উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন

প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন ২০২০ সমাপ্ত হয়ে গিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অসংখ্য ধন্যবাদ।
এই এডিটাথন শেষ হয়ে গেলেও আপনি নিবন্ধ তালিকায় থাকা নিবন্ধগুলি তৈরি বা সম্প্রসারণ করে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে পারেন।

     

     

বাংলা উইকিপিডিয়া প্রশাসনিক-বিভাগ বিষয়ক এডিটাথন ২০২০

বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন দেশের প্রশাসনিক বিভাগ বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়ন এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

এই সংস্করণে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রশাসনিক বিভাগের কাঠামো সংক্রান্ত নিবন্ধ এবং

প্রথম স্তরের প্রশাসনিক বিভাগ সম্বন্ধীয় নিবন্ধ তৈরির প্রতি জোর দেওয়া হয়েছে।

নিয়মাবলী সম্পাদনা

নিচে এই এডিটাথন সম্পর্কিত নিয়মাবলী দেওয়া হলো। অনুগ্রহ করে সম্পূর্ণ নিয়মাবলীটি পড়বেন। কোনও বিভ্রান্তির ক্ষেত্রে আপনি পর্যালোচকদের সাথে তাদের আলাপ-পৃষ্ঠায় যোগাযোগ করতে পারেন অথবা এই এডিটাথনের আলোচনা পাতায় সহায়তা চাইতে পারেন।

১) সময়কাল

২) অংশগ্রহণ

  • অবশ্যই প্রবেশকৃত বা লগ-ইনকৃত অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে।
    • আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে এখানে অ্যাকাউন্ট তৈরি করুন।
  • নতুনরা কীভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্য এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।
  • অংশগ্রহণ করার জন্য এখানে আপনার নাম নথিভূক্ত করুন।

৩) নিবন্ধ তালিকা

  • নিবন্ধ তালিকায় থাকা নিবন্ধগুলোই কেবল এই এডিটাথনে গৃহীত হবে।
  • এডিটাথনের উপরোক্ত সময়কালে তৈরি নিবন্ধগুলিই কেবল এই এডিটাথনে গৃহীত হবে।
  • এই তালিকায় থাকা বাংলায় লেখা লাল লিংকগুলো ক্লিক করে নিবন্ধ তৈরি করতে পারেন।
    • সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধ অনুবাদ করেও নিবন্ধ সম্পূর্ণ করতে পারেন।
    • অনুবাদ করার জন্য এই টুলটি ব্যবহার করতে পারেন।

৪) নিবন্ধ সম্পাদনা

  • নিবন্ধ শুরু করে সম্প্রসারণের সময়ে নিবন্ধে সবার উপর {{টেমপ্লেট:কাজ চলছে/প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন}} কোডটি কপি করে বসিয়ে দিন।
  • আপনার অবদানের শেষে নিবন্ধটির আলাপ পাতায় গিয়ে অনুগ্রহপূর্বক {{টেমপ্লেট:প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন ২০২০|}} টেমপ্লেটটি যোগ করে দিন এবং মূল পাতার {{টেমপ্লেট:কাজ চলছে/প্রশাসনিক বিভাগ বিষয়ক এডিটাথন}} কোডটি সরিয়ে ফেলুন।

৫) নিবন্ধের মান

  • একমাত্র সম্পূর্ণ নিবন্ধই গৃহীত হবে।
  • যান্ত্রিক অনুবাদ গ্রহণযোগ্য নয়।
    • নিবন্ধের মূল অংশে (তথ্যসূত্র, গ্রন্থপঞ্জী এবং রোমানিকরণ বা প্রতিবর্ণিকরণ ব্যতীত) ইংরেজি লেখা থাকলে সেই নিবন্ধ গৃহীত হবে না।
  • তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরি করবেন না।
    • নিবন্ধে অবশ্যই অন্তত দুটি উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে (ইংরেজি নিবন্ধে কোনো তথ্যসূত্র না থাকলেও)।
    • সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে
  • মনে রাখবেন এই এডিটাথনে নিবন্ধের পর্যালোচনার সময়ে মান এবং পরিমাপ উভয়ই দিকই দেখা হবে।

অংশগ্রহণকারীদের তালিকা সম্পাদনা

এই এডিটাথনে অংশগ্রহণ করতে এখানে নাম নথিভুক্ত করুন

অংশগ্রহণকারী


জমাকৃত নিবন্ধের তালিকা সম্পাদনা

এই এডিটাথন শেষ হয়ে যাওয়ার ফলে সকল জমাকৃত নিবন্ধ সংগ্রহশালায় স্থানান্তর করা হয়েছে।

নিবন্ধ পর্যালোচনা সম্পাদনা

অংশগ্রহণকারীদের প্রতি আবেদন: অনুগ্রহ করে এখানে সরাসরি নিবন্ধ যুক্ত করবেন না। নিবন্ধ জমা দেওয়ার জন্য এই লিংকটি ব্যবহার করুন। ধন্যবাদ।

  • অভিজ্ঞ যেকোন বাংলা উইকিপিডিয়ান নিবন্ধ পর্যালোচনার করতে পারেন।
  • পর্যালোচনা সম্পর্কিত নির্দেশাবলী এখানে পাবেন।
  • পর্যালোচক হিসাবে অংশগ্রহণ করতে হলে এখানে ক্লিক করুন।
  • নিবন্ধ পর্যালোচনা শুরু করতে এখানে ক্লিক করুন।
  • কোনো পর্যালোচক তার নিজের তৈরি নিবন্ধ পর্যালোচনা করতে পারবেন না।



পর্যালোচনার জন্য নিবন্ধ তালিকা
নিবন্ধ পর্যালোচনা টেবিল (হালনাগাদ) পাদদেশে চলুন
সংখ্যা নিবন্ধের নাম পর্যালোচনার সময়ে
নিবন্ধের সৃষ্টিকারী দ্বারা
অবদান (আনুমানিক)
সৃষ্টিকারী পর্যালোচক অবস্থা মন্তব্য
ইন্দোনেশিয়ার প্রদেশ ২৮,৪২০ বাইট শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত
সিঙ্গাপুরের প্রশাসনিক অঞ্চল ৭,৮১০ বাইট Ieahhiea (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত
কম্বোডিয়ার প্রদেশ ২০,৩০০ বাইট শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত
লাওসের প্রদেশ ১১,২৭০ বাইট শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত
মিয়ানমারের জেলা ৬,৩৯০ বাইট শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত
শ্রীলঙ্কার প্রদেশ ২৩,১৫০ বাইট Md. Golam Mukit Khan (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত
যুক্তরাষ্ট্রীয় অঞ্চল (মালয়েশিয়া) ২০,২৪০ বাইট Md. Golam Mukit Khan (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত
উত্তর কালিমান্তান ২২,৫০০ বাইট Nettime Sujata (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত
ব্রুনাইয়ের প্রশাসনিক বিভাগ ১১,১৫০ বাইট Md. Golam Mukit Khan (আলাপ) Tanay barisha (আলাপ) গৃহীত


ছোট মুদ্রণ

এই অনলাইন এডিটাথন মূলত স্বেচ্ছাসেবকদের দ্বারা সংগঠিত, এবং সংগঠকগণ নিজস্ব বিবেচনার ভিত্তিতে এই অনলাইন এডিটাথনের যেকোন নিয়ম পরিবর্তন বা বাতিল বা পুরো এডিটাথনটিই বাতিল করার অধিকার রাখেন, এমনকি এটি শুরুর পরেও। এই অনলাইন এডিটাথন সংক্রান্ত যে কোনো ধরনের বিতর্ক বা দ্বন্দ্ব নিরসনে সংগঠকগণের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এই পাতার নিয়ম বা অন্য কোনো কিছু কোনো সংস্থার সাথেই আইনী সম্পর্ক তৈরি করার কোন প্রস্তাব নয়।