয়ে যুক্ত হওয়ার উপায়:
- গুগল মিট অ্যাপস বা meet.google.com ওয়েবসাইটের মাধ্যমে মিটিং কোড yry-wfwy-bfc প্রবেশে করিয়ে অথবা সরাসরি meet.google.com/yry-wfwy-bfc লিংকে ক্লিক করেও সরাসরি যুক্ত হতে পারবেন।
- মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য অবশ্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকা আবশ্যক।
শুভেচ্ছান্তে, -- Aishik Rehman ০৮:৪২, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
01617020057 103.242.22.232 (আলাপ) ১৯:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)
The Wikipedia Asian Month 2022 Barnstar
Dear কুউ পুলক :
- Thanks for participating Wikipedia Asian Month 2022. We are grateful of your dedication to Wikimedia movement and hope you join us next year!
- Wish you all the best!
ছোট নিবন্ধ
আপনার তৈরি অত্যন্ত ছোট/অসম্পূর্ণ নিবন্ধ অপসারণ করায় আপনি সম্প্রসারণ করবেন বলে পুনরুদ্ধারের অনুরোধ করেছিলেন। পুনরুদ্ধার করে আমি ১১ তারিখ পর্যালোচনা করবো বলেছিলাম। আপনি এখন পর্যন্ত নিবন্ধগুলো ঠিক করেন নি। আপনি কি এখনও নিবন্ধগুলো সম্প্রসারণে আগ্রহী? — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৭:৫৮, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Yahya আজ সূর্যাস্তের পূর্বেই আমি আপনাকে জানাচ্ছি। -- কুউ পুলক ০৮:২৮, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৮:২৯, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Yahya সুধী, আমার যা করার ছিল বা করতে চেয়েছিলাম তা আমি করেছি। এখন আপনার যা করার বা করতে চেয়েছিলেন তা করুন প্লিজ। ধন্যবাদ। -- কুউ পুলক ০৯:১৫, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)
- জাদৌন রাজপুত নিবন্ধটির ইংরেজি সংস্করণে বেশ ভালো তথ্য আছে। নিবন্ধটি সম্প্রসারণের অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৩৫, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Yahya দেখুন -- কুউ পুলক ১১:৩৪, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- আমি আরও অনুবাদ যোগ করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:৪০, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Yahya ভেবে দেখলাম। ইংরেজি উইকির নিবন্ধগুলি এইভাবেই সকলে ধরাধরি করে এক মহীরুহ তৈরি করে ফেলে। আর বাংলা উইকিতে কেউ যদি একটা ছোট নিবন্ধ তৈরি করে, সেটা কেউ সম্প্রসারণ তো করেই না উপরন্তু প্রশাসক এসে বলে কেন? .. ... .. -- কুউ পুলক ১২:০৬, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- ইংরেজির সাথে তুলনা করে আসলে আমাদের চলবে না। সেখানে লাখ লাখ সক্রিয় ব্যবহারকারী আছে। আমাদের ১০০ এরও অনেক কম। তাই নিবন্ধ প্রণেতা না করলে অন্য কারো করার সম্ভাবনা খুবই কম। এখনও আপনি ২০০৭-০৮ সালের অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মানহীন নিবন্ধ পাবেন, যাতে পরে আর কেউ এক লাইন তথ্যও যোগ করেনি। আমি যদি আপনাকে সেসব নিবন্ধের মানোন্নয়ন করতে অনুরোধ করি, হয়তো আপনিও এতে আগ্রহী হবেন না। বরং নিবন্ধটি যদি কেউ শুরু না করতো তবে হয়তো নতুন করে তৈরি করতে আগ্রহী হতেন। সুতরাং ইংরেজিতে কেন হয়, এখানে কেন হয় না –এই প্রশ্ন এখানে খাটে না। পরিস্থিতিও বিবেচনা করতে হবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৩:২১, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @প্রশাসক: : আমি উদ্দেশ্যমূলকভাবে ১ লাইনের নিবন্ধ তৈরি করে প্রণীত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি করার বিরোধিতা করছি। বাকি প্রশাসকদের এবিষয়ে কঠোর হবার আহবান করছি। বিষয়টিকে কোনোভাবেই ইতিবাচক দৃষ্টিতে দেখার সুযোগ নেই। এভাবে উদ্দেশ্যমূলকভাবে ১ লাইনের নিবন্ধ তৈরি চলতে থাকলে ব্যবহারকারীকে বাধা দেয়ার বিষয়ে মত নিচ্ছি। ব্যবহারকারীকে অনুরোধ করার পরও তিনি ইতোমধ্যে তার তৈরি অগনিত ১ লাইনের নিবন্ধে সম্প্রসারণ না করে নতুন বিবন্ধ তৈরিতে ব্যস্ত। ~মহীন (আলাপ) ১১:৪৭, ২১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- ইংরেজির সাথে তুলনা করে আসলে আমাদের চলবে না। সেখানে লাখ লাখ সক্রিয় ব্যবহারকারী আছে। আমাদের ১০০ এরও অনেক কম। তাই নিবন্ধ প্রণেতা না করলে অন্য কারো করার সম্ভাবনা খুবই কম। এখনও আপনি ২০০৭-০৮ সালের অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মানহীন নিবন্ধ পাবেন, যাতে পরে আর কেউ এক লাইন তথ্যও যোগ করেনি। আমি যদি আপনাকে সেসব নিবন্ধের মানোন্নয়ন করতে অনুরোধ করি, হয়তো আপনিও এতে আগ্রহী হবেন না। বরং নিবন্ধটি যদি কেউ শুরু না করতো তবে হয়তো নতুন করে তৈরি করতে আগ্রহী হতেন। সুতরাং ইংরেজিতে কেন হয়, এখানে কেন হয় না –এই প্রশ্ন এখানে খাটে না। পরিস্থিতিও বিবেচনা করতে হবে। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৩:২১, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Yahya ভেবে দেখলাম। ইংরেজি উইকির নিবন্ধগুলি এইভাবেই সকলে ধরাধরি করে এক মহীরুহ তৈরি করে ফেলে। আর বাংলা উইকিতে কেউ যদি একটা ছোট নিবন্ধ তৈরি করে, সেটা কেউ সম্প্রসারণ তো করেই না উপরন্তু প্রশাসক এসে বলে কেন? .. ... .. -- কুউ পুলক ১২:০৬, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- আমি আরও অনুবাদ যোগ করেছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১১:৪০, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Yahya দেখুন -- কুউ পুলক ১১:৩৪, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- জাদৌন রাজপুত নিবন্ধটির ইংরেজি সংস্করণে বেশ ভালো তথ্য আছে। নিবন্ধটি সম্প্রসারণের অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১০:৩৫, ২৬ মার্চ ২০২৩ (ইউটিসি)
- @Yahya সুধী, আমার যা করার ছিল বা করতে চেয়েছিলাম তা আমি করেছি। এখন আপনার যা করার বা করতে চেয়েছিলেন তা করুন প্লিজ। ধন্যবাদ। -- কুউ পুলক ০৯:১৫, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)
- যা হবার হয়ে গিয়েছে। পুলক ভাইকে অনুরোধ করব যেন ১ লাইনের নিবন্ধ আর না অনুবাদ করে, অন্তত যেন ২/৩ অনুচ্ছেদযুক্ত নিবন্ধ অনুবাদ করে। পুলক ভাইকে অনুরোধটুকু রাখার বিনীত অনুরোধ রইল। আর আমি দেখলাম তার কিছু নিবন্ধে অপসারণ প্রস্তাব দেওয়া হচ্ছে। আমাদের তা না করে সেগুলি সম্প্রসারণের চেষ্টা করা উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৩, ২১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ০৮:২৯, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)
- প্রিয় কুউ পুলক, অনেক দিন ধরেই উইকিপিডিয়ায় আপনার বিচরণ ও সক্রিয়ভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার নিরলস চেষ্টা দেখে আসছি। আমি তাই বিশ্বাস করি যে, আপনি উইকিপিডিয়ার ভালো চান। উইকিপিডিয়ার উদ্দেশ্যই জ্ঞান ছড়িয়ে দেওয়া, আর বাংলার ক্ষেত্রে তা বাংলা ভাষায়। এক বা কয়েক লাইনের একটি নিবন্ধ সেই উদ্দেশ্যের সাথে যায় না। বাংলা ভাষায় কোনো নিবন্ধ থাকার চেয়েও নেতিবাচক বিষয় হচ্ছে এক বা কয়েক লাইনের নামকাওয়াস্তে একটি নিবন্ধ থাকা (যা সম্প্রদায়ে দায়বদ্ধতার অভাব ও দায়সার গোছের কাজ করার দিকে ইঙ্গিত প্রদান করে)। বাংলা উইকিপিডিয়ার শুরুর দিকে এমন চর্চা বাংলা সম্প্রদায় নিয়েছিলো যা পরবর্তীতে বেশ কয়েক বছর তা সম্প্রদায়ের জন্য বোঝা তৈরি করেছে (এমন কি এখনও আমরা তা থেকে পুরোপুরি মুক্তি লাভ করিনি)। এই চিন্তা থেকে গত বেশ কয়েক বছর আগেই সম্প্রদায় সিদ্ধান্ত নিয়েছে যে কয়েক লাইনের নিবন্ধ যা বাস্তবার্থে খালি-ই বলা চলে তা আর গ্রহণ করা হবে না।
- আপনার সম্পাদনার ও ভালো করার প্রচেষ্টার উপর আমার পূর্ণ আস্থা থাকলেও, আমি এ বিষয়ে কঠোরতার পক্ষে। এক্ষেত্রে তাই আমি আফতাব ভাইয়ের মতো ‘যা হবার হয়ে গিয়েছে’ চিন্তাও করতে পারি না। এই ছাড়ের কারণে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ বৃদ্ধির হার অনেক দিন আশানুরূপ ছিলো না, কারণ প্রতিনিয়ত নতুন নিবন্ধের সাথে তাল দিয়ে খালি নিবন্ধ অপসারণ করা হয়েছে। যাহোক, এসকল বিবেচনায় সুনির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধগুলো যদি গ্রহণযোগ্য আকারে বর্ধিত করা না হয় তবে আমি খালি বা অতি ক্ষুদ্র নিবন্ধ পাতা বিবেচনায় সেগুলো অপসারণের পক্ষে। বাংলা উইকিপিডিয়ার ভালো জন্য আশা করি আপনি বিষয়টি বুঝবেন। ধন্যবাদ। — তানভির • ১৯:২৮, ২১ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ এর সময়সীমা বাড়ানো হয়েছে
সংগঠকদের শুভেচ্ছা,
নারীবাদ ও লোকগাথা আন্তর্জাতিক টিমের পক্ষ থেকে শুভেচ্ছা,
আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আপনার স্থানীয় উইকিপিডিয়াতে একটি আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা নারীবাদ ও লোকগাথা এডিটাথনের সময়সীমা ২০২৩ সালের এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। নারীবাদ, নারী জীবনী এবং লিঙ্গ কেন্দ্রিক বিষয় যেমন লোক উৎসব, লোকনৃত্য, লোকসংগীত, লোক কার্যক্রম, লোক খেলা, লোকজ খাবার, লোক পরিধান, রূপকথা, লোকনাট্য, লোকগান, শিল্পকলা, লোকধর্ম, পৌরাণিক কাহিনী, লোক শিল্পী, লোক নৃত্যশিল্পী, লোক গায়ক, লোক সঙ্গীতশিল্পী, লোক খেলা ক্রীড়াবিদ, পৌরাণিক কাহিনীতে নারী, লোককাহিনীতে নারী যোদ্ধা, ডাইনি এবং জাদুকরী শিকার, রূপকথা ইত্যাদি এবং আরও অনেক কিছু নিয়ে লেখার এটাই এই বছরের শেষ সুযোগ।
উইকিপিডিয়াতে আপনার স্থানীয় লোকসংস্কৃতিকে নথিভুক্ত করার জন্য লেখার প্রতিযোগিতায় আমরা আপনার ব্যাপক অংশগ্রহণ চাই। এছাড়াও আপনি project pages-এর অনুবাদে সাহায্য করতে পারেন এবং আপনার স্থানীয় ভাষায় কিছু বলতে পারেন।
আয়োজকদের মেইলে কিছু নির্দেশনা জানানো হয়েছে। আপনার কোন সহায়তা প্রয়োজন হলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন।
শুভেচ্ছা সহ,
আন্তর্জাতিক টিম নারীবাদ ও লোকগাথা --MediaWiki message delivery (আলাপ) ০৪:২৮, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি) Nettime Sujata (আলাপ) ১১:২৮, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)
উদ্দেশ্যমূলকভাবে ১ লাইনের নিবন্ধ তৈরি!
উইকিপিডিয়ায় স্বাগতম এবং আপনার অবদানের জন্য ধন্যবাদ। যদিও আমরা এই বিশ্বকোষে সকলকে গঠনমূলক অবদান রাখতে স্বাগত জানাই, কিন্তু খেয়াল করুন যে বিশ্বকোষীয় মান বজায় রাখার জন্য সবাইকে রচনাশৈলী নির্দেশনা মেনে চলতে হয়। নির্দেশনা অনুসরণ না করলে তা পাঠকদের পড়ায় অসুবিধা সৃষ্টি করে এবং নিবন্ধ অবিশ্বকোষীয় হয়ে যায়। দয়া করে আমাদের স্বাগতম পাতাটি পড়ুন এবং এখানে অবদান রাখার ব্যাপারে আরো জানুন। শুধুমাত্র নিবন্ধ সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ইংরেজি উইকি থেকে খুঁজে-খুঁজে ১ লাইনের নিবন্ধ তৈরি করা থেকে বিরত থাকুন। এর ফলে আপনার নিবন্ধ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাংলা উইকিপিডিয়ার মাণ প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি চাইলে গুগল করে নিবন্ধগুলি সমৃদ্ধ করতে পারতেন, কিন্তু যদি সেটা করতে অনাগ্রহ হয় তাহলে দয়া করে এ কাজ থেকে বিরত থাকতে আহবান জানান হল। আর ইতোমধ্যে যেগুলি তৈরি করেছেন দয়াকরে সেগুলি সমৃদ্ধ করুন। অন্যথায় মাণদণ্ড আনুযায়ী সেগুলি গণহারে অপসারণের প্রস্তাবনা জানানো হবে। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ০৭:৪৮, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- @Moheen জনাব, আপনাকে ধন্যবাদ। আমাকে বার্তা দেবার জন্য। আপনি জেনে খুশি হবেন যে ১ লাইনের নিবন্ধ তৈরি করা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আর ইতিমধ্যে তৈরি নিবন্ধগুলোর গণ অপসারণের ব্যাপারে আমার কোন আপত্তি নেই। শুধু বলবো, বাংলা উইকিপিডিয়ার জন্য ভালো হয় এমন সকল সিন্ধান্তকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ। -- কুউ পুলক ০৮:৩৬, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- আপনি কি বলতে চাচ্ছেন ১ লাইনের নিবন্ধ তৈরি বাংলা উইকিপিডিয়া উপকৃত হচ্ছে? সম্পাদকের নয়, একজন পাঠকের দৃষ্টিতে অনুধাবন করুন। আর আপনার কথায় বোঝা যাচ্ছে, ইতোমধ্যে আপনার তৈরি নিবন্ধগুলি সমৃদ্ধির জন্য আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আমি আপনাকে অনুরোধ করবো নতুন নিবন্ধ তৈরিতে সময় ব্যয় না করে পুরাতনগুলিতে সময় দিন। এরপরও আপনার অনাগ্রহ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ০৮:৫১, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- @Moheen জনাব, (বিতর্কে না গিয়ে স্বীকার করছি) আমি উদ্দেশ্যমূলকভাবে ১ লাইনের নিবন্ধ তৈরি করেছি। আরো জানাচ্ছি যে, আমি এখন অন্যত্র ব্যস্ত থাকায় উইকিতে সময় দিতে পারছি না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। -- কুউ পুলক ০৯:৪৯, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
- আপনি কি বলতে চাচ্ছেন ১ লাইনের নিবন্ধ তৈরি বাংলা উইকিপিডিয়া উপকৃত হচ্ছে? সম্পাদকের নয়, একজন পাঠকের দৃষ্টিতে অনুধাবন করুন। আর আপনার কথায় বোঝা যাচ্ছে, ইতোমধ্যে আপনার তৈরি নিবন্ধগুলি সমৃদ্ধির জন্য আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আমি আপনাকে অনুরোধ করবো নতুন নিবন্ধ তৈরিতে সময় ব্যয় না করে পুরাতনগুলিতে সময় দিন। এরপরও আপনার অনাগ্রহ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ০৮:৫১, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
ঈদ মোবারক
ঈদ মোবারক! |
ছোট নিবন্ধ ও গণ-অপসারণ
বাংলা উইকিপিডিয়ার বিশ্বকোষীয় মান বজায় রাখার জন্য সকলের রচনাশৈলী নির্দেশনা মেনে চলা আবশ্যক। আপনার অধিকাংশ নিবন্ধই অতিক্ষুদ্র এবং ক্ষেত্র বিশেষে ১/২ লাইনের যা শুধুমাত্র আপনার নিবন্ধ সংখ্যা বৃদ্ধি করছে, কিন্তু বাংলা উইকিপিডিয়ার মানের অবনমন ঘটাচ্ছে। আপনাকে এধরণের নিবন্ধ তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ জানান হল। আপনি বরং ইতোমধ্যে যেগুলি তৈরি করেছেন সেগুলোকে সমৃদ্ধ করুন। ক্ষুদ্রাকায় নিবন্ধের ক্ষেত্রে নীতিমালা আনুযায়ী গণহারে অপসারণের প্রস্তাবনা জানানো হবে। ধন্যবাদান্তে : Ashiq Shawon (আলাপ) ১২:২২, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)
বিষয়শ্রেণী:বাংলাদেশ নৌবাহিনীর সন্দ্বীপ-শ্রেণির ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজ
আশা করি আপনি ভালো আছেন। বিষয়শ্রেণী:বাংলাদেশ নৌবাহিনীর সন্দ্বীপ-শ্রেণির ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজ এখানে একটু বানান সংশোধন করা প্রয়োজন। সঠিক বানান হবে: বিষয়শ্রেণী:বাংলাদেশ নৌবাহিনীর সন্দীপ-শ্রেণীর ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজ অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৫:১০, ২৮ মে ২০২৩ (ইউটিসি)
- @অপূর্ব রায়-২৩ বর্তমানে বিষয়শ্রেণীটি যে নামে আছে তা আফতাবুজ্জামান সাহেব করেছেন। আপনি তার সাথে কথা বলুন। -- কুউ পুলক ১৮:২৪, ২৮ মে ২০২৩ (ইউটিসি)
ইসলাম বিষয়ক এডিটাথন পদক
ইসলাম বিষয়ক এডিটাথন পদক | ||
প্রিয় কুউ পুলক, ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশ নেওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে, এডিটাথনে আপনার জমাদানকৃত ১টি নিবন্ধ গৃহীত হয়েছে। ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। |
—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ২:১৯, ১০ নভেম্বর ২০২৪ (ইউটিসি)
বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন পদক ২০২৩! | ||
সুপ্রিয় কুউ পুলক! বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩ এডিটাথনে আপনার অসাধারণ অবদানের জন্য ধন্যবাদ। |
বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
প্রিয় কুউ পুলক/সংগ্রহশালা ৬!
আশা করি ভালো আছেন। বিগত ২০২৩ সালের ৫ – ৭ জুন উইকিপিডিয়ায় আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩-এ অবদান রেখে উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। (যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দ্বিতীয়বার পূরণ করবেন না।)
শুভেচ্ছান্তে,
মহীন
সংগঠক, বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন ২০২৩
১৫:৫৫, ৯ জুন ২০২৩ (ইউটিসি)
ঈদ মোবারক
الله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক কুউ পুলক ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
DeloarAkram আপনাকে নতুন বার্তা পাঠিয়েছেন
২০:০৮, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ২০:০৮, ৩১ জুলাই ২০২৩ (ইউটিসি)
Invitation to Rejoin the Healthcare Translation Task Force
You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 6 August 2023 (UTC)
অনুরোধ
সুপ্রিয় সম্পাদক, আপনি যেহেতু বিষয়শ্রেণী নিয়ে কাজ করে থাকেন, বিষয়শ্রেণী:সাল-এ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল-এর অনেক লাল বিষয়শ্রেণী আছে। সেগুলোর পাতা তৈরি করতে অনুরোধ করছি। – তুহিন ১২:৫৫, ১৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @Arabi Abrar জনাব, এগুলো তৈরি করা কোন ব্যাপারই না। যে সালের বিষয়শ্রেণী তৈরি করতে চান তা উইকিপিডিয়া অনুসন্ধানে (উপরের ডান দিকে দেখুন) লিখুন এভাবে বিষয়শ্রেণী:অমুকসালে-এ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তারপর অনুসন্ধান থেকে ডান মাউস দিয়ে ঐ পাতাতে গিয়ে লাল লিখায় ক্লিক করলেই নতুন বিষয়শ্রেণীটি তৈরির জন্য প্রস্তুত হবে। তার পর শুধু {{প্রতিষ্ঠিত বা বিলুপ্ত হওয়ার বছর}} লিখে পাবলিশ করলেই নিচের বিষয়শ্রেণীগুলো তৈরি হয়ে যাবে। তারপর শুরু আন্তঃউইকি সংযোগ দিলেই কাজ শেষ। আপনি চেষ্টা করে দেখুন। খুবই সহজ। পারবেন। -- কুউ পুলক ১৩:০৭, ১৩ আগস্ট ২০২৩ (ইউটিসি)
ভারতীয় স্বাধীনতা দিবস এডিটাথন ২০২৩
সুধী, এডিটাথন শেষ হয়েছে এবং আপনার এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছে। সনদ পত্র পাঠানোর জন্য একটি ই-মেল আইডি প্রয়োজন। আপনার মেল আই-ডি এবং সনদ পত্রে কি নাম দেখতে চান, আগামী ২৫শে আগস্ট '২৩ এর আগে দয়া করে আমাকে জানান। শুভেচ্ছা নেবেন। Nettime Sujata (আলাপ) ১১:২৪, ১৮ আগস্ট ২০২৩ (ইউটিসি)
খালি বিষয়শ্রেণী
লক্ষ্য করেছি আপনি অনেক সময় খালি বিষয়শ্রেণী তৈরি করেন। যেমন: আজকে বিষয়শ্রেণী:উত্তরাখণ্ডের রাজনীতিতে নারী ও বিষয়শ্রেণী:সিকিমের রাজনীতিতে নারী তৈরি করেছেন। যদি অন্তত একটি নিবন্ধও সেই বিষয়শ্রেণীর অধীনে না থাকে তাহলে সেসব বিষয়শ্রেণী তৈরির কোন প্রয়োজন নেই। পূর্বে আপনার তৈরি করা অনেক বিষয়শ্রেণী এ কারণে অপসারিত হয়েছে। জানিনা আপনি সেটা খেয়াল করেছেন কিনা। মাসুম-আল-হাসান (আলাপ) ১৫:২৯, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @RockyMasum জনাব, আপনাকে ধন্যবাদ। বিষয়টা জানানোর জন্য। -- কুউ পুলক ১৫:৩৬, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @RockyMasum এখন দেখুন বিষয়শ্রেণী:রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী রাজনীতিতে ভারতীয় নারী খালি বিষয়শ্রেণী একটাও নেই। -- কুউ পুলক ১৬:০০, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- ধন্যবাদ। মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:৫২, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
- @RockyMasum এখন দেখুন বিষয়শ্রেণী:রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী রাজনীতিতে ভারতীয় নারী খালি বিষয়শ্রেণী একটাও নেই। -- কুউ পুলক ১৬:০০, ৩০ আগস্ট ২০২৩ (ইউটিসি)
ব্রি ড্যানিয়েলস নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য ব্রি ড্যানিয়েলস নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি নিম্নলিখিত কারণে করা হয়েছে:
দ্রুত অপসারণ নীতি অনুসারে, যে সকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৪:২৯, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
কেনা জেমস নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
কেনা জেমস নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/কেনা জেমস পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ০৪:৩৬, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
জিজি অ্যালেনস নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
জিজি অ্যালেনস নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/পর্নো অভিনেত্রী পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
বাইতুস সালাম, সারায়েভো নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য বাইতুস সালাম, সারায়েভো নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে করা হয়েছে, কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৯:১০, ২১ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)
শেঠ গ্যাম্বল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
শেঠ গ্যাম্বল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শেঠ গ্যাম্বল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৮:০৮, ৩ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
ক্রিশ্চিয়ান এক্সএক্সএক্স নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
ক্রিশ্চিয়ান এক্সএক্সএক্স নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/ক্রিশ্চিয়ান এক্সএক্সএক্স পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ১৮:২২, ৩ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
সুপ্রিয় কুউ পুলক,
বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।
এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
মারিয়া ডাউলিং নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য মারিয়া ডাউলিং নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~মহীন (আলাপ) ০৬:০২, ৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
জঁ কার্পেন্টিয়ার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য জঁ কার্পেন্টিয়ার নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~মহীন (আলাপ) ০৬:০২, ৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
লুসি অ্যান ওন্ডারউইজার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য লুসি অ্যান ওন্ডারউইজার নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~মহীন (আলাপ) ০৬:০২, ৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
আলমা কার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য আলমা কার নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~মহীন (আলাপ) ০৬:০৩, ৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
মিরেলা ব্রেকালো নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য মিরেলা ব্রেকালো নামক নিবন্ধটিতে একটি ট্যাগ লাগানো হয়েছে। দ্রুত অপসারণের বিচারধারার নি১ অনুচ্ছেদ অনুযায়ী এই ট্যাগ লাগানো হয়েছে, কারণ এটি একটি খুবই সংক্ষিপ্ত নিবন্ধ যা পাঠকদের সামান্য বা কোন প্রাসঙ্গিক তথ্য প্রদান করে না। সংক্ষিপ্ত নিবন্ধের জন্য ন্যূনতম তথ্যের মানের জন্য অনুগ্রহ করে উইকিপিডিয়া:স্টাব দেখুন। এছাড়াও অনুগ্রহ করে লক্ষ্য করুন যে নিবন্ধগুলি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়ের উপর থাকতে হবে এবং বিষয়বস্তু যাচাই করা যায় এমন নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স প্রদান করা উচিত।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিমধ্যে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে এবং আপনি ভবিষ্যতে এটির উন্নতি করতে এর বিষয়বস্তু ফেরত পেতে চান, তবে দয়া করে যে প্রশাসক এটি অপসারণ করেছেন তার সাথে যোগাযোগ করুন। ~মহীন (আলাপ) ০৬:০৭, ৮ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
Invite to Join Wikipedia Asian Month 2023
You are receiving this message because you participated in the Wikipedia Asian Month 2022 as an organizer or editor.
Dear all,
The Wikipedia Asian Month 2023[1] is coming ! The campaign start within a flexible 30 days from November to December. Following with the changes of the rules made by last year, the wish to have more people get to know Asia and Asian related topic is the same! Click "Here" to Organize/Join a WAM Event.
1. Propose "Focus Theme" related to Asia !
If you are based somewhere in Asia, or have specific passion on an Asian topic, please propose your "Focus Theme" by October 25th. The WAM international team will select 5 themes. Please propose your focus theme through this link[2].
2. Enhancing existing articles can also count as part of campaign contribution.
Any edits, including creating new articles or adding new content to existing articles, over 3000 bytes in total would be able to get a reward. Last year, due to this change of rules, the Programs & Events Dashboard was suggested. However, according to community survey of 2022, Fountain Tool is still the best platform for tracking edit and points. You don’t need to create any Dashboard. For the tracking of editing existing article, the international team is currently designing a form. Will soon publish to the main page of WAM 2023.
3. More flexible campaign time
The contribution duration would remain 30days, but we extended the overall campaign timeline to 2 months. All organizers can decide when to start their WAM as long as the whole duration is within November 1st to December 31th. It means that you can participate in WAM based on the needs of your local community.
Timetable
- October 1st, 2023 : Publish International Campaign Page of the Year
- October 5th to 25th, 2023 : Call for focus themes of WAM 2023.
- Before 29 October, 2023: Complete Registration [3] of Each language Wikipedia.
- November 1st, UTC 00:00 to December 31th, UTC 00:00, 2023: Running the Campaign. (Find your local campaign for the actual event date.)
- January 1st to March 15th, 2024: Auditing of each language Wikipedia.
- March 30th, 2024: Deadline of reporting statistics and eligible editors to the International Team
- April 1st to May 15th, 2024: The international team distributes Barnstars and Certificates to eligible editors of each event.
For your information, the main page of Wikipedia Asian Month is currently undertaking a reconstruction for archiving purpose. For the 2023 event please bookmarked this page. We hope you will enjoy Wikipedia Asian Month! If you have any inquiry, feel free to contact us by info@asianmonth.wiki [4]. We look forward to your participation.
Cheers!!!
WAM 2023 International Team
[1] https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Asian_Month_2023
[3] https://meta.wikimedia.org/wiki/Wikipedia_Asian_Month_2023/Join_an_Event
[4] info@asianmonth.wiki
উইকিমিডিয়া আন্দোলন সনদ সংক্রান্ত আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ (১)
প্রিয় কুউ পুলক, আশা করি ভালো আছেন। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে, আন্দোলন সনদ খসড়া প্রণয়ন কমিটি (MCDC) বর্তমানে আন্দোলন সনদের খসড়া অধ্যায় সম্পর্কে বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায়ের মতামত সংগ্রহ করছে। তারই অংশ হিসেবে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলা উইকিমিডিয়ানদের সম্প্রদায়ও এই প্রক্রিয়ার সাথে সম্পূর্ণভাবে জড়িত হয়ে সুচিন্তিত প্রতিক্রিয়া প্রদান করতে পারে। এই লক্ষ্যে আগামী ২১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় (ভারতীয় সময় ৭:৩০) একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উইকিমিডিয়া আন্দোলন সনদ তথা মুভমেন্ট চার্টারের সাথে নিজেকে পরিচিত করতে এবং প্রতিক্রিয়া, মন্তব্য ও অভিমত প্রদানের মাধ্যমে সনদ কমিটিকে সহযোগিতার জন্য আমরা আপনাকে আলোচনায় যুক্ত হতে অনুরোধ করছি। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদেরকে কথোপকথনটি প্রস্তুতে সহযোগিতা করুন।
বি.দ্র.
- আলোচনায় অংশগ্রহণকারীদের জন্য ইন্টারনেট ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
- কথোপকথনের পুর্বপ্রস্তুতি হিসেবে আপনি চাইলে খসড়া সনদটি এখান থেকে পড়ে নিতে পারেন।
- আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সম্পর্ক জানতে মেটা-পাতা দেখুন।
শুভেচ্ছান্তে,
উইকিমিডিয়া আন্দোলন সনদ প্রতিনিধি কর্মসূচি সমন্বয়ক দল
১৬:৪১, ২০ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন!
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।
কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪১, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
শিবশ্রী কুঙ্গারাজা কুরুক্কল নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা
শিবশ্রী কুঙ্গারাজা কুরুক্কল নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/শিবশ্রী কুঙ্গারাজা কুরুক্কল পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। মাসুম-আল-হাসান (আলাপ) ০৮:১০, ৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
বিষয়শ্রেণী পদক | |
বিষয়শ্রেণীতে আপনার নিরবচ্ছিন্ন অবদানের জন্য। সাজিদ ০৯:৫৭, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি) |
টেমপ্লেট:ফিফা বিশ্বকাপের দাপ্তরিক ম্যাচ বল দ্রুত অপসারণ প্রসঙ্গে
আপনার দ্রুত অপসারণের অনুরোধটি আসলে দ্রুত অপসারণের আওতায় পড়েনা। আমি পৃষ্ঠা দুটো সোয়াপ করে তারপর একটিকে অন্যটিতে পুনর্নির্দেশ করে দিয়েছি। Aishik Rehman (আলাপ) ১৫:১০, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Aishik Rehman আপনাকে ধন্যবাদ। আসলে আন্তঃউইকি সংযোগ না থাকায় কিন্তু এই সমস্যা হয়েছে। আমাদের সবারই আন্তঃউইকি সংযোগ দেয়া উচিত। -- কুউ পুলক ১৫:১৭, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)
১০ হাজার নিবন্ধ পদক
১০০০০ নিবন্ধ পদক |
অভিনন্দন কুউ পুলক ভাই। বাংলা উইকিপিডিয়ায় ১০০০০ নিবন্ধ মাইলফলক স্পর্শ করায় আপনাকে ১০০০০ সম্পাদনার পদকটি দিলাম। অভিনন্দন! চালিয়ে যান 👍 -- মো. জনি হোসেন (আলাপ) ১৬:৫০, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি) |
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ
প্রিয় কুউ পুলক,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
কিছু কথা
দাদা নমস্কার। আপনার সঙ্গে কিছু শেয়ার করতে চাই। আপনি বেশির ভাগ নিবন্ধই যান্ত্রিক অনুবাদ করে সরাসরি প্রকাশ করেন। এটা না করে, যান্ত্রিক অনুবাদ করে তার বানান সংশোধন, ভাষা শৈলী ঠিক করা, শ্রুতি মধুরতা আনা ইত্যাদি কাজ করে প্রকাশ করলে নিবন্ধগুলো আরো সুন্দর হতো। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি না, অনুরোধ করছি। কেননা উইকি বিশ্বকোষ। এখান থেকে মানুষ জানে এবং তথ্য সংগ্রহ করে। তাই কোন নিবন্ধ তৈরি করতে আমাদের সকলেই এ বিষয়গুলো আমলে আনা উচিত। কিছু ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। Gc Ray (আলাপ) ১২:১৯, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray দাদা, আমার সর্বশেষ জর্জ জি. বার্কলে নিবন্ধে আমি আসলে আমার অজ্ঞতার দরুন ভুল হয়ে থাকবে। যদি একটু হাতে ধরে শিখিয়ে দিতেন তবে ভালো হতো। ঠিক কোথায় বানান, ঠিক কোথায় শৈলীর সমস্যা। শিখতে চাই দাদা। প্লিজ। -- কুউ পুলক ১৪:৫১, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
সতী-উন-নিসা
দাদা, অনুগ্রহ করে সতী-উন-নিসা এর সম্পূর্ণ অনুবাদ করুন। Gc Ray (আলাপ) ১১:২১, ১৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray সুধী, ট্রেইনিং চলছে আমার। ট্রেইনিং শেষ হলে করবো। ঠিক আছে। -- কুউ পুলক ১৩:০৬, ১৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- আসলে ১৭শ শতাব্দীর ভারতীয় চিকিৎসক বিষয়শ্রেণীটি তৈরি করতে গিয়ে নিবন্ধটি অনুবাদের কাজে হাত দিয়েছিলাম। -- কুউ পুলক ১৩:১০, ১৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- @Gc Ray জনাব, দেখুন করেছি। কোন ভুল থাকলে ঠিক করে দেয়ার অনুরোধ থাকলো। -- কুউ পুলক ০৯:৫০, ২৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- অভিনন্দন! Gc Ray (আলাপ) ০৯:৫২, ২৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)