প্রগতির পথে বিজ্ঞানচর্চা। মানুষ মেধার দাস। মেধার জন্ম তথ্য থেকে। পড়ুন,জানুন,জানান।

কালকের পৃথিবীটা আমাদের- এই স্বপ্ন নিয়ে প্রতিদিন ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে আবার দেখতে থাকি। একশবার দেখি। একদিন আমি হঠাৎ করে দেখতে পাব আমার স্বপ্নটা ভেঙে বাস্তব হয়ে গেছে। সেদিন আমি ঘুমিয়ে দেখতে পাব স্বপ্ন। কিন্তু তখন স্বপ্নে বাংলাদেশ না,পুরো পৃথিবীটাকে দেখব। কারণ পৃথিবীটা তো তখন আমাদের হয়ে যাবে। তাই না?

ব্যবহারকারী সম্পর্কিত তথ্যাবলী
নটর
ডেমিয়ান
এই ব্যবহারকারী নটর ডেম কলেজের একজন ছাত্র।
এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
এই ব্যবহারকারী উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ এডিটাথনে অবদান রেখেছেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ১০ বছর, ২ মাস ও ৮ দিন
বাংলা উইকিপিডিয়া পরিসংখ্যান
মোট নিবন্ধের সংখ্যাঃ ১,৬০,৬৮৭
মোট পৃষ্ঠা সংখ্যাঃ ১২,৮৫,৬২৭
মোট ফাইলের সংখ্যাঃ ১৯,৫৩৬
মোট ব্যবহারকারীর সংখ্যাঃ ৪,৭৬,৮৮৭

আপনাকে স্বাগতম। আজ ৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ (শনিবার); সময়: ১৭:৩৪ ঘটিকা।