উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

প্রিয় Moheen,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

Web Archieve সম্পাদনা

বানৌজা সন্দ্বীপ অপূর্ব রায়-২৩ (আলাপ) ০২:৩২, ১৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@অপূর্ব রায়-২৩   করা হয়েছে~মহীন (আলাপ) ০৭:৫০, ১৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বানৌজা আবু বকর (২০১৪) অপূর্ব রায়-২৩ (আলাপ) ০৪:১৭, ১৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@অপূর্ব রায়-২৩ ইতোমধ্যে   করা হয়েছে~মহীন (আলাপ) ০৬:১৭, ১৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বানৌজা এলসিটি ১০৪ [১] অপূর্ব রায়-২৩ (আলাপ) ১১:০৪, ৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Extended confirmed user অধিকার সম্পাদনা

আশা করছি ভালো আছেন। আমি বাংলা উইকিপিডিয়াতে সেরকম অবদান রাখি না। মাঝে মধ্যে কিছু ছোটো সম্পাদনা অথবা নিবন্ধ লিখি। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম, আমার 500 টির বেশি সম্পাদনা সম্পন্ন হওয়ার পরেও আমি এখনও Extended confirmed user right এখনও বাংলা উইকিপিডিয়াতে পায়নি। ব্যাপারটা যদি একটু দেখেন এবং কারণ বিশ্লেষণ করেন তাহলে উপকৃত হবো। HxxxM07 (আলাপ) ১৮:৩৩, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@HxxxM07, বাংলা উইকিপিডিয়ায় এই নামে কোনও অধিকার নেই। অন্যান্য অধিকার আছে তবে সেগুলি স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয় না। ইংরেজি উইকির মতো বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রেখে যান, তাহলে ভবিষ্যতে সেগুলির কোনটি নিশ্চয়ই পেতে পারেন। বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রাখবেন এই কামনা রইল। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৯, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ! আমি user rights বা ব্যবহারকারীর অধিকার সম্পর্কে একটু ঘাটাঘাটি করছিলাম এবং বাংলা উইকিপিডিয়াতে এগুলো কেমন ভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছি। আপনার উত্তরের দ্বারা আমার কাছে পুরো ব্যাপারটা আরোও স্পষ্ট হলো। HxxxM07 (আলাপ) ১৮:৫৬, ২১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

Wikipedia Asian Month 2023 Barnstar সম্পাদনা

প্রধান নামস্থানে স্থানান্তর করার অনুরোধ সম্পাদনা

আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই বলে যে, গতকাল আমার অনুবাদকৃত নিবন্ধ কার্ল গেগেনবাউর কে প্রধান নামস্থান থেকে অপসারণ করে খসড়া নামস্থানে অন্তর্ভূক্ত করেছেন। আমি নিবন্ধটির মানোন্নয়ন করার এবং যান্ত্রিক অনুবাদ এড়িয়ে চলার চেষ্টা করেছি। আমার এই নিবন্ধটি কে এখন মূল পাতার প্রধান নামস্থানে স্থানান্তর করার অনুরোধ করছি। রিফাত (আলাপ) ১০:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@রিফাত   করা হয়েছে। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১১:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আগ্রাবাদ বালিকা বিদ্যালয় নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আগ্রাবাদ বালিকা বিদ্যালয় নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আগ্রাবাদ বালিকা বিদ্যালয় পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। অর্ঘ্য বড়ুয়া (আলাপ) ০৩:৪১, ১১ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

  1. "OPERATION / HUMANITARIAN ASSISTANCE & DISASTER RELIEF (HADR) / NATIONAL OPERATIONS."BANGLADESH NAVY (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৪