উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২৪/রমজান

     

     

ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৪
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি করাই হলো এই এডিটাথনের মূল উদ্দেশ্য।


নিয়মাবলী:

  1. এডিটাথনে অংশ নিতে অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. প্রদত্ত নিবন্ধ তালিকা থেকে নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে। অসম্পূর্ণ অনুবাদ গৃহীত হবে না।
  3. নতুন নিবন্ধ তৈরি করার সময় কয়েকটি বাক্য অনুবাদ করার পর {{কাজ চলছে/রমজান}} ট্যাগটি যোগ করে নিবন্ধটি প্রকাশ করবেন এবং এরপরই বাকি অনুচ্ছেদগুলো অনুবাদ করবেন।
  4. যা লিখবেন তা যেন বোধগম্য হয়। যান্ত্রিক ও অগ্রহণযোগ্য অনুবাদ করবেন না।
  5. তালিকার বাইরের ইসলাম সম্পর্কিত কোনও নিবন্ধ অনুবাদ করতে চাইলে এডিটাথনের আলাপ পাতায় বার্তা দিন। উল্লেখ্য, নিবন্ধটি অবশ্যই ৩০০+ শব্দের হতে হবে এবং সম্পূর্ণ অনুবাদ করতে হবে৷

শুভেচ্ছা স্মারক

সম্পাদনা
  • প্রথম শীর্ষ ৩ অবদানকারীকে শুভেচ্ছা উপহার হিসেবে ডিজিটাল সনদ প্রদান করা হবে।
  • গৃহীত হওয়া নিবন্ধ প্রণেতাকে উইকিপদক প্রদান করা হবে।

অংশগ্রহণকারী

সম্পাদনা