উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২০১৫ সালের ২১শে ফেব্রুয়ারী ২৪ ঘন্টা ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হবে।

  • বিষয় - মাতৃভাষা ও ভাষা আন্দোলন
  • শুরু -বাংলাদেশ সময় অনুসারে, ২১শে ফেব্রুয়ারী, ০০-০১ ঘন্টা (ইউটিসি+৬:০০),
  • শেষ- বাংলাদেশ সময় অনুসারে, ২১শে ফেব্রুয়ারী, ২৩-৫৯ ঘন্টা (ইউটিসি+৬:০০),
  • নতুন নিবন্ধের সংখ্যা -
  • মানোন্নয়ন সম্পন্ন পুরাতন নিবন্ধের সংখ্যা -

কি করা হয়েছে

সম্পাদনা
  • ইভেন্ট পাতা তৈরী -   করা হয়েছে
  • সাইটনোটিশ তৈরী -   করা হয়েছে
  • ফেসবুক ইভেন্ট পাতা তৈরী -   করা হয়েছে, লিঙ্ক

প্রস্তুতি

সম্পাদনা

কি করবেন

সম্পাদনা
  1. মাতৃভাষা ও ভাষা আন্দোলন সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন।
  2. মাতৃভাষা ও ভাষা আন্দোলন সংক্রান্ত পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করুন। সংশ্লিষ্ট নিবন্ধ দেখুন {{বাংলা ভাষা আন্দোলন}} এখানে।
  3. যে নিবন্ধে হাত দিয়েছেন, তা সম্পূর্ণ করুন।
  4. উইকিডাটার সাহায্যে অন্যান্য ভাষার উইকিতে একই বিষয়ের নিবন্ধের সঙ্গে সংযোগ করুন।
  5. নিবন্ধ সম্পূর্ণ হলে আলাপ পাতায় সঠিক ভাবে গুরুত্ব ও গুণমান অনুসারে শ্রেণীভূক্ত করুন।

কি করবেন না

সম্পাদনা
  1. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না।
  2. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না।
  3. সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।

নতুন নিবন্ধের তালিকা

সম্পাদনা

মানোন্নয়নকৃত পুরাতন নিবন্ধের তালিকা

সম্পাদনা

অংশগ্রহণকারী

সম্পাদনা
  1. বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৫৬, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  2. Sujay25 (আলাপ) ১৯:০৫, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  3. Santanu Chandra ১৯:০৮, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
  4. অয়ন আলোচনা ১৯:১০, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  5. --যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৫, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  6. ‍‍কল্যাণ সরকার (আলাপ) ১৯:২২, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  7. তন্ময় বীর (আলাপ) ২০:১২, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  8. রাফাল রাসেল (আলাপ) ০৯:৩০, ২৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  9. Engr.Rafi (আলাপ) ২১:২৮, ২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  10. মহীন রীয়াদ (আলাপ) ২১:৩৮, ২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  11. অংকন (আলাপ) ০৬:৪২, ৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  12. Happiest persoN (আলাপ) ০৯:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  13. সজিবুর (আলাপ) ১১:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  14. রাকিব হোসেন
  15. খুরশীদুজ্জামান আহমেদ
  16. বশির আহমদ জুয়েল
  17. মোহাম্মদ ছরোয়ার আলম মিডু
  18. এস এম হেমায়েত (আলাপ) ০৮:১৪, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  19. ফেরদৌস (চ্যাট!) ১০:০৫, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  20. ইকবাল হোসেন (আলাপ) ১২:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  21.  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:৩০, ৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  22. মোঃ ইব্রাহীম হুসাইন মেরাজ
  23. নাবিল নিয়াজি
  24. অভিজিৎ দাস (আলাপ) ১৭:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]