উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২২/রমজান
ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি করাই হলো এই এডিটাথনের মূল উদ্দেশ্য।
অনলাইন এডিটাথনটি পুরো রমজান মাস জুড়ে চলমান ছিল। যেকোনো প্রশ্ন/ জিজ্ঞাসা এখানে করুন।
নিয়মাবলি
- এডিটাথনে অংশ নিতে অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
- নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে। অসম্পূর্ণ অনুবাদ গৃহীত হবে না।
- নতুন নিবন্ধ তৈরি করার সময় কয়েকটি বাক্য অনুবাদ করার পর
{{কাজ চলছে/রমজান}}
ট্যাগটি যোগ করে নিবন্ধটি প্রকাশ করবেন এবং এরপরই বাকি অনুচ্ছেদগুলো অনুবাদ করবেন। - যা লিখবেন তা যেন বোধগম্য হয়। যান্ত্রিক যেন না হয়, আরেকজন যেন উক্ত লেখা পড়ে অর্থ বুঝতে পারেন।
- তালিকার বাইরের ইসলাম সম্পর্কিত কোনও নিবন্ধ অনুবাদ করতে চাইলে এডিটাথনের আলাপ পাতায় বার্তা দিন। উল্লেখ্য, নিবন্ধটি অবশ্যই ৩০০+ শব্দের হতে হবে এবং সম্পূর্ণ অনুবাদ করতে হবে৷
নিবন্ধ তালিকা
অংশগ্রহণকারী
এই এডিটাথনে অংশগ্রহণ করতে {{ব্যবহারকারী|আপনার উইকি অ্যাকাউন্টের নাম}}
আকারে এখানে নাম নথিভুক্ত করুন।
- Yahya (আলাপ · অবদান)
- MdsShakil (আলাপ · অবদান)
- Abazizfahad (আলাপ · অবদান)
- রিজওয়ান আহমেদ (আলাপ · অবদান)
- Safi Mahfouz (আলাপ · অবদান)
- FARMER (আলাপ · অবদান)
- Ashiqur Rahman (আলাপ · অবদান)
- ইশতিয়াক আব্দুল্লাহ (আলাপ · অবদান)
- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ · অবদান)
- Maruf Hossain (আলাপ · অবদান)
- কুউ পুলক (আলাপ · অবদান)
- Md. Golam Mukit Khan (আলাপ · অবদান)
- Mehediabedin (আলাপ · অবদান)
- মোঃ মারুফ হাসান24 (আলাপ · অবদান)
- মজুমদার সাহেব (আলাপ · অবদান)
- রূপক পাল (আলাপ · অবদান)
- মিসবাহুল হক (আলাপ · অবদান)
- Abdur Rahman Ibn Al Mamun (আলাপ · অবদান)
- Muhammad Daud Hossain (আলাপ · অবদান)
- RUBEL SHAIKH (আলাপ · অবদান)
- FaysaLBinDaruL (আলাপ · অবদান)
- Firuz Ahmmed (আলাপ · অবদান)
- MS Sakib (আলাপ · অবদান)
- কামাল আহমেদ পাশা (আলাপ · অবদান)
- Meghmollar2017 (আলাপ · অবদান)
- Mahmudul Hasan (আলাপ · অবদান)
- ফুরকান ইবন্ সা'দাদ (আলাপ · অবদান)
- WAKIM (আলাপ · অবদান)
- মো. মাহমুদুল আলম (আলাপ · অবদান)
- Borhan (আলাপ · অবদান)
- Ilhamnobi (আলাপ · অবদান)
- আবদুল্লাহ আল নোমান আবদুল্লাহ (আলাপ · অবদান)
- Hasan muntaseer (আলাপ · অবদান)
- রায়হান রিয়াদ মল্লিক (আলাপ · অবদান)