উইকিপিডিয়া:লক্ষ্য এবার লক্ষ

এডিটাথনটি সমাপ্ত হয়েছে। এই পাতাটি (এবং এই পাতার সমস্ত উপপাতাগুলি) বর্তমানে সংরক্ষিত।
বাংলা উইকিপিডিয়ায় এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনে আয়োজিত বিশেষ এডিটাথন
নিয়মাবলী
১. এই তালিকা থেকে আপনার পছন্দমতো একটি নিবন্ধ বেছে নিন ও পাতাটিতে কাজ করা শুরু করুন। তালিকাতে নেই কিন্তু আপনি লিখতে আগ্রহী এমন নিবন্ধ যুক্ত করতে এখানে প্রস্তাব দিন।
২. তথ্যছক, চিত্র প্রভৃতি বাদে মূল নিবন্ধ ন্যূনতম ৩০০ শব্দ এবং ৬ হাজার বাইটের হতে হবে। ব্যতিক্রমী ক্ষেত্রে আয়োজক দলের সদস্যগণ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
৩. কিন্তু, মনে রাখতে হবে: যা লিখবেন তা যেন বোধগম্য হয়। পাঠক যেন উক্ত লেখা পড়ে অর্থ বুঝতে পারেন। অর্থাৎ, কোন প্রকার যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়।
৪. যে নিবন্ধটির অনুবাদ শুরু করবেন, সেটি সম্পূর্ণরূপে অনুবাদ করার চেষ্টা করবেন। নিবন্ধ শুরুর পর {{কাজ চলছে/লক্ষ্য এবার লক্ষ}} টেমপ্লেটটি যোগ করতে পারেন এবং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা রাখতে পারেন।
৫. একই সাথে তিনটির অধিক নিবন্ধ তৈরি বা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করে রাখবেন না।
৬. সম্প্রসারণের জন্য সংরক্ষিত ছোট নিবন্ধে তিন দিন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সম্পাদনা না করলে তা অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
৭. প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
পুরস্কার
  • এটি ধারাবাহিক এডিটাথন। এডিটাথনের সকল সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া প্রথম দশজনকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে (শীঘ্রই জানানো হবে)।
  • এডিটাথনের প্রতিটি সংস্করণের সেরা দশ অবদানকারীকে অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে।
  • এছাড়া, এডিটাথনে নিবন্ধ গৃহীত হয়েছে এমন সকল অবদানকারীকে উইকিপদক দেওয়া হবে।
সাধারণ পরামর্শ
এডিটাথন বিষয়ক আরও কিছু মন্তব্য ও পরামর্শ:
  • যেকোন লগ-ইনকৃত/প্রবেশরত অ্যাকাউন্ট থেকে এই এডিটাথনে অংশ নেওয়া যাবে।
  • আমাদের এই এডিটাথনের লক্ষ্য হলো বাংলা উইকিপিডিয়াতে এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনকে তরান্বিত করা। কিন্তু একইসাথে বিষয়বস্তুর মানের বিষয়টিও খেয়াল রাখা।
  • ধারাবাহিক এডিটাথনটি ১৫ আগস্ট ২০২০ থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত চলমান থাকবে। লক্ষ্যণীয় যে এমুহূর্তে বাংলা উইকিপিডিয়ায় মোট নিবন্ধ রয়েছে ১,৫০,২৮৮ টি।
  • প্রতি মাসে নতুন নতুন বিষয়ের উপর এডিটাথন চলমান থাকবে।

অংশগ্রহণকারী

অংশগ্রহণকারী হিসেবে আপনার ‘ব্যবহারকারী নাম’ যুক্ত করতে এখানে ক্লিক করুন নাম যোগের পর এখান থেকে আপনার পছন্দমত বাছাই করে নিবন্ধ অনুবাদ করুন, অন্যথায় আপনি পুরস্কার পাওয়ার যোগ্য হবেন না।

বিষয়

নিচের বিষয় নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান

আয়োজক দল

আরও দেখুন

ছোট মুদ্রণ

এই এডিটাথন মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা আয়োজিত, এবং আয়োজকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে এডিটাথনের যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো এডিটাথনটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। আয়োজক সংস্থা হিসেবে প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরনের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে উইকিমিডিয়া বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এবং এই পাতার নিয়ম বা অন্য কোন কিছু কোন সংস্থার সাথেই আইনত সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়।