উইকিপিডিয়া:বিজ্ঞান এডিটাথন ২০২৪


বিজ্ঞান এডিটাথন ২০২৪
বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান বিষয়ক নিবন্ধ তৈরি
সময়সূচি: ১ জানুয়ারি ২০২৪ – ৩১ জানুয়ারি ২০২৪
বিজ্ঞান এডিটাথন ২০২৪ হলো বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান বিষয়ক নিবন্ধ লেখার প্রতিযোগিতা। এর উদ্দেশ্য বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তত্ত্ব, গবেষণা ও গবেষক, প্রতিষ্ঠান, পুরস্কার ইত্যাদি বাংলা উইকিপিডিয়ায় নথিভুক্ত করা। এডিটাথনটি বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি ও উন্নয়নে ভূমিকা রাখবে।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল বাংলা ভাষায় লিখিত বিশ্বব্যাপী মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান সম্পর্কিত নিবন্ধ সংগ্রহ করা। এই বছর আমরা বিজ্ঞানে অবদান রাখা বাঙালি বা বঙ্গীয় অঞ্চলে বিজ্ঞান চর্চার সঙ্গে সংযুক্ত বিজ্ঞানীগণের নিবন্ধ স্বল্পতা দূরীভূত করতে বিশেষ মনোযোগ দিয়ে, বিশ্বজুড়ে বিজ্ঞানে মনোনিবেশ করেছি।

বিষয়বস্তু

এই বছরের প্রকল্পটির জন্য উইকিপিডিয়ায় বঙ্গে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানীগণের নিবন্ধ তৈরিতে মূল মনোযোগ দেওয়া হয়েছে।

নিয়মাবলী
  1. প্রতিযোগিতায় অংশ নিতে অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. নিবন্ধটি ২০২৪ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে তৈরি হতে হবে।
  3. নিবন্ধের বিষয়বস্তু বিজ্ঞান বিষয়ক হতে হবে।
  4. শুধুমাত্র নতুন নিবন্ধসমূহ গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত হবে না।
  5. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না, অন্তত পক্ষে একটি তথ্যসূত্র নিবন্ধের সঙ্গে থাকতে হবে।
  6. যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  7. তৈরি নিবন্ধ কমপক্ষে ৭,০০০ বাইট ও ৩৫০ শব্দের বা তার বেশি হতে হবে। উল্লেখ্য যে, অন্য ভাষা থেকে অনূদিত নিবন্ধের ক্ষেত্রে নিবন্ধটি অবশ্যই সম্পূর্ণ অনুবাদের চেষ্টা করা উচিত। যদি আপনার মনে হয় নিবন্ধ ৩৫০ শব্দের হবে না তাহলে সেটি নিয়ে এগোবেন না।
  8. নতুন নিবন্ধ তৈরি করার সময় {{কাজ চলছে/বিজ্ঞান এডিটাথন}} ট্যাগটি যোগ করে নিবন্ধটি প্রকাশ করা যাবে এবং এরপরই বাকি অনুচ্ছেদগুলো সম্পাদনা করা যাবে।
  9. কোনও গ্রন্থস্বত্ব লঙ্ঘন ও উল্লেখযোগ্যতার সমস্যা থাকা চলবে না।
  10. প্রথমে নিচের নিবন্ধন করুন অনুচ্ছেদে আপনার নাম যুক্ত করুন এবং নিবন্ধ অনুবাদ শেষ হলে পর্যালোচনার জন্য নিচের নিবন্ধ জমা দিন অনুচ্ছেদে নিবন্ধটি আপনার স্বাক্ষরসহ যুক্ত করুন।
  11. পর্যালোচক হিসেবে নিজের নিবন্ধ নিজেই পর্যালোচনা করা যাবে না।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

১. এই অনলাইন এডিটাথনের আয়োজক কারা?
উঃ এই এডিটাথনের মূল দায়িত্বে রয়েছে খাঁ শুভেন্দু এবং সাংগঠনিক সহায়তা প্রদান করছে পশ্চিমবঙ্গের উইকিমিডিয়ান ব্যবহারকারী দল

২. উপরে উল্লিখিত উদ্যোক্তা কি নিজ ইচ্ছায় চাইলেই জমাকৃত নিবন্ধ গ্রহণ বা প্রত্যাখ্যান করে দিতে পারেন? এতে কোনো ব্যক্তিগত বৈরের অবকাশ থেকে যায়না?
উঃ আজ্ঞে না, ব্যক্তিগত বৈরের অবকাশ থাকবেনা কারণ প্রথমত, প্রত্যেক অংশগ্রহণকারী তার বানানো বা সম্প্রসারিত সমস্ত নিবন্ধগুলি নিজেই সরাসরি জমাদান সরঞ্জামে জমা দিচ্ছেন তথা সমস্ত বিচারকর্মে উইকিপিডিয়া:আস্থা রাখুন বিধি উদ্যোক্তাদের উপর প্রযোজ্য থাকবে।

৩. এই অনলাইন এডিটাথনটি কি শর্তসাপেক্ষ/বাধ্যতামূলক/অংশগ্রহণ সীমিত?
উঃ না শর্তসাপেক্ষ নয়। উপরে উল্লিখিত নিয়মের যথাযথ পালন করলেই যথেষ্ট।

৪. অনলাইন এডিটাথন প্রসঙ্গটা ঠিক পছন্দ হলো না, আমরা কি এই এডিটাথনে অংশগ্রহণ না করেও বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে পারি?
উঃ অবশ্যই।

সংগঠক
  • এডিটাথন সংক্রান্ত যেকোনো প্রয়োজনে অনুগ্রহপূর্বক নিম্নোল্লিখিত আয়োজকের সঙ্গে যোগাযোগ করুন-
সাংগঠনিক সহায়তা


পর্যালোচক
পুরস্কার
  • শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কার (সবচেয়ে বেশি নিবন্ধ সৃষ্টিকারীর জন্য):
    • গৃহীত নিবন্ধ সংখ্যার ভিত্তিতে প্রথম তিন জন অংশগ্রহণকারীকে (প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কারতৃতীয় পুরস্কার) ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে।
    • সকল অংশগ্রহণকারীকে উইকিপদক প্রদান করা হবে।