উইকিপিডিয়া:নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩

নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩
সময়সূচী: ১ ফেব্রুয়ারি ২০২৩ – ১৫ এপ্রিল ২০২৩

নারীবাদ ও লোকগাথা হল প্রতিবছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে উইকিপিডিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক লিখন প্রতিযোগিতা। এর উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের লোক সংস্কৃতি ও লোকগাথার সঙ্গে সংযুক্ত নারীদের উইকিপিডিয়ায় নথিভুক্ত করা। এই প্রকল্পটি বিশ্বব্যাপী লোকগাথার ঐতিহ্য নথিবদ্ধ করার জন্য উইকিমিডিয়া কমন্সে সংগঠিত উইকি ভালোবাসে লোকগাথা (ডাব্লিউএলএফ) আলোকচিত্র প্রচারের উইকিপিডিয়া সংস্করণ।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এবং অন্যান্য উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রকল্পগুলিতে মানব সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কিত নিবন্ধ সংগ্রহ করা। এই বছর আমরা লিঙ্গ বৈষম্য দূরীভূত করতে বিশেষ মনোযোগ দিয়ে, বিশ্বজুড়ে লোক সংস্কৃতিতে মনোনিবেশ করেছি, এইজন্য আমরা বিশ্বজুড়ে অন্যান্য শাখা এবং গোষ্ঠীগুলির সাথে সংযুক্ত হয়েছি।

২০১৯ সাল থেকে, আমরা কমন্স প্রতিযোগিতায় একটি বহুভাষিক উইকিপিডিয়ান প্রতিযোগিতা যুক্ত করেছি এবং প্রকল্পটি আন্তঃউইকি, আন্তঃভাষা এবং আন্তঃ-প্রকল্পে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমাদের বিশ্বব্যাপী উইকি লাভ আন্দোলনগুলির প্রকৃত দিকগুলি প্রতিপালিত হয়। প্রদত্ত নিবন্ধগুলি অবশ্যই বিষয়বস্তুরর সাথে মেলা চাই, যার অর্থ অধিকাংশ ব্যবহারকারী বিষয়বস্তু সম্পর্কিত বেশ কয়েকটি কাছাকাছি বিষয় সন্ধান করতে সক্ষম হবেন, সেগুলি আঞ্চলিক লোক সংস্কৃতিতে প্রাধান্য দেওয়া উৎসব, নৃত্য, রন্ধনপ্রণালী, পোশাক, বা প্রতিদিনের জীবনযাত্রা সম্পর্কিত হতে পারে। প্রতিযোগী আমাদের তৈরি করা তালিকা থেকে কোন নিবন্ধ চয়ন করতে বা মূল বিষয়বস্তুর সাথে সম্পর্কিত এবং লিঙ্গ বৈষম্য দূরীভূত করতে প্রাধান্য দেওয়া কোন বিষয় নিজেই বাছাই করতে পারবেন। বিভিন্ন গোষ্ঠীর কাছে অদম্য সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন অর্থ রয়েছে সুতরাং এর উদ্দেশ্য বিষয়বস্তু বর্ধন করা, আন্তঃসাংস্কৃতিক সংলাপে সহায়তা করা এবং জীবনের অন্যান্য উপায়গুলোর জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধে উৎসাহ দেওয়া। এছাড়াও এটি ব্যবহারকারীর সদ্ব্যবহারের উদ্দেশ্যে সাংস্কৃতিক বৈচিত্র্যের তথ্য উপস্থাপন করে।

বিষয়বস্তু

এই বছরের প্রকল্পটির জন্য উইকিপিডিয়ায় লোকসংস্কৃতি বিষয়বস্তুর দিকে মূল মনোযোগ দিয়ে 'উইকি লাভস ফোকলোর' এর লিঙ্গ বৈষম্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে নারীবাদ ও লোকগাথা আলোকপাত করবে নারীবাদ, নারীদের জীবনী এবং লিঙ্গ-কেন্দ্রিক-বিষয়গুলোতে।

লোকগাথা - বিশ্বের বিভিন্ন স্থানের লোকগাথা, যার মধ্যে আছে লোক উৎসব, লোকনৃত্য, লোকসঙ্গীত, লোক কার্যকলা, লোক ক্রীড়া, লোক রন্ধনপ্রণালী, লোক পরিধান, রূপকথার গল্প, লোকনাট্য, লোকশিল্প, লোকধর্ম, পুরাণ ইত্যাদি, তবে কেবল এগুলোর মধ্যে কাজের পরিধি সীমাবদ্ধ নয়।

লোকগাথায় নারীরা- এর মধ্যে আছে লোককাহিনী, লোকসংস্কৃতিতে নারী এবং গতানুগতিক ধারার বাইরের ব্যক্তিত্ব, তবে শুধুমাত্র এরমধ্যেই সীমাবদ্ধ নয় (লোকশিল্পী, লোক নৃত্যশিল্পী, লোক গায়ক, লোকবাদ্য শিল্পী, লোক ক্রীড়াবিদ, পুরাণে নারীরা, লোককাহিনিতে নারী যোদ্ধা, ডাইনী ও ডাইনী শিকার, রূপকথা এবং আরও অনেক)।

নিয়মাবলী
  • প্রসারিত বা নতুন নিবন্ধটি সর্বনিম্ন ২০০টি শব্দ এবং একইসঙ্গে ৩০০০ বাইটের হতে হবে।
  • নিবন্ধে অন্তত একটি তথ্যসূত্র থাকতে হবে।
  • নিবন্ধটি যান্ত্রিকভাবে অনুদিত হলে গৃহীত হবেনা।
  • নিবন্ধটি ১লা ফেব্রুয়ারি থেকে ১৫ এপ্রিলের মধ্যে তৈরি হতে হবে।
  • নিবন্ধের বিষয়বস্তু নিম্ন লিখিত নারীবাদ ও লোকগাথার মধ্যে থাকতে হবে।
  • কোনও গ্রন্থস্বত্ব লঙ্ঘন ও উল্লেখনীয় সমস্যা থাকা চলবে না।
  • নিবন্ধটির উইকিপিডিয়া নীতি অনুসারে যথাযথ তথ্যসূত্র থাকতে হবে।
  • প্রতিযোগিতার উদ্দেশ্যে তৈরি করা নিবন্ধ ফাউন্টেন সরঞ্জামে জমা দিতে হবে।
পুরস্কার
  • বৈশ্বিকভাবে শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কার (সব উইকি মিলিয়ে সবচেয়ে বেশি নিবন্ধ সৃষ্টিকারীর জন্য):
    • প্রথম পুরস্কার: - ৩০,০০০ টাকা/রুপি প্রায় (৩০০ মার্কিন ডলার সমতুল্য)
    • দ্বিতীয় পুরস্কার: - ২০,০০০ টাকা/রুপি প্রায় (২০০ মার্কিন ডলার সমতুল্য)
    • তৃতীয় পুরস্কার: - ১০,০০০ টাকা/রুপি প্রায় (১০০ মার্কিন ডলার সমতুল্য)
    • শীর্ষ ১৫জন বিজয়ীর সান্ত্বনা পুরস্কার: - প্রত্যেকে ৫,০০০ টাকা/রুপি প্রায় (৫০ মার্কিন ডলার সমতুল্য)
  • কেবল বাংলা উইকিপিডিয়ার শীর্ষ অবদানকারীদের জন্য যেসব পুরস্কার থাকছে
    • প্রথম পুরস্কার: - ২,০০০ টাকা/রুপি প্রায়
    • দ্বিতীয় পুরস্কার: - ১,৮০০ টাকা/রুপি প্রায়
    • তৃতীয় পুরস্কার: - ১,২০০ টাকা/রুপি প্রায়
    • চতুর্থ পুরস্কার: - ৫০০ টাকা/রুপি প্রায়
    • পঞ্চম পুরস্কার: - ৫০০ টাকা/রুপি প্রায়
  • পর্যালোচকদের জন্য ইন্টারনেট স্কলারশিপ ও অন্যান্য প্রণোদনার ব্যবস্থা থাকবে।
  • পুনশ্চঃ সকল পুরস্কার উপহার ভাউচার আকারে দেওয়া হবে।

অংশগ্রহণ

সম্পাদনা

অংশগ্রহণকারীদের তালিকা

সম্পাদনা
  1. আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  2. Nettime Sujata (আলাপ) ১৯:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  3. Aishik Rehman (আলাপ) ২০:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  4. কুউ পুলক (আলাপ) ০২:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  5. খাঁ শুভেন্দু (আলাপ) ০৫:১১, ২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  6. Salil Kumar Mukherjee (আলাপ) ১৭:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  7. মেহেদী আবেদীন ০৫:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  8. 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৬:১২, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  9. তানবিরুজ্জামান  «আলাপ» ০৭:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  10. হাসান (আলাপ) ১৩:১২, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  11. মোঃজনি হোসেন (আলাপ) ১৪:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি
  12. ষাগর চক্রবর্তী (আলাপ) ০৯:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  13. Joysriramsarkar.manathetiger56 (আলাপ) ০৯:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  14. Nazrul Islam Nahid (আলাপ) ১৭:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  15. ওয়াকিম (আলাপ) ১৭:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  16. রুবেল শেখ (আলাপ) ১৮:০৪, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  17. শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৮:৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  18. রূম্মান (আলাপ) ২০:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  19. কামাল আহমেদ পাশা (আলাপ) ১৬:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  20. Dolon Prova (আলাপ) ১৭:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  21. Kazi Mohammad Sadat (আলাপ) ২৩:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  22. BEnjOhiR (আলাপ) ১৬:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  23. Bir Mujahid (আলাপ) ১৭:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  24. Vilen09 (আলাপ) ১১:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  25. Md.Rayan Alam Rifat (আলাপ) ১১:১৫, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  26. অস্মিতা মান্না (আলাপ) Asmita comp #(আলাপ) ১০:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  27. Amin Hasan Oppy (আলাপ) ০৪:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  28. Robi-1999(আলাপ)০৫:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  29. Obangmoy(আলাপ) অবাঙ্ময় (আলাপ) ১৫:৫৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  30. Jannatul Nur (আলাপ)
  31. শাকিল (আলাপ · অবদান) ১৩:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  32. Muhammad Shafayet Hossain (আলাপ) ১০:১৪, ২২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  33. মোঃ মুরাদ হোসেন (আলাপ) ০৬:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  34. -লক্ষ্মণ ভাণ্ডারী (আলাপ) ১২:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  35. চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ০৯:৩৭, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  36. Tamaliya Das Gupta (আলাপ) ১২:২০, ১ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  37. ফারহান  «আলাপ» ০৭:৪৮, ২ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  38. Holyrifat (আলাপ) ২২:১৬, ২ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  39. জয়শ্রীরাম সরকার (আলাপ) ১৩:৪৯, ৪ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  40. RDasgupta2020 (আলাপ) ১০:৪৯, ৫ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  41. sukan (আলাপ) ১৫:২৯, ৭ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  42. --লক্ষ্মণ ভাণ্ডারী (আলাপ) ১১:৫৯, ১৫ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  43. রামিশা তাবাস্সুম (আলাপ) ১৬:৩৯, ৩০ মার্চ ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
  44. সুমিতা রায় দত্ত (আলাপ) ০৯:৪৪, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]


এডিটাথন সংক্রান্ত যেকোন প্রয়োজনে অনুগ্রহপূর্বক নিম্নলিখিত আয়োজকদের সঙ্গে যোগাযোগ করুন-

Aishik Rehman (ঐশিক রেহমান)
Nettime Sujata (নেট্টিমি সুজাতা)

*আন্তর্জাতিক প্রকল্প সম্পর্কে আরও তথ্যের জন্য, মেটা পৃষ্ঠা দেখুন।

*পর্যালোচনার কাজে নতুন (ইতঃপূর্বে পর্যালোচনা করেন নি এমন) এবং অভিজ্ঞ ব্যবহারকারীদেরকে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে। আগ্রহী ব্যবহারকারীগণ অনুগ্রহ করে আয়োজকদের আলাপ পাতায় বার্তা প্রদানের মাধ্যমে অবহিত করুন।