উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ পদক সম্পাদনা

সুপ্রিয়
WAKIM
উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায়
অংশ নিয়ে ৫টি নিবন্ধ লেখায়
আপনাকে এই
 
দেওয়া হল।

শুভেচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

প্রিয় WAKIM,
আশা করি কনকনে এই ঠাণ্ডাতেও ভালো আছেন। বিগত ২০২২ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর নাগাদ বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ (বাংলা)
১৫:১২, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

প্রিয় WAKIM,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

The Wikipedia Asian Month 2022 Barnstar সম্পাদনা

ইসলাম বিষয়ক অনলাইন এডিটাথন সম্পাদনা

 
সুপ্রিয় WAKIM, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আপনাকে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি এবং মানোন্নয়ন করাই হলো এই অনলাইন এডিটাথনের মূল উদ্দেশ্য যা পবিত্র রমজান মাস ব্যাপী চলবে। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন।
আমন্ত্রণে—
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৩-এর আয়োজক ও পর্যালোচকদের পক্ষে,
আঃ আজিজ ফাহাদ (আলাপ) ০২:০৮, ২৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ এর সময়সীমা বাড়ানো হয়েছে সম্পাদনা

 
logo.svg

সংগঠকদের শুভেচ্ছা,

নারীবাদ ও লোকগাথা আন্তর্জাতিক টিমের পক্ষ থেকে শুভেচ্ছা,

আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আপনার স্থানীয় উইকিপিডিয়াতে একটি আন্তর্জাতিক লেখার প্রতিযোগিতা নারীবাদ ও লোকগাথা এডিটাথনের সময়সীমা ২০২৩ সালের এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। নারীবাদ, নারী জীবনী এবং লিঙ্গ কেন্দ্রিক বিষয় যেমন লোক উৎসব, লোকনৃত্য, লোকসংগীত, লোক কার্যক্রম, লোক খেলা, লোকজ খাবার, লোক পরিধান, রূপকথা, লোকনাট্য, লোকগান, শিল্পকলা, লোকধর্ম, পৌরাণিক কাহিনী, লোক শিল্পী, লোক নৃত্যশিল্পী, লোক গায়ক, লোক সঙ্গীতশিল্পী, লোক খেলা ক্রীড়াবিদ, পৌরাণিক কাহিনীতে নারী, লোককাহিনীতে নারী যোদ্ধা, ডাইনি এবং জাদুকরী শিকার, রূপকথা ইত্যাদি এবং আরও অনেক কিছু নিয়ে লেখার এটাই এই বছরের শেষ সুযোগ।

উইকিপিডিয়াতে আপনার স্থানীয় লোকসংস্কৃতিকে নথিভুক্ত করার জন্য লেখার প্রতিযোগিতায় আমরা আপনার ব্যাপক অংশগ্রহণ চাই। এছাড়াও আপনি project pages-এর অনুবাদে সাহায্য করতে পারেন এবং আপনার স্থানীয় ভাষায় কিছু বলতে পারেন।

আয়োজকদের মেইলে কিছু নির্দেশনা জানানো হয়েছে। আপনার কোন সহায়তা প্রয়োজন হলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন।

শুভেচ্ছা সহ,

আন্তর্জাতিক টিম নারীবাদ ও লোকগাথা --MediaWiki message delivery (আলাপ) ০৪:২৮, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি) Nettime Sujata (আলাপ) ১১:২৬, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২৩ সম্পাদনা

সুধী,

নারীবাদ এবং লোকগাথা এডিটাথন ২০২৩-এ স্থানীয় পুরস্কার জেতার অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন! আমরা আপনার মূল্যবান অবদান এবং উইকিপিডিয়াতে স্থানীয় লোকসংস্কৃতি এবং নারী বিষয়ক নিবন্ধ নথিভুক্ত করার জন্য আপনার প্রচেষ্টার প্রশংসা করি। আপনার পুরস্কার প্রাপ্তি নিশ্চিত করতে, অনুগ্রহ করে ১লা জুলাই ২০২৩-এর আগে এই ফর্মটি পূরণ করার জন্য একটু সময় নিন। কোনো সম্ভাব্য সমস্যা এড়াতে আমরা আপনাকে সময়সীমার আগে ফর্মটি জমা দেওয়ার জন্য অনুরোধ করছি।

আপনার যদি কোন প্রশ্ন থাকে বা আরও সহায়তার প্রয়োজন হয়, অনুগ্রহ করে আলাপ পাতায় বা ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। আমরা সাহায্য করতে পারলে খুশি হবো।

শুভেচ্ছা সহ

নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ দলের পক্ষ থেকে Nettime Sujata (আলাপ) ১১:০৬, ১২ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সময়ের মধ্যে অবশ্যই ফর্ম পূরণ করে দেবেন। কোন সমস্যা হলে জানাবেন। Nettime Sujata (আলাপ) ০৪:১১, ২৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
জানানোর জন্য ধন্যবাদ। আমি ইতোমধ্যে ফর্ম পূরণ করেছি। ওয়াকিম (আলাপ) ১৬:২৪, ২৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

ঈদ মোবারক সম্পাদনা