Borhan
১৭ এপ্রিল ২০২২ তারিখে যোগ দিয়েছেন
আমি বোরহান! উইকিপিডিয়ায় অবদান রাখছি ২০২২ সাল থেকে। আমি এখানে মূলত নিবন্ধ অনুবাদ, ধ্বংসপ্রবণতা রোধে নিয়মিত টহলদান ও রক্ষণাবেক্ষণের কাজগুলো করে থাকি।
আমি একজন বৈশ্বিক রোলব্যাকার, বাংলা উইকিপিডিয়ার ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক এবং রোলব্যাকার। এছাড়াও আমি স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া দলের একজন সদস্য। আমার বৈশ্বিক অ্যাকাউন্টের বিস্তারিত পাওয়া যাবে কেন্দ্রীয় প্রমাণীতে।
আপনি যদি আমাকে বার্তা দিতে চান, দয়া করে আমার আলাপ পাতা ব্যবহার করুন। দ্রুত প্রতিক্রিয়ার জন্য আমাকে ইমেইল করতে পারেন।