Navaarun

২৭ ডিসেম্বর ২০১৫ তারিখে যোগ দিয়েছেন
নবারুণ উইকিপিডিয়াতে আছেন ৮ বছর, ২ মাস ও ২১ দিন ধরে।



সক্রিয়
— উইকিপিডিয়ান —
নামনবারুণ ভট্টাচার্য্য
জন্ম২৬-০৭-১৯৯৫
চট্টগ্রাম
বর্তমান অবস্থানঢাকা
ভাষাবাংলা, English & हिंदी।
সময় অঞ্চল+৬:০০
বর্তমান সময়ইউটিসি+৬:০০ এর জন্য বর্তমান সময় হল ০৮:৫৪
জাতিসত্তাবাঙ্গালী
উচ্চতা৫ ফিট ৬ ইঞ্চি
আইকিউজানা হয়ে উঠে নি।
ব্যক্তিত্বের ধরনবোরিং, আনরোমাণ্টিক, এম্বিভার্ট।
পরিবার এবং বন্ধু-বান্ধব
বৈবাহিক অবস্থাঅবিবাহিত।
দাম্পত্য সঙ্গীনেই
প্রেমিকানেই
সন্তাননেই
শিক্ষা এবং কর্মসংস্থান
শিক্ষাবি.বি.এ (হিসাব বিজ্ঞান)
প্রাথমিক বিদ্যালয়যাত্রা মোহন সেন কিন্ডার গার্ডেন স্কুল
উচ্চ বিদ্যালয়বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয়
কলেজসরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনস্থ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ
শখ, পছন্দ এবং বিশ্বাস
শখঅনুবাদ, মুভি দেখা, প্রোগ্রামিং আর ঘুমানো।
ধর্মশ্বরবাদ
চলচ্চিত্রহোয়াটস ইটিং গিলবার্ট গ্রেইপ, ফরেস্ট গাম্প, হাচি: এ ডগ'স টেল, কল মি বাই ইয়োর নেইম, শিন্ডলার্স লিস্ট, দ্য স্পাই (টিভি সিরিজ), লাইফ অফ পাই, দ্য গ্রীণ মাইল, বয়হুড, ডাউনফল, দ্য পিয়ানিস্ট, ফাইভ হান্ড্রেড ডেইজ অফ সামার, লেটার্স ফ্রম ইয়াও জিমা, সেভিং প্রাইভেট রায়ান, দ্য ইমিট্যাশান গেইম, দ্য কালার পার্পল, নাইটক্রলার, ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকুস নেস্ট, দ্য উইটন্যাস, গুডফেলাস।
বই(বৃহন্নলা, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, নিষাদ (মিসির আলি সিরিজ ৩), হিজিবিজি, হোটেল গ্রেভার ইন) - হুমায়ূন আহমেদ, ভালোবাসা কারে কয় - অভিজিৎ রায়, মানুষের গল্প - ইউভাল নোয়াহ হারারি, দাম্পত্য কলহ- সঞ্জীব চট্টোপাধ্যায়, নির্বাচিত কলাম- তসলিমা নাসরিন
আগ্রহ

ধাতব (মেটাল) সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, গোয়েন্দা সংস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রোগ্রামিং।

যোগাযোগের তথ্য
ইমেইলnabaarun1996@gmail.com
ফেসবুকcontactNabaarun
অ্যাকাউন্ট পরিসংখ্যান
প্রথম সম্পাদনাজাতীয় নিরাপত্তা গোয়েন্দা

হেই দেয়ার! এখানে থামার জন্য ধন্যবাদ! আমি নবারুণ। পড়াশোনার পাঠ চুকিয়ে বর্তমানে একটি মাল্টি-ন্যাশনাল কোম্পানীতে আছি। আর সময় পেলেই উইকিতে ঢুঁ মেরে টুকটাক অবদান রাখার চেষ্টা করছি। আর এভাবেই পার করে দিচ্ছি আমার সময় আর জীবনের মূল্যবান অংশগুলো।

যেভাবে উইকিতে থিতু হলাম সম্পাদনা

"জন্মেছিস যখন, দেয়ালের গায়ে একটা আঁচড় রেখে যা।"

- স্বামী বিবেকানন্দ

উইকি হচ্ছে আমার সাদা-দেয়াল আর এখানে লিখে যাওয়া অনুবাদগুলো হচ্ছে আমার রেখে যাওয়া আঁচড়!

আসলে ব্যাক্তিগতজীবনে ইংরেজী ভাষা চর্চা করতে গিয়েই উইকির সাথে পথ চলা শুরু। মুগ্ধ-পাঠক থেকে হঠাৎ উইকির কন্ট্রিবিউটার হওয়ার সিদ্ধান্ত নিই ২০১৬ সালের দিকে। ওয়েব-প্রোগ্রামিং-এর বেসিক নলেজ জানা থাকায় অনুবাদ করতে গিয়ে বেশি বেগ পেতে হয় নি। তবুও শুরুর পথ মসৃণ ছিলো না। প্রথম ধাক্কা খায় Visual Editing পদ্ধতিতে Infobox বানাতে গিয়ে। আর এ ধাক্কাতেই শিখে ফেলি Source Editing দিয়ে অনুবাদ করার এফিশিয়েন্ট পদ্ধতি। তাই নতুনদের জন্য পরামর্শ থাকবে এট-লিস্ট সবাই যেন HTML5 আয়ত্তে রাখে। এতে নিজের অভিজ্ঞতায় একটি পালক তো যুক্ত হবেই, পাশাপাশি সার্ভ হবে অনুবাদ করার পার্পাসও।

অভিপ্রায় সম্পাদনা

ইচ্ছে আছে ৫০০০ এর মতো আর্টিকেল অনুবাদ করার। পাশাপাশি উইকিসংকলন আর উইকির সহজ ইংরেজী প্রোজেক্টেও অবদান রাখার জন্য মনের ভেতরে এক ধরনের তাগাদা অনুভব করি।

আর উইকিতে এখন পর্যন্ত “মুভি”, “জীবনী”, “গোয়েন্দা সংস্থা” আর “দ্বিতীয় বিশ্বযুদ্ধ” সংক্রান্ত প্রবন্ধ অনুবাদ করে গেলেও এসবের বাইরেও অন্য আরো বিষয় নিয়ে প্রবন্ধ লিখে উইকিকে সমৃদ্ধ করার ইচ্ছে আছে।

 

আমার অনুবাদকৃত প্রবন্ধসমূহ সম্পাদনা

  • ডোনাল্ড ট্রাম্প (মার্কিন যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী)

শেষকথা সম্পাদনা

যে কোন পরামর্শ আমার আলাপ পাতায় ছেড়ে আসলে খুশি হবো। সময় নিয়ে পুরো লেখাটা পড়ে শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ।