উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ২০১৫ সালের ২১শে ফেব্রুয়ারী ২৪ ঘন্টা ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হবে।
- বিষয় - মাতৃভাষা ও ভাষা আন্দোলন
- শুরু -বাংলাদেশ সময় অনুসারে, ২১শে ফেব্রুয়ারী, ০০-০১ ঘন্টা (ইউটিসি+৬:০০),
- শেষ- বাংলাদেশ সময় অনুসারে, ২১শে ফেব্রুয়ারী, ২৩-৫৯ ঘন্টা (ইউটিসি+৬:০০),
- নতুন নিবন্ধের সংখ্যা -
- মানোন্নয়ন সম্পন্ন পুরাতন নিবন্ধের সংখ্যা -
কি করা হয়েছে
সম্পাদনা- ইভেন্ট পাতা তৈরী - করা হয়েছে
- সাইটনোটিশ তৈরী - করা হয়েছে
- ফেসবুক ইভেন্ট পাতা তৈরী - করা হয়েছে, লিঙ্ক
প্রস্তুতি
সম্পাদনা- এডিটাথনে অংশগ্রহণকারীরা কে কোন নিবন্ধে (নতুন বা বর্তমান) কাজ করবেন সেটা আগে থেকে ঠিক করে নিয়ে উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০১৫/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস#কর্মবিভাজন অংশে তালিকাভুক্ত করুন।
কি করবেন
সম্পাদনা- মাতৃভাষা ও ভাষা আন্দোলন সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন।
- মাতৃভাষা ও ভাষা আন্দোলন সংক্রান্ত পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করুন। সংশ্লিষ্ট নিবন্ধ দেখুন {{বাংলা ভাষা আন্দোলন}} এখানে।
- যে নিবন্ধে হাত দিয়েছেন, তা সম্পূর্ণ করুন।
- উইকিডাটার সাহায্যে অন্যান্য ভাষার উইকিতে একই বিষয়ের নিবন্ধের সঙ্গে সংযোগ করুন।
- নিবন্ধ সম্পূর্ণ হলে আলাপ পাতায় সঠিক ভাবে গুরুত্ব ও গুণমান অনুসারে শ্রেণীভূক্ত করুন।
কি করবেন না
সম্পাদনা- অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না।
- তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না।
- সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।
নতুন নিবন্ধের তালিকা
সম্পাদনামানোন্নয়নকৃত পুরাতন নিবন্ধের তালিকা
সম্পাদনা- বাংলা ভাষা - (অসম্পূর্ণ)
অংশগ্রহণকারী
সম্পাদনা- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৫৬, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Sujay25 (আলাপ) ১৯:০৫, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Santanu Chandra ১৯:০৮, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অয়ন আলোচনা ১৯:১০, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- --যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৫, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- কল্যাণ সরকার (আলাপ) ১৯:২২, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- তন্ময় বীর (আলাপ) ২০:১২, ২৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- রাফাল রাসেল (আলাপ) ০৯:৩০, ২৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Engr.Rafi (আলাপ) ২১:২৮, ২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- মহীন রীয়াদ (আলাপ) ২১:৩৮, ২ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অংকন (আলাপ) ০৬:৪২, ৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Happiest persoN (আলাপ) ০৯:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- সজিবুর (আলাপ) ১১:২৮, ৩ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- রাকিব হোসেন
- খুরশীদুজ্জামান আহমেদ
- বশির আহমদ জুয়েল
- মোহাম্মদ ছরোয়ার আলম মিডু
- এস এম হেমায়েত (আলাপ) ০৮:১৪, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ফেরদৌস (চ্যাট!) ১০:০৫, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ইকবাল হোসেন (আলাপ) ১২:৪১, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৪:৩০, ৯ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
- মোঃ ইব্রাহীম হুসাইন মেরাজ
- নাবিল নিয়াজি
- অভিজিৎ দাস (আলাপ) ১৭:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)