উইকিপিডিয়া:উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৮

আন্তর্জাতিক উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ উপলক্ষ্যে উইকিপিডিয়ায় উন্মুক্ত প্রবেশাধিকার সম্পর্কিত নিবন্ধ বৃদ্ধি সংক্রান্ত এডিটাথন
অনলাইন সম্পাদনা সভায় উইকিপিডিয়ানরা নিবন্ধ লিখছেন!
Colored dice with white background
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সে

২০১৮ সালের ২২-২৮ অক্টোবর বিশ্বব্যাপী উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষ্যে বিভিন্ন উইকিপিডিয়ায় পাশাপাশি বাংলা উইকিপিডিয়ায় অনলাইন এডিটাথন আয়োজন করা হয়েছে।

নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্যে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন। যেকোনো সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন।

সময় ও কিছু বিষয়
নিয়মাবলী
  1. এই এডিটাথন বা অনলাইন সম্পাদনাসভায় আপনি আমাদের নিবন্ধ তালিকার যেকোনো নিবন্ধ মানোন্নয়ন করতে পারেন বা নতুন নিবন্ধ তৈরি করতে পারেন।
  2. অসম্পূর্ণ বা ছোটো নিবন্ধ তৈরি করবেন না। নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে কমপক্ষে তিন/চার অনুচ্ছেদ যুক্ত করুন।
  3. তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরি করবেন না।
  4. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ করবেন না।
  5. কোন ক্রমেই অন্য ওয়েবসাইটের লেখা সরাসরি কপি করে যুক্ত করা যাবে না। বিদ্যমান তালিকার নিবন্ধসমূহ থেকে এরকম কপিরাইট লঙ্ঘন করেছে এমন নিবন্ধসমূহ পূণঃলিখন করতে পারেন।
  6. সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।

যোগ দিন

সম্পাদনা

এই এডিটাথনে যারা অংশগ্রহণ করেছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ ২০১৮ অবদানকারী}} টেমপ্লেট যোগ করতে পারেন।

অংশগ্রহণকারী

সম্পাদনা

(অংশগ্রহণকারী হিসেবে আপনার ‘ব্যবহারকারী নাম’ যুক্ত করতে এখানে ক্লিক করুন)

সকল সংস্করণ

সম্পাদনা

সাংগঠনিক সহায়তা

সম্পাদনা