উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮
নীড় | ২০২৪ | ২০২৩ | ২০২২ | ২০২১ | ২০২০ | ২০১৯ | ২০১৮ | ২০১৭ | ২০১৬ | ২০১৫ |
নিয়মাবলী
সংক্ষেপে: এশিয়া (মানুষ, স্থান, সংস্কৃতি, ইত্যাদি) সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করুন, ৩০০০ বাইট এবং ৩০০ শব্দ বা তার বেশি, সূত্রসহ, ২০১৮ সালের নভেম্বর মাস জুড়ে।
- যেকোন প্রবেশকৃত অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে অনুবাদকৃত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
- এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত বাদ রেখে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে হবে।
- পর্যালোচনার সময় নিবন্ধের গুণগত মানের (৩,০০০ বাইট ও ৩০০ শব্দের বা তার বেশি) ওপর জোর দেওয়া হবে। পাশের তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে মূল নিবন্ধটি তথ্যসম্বৃদ্ধ হতে হবে বা হওয়া উচিত। এ প্রতিযোগিতায় চার/পাঁচ লাইনের ছোটো নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নিয়মিত অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ তাদের নিজ নিজ বিবেচনাবোধ এবং উইকিবোধ কাজে লাগিয়ে নিবন্ধ পর্যালোচনা করবেন।
- শুধুমাত্র নতুন নিবন্ধসমূহ গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত হবে না।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদের মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
- ১লা নভেম্বর ২০১৮ থেকে ৩০শে নভেম্বর ২০১৮ পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
- নিবন্ধটি "তালিকা নিবন্ধ" না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু অন্য ভাষার উইকিপিডিয়ার কোন নির্বাচিত তালিকা নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে।
- শেষ দিনে নিবন্ধ জমা করতে যাদের অসুুবিধা হয়েছে তাঁরা এখানে জমা দিন। ১লা নভেম্বর ২০১৮ থেকে ৩০শে নভেম্বর ২০১৮ পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধ বাংলাদেশ ও ভারত বিষয়ক ছাড়া, এশিয়া (মানুষ, স্থান, সংস্কৃতি, ইত্যাদি) সম্পর্কিত, ৩০০০ বাইট এবং ৩০০ শব্দ বা তার বেশি, সূত্রসহ জমা করে দেবেন। জমা দেবার শেষ তারিখ ৫ ডিসেম্বর ২০১৮।
পুরস্কার
যে সমস্ত অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হবে তাকে একটি পোস্টকার্ড পাঠানো হবে। ১৫টি নিবন্ধ গৃহীত হলে আরেকটি বিশেষ পোস্টকার্ড পাবেন। বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা কোথায় পাব?
আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা দেয়া হয়েছে (এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোন নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।)
যোগ দিন
এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে নিবন্ধ সৃষ্টি করেছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/উইকিপিডিয়া এশীয় মাস অবদানকারী}} অথবা {{ব্যবহারকারী/উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ অবদানকারী}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।
২০১৮ সালের নভেম্বর মাসে সম্পাদিত নিবন্ধই শুধুমাত্র প্রতিযোগিতার জন্য গণ্য হবে (এখানে আপনার ব্যবহারকারী নাম যুক্ত করুন। নাম যুক্ত করার পূর্বে অবশ্যই আপনাকে লগ-ইন করতে হবে। প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না।)
এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
- যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন।
- যে সমস্ত অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হয়েছে তাঁকে একটি পোস্টকার্ড পাঠানো হবে। ১৫টি নিবন্ধ গৃহীত হলে আরেকটি বিশেষ পোস্টকার্ড পাবেন। বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
- এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
- যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।
অংশগ্রহণকারী
সম্পাদনা- Moheen (আলাপ)
- ferdous (আলাপ)
- NahidHossain (আলাপ)
- খাঁ শুভেন্দু (আলাপ)
- Che12Guevara (আলাপ)
- Tanay barisha (আলাপ)
- Imtiaz ahmed rifat (আলাপ)
- Kayser Ahmad (আলাপ)
- Mmrsafy (আলাপ)
- MD Abu Siyam (আলাপ)
- Nettime Sujata (আলাপ)
- Hamid Abrar Khan (আলাপ)
- MustafaKamal (আলাপ)
- Rafi Bin Tofa (আলাপ)
- Ashiq Shawon (আলাপ)
- Wakim32 (আলাপ)
- Sumasa (আলাপ)
- Habib Rabbi (আলাপ)
- Hamim000000 (আলাপ)
- S Shamima Nasrin (আলাপ)
- IqbalHossain (আলাপ)
- Asmita_comp (আলাপ)
- প্রলয়স্রোত (আলাপ)
- কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ)
- Maruf Hossain (আলাপ)
- Gronthokeet (আলাপ)
- Rakibuzzaman Ratul (আলাপ)
- Nafiur14 (আলাপ) সাইপ্রাস কলেজ
- Bang Bang50 (আলাপ)
- Mashkawat.ahsan (আলাপ)
- RiazACU (আলাপ)
- Meghmollar2017 (আলাপ)
- Navaarun (আলাপ)
- Md. Forhad Rahman (আলাপ)
- মোহাম্মাদ ইসমাইল (আলাপ)
- Afrida Nurain (আলাপ)
- মঞ্জুর আলম খান (আলাপ)
- Tafhim Mahmud (আলাপ)
- saifulislam09 (আলাপ)
- Marajozkee (আলাপ)
- অভিজিৎ দাস (আলাপ)
- Ahmed Farzana (আলাপ)
- Obangmoy (আলাপ)
- SOFTowaha (আলাপ)
- Proshenkt98 (আলাপ)
- Shuaib Anik (আলাপ)
- রাবেয়া সুলতানা (আলাপ)
- Md Mushiur Rahman (আলাপ)
- NilanjanaRahman (আলাপ)
- Tarunsamanta (আলাপ)
- Fazal E Tamim (আলাপ)
- Nirmol360 (আলাপ)
- Sajid Ahmed Nijhu (আলাপ)
- Pinaki HK Ghosh (আলাপ)
- Swarlok100 (আলাপ)
- Rezwan islam27 (আলাপ)
- ieahhiea (আলাপ)
- Anup Sadi (আলাপ)
- Md. Shahriar Ibna Karim (Meraj) (আলাপ)
- Sumita Roy Dutta (আলাপ)
নিবন্ধ জমা দিন
এশীয় মাসে বাংলা উইকিপিডিয়ায় এশীয় বিষয়ক নিবন্ধ তৈরি করেছেন? নিচের বোতামে ক্লিক করে আপনার নিবন্ধ জমা দিন।
এখানে যেয়ে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।