উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/কুস্তি

     

     

কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০
বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মানোন্নয়ন এই এডিটাথনের মূল উদ্দেশ্য। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে।
নিয়মাবলী
১. নিবন্ধ তালিকা থেকে কুস্তি সম্পর্কিত যেকোন ও যত ইচ্ছে নিবন্ধ তৈরি বা সম্প্রসারণ করতে পারবেন।
২. কে কার থেকে বেশী নিবন্ধ তৈরি করতে পারেন, তার প্রতিযোগিতা করুন।
৩. কিন্তু, মনে রাখতে হবে: যা লিখবেন তা যেন বোধগম্য হয়। পাঠক যেন উক্ত লেখা পড়ে অর্থ বুঝতে পারেন।
৪. যে নিবন্ধটির অনুবাদ শুরু করবেন, সেটি সম্পূর্ণরূপে অনুবাদ করার চেষ্টা করবেন।
৫. কোনো প্রকার যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়।
৬. একই সাথে তিনটির অধিক নিবন্ধ তৈরি বা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করে রাখবেন না।
৭. সম্প্রসারণের জন্য সংরক্ষিত নিবন্ধে তিন দিন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সম্পাদনা না করলে তা অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
ঐচ্ছিক: আপনি চাইলে আপনার তৈরিকৃত নিবন্ধের আলাপ পাতায় নিচের দুইটি টেমপ্লেট যোগ করে দিতে পারেন:
{{আলাপ পাতা}}
{{অনলাইন এডিটাথন/২০২০/কুস্তি}}
পুরস্কার
  • প্রথম তিন বিজয়ীকে আয়োজক কমিটির পক্ষ থেকে অনলাইন সনদ প্রেরণ করা হবে (ই-মেইল মারফত)।
  • সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া প্রথম দশজনকে প্রথম শ্রেণির অনলাইন উইকিপদক প্রদান করা হবে।
  • অন্তত একটি নিবন্ধ গৃহীত হলে ২য় শ্রেণির অনলাইন উইকিপদক প্রদান করা হবে।
নিবন্ধ তালিকা
আপনার ইচ্ছে অনুযায়ী কুস্তি সম্পর্কিত যেকোন আকারের নিবন্ধ তৈরি করতে পারবেন। নিচে পরামর্শসূচক কিছু নিবন্ধ দেওয়া হলো। কম্পিউটার ব্যবহারকারী হলে অনুবাদ করতে বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ ব্যবহার করতে পারেন।
  • আপনি এখান থেকেও পেশাদারি কুস্তি সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে পারেন।
নতুন নিবন্ধ সম্প্রসারিত নিবন্ধ জমাদানকৃত নিবন্ধ গৃহীত নিবন্ধ বিচারকদের প্রদানকৃত মার্ক মোট অংশগ্রহণকারী
১০৩ ০০ ১০৩ ১০৩ ১৬৪ ১৪

এডিটাথনের ফাউন্টেন পরিসংখ্যান

শীর্ষ তিন অবদানকারী

সম্পাদনা
  1. kupulak (আলাপ)
  2. Aishik Rehman (আলাপ)
  3. FaysaLBinDaruL (আলাপ)

শীর্ষ নয় অবদানকারী

সম্পাদনা
  1. kupulak (আলাপ)
  2. Aishik Rehman (আলাপ)
  3. FaysaLBinDaruL (আলাপ)
  4. Firuz Ahmmed (আলাপ)
  5. MS Sakib (আলাপ)
  6. Mzz Tanmay (আলাপ)
  7. Foysalur Rahman Shuvo (আলাপ)
  8. Preetidipto.21 (আলাপ)
  9. Md. Golam Mukit Khan (আলাপ)

অন্তত একটি নিবন্ধ গৃহীত হয়েছে এমন অবদানকারী

সম্পাদনা
  1. kupulak (আলাপ)
  2. Aishik Rehman (আলাপ)
  3. FaysaLBinDaruL (আলাপ)
  4. Firuz Ahmmed (আলাপ)
  5. MS Sakib (আলাপ)
  6. Mzz Tanmay (আলাপ)
  7. Foysalur Rahman Shuvo (আলাপ)
  8. Preetidipto.21 (আলাপ)
  9. Md. Golam Mukit Khan (আলাপ)
  10. T. Galib (আলাপ)
  11. Mahedi181 (আলাপ)
  12. RakibHossain (আলাপ)
  13. Rubel33 (আলাপ)
  14. Nahian (আলাপ)