উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২২/টেমপ্লেট অনুবাদ

বাংলা উইকিপিডিয়ার টেমপ্লেট অনুবাদ সংক্রান্ত এডিটাথন
অফলাইন সম্পাদনাসভায় উইকিপিডিয়ানরা নিবন্ধ লিখছেন!
Colored dice with white background

বাংলা উইকিপিডিয়ার টুইংকল গ্যাজেটে ব্যবহৃত টেমপ্লেটগুলো অনুবাদ করার জন্য ২০২২ সালের ২১ জুলাই বাংলাদেশ সময় বিকাল ৫টা থেকে ২৮ জুলাই বিকাল ৫টা পর্যন্ত ৭ দিন ধরে এই অনলাইন এডিটাথনের আয়োজন করা হচ্ছে। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।


নিয়মাবলী
  1. এই তালিকায় থাকা টেমপ্লেটগুলো অনুবাদ করতে হবে।
  2. তালিকা থেকে অনূদিত হয়নি কিংবা যান্ত্রিক অনুবাদ আছে এমন টেমপ্লেট অনুবাদের জন্য বাছাই করতে হবে।
  3. সম্পাদনা দ্বন্দ্ব এড়াতে যে টেমপ্লেটটি অনুবাদ করছেন তার সামনে নিজের নাম স্বাক্ষর করার অনুরোধ করা হচ্ছে।
  4. কোন লাইনে থাকা কোন শব্দের অর্থ না জানলে, লাইনটি অনুবাদ করুন কিন্তু শব্দটির অনুবাদ করতে হবে না।
  5. কোনও টেমপ্লেট অনুবাদ শুরু করার পর জটিল মনে হলে বা কিছু না বুঝলে আলাপ পাতা বা টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করতে পারেন অথবা অন্য ব্যবহারকারীর জন্য ছেড়ে দিন।
  6. শুধু অনুবাদ করলেই হবে, আলাদা করে জমা দিতে হবে না।


পুরস্কার
  • অনুবাদে অংশগ্রহণকারী সকলকে একটি করে উইকিপদক দেয়া হবে।

আয়োজক

সম্পাদনা

অংশগ্রহণে আগ্রহী

সম্পাদনা

(অংশগ্রহণে ইচ্ছুক হলে, এই অনুচ্ছেদে আপনার ব্যবহারকারী নাম যুক্ত করুন।)