উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২৩/উইকিপিডিয়া দিবস

২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া ১৯তম বর্ষপূর্ণ করে। এই উপলক্ষ্যে এই সম্পাদনা এডিটাথনের আয়োজন। এই এডিটাথন ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

নিয়মাবলি

সম্পাদনা

একটাই নিয়ম, দয়া করে যান্ত্রিক অনুবাদ করবেন না।

নিবন্ধ তালিকা

সম্পাদনা

(আপনি যদি এখানে দেওয়া নাম থেকে ভিন্ন নামে নিবন্ধ তৈরি করেন, পুনর্নির্দেশ দিতে ভুলবেন না। এই তালিকাটি পরামর্শমূলক, আপনি আপনার পছন্দমত যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন।)

পুরস্কার

সম্পাদনা

সর্বোচ্চ শব্দ যোগকারী* ৩ জনকে একটি সামান্য পুরস্কার দেওয়া হবে (মোবাইল রিচার্জ অথবা উপহার ভাউচার হিসেবে)।

*সর্বোচ্চ শব্দ যোগকারী বলতে বুঝানো হচ্ছে যে, কেউ যদি ১০০ শব্দের তিনটি নিবন্ধ লিখেন (১০০x৩ = ৩০০) আর কেউ যদি ৫০০ শব্দের একটি নিবন্ধ লিখেন, তবে বেশি শব্দ যোগের বিবেচনায় ৫০০ শব্দের নিবন্ধ লিখিত ব্যক্তিকে প্রথম ধরা হবে। কেননা তিনি ২০০ শব্দ বেশী যোগ করেছেন।