উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯
নীড় | ২০২৪ | ২০২৩ | ২০২২ | ২০২১ | ২০২০ | ২০১৯ | ২০১৮ | ২০১৭ | ২০১৬ | ২০১৫ |
নিয়মাবলী
সংক্ষেপে: এশিয়া (মানুষ, স্থান, সংস্কৃতি, প্রভৃতি) সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করুন, ২০১৯ সালের নভেম্বর মাস জুড়ে। তালিকা নিবন্ধ গ্রহণযোগ্য হবে না।
- অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
- ১ নভেম্বর ২০১৯ থেকে
৩০শে নভেম্বর৭ ডিসেম্বর ২০১৯ (ইরানে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকায় ৭ দিন সময় বাড়ানো হয়েছে) পর্যন্ত সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলিই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন। - এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত বাদ রেখে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে হবে।
- শুধুমাত্র নতুন নিবন্ধসমূহ গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত হবে না।
- তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে মূল নিবন্ধ অন্তত ৩,০০০ বাইট ও ৩০০ শব্দের বা তার বেশি হওয়া উচিত। তবে এর অধিক বিদ্যমান তথ্যসমৃদ্ধ প্রতিটি নিবন্ধ সম্পুর্ণ অনুবাদকৃত হতে হবে, অন্যথায় নিবন্ধটি প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
- নিবন্ধটি তথ্যসমৃদ্ধ হতে হবে।
- নিবন্ধটিকে অবশ্যই উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
- নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; নিবন্ধে সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদের মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
- নিবন্ধটি "তালিকা নিবন্ধ" না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু অন্য ভাষার উইকিপিডিয়ার কোন নির্বাচিত তালিকা নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে।
- পর্যালোচনার সময় নিবন্ধের গুণগত মানের ওপর জোর দেওয়া হবে। এ প্রতিযোগিতায় চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নিয়মিত অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ তাদের নিজ নিজ বিবেচনাবোধ এবং উইকিবোধ কাজে লাগিয়ে নিবন্ধ পর্যালোচনা করবেন।
- পর্যালোচক হিসাবে নিজের নিবন্ধ নিজেই পর্যালোচনা করা যাবে না।
পুরস্কার
- কোনো অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হলে তাকে একটি পোস্টকার্ড পাঠানো হবে।
- বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাকে "উইকিপিডিয়া এশীয় দূত" হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা কোথায় পাব?
আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা দেয়া হয়েছে (এই তালিকা থেকে পূর্বে তৈরি হয় নি এমন যে কোনো নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।)
যোগ দিন
আপনি নভেম্বর মাসের যে কোনও সময় এই প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে নিবন্ধ সৃষ্টি করেছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/উইকিপিডিয়া এশীয় মাস অবদানকারী}} টেমপ্লেটটি এবং নিবন্ধের সবার উপরে {{কাজ চলছে/এশীয় মাস}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।
ব্যবহারকারী বাক্স
আপনি এখানে একবার যুক্ত হয়ে গেলে নির্দ্বিধায় এই ব্যবহারকারীর বাক্সটি আপনার ব্যবহারকারী পৃষ্ঠায় যুক্ত করতে পারেন।
|
এই উদাহরণের মতো করে #{{উইকিএশীয়মাস ব্যবহারকারী|আপনার ব্যবহারকারী নাম}}
এখানে আপনার ব্যবহারকারী নাম যুক্ত করুন। এবং আপনি যে কোনও সময় এই তালিকায় আপনার নাম যোগ করতে পারেন। নাম যুক্ত করার পূর্বে অবশ্যই আপনাকে লগ-ইন করতে হবে। প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না।
- আনুসাঙ্গিক
এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন। ২০১৯ সালের নভেম্বর মাসে সম্পাদিত নিবন্ধই শুধুমাত্র প্রতিযোগিতার জন্য গণ্য হবে
- যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ তৈরি করেছেন।
- এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
- যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।
- টেমপ্লেট
{{অনূদিত পাতা |en |নিবন্ধ |সংস্করণ= |ছোট=না}}
{{উইকিপিডিয়া এশীয় মাস আলাপ ২০১৯}}
অংশগ্রহণকারী
- Arif Ahasan (আলাপ)
- DelwarHossain (আলাপ)
- Eliushossen (আলাপ)
- Fateema Hafiz (আলাপ)
- Firuz Ahmmed (আলাপ)
- HamimM7 (আলাপ)
- ImranAvenger (আলাপ)
- IqbalHossain (আলাপ)
- Jamil1520 (আলাপ)
- Kupulak (আলাপ)
- M.NABIL (আলাপ)
- Marajozkee (আলাপ)
- Md Arif bd (আলাপ)
- Md. Golam Mukit Khan (আলাপ)
- Md.Fahamidul Islam Dipro (আলাপ)
- Meghmollar2017 (আলাপ)
- Moheen (আলাপ)
- Mostak Bari Fahim (আলাপ)
- Nettime Sujata (আলাপ)
- Nokib Sarkar (আলাপ)
- Rifat1 Kabir2 (আলাপ)
- Sayeed.hassan (আলাপ)
- ShahadatHossain (আলাপ)
- Sumasa (আলাপ)
- Tanay barisha (আলাপ)
- Wiki Ruhan (আলাপ)
- ZI Jony (আলাপ)
- অভিজিৎ দাস (আলাপ)
- আত্মপ্রতীতি (আলাপ)
- এম আবু সাঈদ (আলাপ)
- কায়সার আহমাদ (আলাপ)
- মাহফুজ ইমন (আলাপ)
- স্থপতি খালিদ মাহমুদ (আলাপ)
পর্যালোচক
- Moheen (আলাপ)
- ZI Jony (আলাপ)
- মোহাম্মাদ ইসমাইল (আলাপ)
- Wiki Ruhan (আলাপ)
- Waraka Saki (আলাপ)
- ImranAvenger (আলাপ)
- WAKIM (আলাপ)
- ShahadatHossain (আলাপ)
- M.NABIL (আলাপ)
- Marajozkee (আলাপ)
নিবন্ধ জমা দিন
এশীয় মাসে বাংলা উইকিপিডিয়ায় এশীয় বিষয়ক নিবন্ধ তৈরি করেছেন? নিচের বোতামে ক্লিক করে আপনার নিবন্ধ জমা দিন।
ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন। যদি ফাউন্টেন ব্যবহার করে নিবন্ধ জমা দিতে আপনার সমস্যা হয় তবে দয়া করে আলাপ পাতায় আপনার সমস্যার প্রতিবেদন করুন এবং পরে আবার চেষ্টা করুন। এরপরও যদি আপনার সমস্যা হয় তবে এখানে আপনার অবদানগুলি জমা করতে পারেন।
সংগঠক
পূর্ববর্তী সংস্করণ
প্রয়োজনীয় সংযোগ
সাংগঠনিক সহায়তা
- উইকিমিডিয়া কোরিয়া
- উইকিমিডিয়া ইন্দোনেশিয়া
- উইকিমিডিয়া বাংলাদেশ
- উইকিমিডিয়া তাইওয়ান
- উইকিমিডিয়া থাইল্যান্ড
- কানসাই উইকিমিডিয়া সম্প্রদায়
- নেপালি উইকিমিডিয়া সম্প্রদায়
- ফিলিপাইন উইকি সম্প্রদায়
- লেভ্যান্টের উইকিমিডিয়ান
- উইকিমিডিয়া সম্প্রদায় ব্যবহারকারী দল মালয়েশিয়া
- উইকিমিডিয়া সম্প্রদায় ব্যবহারকারী দল শ্রীলঙ্কা
- উইকিমিডিয়া সম্প্রদায় ব্যবহারকারী দল হংকং
- আজারবাইজানিয় উইকিমিডিয়ান ব্যবহারকারী দল
- ইরানি উইকিমিডিয়ান ব্যবহারকারী দল
- পাঞ্জাবি উইকিমিডিয়ান ব্যবহারকারী দল
- ভিয়েতনাম উইকিমিডিয়া ব্যবহারকারী দল
- উইকিপিডিয়া এশীয় মাস ব্যবহারকারী দল
- চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায়
- উইকিমিডিয়া ব্যবহারকারী দল চীন