উইকিপিডিয়া:উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৫

ওপেন অ্যাক্সেস সপ্তাহের একটি ওয়েব ব্যানার।

২০১৫ সালের ১৯-২৫ অক্টোবর বিশ্বব্যাপী ওপেন অ্যাক্সেস সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষ্যে বিভিন্ন উইকিপিডিয়ায় অনুষ্ঠিত হবে অনলাইন এডিটাথনবাংলা উইকিপিডিয়ায় অনুরূপ একটি এডিটাথন অনুষ্ঠিত হবে।

কী করা হয়েছে সম্পাদনা

  • ইভেন্ট পাতা তৈরী -   করা হয়েছে
  • সাইটনোটিশ তৈরী -   করা হয়েছে
  • ফেসবুক ইভেন্ট পাতা তৈরী -   করা হয়েছে লিঙ্ক

প্রস্তুতি সম্পাদনা

কী করবেন সম্পাদনা

  1. উন্মুক্ত প্রবেশাধিকার ও ওপেন অ্যাক্সেস সপ্তাহ সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরী করুন।
  2. উন্মুক্ত প্রবেশাধিকার ও ওপেন অ্যাক্সেস সপ্তাহ সংক্রান্ত পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করুন।
  3. যে নিবন্ধে হাত দিয়েছেন, তা সম্পূর্ণ করুন।
  4. উইকিউপাত্তের সাহায্যে অন্যান্য ভাষার উইকিতে একই বিষয়ের নিবন্ধের সঙ্গে সংযোগ করুন।
  5. নিবন্ধের কাজ সম্পূর্ণ হলে আলাপ পাতায় সঠিকভাবে গুরুত্ব ও গুণমান অনুসারে শ্রেণিভুক্ত করুন।
কোনো সাহায্যের প্রয়োজন হলে আলোচনা পাতায় জানান।

কী করবেন না সম্পাদনা

  1. অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না।
  2. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না।
  3. সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।

অংশগ্রহণে ইচ্ছুক সম্পাদনা

  1. তানভির
  2. হাছিব
  3. সজিবুর
  4. অংকন
  5. ইকবাল
  6. রাজু
  7. মাসুম-আল-হাসান
  8. --যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৩০, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  9. মুসফিক মুন্না
  10. --মহীন রীয়াদ (আলাপ) ১৭:০১, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  11. তন্ময় বীর
  12. বোধিসত্ত্ব (আলাপ) ২০:০৪, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  13. Sufidisciple
  14. Sufe (আলাপ) ১৩:২০, ২৪ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  15. মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৪:১৭, ২৮ জুলাই ২০১৫‎ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  16. --শাহাদাত হোসেন Shahadat.natore6400 (আলাপ)
  17. পাভেল
  18. মাশকাওয়াত আহসান
  19. ওমর ফারুক
  20. রহুল আমিন (আলাপ) ১২:৪০, ২০ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
  21. সাজিদ রেজা করিম

সকল সংস্করণ সম্পাদনা