উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৬/আন্তর্জাতিক নারী দিবস
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ২০১৬ সালের ৮ই মার্চ ২৪ ঘন্টা ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হবে। আপনি নিম্নের নতুন নিবন্ধগুলো তৈরি বা মানোন্নয়ন করতে পারেন অথবা নিজের পছন্দমত যেকোন উল্লেখযোগ্য নারী বিষয়ক নিবন্ধ তৈরি বা সম্পূর্ণ করে তালিকাতে যুক্ত করতে পারেন। নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। যেকোন সমস্যা বা আলোচনায় এখানে বার্তা রাখুন।
- শুরু - বাংলাদেশ ও ভারতীয় সময় অনুসারে, ৮ই মার্চ, ০০-০১ ঘন্টা (ইউটিসি ৬:০০ ও +৫:৩০)
- শেষ- বাংলাদেশ ও ভারতীয় সময় অনুসারে, ৮ই মার্চ, ২৩-৫৯ ঘন্টা (ইউটিসি ৬:০০ ও +৫:৩০)
- নতুন নিবন্ধের সংখ্যা - [এডিটাথন শেষে সংখ্যাটি এখানে হবে]
- মানোন্নয়ন সম্পন্ন পুরাতন নিবন্ধের সংখ্যা - [এডিটাথন শেষে সংখ্যাটি এখানে হবে]
নতুন নিবন্ধ - তৈরি করতে হবে
সম্পাদনা- রাবেয়া আল- বাদাওইয়্যা (Rabi'a al-Badawiya)
- লুৎফা সানজিদা - নারী উদ্যোক্তা
নতুন নিবন্ধ - তৈরি করা হয়েছে
সম্পাদনাপুরাতন নিবন্ধ - মানোন্নয়ন করতে হবে
সম্পাদনাপুরাতন নিবন্ধ - মানোন্নয়ন করা হয়েছে
সম্পাদনাকি করবেন না
সম্পাদনা- অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ তৈরী করবেন না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন/চার প্যারা যুক্ত করবেন।
- তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরী করবেন না। ইংরেজি উইকিপিডিয়ার তথ্যসূত্রগুলোই নিবন্ধ তৈরির সময় যুক্ত করে দিবেন।
- যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ করবেন না।