Light dispersion conceptual waves.gif

উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ পদকসম্পাদনা

সুপ্রিয়
Moheen
উইকিপিডিয়া এশীয় মাস প্রতিযোগিতায়
অংশ নিয়ে ৩৩টি নিবন্ধ লেখায়
আপনাকে এই
 
দেওয়া হল।

শুভেচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধসম্পাদনা

প্রিয় Moheen,
আশা করি কনকনে এই ঠাণ্ডাতেও ভালো আছেন। বিগত ২০২২ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর নাগাদ বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ (বাংলা)
১৫:১২, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Aishik Rehman: ভাই, তথ্যতো প্রদান করলাম, সনদপত্রতো পেলাম না! ~মহীন (আলাপ) ১৩:৫৫, ২১ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@Moheen বলেন কী!! সনদপত্র তো সেই কবেই পাঠিয়েছি সবাইকে। ১৯ মার্চ, ২০২৩-এ বাংলাদেশ সময় ভোর ৫টা বেজে ৪৪ মিনিটে mohee******d@gmail.com ঠিকানায় সনদপত্র পাঠিয়েছি আপনারটা। -- Aishik Rehman (আলাপ) ১৪:৫৩, ২১ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@Aishik Rehman: ভাই, অনুগ্রহ করে আরেকবার ফরোয়ার্ড করা যাবে কি? আমি আসলেই মেইল পাইনি। এরকম হবার যদিও কোনো কারণ খুঁজে পেলাম না! ~মহীন (আলাপ) ১৬:১২, ২১ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
@Moheen ফরোয়ার্ড করে আবার পাঠিয়েছি এইমাত্র। পেয়েছেন কিনা জানানোর অনুরোধ রইলো।--- Aishik Rehman (আলাপ) ১৬:৪৮, ২১ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

বন্ধকরণ নিয়েসম্পাদনা

ভাই, আমার মনে হয় উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলাদেশের প্রস্তাবিত ও দাবীকৃত জেলাসমূহ পাতাটি দ্রুত বন্ধ করা উচিত হয়নি, যেহেতু ওখানে আলাপ চলছে। আমার অনুরোধ থাকবে আপনার সম্পাদনা ফেরত নিন ও আলাপটি শেষ হতে দিন। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৫, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

ওহ, এখন লক্ষ্য করলাম আলাপটি আপনার বন্ধ করার পর যোগ করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৭, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
সাধারণত ৭ দিন পর প্রস্তাবনা বন্ধ করা হয়। কিন্তু আমার মনে হয় এটা দ্রুত অপসারণযোগ্য নিবন্ধ। এ নিয়ে আলোচনা প্রয়োজন নাই বিধায় দ্রুত অপসারণ করা হল। যদি বড় ভুল করে থাকি আপনি পুনরুদ্ধার করে দিতে পারেন। ~মহীন (আলাপ) ১৬:১৬, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

পালং পনির নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে উত্তরসম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩-এর জন্য এই নিবন্ধটি লেখার কাজ চলছে। ৩ ফেব্রুয়ারি ২০২৩ নিবন্ধটি শুরু করেছিলাম। কাজ চলছে ট্যাগও লাগানো ছলো। ১৮ ঘন্টা না যেতেই দ্রুত অপসারণের প্রস্তাবনা কেন একটু বলবেন? নিবন্ধটি লেখার সময়টুকু তো দিতে হবে? কাজ চলছে ট্যাগ লাগা সত্বেও সম্পাদনা করেছেন কেন? তাহলে কাজ চলছে ট্যাগ লাগানো তো অর্থহীন তাই না? এক্ষেত্রে নীতিমালা কি বলে? একটু ধর্য ধরুন নিবন্ধটি সম্পূর্ণ হবে। Salil Kumar Mukherjee (আলাপ) ০৯:৪৮, ৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

আপনারতো বোঝা উচিৎ যে ভুলবশত ট্যাগ লাগানো হয়েছে এবং তা বাদও দেয়া হয়েছে। ~মহীন (আলাপ) ১৬:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

My wikipedia page deleteসম্পাদনা

sir i am a bangladeshi writer i want to create my own wikipedia sir now if i have any mistake here please let me know it would be helpful for me please arrange to publish with my wikipedia Kmrasheduzzamanrafisinger (আলাপ) ১৫:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

The Wikipedia Asian Month 2022 Barnstar Goldenসম্পাদনা

উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫২সম্পাদনা

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



পাতাটির মুছে ফেলা সংস্করণ পুনরুদ্ধার করার পরিবর্তে নতুন করে কপি-পেস্ট করে তৈরি করা হলো কেনো? —শাকিল (আলাপ · অবদান) ২৩:২৩, ৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৪২ এর নিবন্ধে কিছু বিভ্রান্তি থাকায় প্রথমে তা বাদ দেয়া হয়েছিল, এবং উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৪২ খালি হয়ে যাবার কারণে সর্বশেষ ভুক্তি উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫২ দ্বারা তা প্রতিস্থাপন করা হয়েছিল। পরে ব্যবহারকারীর বার্তায় তা পুনরায় ঠিক করা হয়েছে। ~মহীন (আলাপ) ০৬:৫৩, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
তাহলে নতুন করে তৈরি না করে আগের সংস্করণগুলো পুনরুদ্ধার করা হলো না কেনো? —শাকিল (আলাপ · অবদান) ১৩:২৭, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আপনার মূল জিজ্ঞাসা কি? আমিতো কোথাও সমস্যা দেখি না। আযথা প্রশ্ন করছেন কেন? উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৪২উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫২ দুইটা ভুক্তিই ঠিক আছে এখন। অবার নতুন করে কি তৈরি করবো? ~মহীন (আলাপ) ১৩:৫৫, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
মোটেই অযথা প্রশ্ন নয়! আপনি আমার কথা বুঝতে পারছেন না বা আমি বোঝাতে পারছি না। হ্যাঁ, দুটো ভুক্তিই ঠিক আছে কিন্তু ১৫২ নং ভুক্তির ইতিহাস ঠিক নেই। আপনি ১৪২ রয়েছে কারণ দেখিয়ে এটা অপসারণ করেছিলেন, কিন্তু যখন আপনি বুঝতে পারলেন এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে তখন আপনি আবার নিজে ১৫২ নং ভুক্তি তৈরি করলেন। এখানে পয়েন্টগুলো দেখেন,
১. পাতাটি ভুল বোঝাবুঝির কারণে অপসারিত হয়েছিলো।
২. পাতাটি আবার আপনি তৈরি করেছেন যার কারণে প্রণেতা হিসাবে আপনাকে দেখাচ্ছে, প্রকৃতপক্ষে পাতাটির মূল লেখক আপনি নন অন্য কেও। অবদানের সঠিক স্বীকৃতি দেওয়ার জন্য এখানে নতুন করে ১৫২ ভুক্তিটি তৈরি করার পরিবর্তে পুরোনো পাতাটিই পুনঃরুদ্ধার করার প্রয়োজন ছিলো, কারণ পাতাটিতে পূর্বে যারা অবদান রেখেছিলেন তাদের অবদান আপনার এই অ্যাকশনের জন্য অপসারিত হয়েছে।
এককথায় আমি ১৫২নং ভুক্তির অপসারিত সংস্করণগুলো পুনরুদ্ধার করার কথা বলছি নতুন করে কিছু তৈরি করার কথা বলছি না। আশা করছি বোঝাতে পেরেছি —শাকিল (আলাপ · অবদান) ১৪:২৭, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আপনার কৃতীত্ব দেয়া হয়েছে। আশা করি আপনি এবার খুশি। ~মহীন (আলাপ) ১৪:৩১, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
দুঃখিত! এখানে আমার খুশি কিংবা বেজার হওয়ার কিছু নেই। আমি কিংবা সম্প্রদায় অব্যশই প্রশাসনিক কোন অ্যাকশন নিয়ে আলোচনায় প্রশাসকদের নিকট থেকে প্রফেশনালিজম আশা করে —শাকিল (আলাপ · অবদান) ১৪:৩৮, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
উইকিপিডিয়া নামস্থানের পাতার সামান্য কৃতীত্ব নিয়ে এতো আলাপ করে নিজের ও অন্যের সময় নষ্ট করার মতোন কিছু হয় নাই। এটা উদ্দেশ্যমূলকভাবেও করা হয় নাই। প্রথামে উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৪২ পাতা বাদ দেয়া হয়েছিল ফলে উইকিপিডিয়া:ভালো নিবন্ধ/১৫২-এর তথ্য সেখানে আনা হয়েছিল। পরে আবার ১৪২ পাতা ঠিক করার সাপেক্ষে ১৫২ পাতায় তথ্য স্থানান্তর করা করা হয়েছে। এই ছিল সম্পাদনার টাইমলাইন। আমি এই বিষয়ে আর আlলাপ করে সময় নষ্ট করতে চাচ্ছি না। উইকিপিডিয়া:সাধারণ দাবিত্যাগ বলে একটা বিষয় রয়েছে। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১৪:৫৩, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

দেশরিভিউ.কমসম্পাদনা

দেশরিভিউ.কম পাতাটি তৈরিতে কি ধরনের সমস্যা ছিল? বিষয়টি পরিষ্কার নয়! --Intro24 (আলাপ) ১৭:০৩, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Intro24: অপসারণের কারণ ছিল: "..এই নিবন্ধটির গুরুত্ব নির্ধারণের জন্য যথেষ্ট পরিমাণ তথ্য নেই" (দেখুন: উইকিপিডিয়া:দ্রুত অপসারণের জন্য বিচারধারা#নি৭)। ~মহীন (আলাপ) ০৭:১৯, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

জনাব,সম্পাদনা

জনাব, ইংরেজি SAtel নিবন্ধটি তৈরি করার আগ্রহ প্রকাশ করছি। -- কুউ পুলক    ০৩:২৮, ২০ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

Want to know the reason of a page deletion to learn and make it properly.সম্পাদনা

https://bn.wikipedia.org/wiki/আলহাজ্ব_মোঃ_কামরুল_হাসান_রিপন . এই পেজ টাকে ডিলিট করার কারণ বললে ভালো হয়। আমি এই পেজ টি করতে চাই। উনি আমাদের এরিয়ার একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ। এখানে পর্যাপ্ত রেফারেন্স ও দেয়া আছে। আপনি যেহেতু এটা ডিলিট করালেন, এটাকে কিভাবে করলে ঠিক হবে তা বললে ভালো হয়। যদি পারেন তাহলে আমি সব রেফারেন্স দেই, আপনি ঠিকমতো পেজ টি করে দিন। ধন্যবাদ Tarikultakrim (আলাপ) ১৮:১৩, ১ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

নিবন্ধটি Haseeb55 কতৃক {{db-person}} প্রস্তাবনা জানানো হয়েছিল, এবং উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণ করা হয়েছে। দেখুন: উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)~মহীন (আলাপ) ১৮:২৮, ১ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
কিন্তু উনিতো একজন জনপ্রিয় রাজনীতিবিদ। উনার সাপোর্টে অনেক লিংক ও দেয়া আসে। তারপর যেহেতু এটা ঠিক হয় নি, তবে কি করলে ঠিক হবে? কোনো নিয়ম কি অমান্য করা হইতেসে? কিভাবে পেজ টি ঠিকমতো করতে পারি?আপনার গঠনমূলক পরামর্শ আসা করি। Tarikultakrim (আলাপ) ১৯:০০, ১ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]