উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪
বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ লিখন ও অনুবাদ প্রতিযোগিতা
আয়োজক: উইকিমিডিয়া বাংলাদেশ
সময়ক্রম: ১ ফেব্রুয়ারি - ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

“আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু” এই স্লোগান নিয়ে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ লিখন ও অনুবাদ প্রতিযোগিতা ২০২৪

যেকোনো প্রকার সাহায্যের জন্য এখানে ক্লিক করে বার্তা দিন (আপনার টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকলে টেলিগ্রাম গ্রুপেও জিজ্ঞেস করতে পারেন)।

নিয়মাবলি
টিউটোরিয়াল ভিডিও
  1. অংশ নিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ বা লগ-ইন করুন, আইপি থেকে করা সম্পাদনা প্রতিযোগিতায় গণ্য হবে না। অংশগ্রহণকারী পাতায় আপনার নাম যুক্ত করুন।
  2. এই তালিকা থেকে আপনার পছন্দমতো যেকোনো নিবন্ধ বেছে নিন এবং সংশ্লিষ্ট নিবন্ধের ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করে বাংলা নিবন্ধ তৈরি করুন। তালিকাতে নেই কিন্তু আপনি লিখতে আগ্রহী এমন নিবন্ধ যুক্ত করতে এখানে প্রস্তাব দিন।
  3. কেবল নতুন নিবন্ধসমূহ গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত হবে না।
  4. নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ-অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না।
  5. একসাথে সর্বোচ্চ তিনটি নিবন্ধ ধরে রাখা যাবে। তিনটির কাজ শেষ করে, আবার সর্বোচ্চ তিনটি অনুবাদের জন্য একত্রে ধরা যাবে। কোন নিবন্ধ ছেড়ে দিতে চাইলে তাও করা যাবে। তবে ধরে রাখা নিবন্ধে ৭ দিনের বেশি কোনরূপ সম্পাদনা না করা হলে সেখান থেকে নাম মুছে ফেলে তা আবার সবার জন্য পর্যালোচকগণ উন্মুক্ত করে দিবেন।
  6. অনুবাদ করা শেষ হলে এখানে গিয়ে জমাদান/submit বোতামে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে নিবন্ধটি জমা দিন। এখানে আপনি অন্যান্য অংশগ্রহণকারীদের তালিকা এবং পরিসংখ্যানও দেখতে পাবেন।
  7. নিবন্ধ পর্যালোচনার পর গৃহীত হলে, উক্ত নিবন্ধের মোট শব্দ সংখ্যা গণনা করা হবে এবং তার হালনাগাদ তথ্য এখানে পাওয়া যাবে
  8. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ ইত্যাদির মত অনুবাদ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। যান্ত্রিক কোনো অনুবাদক ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিন, অনুবাদ বোধগম্য হচ্ছে কিনা নিশ্চিত করুন।
  9. যত খুশি নিবন্ধ অনুবাদ করা যাবে।
  10. নিবন্ধ পর্যালোচকগণও এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে কখনোই নিজের নিবন্ধ নিজে পর্যালোচনা করা যাবে না।
  11. পুরস্কারের বিস্তারিত দেখুন
  • অংশগ্রহণের নিয়মাবলির সারসংক্ষেপ ভিডিও দেখা যাবে এখানে
পরামর্শ
  1. যে নিবন্ধ নিয়ে কাজ করছেন, এই তালিকায় সেটির পাশে আপনার নাম বসাতে ~~~~ চিহ্ন যোগ করুন।
  2. এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। না বুঝলে প্রশ্ন করুন
  3. অনুবাদ করার সময় উক্ত নিবন্ধের শুরুতে {{কাজ চলছে/২০২৪}} কোডটি বসিয়ে দিতে পারেন।

যোগাযোগ
পুরস্কার
  • ন্যূনতম ১টি নিবন্ধ অনুবাদ করলেই উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে (এমনকি আপনি শীর্ষস্থানীয়দের মধ্যে না থাকলেও)।
  • গৃহীত নিবন্ধ বা নিবন্ধসমূহের মোট শব্দ সংখ্যা ন্যূনতম ৮ হাজার হলে ― ৫০০ টাকার গিফট ভাউচার বা সমমূল্যের পুরস্কার ও মুদ্রিত সনদপত্র
  • ১ম স্থান অধিকারী ― ৫০০০ টাকার গিফট ভাউচার বা সমমূল্যের পুরস্কার ও মুদ্রিত সনদপত্র
  • ২য় স্থান অধিকারী ― ৩০০০ টাকার গিফট ভাউচার বা সমমূল্যের পুরস্কার ও মুদ্রিত সনদপত্র
  • ৩য় স্থান অধিকারী ― ২০০০ টাকার গিফট ভাউচার বা সমমূল্যের পুরস্কার ও মুদ্রিত সনদপত্র
  • ৪র্থ ও ৫ম স্থান অধিকারী (২ জন) ― ১৫০০ টাকার গিফট ভাউচার বা সমমূল্যের পুরস্কার ও মুদ্রিত সনদপত্র
  • ৬ষ্ঠ থেকে ১০ম স্থান অধিকারী (৫ জন) ― ১০০০ টাকার গিফট ভাউচার বা সমমূল্যের পুরস্কার ও মুদ্রিত সনদপত্র
  • বি.দ্র. মোট যোগকৃত বাংলা শব্দ সংখ্যার ভিত্তিতে বিজয়ীদের ক্রম নির্ধারিত হবে। (উদা: "ক" ৫০০ শব্দের ৪টি নিবন্ধ অনুবাদ করল, "খ" ১০০ শব্দের ১০টি নিবন্ধ অনুবাদ করল। এই ক্ষেত্রে "ক" প্রথম ও "খ" দ্বিতীয় হবেন। সুতরাং বড় নিবন্ধ অনুবাদ করতে সাহস করুন।)

পর্যালোচনার জন্য জমাদান

একটি নিবন্ধের কাজ শেষ করেছেন?
আপনার তৈরি নিবন্ধটি জমা দিন

অংশগ্রহণকারী

(আপনি লগ-ইন বা প্রবেশ করেননি। লগ-ইন বা প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তবে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন।)

পর্যালোচক

নিবন্ধ পর্যালোচনা করতে এখানে ক্লিক করুন

ছোট মুদ্রণ

এই প্রতিযোগিতা মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে প্রতিযোগিতার যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো প্রতিযোগিতাটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। আয়োজক সংস্থা হিসেবে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরনের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে উইকিমিডিয়া বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এবং এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু কোন সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়।