ব্যবহারকারী আলাপ:Moheen/বার্তাসংকলন ২০১৫

সাম্প্রতিক মন্তব্য: Moheen Reeyad কর্তৃক ৭ বছর পূর্বে "উইকি'সালাম" অনুচ্ছেদে

ব্রেস্ট (দ্ব্যর্থতা নিরসন) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

A tag has been placed on ব্রেস্ট (দ্ব্যর্থতা নিরসন) requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either

  • disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
  • disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.

Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Happiest persoN (আলাপ) ১২:৫৪, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে!

 
 

প্রিয় Moheen Reeyad, শুভেচ্ছা নিবেন।
আপনি কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা সন্মেলনের বৃত্তিতে আপনার নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, আয়োজক কমিটি আপনাকে বৃত্তি প্রদান করার জন্য নির্বাচিত করেছে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনার ইমেইল ঠিকানায় পাঠানো হয়েছে। দয়া করে আপনার ইমেইল পরীক্ষা করুন। কোন প্রশ্ন থাকলে info wikimedia.org.bd ঠিকানায় যোগাযোগ করুন।
-আয়োজক কমিটি

উইকি পদক

  নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১১:১৯, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট:বাংলা মাস সম্পাদনা প্ৰসঙ্গে

টেমপ্লেট:বাংলা মাস এই টেমপ্লেটটি মোবাইল থেকে সম্পাদনা করতে গিয়ে আমি গোলমাল করে ফেলেছি।অনুগ্ৰহ করে টেমপ্লেটটি সংশোধন করুন।ধন্যবাদ। Kishor Sopnoneel (আলাপ) ১৫:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  করা হয়েছে --মহীন রীয়াদ (আলাপ) ১৮:০২, ২১ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সুদিপ্তা সেনের ছবি

মহীন, আমি কিন্তু ছবিটা কপিরাইট-মুক্ত বলে কখনোই বলিনি। ছবির কপিরাইট সংরক্ষিত আছে। লাইসেন্সটা পড়লেই সেটা বোঝা যাবে। আমার মনে হয়, এক্ষেত্রে তোমার অপসারণ ট্যাগ দেওয়া উচিত হয়নি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৫২, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বোধিসত্ত্ব দা, আসলে সুদীপ্তা সেনগুপ্ত এখনো জীবিত থাকায় অনুমতির প্রমাণ ব্যাতীত চিত্রটি ফেয়ার ইউজ পলিসিতে উইকিপিডিয়ায় ব্যবহারযোগ্য নয়। অনুমতি পাওয়া গেলে এটা কমন্সে আপ করা যেতে পারে, উইকিপিডিয়ায় নয়। --মহীন রীয়াদ (আলাপ) ১৯:০৬, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:আবদুর রাজ্জাক (১৯১৪-১৯৯৯).jpg
চিত্র:রশিদ চৌধুরী (১৯৩২-১৯৮৬).jpg
চিত্র:Akhteruzzaman Elias.jpg
en:File:Albert Ayler.jpg
en:File:Ancel-Keys.jpg

ফেয়ার ইউজ পলিসিতে গ্রহণযোগ্য এমন কিছু চিত্রের উদাহরণ এখানে দিলাম। এদের কেউ জীবিত নেই তাই এই চিত্রগুলো এই পলিসির অর্ন্তভূক্ত হবে। --মহীন রীয়াদ (আলাপ) ১৯:২০, ৮ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কমন্সে স্থানান্তর ট্যাগ

ভাই, ছবির বর্ণনায় লাইসেন্সের তথ্য না থাকলে সেটা কোনভাবেই কমন্সে স্থানান্তর করা যায় না। এমনিতেও না (কমন্সের নিয়মে), টুলস-এর মাধ্যমেও না (মানে টুলস কাজ করে না)। --যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৫৩, ২৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:Nachiketa.jpg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

 

A tag has been placed on চিত্র:Nachiketa.jpg requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section F7 of the criteria for speedy deletion, because it is a non-free file with a clearly invalid licensing tag; or it otherwise fails some part of the non-free content criteria. If you can find a valid tag that expresses why the file can be used under the fair use guidelines, please replace the current tag with that tag. If no such tag exists, please add the {{Non-free fair use}} tag, along with a brief explanation of why this constitutes fair use of the file. If the file has been deleted, you can re-upload it, but please ensure you place the correct tag on it.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মহীন রীয়াদ (আলাপ) ০৫:১৭, ২৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এইটা কি জন্য দিছেন ভাইয়া বুঝি নাই? একটু বুঝায় বলবেন প্লিজ।--ইকবাল হোসেন (আলাপ) ১৫:৩৯, ২৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
এটা চিত্র:Nachiketa.jpg পাতার দ্রুত অপসারণ প্রস্তাবনার জন্য হটক্যাট সয়ংক্রিয়ভাবে ট্যাগ লাগিয়েছে। বোধহয় টেমপ্লেটে সমস্যা আছে। তেমন কিছু না। :) --মহীন রীয়াদ (আলাপ) ১৭:০৪, ২৭ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী

ফরাসি ভাষার চলচ্চিত্র কে বিষয়শ্রেণী:ফরাসি-ভাষার চলচ্চিত্র নামে সরানো দরকার নেই। বিষয়শ্রেণী:ভাষা অনুযায়ী চলচ্চিত্র এখানে লক্ষ্য করলে দেখবেন, বাংলা উইকিকে হাইফেন ছাড়াই চলচ্চিত্রের বিষয়শ্রেণী তৈরি করা হয়েছে। শুধু চলচ্চিত্র না এই রকম হাইফেন ছাড়া আরও অনেক বিষয়শ্রেণী তৈরি করা হয়েছে যেখানে বাংলা উইকি(আমরা) ইংরেজি উইকিকে অনুসরণ করেনি। --আফতাব (আলাপ) ১৭:০৯, ২৮ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী:ভাষা ভাষার বিষয় লিখে অনুসন্ধান করলেই আপনি হাইফেন ছাড়া ও সহ বিষয়শ্রেণী খুঁজে পাবেন। কেন মানা করলাম তাও বুজতে পারবেন। --আফতাব (আলাপ) ১৭:১৬, ২৮ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
অকে ভাই! --মহীন রীয়াদ (আলাপ) ১৭:৩৯, ২৮ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার আলাপ পাতার ব্যবহারকারী আলাপ:Moheen Reeyad/শিরোলেখ কোডে কোন একটা সমস্যা আছে। পাতার লেখা দেখতে অনুভূমিকভাবে ক্রল করা লাগে। ঠিক করে দিতে চেষ্টা করছি। --আফতাব (আলাপ) ১৭:৫১, ২৮ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ আফতাব ভাই! --মহীন রীয়াদ (আলাপ) ১৮:৩২, ৩১ মার্চ ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রশাসকত্ব

বাংলা উইকিপিডিয়ায় আপনার প্রশাসক হওয়ার আবেদন সফল হয়েছে। আপনাকে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। আশা করি বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে এবং রক্ষণাবেক্ষণে আপনার অবদান অব্যাহত থাকবে এবং এ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বাংলা উইকিপিডিয়ার প্রসাশক নিযুক্ত হওয়ায় আপনাকে অভিনন্দন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৮, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ বেলায়েত ভাই। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:১৫, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কনগ্রেচুলেশন মহীন ভাই। Kishorsopnoneel (আলাপ) ১৭:৫৭, ৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

Move to common

দয়া করে যাচাই না করে Move to common ট্যাগ লাগাবেন না।--জয়ন্ত (আলাপ - অবদান) ২২:২৩, ১২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অবশ্যই। --মহীন রীয়াদ (আলাপ) ০৪:৫৮, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অন্যের নিবন্ধ ভুল থাকলে সঠিক করে বড় করতে সাহায্য করুন

ভাইয়া,রিয়াদ ।অনুবাদ করতে পারি ।কিন্তু ভুল হতে পারে এই ভয় লাগে ।কিন্তু যেগুলো বাংলা উইকিতে থাকা জড়ুরি ।নিবন্ধ তৈরি ছাড়াও অনেক ভুল সংশোধন করেছি ।দ্রুতগতিতে নিবন্ধ বড় না করে আস্তে আস্তে করছি । Pritom (আলাপ) ১১:২০, ১৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সাহসী হোন। উইকিপিডিয়ায় ভুল লিখলে জরিমানা করা হয় না! পরবর্তীতে ঠিক করে নেয়া যায়। তবে একলাইনের নিবন্ধ বাজে দেখায়, বরংচ এতে করে পাঠক ইংরেজির পাশাপাশি বাংলা পড়তে চাইলেও ছোট নিবন্ধ দেখে আবার ইংরেজি উইকিতেই চলে যায়। আর যে সব নিবন্ধ উইকতে থাকা জরুরী তা এক লাইন করে লেখা না লেখা একই বিষয়। এছাড়া আর কোন সাহায্য প্রয়োজন হলে আমার আলাপ পাতায় জানাতে পারেন। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১১:৪৭, ১৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সাঁসো কি মালা পে‎

মহীন ভাই, সাঁসো কি মালা পে‎ গানটি মীরাবাঈ ষোড়শ শতাব্দীতে তৈরী করেছেন, এটা কিন্তু পাবলিক ডোমেইনেরই অন্তর্ভুক্ত। তাই গানের কথা দেওয়া যেতেই পারে। তাই না? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৩, ১৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

দাদা, সেক্ষেত্রে সম্ভব হলে বাংলায় গানের কথাটা দিতে পারলে ভালো হয়। আর হিন্দি গানের কথাটাতো হিন্দি উইকিপিডিয়াতেও দেয়া যায়। --মহীন রীয়াদ (আলাপ) ১৬:০৪, ১৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
হিন্দি গানের পাশাপাশি সময় করে বাংলা প্রতিলিপিকরণ আমি করে দেব। একটু অন্য কাজে ব্যস্ত আছি বলে করা হয়ে ওঠেনি। আর অনেক সময়, বাংলা উইকিপিডিয়াতেও অন্য ভাষার হরফে গান দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে পাশে বাংলা প্রতিলিপিকরণ থাকলে কোন সমস্যা হয় না। বাংলা উইকিতে বেশির ভাগ দেশের জাতীয় সঙ্গীতের পাতাগুলি এই ভাবেই তৈরী করা হয়েছে। ইংরেজী ও অন্যান্য উইকিতে একই রকম জিনিষ লক্ষ্য করা যায়। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৩০, ১৮ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নয়া দিগন্ত পাতায় অপ্রাসংগিক তথ্য যোগ প্রসংগে

জনাব মহীন, আপনি নয়াদিগন্ত পত্রিকায় জামায়াতে ইসলামীকে রাজনৈতিক অ্যাাফিলিয়েশন হিসাবে যোগ করেছেন। এর সপক্ষে কোনো তথ্যসূত্র আপনি উল্লেখ করেননি। উপরন্তু অন্য কোনো বাংলাদেশি পত্রিকার রাজনৈতিক অ্যাাফেলিয়েশনের কোনো নজীরও আপনি দেখান নি। আপনার এই এডিটটি আপনার রাজনৈতিক মত দ্বারা প্রভাবিত এবং পক্ষপাতদুষ্ট। পত্রিকা অফিসে হামলার অধ্যায়টি আপনি মুছে দিয়েছেন এবং অপ্রাসংগিকভাবে শাহবাগী নামের একটি গোষ্ঠির বক্তব্য জুড়ে দিয়েছেন যা মূলত একটি বিশেষ রাজনৈতিক প্রপাগান্ডা হওয়ার যোগ্য কিন্তু উইকিপিডিয়ার একাডেমিক জগতে বড্ড বেমানান। আপনাকে এধরনের কাজ থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। Ebong abd (আলাপঅবদান) ১৩:০৪, ১৯ এপ্রিল ২০১৫‎‎ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

রাজনৈতিক পক্ষপাত মূলক আচরন প্রসংগে

ভাই মহীন, আপনি গত ৫ মিনিটে ৩ বারের ও বেশি সংখ্যক বার নয়াদিগন্ত পাতায় জামায়াতে ইসলামীকে রাজনৈতিক অ্যাাফিলিয়েশন হিসাবে দেখাতে চেষ্টা করছেন। বাংলাদেশের সরকারী মুখপাত্র পত্রিকাগুলোর কোনোটিতেও এরকম অ্যাাফিলিয়েশন নাই। বাংলাদেশের একমাত্র বিরোধী মতের জাতীয় দৈনিক, যার উপর শাহবাগীরা অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছেন সেটিকে উইকিপিডিয়ার এই মুক্ত স্পেসে প্রতিহিংসার শিকার কেন বানাচ্ছেন ভাই? কেন আপনি এটিকে ডেমনাইজ করতে এত উদগ্রীব? Ebong abd (আলাপঅবদান) ১৩:২৬, ১৯ এপ্রিল ২০১৫‎ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।উত্তর দিন

উইকিপিডিয়া:শিষ্টাচার বলে একটা বিষয় আছে। যাই হোক, রাজনৈতিক অ্যাাফিলিয়েশন বলেন আর অন্য যাই কিছুই বলেন এইসব আগে থেকেই নিবন্ধের পাতায় ছিল। আমি শুধু আপনার সম্পাদনাগুলো বাতিল করেছি, কারণ আপনার আলাপ পাতায় দেখুন। আর আপনার রাজনৈতিক পক্ষপাত মূলক আচরণের প্রসঙ্গ উল্লেখ ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেয়া যায়। --মহীন রীয়াদ (আলাপ) ০৭:৩৪, ১৯ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অপসারণের আপত্তি

একটি গ্রাম সে কত বড়ই বা হয়! কত হাজারই বা হয় এর জনসং্খ্যা! তবুও "ঘাটেরকোনা" নামক গ্রামের একটি বিবরণী নিবন্ধ তৈরি হতেই পারে। সে লক্ষ্যেই এই নিবন্ধটি তৈরি করা। নিবন্ধটি আমি নিজেই তৈরি করেছি। এর সম্পাদনা যে কেউ করতে পারে। যেকোনো অপ্রাসঙ্গিক অংশ সরিয়ে দিয়ে এর সাথে প্রাসঙ্গিক অংশ যুক্ত হতে পারে।

এভাবে ছোটো ছোটো প্রচেষ্টায় যুক্ত নিবন্ধের মাধ্যমে উইকিতে যুক্ত হতে পারে বাংলাদেশের, বিশ্বের এমনকি মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ।

ধন্যবাদ --নুরুজ্জামান মাহদি (আলাপ) ১১:৪২, ২৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)নুরুজ্জামান মাহদি ১৭:৪০উত্তর দিন

ধন্যবাদ ভাই।

--মাসুম (আলাপ) masum ১৫:১৬, ২৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অপসারণের আপত্তি

মনজুরুল ইসলাম মেঘ নিবন্ধনটি কেনো অপসারণ করা হলো। Monjurul islam megh (আলাপঅবদান) ১১:৫৬, ১ মে ২০১৫‎ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।উত্তর দিন

উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) অনুযায়ী উইকিপিডিয়ায় রাখার মতো উল্লেখযোগ্য নয়। তাছাড়া এটা আপনার প্রচারণামূলক স্বপ্রণোদিত নিবন্ধ। --মহীন রীয়াদ (আলাপ) ০৬:১১, ১ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ছবি মুভ

আমি এই ছবি গুলি কমন্সে আপ্লোড করতে চেয়েছিলাম, কিন্তু এগুলি যে বাংলা উইকিতে আপ্লোড হয়ে গেছে বুঝে উঠতে পারি নি। কমন্সে মুভ করতে পারলে ভালো হত। আর লাইসেন্স আমি ঠিক করে দিচ্ছি। অনেকদিন বাংলা উইকিতে সম্পাদনা করা থেকে দূরে ছিলাম তাই ইদানিং কিছু ভুল হচ্ছে মাঝে মাঝে।। - Arr4 (আলাপ) ০৯:২১, ৮ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনার নিজের তোলা ছবি হলে সহজেই কমন্সে আপ করতে পারবেন। কমন্সে আপলোডের জন্য এটা দেখে নিতে পারেন। ভালো থাকবেন। --মহীন রীয়াদ (আলাপ) ১১:০৪, ৮ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পারফেট্টি ভ্যান মেলে

Dear Moheen Reeyad:

Thanks for your correction . The Bengali spelling of Head of the Company is wrong. Will you correct it? I tried but could not. The correct spelling of his name is ’সামীর সুনেজা’।

আর একটা প্রশ্ন, যে কোন তথ্যের সূত্র যদি কোন ছাপা হওয়া বই হয়, (যার অস্তিত্ব কোন ওয়েব সাইটে নেই) তাহলে তা কিভাবে সংযোজন করতে হয়?

Regards, Mamunurrashidkazi (আলাপ) ১৭:৩১, ১০ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  •   করা হয়েছে
  • গ্রন্থের উদ্ধৃতি শৈলীর জন্য টেমপ্লেট:Cite book ব্যবহার করতে পারেন।
দয়া করে আলাপ পাতায় বার্তা রাখার পূর্বে একটা বিষয় শিরোনাম দিবেন, এতে আপনার বার্তা স্বতন্ত্র হিসেবে থাকবে, অন্যের বার্তার সাথে মিলে যাবে না।

বিষখালী নদী

একদম শিরোনামে বিষখালী নদীটির বানান ভুর লিখেছিলাম। এখন আর সংশোধন করতে পারছি না। সাহায্য করুন। Mamunurrashidkazi (আলাপ) ১৬:৫৮, ১১ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এই নামে একটি নিবন্ধ আগে থেকেই ছিলো, তখন থেয়াল করিনি। তাই নিবন্ধটি পুনর্নির্দেশ করা হয়েছে। আগামীতে নিবন্ধ শুরু করার আগে বাংলা উইকিতে ইতোমধ্যে রয়েছে কিনা দেখে নিবেন। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:৩৫, ১১ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
উপরোক্ত শিরোনামে আমি একটি পাতা তৈর করি। পরবর্তীতে দেখতে পাই যে একই বিষয়ে ভিন্ন বানানে একটি পাতা ইউকিপিডিয়াতে আগেই ছিল। আমার অনুরোধে আপনি পুরোন পাতাটিকে আমার পাতায় পুননির্দেশ করেছিলেন। এখনও এ্কই পাাতায় আমার সংযোজিত তথ্য দেখতে পাচ্ছি কিন্তু ’ইতিহাস’ খুজে আমার এডিটিং হিস্ট্রি এর কোন তথ্য পেলাম না। দয়াকরে এর কারনটি একটু ব্যখ্যা করবেন? মামুন (আলাপ) ১৭:৩২, ১৫ মে ২০১৫ (ইউটিসি) মামুনউত্তর দিন
নিবন্ধটি আগে থেকেই উইকিতে ছিলো, তবে লেখা সমৃদ্ধ না থাকায় আপনার লেখাগুলো ওই নিবন্ধে যোগ করা হয়েছে। তাই ইতিহাসে আপনার সম্পাদনা দেখাচ্ছে না। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:৩৯, ১৫ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

মোবাইল সম্পাদনার সমস্যা প্রসঙ্গে

আজ সকাল পর্যন্তও আমি আমার মোবাইল থেকে সম্পাদনা করতে পেরেছি। কিন্ত এখন সেখানে সম্পাদনার কোন অপশন খুজে পাচ্ছিনা। সমস্যাটা কোথায় জানালে আমি কাজ চালিয়ে নিয়ে যেতে পারতামMusfiq munna (আলাপ) ১৯:০৫, ১১ মে ২০১৫ (ইউটিসি)Musfiq munnaউত্তর দিন

আপনি কি উইকিপিডিয়া অ্যাপ ব্যবহার করছেন? অপশন খুঁজে না পাবার তো কথা না! --মহীন রীয়াদ (আলাপ) ০৭:২৫, ১২ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা তে আমার সম্পাদনাটি আপনি কেন পূর্বাবস্থায় নিলেন তা বুঝতে পারলাম না। সেখানে কিছু তথ্যে কিছু অসঙ্গতি ছিল আমি সেটা ঠিক করে দিয়েছি। তারপরেও কেন পূর্বাবস্থায় নেয়া হল জানালে খুশি হতাম। masum (আলাপ) ০৬:২২, ১২ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ভবনের চিত্র সরিয়ে লোগো যোগ করা কী ধরেণের অসঙ্গতি নিরসন? আপনি দেখছেন না উপরে কোন বিশ্ববিদ্যালয়ের লোগো এখানে রাখা হয় নি? ওটাতো বিশ্ববিদ্যালয় পাতায় থাকার বিষয়। --মহীন রীয়াদ (আলাপ) ০৭:১৮, ১২ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা নিবন্ধে শুধু ছবি নয় আমি আরও কিছু পরিবর্তন করেছিলাম। সেটা মনে হয় আপনি খেয়াল করেন নাই। ছবি বাদ দিয়ে বাকি যে পরিবর্তন করেছিলাম সেগুলো আপনার রাখা উচিত ছিল বলে আমি মনে করি। বাকি পরিবর্তন গুলোও আপনি কেন আপনি পূর্বাবস্থায় নিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত নাম "রুবি" নয় "রাবি" এটা আপনি কিন্তু প্রথমবার খেয়াল করেন নাই তাই আমি পূর্বাবস্থায় নিয়েছিলাম। ধ্যনবাদ। masum (আলাপ) ০৭:৩২, ১২ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনি একই সাথে লোগো এবং "রাবি"- দুটো সম্পাদনা করেছিলেন বলে রোলব্যাকে একসাথে বাদ পরে গেছে। আর আমি তখনো সম্পাদনা করছিলাম যাতে বাকি তথ্য গুলো ঠিক থাকে। তবে আপনি তার আগেই আবার রোলব্যাকে চাপ দিলেন। আর নিবন্ধে এ রকম আরো ভুল রয়েছে যা হালনাগাদ করা হচ্ছে। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ০৯:২৯, ১২ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বল্লাল সেন

Dear মহিন রিয়াদ,

’বল্লাল সেন’ পাতায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। পাতাটির লেখা এই ওয়েব সাইট টির লেখার সাথে হুবহু মিলে যায়, http://ahalyanews.com/প্রত্নত্তত্ব/ঘুরে-আসুন-বল্লাল-ঢিবি/

এছাড়া মানগত দিক দিয়ে লেখাটি উইকিপিডিয়ায় যাবার মতো নয় বলে আমি মনে করি। আমি নবাগত বিধায় এধরনেরে পরিস্থিতিতে কি করনিয় জানা নাই। সাহায্য করুন। আপনার মতামত অথবা ব্যবস্থাগ্রহনের পর এই পাতায় আমি প্রয়োজনিয় সংশোধনের কাজ করতে চাই। মামুন (আলাপ) ০৭:১৫, ১৬ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বল্লাল সেন নিবন্ধটি উইকিতে রাখার মতো উল্লেখযোগ্য। যে লেখাগুলো হুবুহু মিলে গেছে তা সম্প্রতি হালনাগাদ করা হয়েছে। এছাড়াও কিছু তথ্যসূত্র যোগ করে দিয়েছি। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১৯:১০, ১৬ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

মলয় ভৌমিক নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা প্রসঙ্গে

মলয় ভৌমিক নিবন্ধ হতে কবে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি কবে সরানো হবে সে ব্যাপারে জানতে জানতে চাচ্ছিলাম। নিবন্ধটি সম্পাদনা মোটামুটি শেষ। এখন যদি "প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার" হিসেবে তার উল্লেখযোগ্যতার অভাব থেকে থাকে তবে জানাবেন। আর অভাব যদি না থেকে থাকে তবে অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি দ্রুত সরিয়ে ফেলবেন আশা করি।ধ্যনবাদ--masum (আলাপ) ১৫:৫৩, ১৬ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নূন্যতম ৭ দিন এই আলোচনা চলবে। আপনি হয়তো জেনে থাকবেন, নিবন্ধের অপসারণের প্রস্তাবনা মানেই কিন্তু নিবন্ধ অপসারণ করা নয়। এখানে নিবন্ধের সচ্ছতা এবং উইকিতে রাখার মতো উল্লেখযোগ্যতার বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। যাই হোক, নিবন্ধটি কেনো উল্লেখযোগ্য নয় সে বিষয়ে নিবন্ধের অপসারণ প্রস্তাবনায় আলোচনা করেছি। দয়া করে সেখানে মন্তব্য রাখুন। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:১৮, ১৬ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আড়ং

জনাব মহিন রীয়াদ: আড়ং পাতাটি কোন একটি বিশেষ ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে আড়ং শব্দটির একটি আলাদা মানে এবং ইতিহাস আছে। আমি সেই তথ্যগুলো ইউপিডিয়াতে রাখতে চাই। আপনার মতামত কি? মামুন (আলাপ) ১৭:০৭, ১৭ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আড়ং (ব্র্যাক) নিবন্ধটি হস্ত ও কারুশিল্প ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবেই উইকিতে রাখা হয়েছে। বাংলা আড়ং শব্দের অর্থ হাট-গঞ্জ বা ক্রয়-বিক্রয়ের স্থান। এ বিষয়ে বাংলা উইকির বদলে উইকিঅভিধানে পাতা খুলতে পারেন। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:২০, ১৭ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়

জনাব মহীন রিয়াদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাতা থেকে অনুষদ গুলোর আসন সংখ্যা গুলো সরানো হচ্ছে কেন? আর উপাচার্য গনের নামের ড. কেটে ডক্টর করার পিছনে যুক্তি কি?Musfiq munna (আলাপ) ১২:১১, ১৯ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আসন সংখ্যা উইকিতে থাকার বিষয় না, এটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থাকে। বাংলায় ডক্টর থেকে ড. সংক্ষিপ্তিকরণ ভুল। আর আপনি অযথা লেখা বাতিল করবেন না, এর আগে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করুন। এছাড়াও অপনি প্রাক্তন শিক্ষার্থী তারিকার ইনলাইন পরিষ্করণ ট্যাগসমূহ বাদ দিচ্ছেন। --মহীন রীয়াদ (আলাপ) ১২:১৭, ১৯ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রক্তন শিক্ষার্থীদের তালিকায় তথ্য সূত্র যোগ করা প্রয়োজন ছিল সেগুলো যোগ করা হয়েছে। তাই ট্যাগ বাদ দিয়ে দেয়া হয়েছে।Musfiq munna (আলাপ) ১২:২৮, ১৯ মে ২০১৫ (ইউটিস

'প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী' অনুচ্ছেদের সবাই শিক্ষার্থী নয় কিছু শিক্ষক আছেন তাই শিরোনাম ছিল প্রাক্তন শিক্ষক শিক্ষার্থী। কেটে শুধু শিক্ষক করা হলো কেন?Musfiq munna (আলাপ) ১২:৪০, ১৯ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভাল করেছেন। তবে আপনি যেগুলোতে তথ্যসূত্র দেননি যেগুলোও বাদ দিয়ে দিয়েছেন। এখানে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীর সাথে অনেকেই রয়েছেন যারা অন্য পেশার, সেক্ষেত্রে এই শিরোনাম দেয়া যাবে না। নিবন্ধে অনেক ভুল আছে, আমি ঠিক করছি অপক্ষো করুন। --মহীন রীয়াদ (আলাপ) ১২:৪২, ১৯ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের শিরোনামে যাদের নাম দেয়া আছে তারা কোন না কোন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা শিক্ষার্থী ছিলেন। তাদের পেশা পরবর্তীতে আলাদা কিছু হতে পারে। কিন্তু কোন না কোন সময়ে তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট ছিলেন।Musfiq munna (আলাপ) ১২:৫১, ১৯ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

দিক নির্দেশনা প্রয়োজন

জনাব মহীন রিয়াদ, উইকিপিডিয়ায় সম্পাদনার সার্থে আপনার সুস্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাতায় উপচার্যগন অনুচ্ছেদে ড. এর পরিবর্তে ডক্টর শব্দটিযোগ করেছেন। আমি বাংলা উইকিপিডিয়ার অনেক নিবন্ধ ঘুরে দেখতে পেলাম প্রায় সব যায়গায় ডক্টর এর সংক্ষিপ্তরূপ হিসাবে ড. ব্যবহার করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পরিচয় পত্রে আমি 'ড.' বিষয়টি খেয়াল করেছি। যদি ড. সংক্ষিপ্তরুপটি ভূল হয় তাহলে সঠিক সংক্ষিপ্তরুপটি কি? আপনি বলেছেন বিশ্ববিদ্যালয়ের অনুষদের বক্সে কালার ব্যবহার করা যাবেনা। কোন ধরনের বক্সে কালার ব্যবহার করা যাবে সেই ব্যপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিবেন বলেই আশা করি। এতে আমার ভবিষ্যত সম্পাদনায় সুবিধা হবে। আর অনুষদের আসন সংখ্যা উল্লেখ করা যাবেনা বলে আপনি বলেছেন। আপনি এও বলেছেন এটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ব্যবহার করার বিষয়। আমার প্রশ্ন হল কেন সেটি উইকিপিডিয়ার পাতায় ব্যবহার করে নিবন্ধকে সম্মৃদ্ধ করা যাবেনা? আশা করি আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে আমাকে ভবিষ্যত সম্পাদনায় সাহায্য করবেন। মুসফিক মুন্না (আলাপ) ১৪:৫০, ১৯ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় মহীন রিয়াদ, আসন সংখ্যা যদি ভার্সিটির ওয়েব সাইটের বিষয় হয়ে থাকে তবে বিভাগের নামের ক্ষেত্রেও তো একই আইন প্রযোজ্য হওয়ার কথা। ওইটাও ভার্সিটির সাইটেই পাওয়া যায়। আর আমার ভার্সিটির সাইটে সিট সংখ্যা দেয়া নাই এবং আমি পাবলিক ভার্সিটির কোন সাইটেও আসন সংখ্যা দেয়া আছে আমি এমনটি দেখি নাই।

আর গত দেড় বছরে ওইকি তে কাজ করে যে অভিজ্ঞতা হয় নাই, গত এক মাসে সেই অভিজ্ঞতা হয়েছে। আমি একটি বিষয় খেয়াল করছি আপনি অনেক সময় ঠিকমত কারন উল্লেখ না করেই ডিলিট করে দিচ্ছেন বা পরিবর্তন করে দিচ্ছেন। আমি মনে করি এতে অনেকেই বিশেষ করে নতুন যারা আছে তারা ওইকি তে অবদান রাখতে অনুতসাহিত হয়। আশা করি ভবিষ্যতে আপনি এমন সম্পাদনার ব্যাপারে আরও যত্নবান হবেন।ধ্যনবাদ। masum (আলাপ) ১৭:০০, ১৯ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আমি বলিনি এটা উইকির নিয়ম, বলেছি বাংলায় . ব্যবহার করে ড. অথবা ব্যবহার করে ডঃ লেখা দুইটাই ভুল। কারণ প্রথম . চিহ্নটি বাংলা শব্দের নয়, এবং দ্বিতীয় চিহ্নের মাধ্যমে সংক্ষিপ্তকরণ বাংলা বানান অনুসারে গ্রহণযোগ্য নয়। বাংলা একাডেমির সাহায্য নিতে পারেন, সেখানে ডক্টর শব্দের সংক্ষিতরূপে ড./ডঃ ব্যবহার করা হয় নি। একই ভাবে নামের ক্ষেত্রে মোঃ লেখাও ভুল, কারণ এতে বাংলা উচ্চারণ অনুসারে দ্বাড়ায় মোহ্ এবং এই জ্যোতিচিহ্নের ব্যবহার সংক্ষিপ্তকরণের উদ্দেশ্যে নয়। যাই হোক, উউইকিতে আগে থেকেই অনেক নিবন্ধে এগুলোর ব্যবহার রয়েছে, এর মানে এই নয় যে আগামীতেও তা পূনরাবৃত্তি ঘটাতে হবে। তাছাড়া ডক্টর লিখলে কোন অসুবিধা নেই। ইংরেজরা Doctor-কে সংক্ষেপে লেখে Dr./Dr, কিন্তু D. ব্যবহার করে না। আর আমি অনুষদের বক্সে কালার ব্যবহার করা যাবেনা বলিনি, বলেছি: অনুষদের তালিকায় রঙ ব্যবহারের প্রয়োজন নেই। এটা কোনো বাধাধরা নিয়ম নয়। সাধারণত ইংরেজি উইকির নির্বাচিত নিবন্ধসমূহে খেয়াল করলে দেখবেন সেখানে এইরকম করা হয় না। উইকি নিবন্ধে আসন সংখ্যার বদলে প্রায়ই আর্ন্তজাতিক শিক্ষার্থীদের শতকরা হারের তালিকা রাখা হয়। বাংলা উইকির কমিউনিটি বড় না হওয়ায় এখানে সবকিছু ঠিকভাবে এখনো গড়ে ওঠে নি। আপনি যদি ইংরেজি উইকির ভালো-ভালো নিবন্ধসমূহ দেখন তাহলে বিষয়গুলো নিজেই বুঝে নিতে পারবেন। এরচে বেশি জানতে চাইলে Wikipedia:College and university article guidelines পড়ে নিন। সম্পদনা সারাংশে (রোলব্যাক ব্যতীত, কারণ এটা সয়ংক্রিয়ভাবে করা হয়) যতোটুকু লেখা দরকার তাই লেখা হয়, না বুঝলে বর্ত/পূর্ব ব্যবহার করে দেখে নিতে পারেন। আশা করবো এইসব ছোটখাটো বিষয়ে দীর্ঘ আলোচনার মাধ্যমে সময় অপচয় না করে নিবন্ধবর্ধনে মনোযোগ দেবেন। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:২৯, ১৯ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আমি মহিন রিয়াদের সাথে একমত। মামুন (আলাপ) ০৪:১১, ২০ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

৮৬৫

উপরোক্ত লিরোনামে পাতাটি পড়ে কোন কিছুই বোধগোম্য হচ্ছে না। আসলে এটি কি সিম্পর্কিত? দয়া করে বিষয়টি দেখবেন কী? মামুন (আলাপ) ১৮:১৮, ২০ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এটা জুলিয়ান পঞ্জিকা অনুসারে ৮৬৫(তম) বছরের পাতা। এখানে উক্ত বছরে সংঘটিত উল্লেখযোগ্য ঘটনা, জন্ম মৃত্যু ইত্যাদি উল্লেখ করা হয়। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:৫৫, ২০ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ অপসারনের আহব্বান

জনাব মহীন রিয়াদ মলয় ভৌমিক শিরোনামের নিবন্ধ হতে আপনার লাগানো ট্যাগ/নোটিশ সরানোর জন্য অনুরোধ করছি।Musfiq munna (আলাপ) ০৯:১৮, ২১ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণের প্রস্তাবনার সিদ্ধান্ত গ্রহণের উপর ভিত্তি করে এটা করা হয়। --মহীন রীয়াদ (আলাপ) ১০:৪৭, ২১ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ক্যাসিনি-হাইগেন্স

Dear Mohin Reeyad:

ক্যাসিনি-হাওথেন্স নিবন্ধনটিতে তথ্য সংযোজন করতে গিয়ে ভুল ক্রমে ক্যাসিনি-গাইজেন্স নামে নতুন একটি পাতা খুলে ফেলেছি। দয়াকরে পাতাটি মুছে দিন। আমি নিজে কি এধরনের ভুল সংশোধন করতে পারব? জানাবে। আর একটি বিষয়, Gravity assist নামে ইংরেজী উইকিতে একটি পাতা থাকা সত্বেও সেই পাতার ইন্টারনাল লিংক দিতে পারছি না কেন? সাহায্য করুন। -মামুন (আলাপ) ০৬:৪০, ২২ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

মে ২০১৫

  Hi Moheen Reeyad. Thank you for your work on patrolling new pages and tagging for speedy deletion. I'm just letting you know that I declined your deletion request for বরিশাল এক্সপ্রেস, a page that you tagged for speedy deletion, because the criterion you used or the reason you gave does not cover this kind of page. Please take a moment to look at the suggested tasks for patrollers and review the criteria for speedy deletion. Particularly, the section covering non-criteria. Such pages are best tagged with proposed deletion, proposed deletion for biographies of living persons, or sent to the appropriate deletion discussion. যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৪৭, ২৪ মে ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

১ জুন, ২০১৫

জনাব মহীন রীয়াদ রাজশাহী বিশ্ববিদ্যালয় পাতায় আপনার একটি সম্পাদনা আমি বাতিল করেছিলাম। যা ধ্বংসপ্রবণতা হিসাবে চিহ্নিত করে আমার আলাপ পাতায় আপনি একটি বার্তা রেখেছেন। আপনার সম্পাদনা বাতিল করার কারণ দেখুন আপনার সম্পাদনায় ধর্মীয় সম্মেলন-বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। পোষাকের রঙ- সাদা ও নীল। এটা কোন ধরনের সম্পাদনা? বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কি ধর্মীয় সম্মেলন? আর বিশ্ববিদ্যালয়ে কি নির্দিষ্ট কোন পোষাক আছে যার রঙ থাকবে। এই সম্পাদনা বাতিল করা কিভাবে ধ্বংসপ্রবন হতে পারে আমাকে জানাবেন। মুসফিক মুন্না (আলাপ) ১৭:১৬, ১ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনি বরাবরই উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণ সম্পাদনা করছেন। কোন কিছু না বুঝে হুট করে সম্পাদনা বাতিল করা অবশ্যই উইকিপিডিয়ানদের আচরণ হতে পারে না। "ধর্মীয় সম্মেলন-বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন" এটা তথ্যছক অনুবাদ সমস্যার জন্য হয়েছে, যা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। এছাড়াও রঙয়ের বিষয়ে নিবন্ধের আলাপ পাতায় আমি আগেই বার্তা রেখেছিলাম যা হয়তো আপনি দেখেন নি। এ দুটো বিষয়ের জন্য সম্পূর্ণ লেখা বাতিল না করে সম্পাদনার মাধ্যমেও করা যেতো, এবং এমনটাই সাধারণত করা হয়। কিন্তু আপনি তথ্যছকের সমস্ত হালনাগাদকৃত লেখাই মুছে দিয়েছেন, যা উদ্দেশ্যমূলক। আর এখানে {{lang-en|University of Rajshahi}} সঠিক টেমপ্লেটের ব্যবহার বাদ দিয়ে নিজের খেয়ালমতো (ইংরেজি: [[:en:University Of Rajshahi|University of Rajshahi]]) দিয়েছেন। নিবন্ধের শুরুতে ইংরেজি পাতার লিংক এভাবে দেয়া হয় না। নিবন্ধের বাম পাশে সরঞ্জাম ট্যাবের নিচে অন্যান্য ভাষাসমূহ ট্যাবের অধীনে ইংরেজি পাতার লিংক পাওয়া যায়। তথ্যসূত্রেও যোগ করেছেন মোবাইল লিংক! আগামীতে আপনাকে সম্পাদনার বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করছি। প্রয়োজনে আপনি নিবন্ধের আলাপ পাতার আলোচনা করে নিতে পারেন। এতে আপনার দন্ধের অনসান ঘটবে আশা রাখছি। -মহীন রীয়াদ (আলাপ) ১৭:৫১, ১ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
যেহেতু আগের তথ্যছকের সব কিছুই ঠিক ছিল আর আপনার সম্পাদিত তথ্যছকের অনুবাদে সমস্যা ছিল তাই আপনার সম্পাদনা বাতিল করে পূর্বের তথ্য ছকে ফিরে যাওয়া হয়েছিল এবং সেখানে পুনরায় তথ্য হালনাগাদ করা হয়েছিল। যা নিশ্চিতভাবে ধ্বংসপ্রবণতা নয়। আপনি বরাবরই ধ্বংসপ্রবণ সম্পাদনা করছেন আপনার এই বাক্যের সাথে আমি দ্বিমত পোষন করছি। আমি এপর্যন্ত ৭০০+ সম্পাদনা করেছি। সেগুলো বরাবরই ধ্বংসপ্রবণ হলে আমার উইকিপিডিয়ায় সম্পদনা সবগুলোই বাতিল হয়ে যেত। তাই আপনার বাক্য টিকে আমি ব্যক্তিগত আক্রমণ মনে করছি। ধন্যবাদ।মুসফিক মুন্না (আলাপ) ১৮:১০, ১ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার যুক্তি অনুযায়ীতো আমিও আপনার লেখা পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারতাম! সেটা না করে আমি ঠিক যে স্থানে সম্পাদনার প্রয়োজন ছিলো সেখানেউ সংশোধন করেছি। আপনারও কি তা করা উচিৎ ছিলো না? হালনাগাদকৃত তথ্যছকে আরও কিছু বিষয় ছিলো পূর্বে সংশোধন করা হয়েছিলো, পরবর্তীতে আপনি তার সবগুলি ঠিক করেন নি। তাছাড়া পুনরায় তথ্য হালনাগাদ করতেই হয় তাহলে পূর্বাবস্থায় ফিরিয়ে নেবার কী প্রয়োজন ছিলো? তথ্যছক ব্যবহারেরও একটা দিক-নির্দেশনা রয়েছে, এখানে (টেমপ্লেট:তথ্যছক বিশ্ববিদ্যালয়) দেখে নিতে পারেন। যাই হোক, আপনি উপরে আপনার সম্পাদিত আরো কিছু বিষয় উল্লেখ করেছিলাম, সেগুলোর কী ব্যখ্যা দেবেন আপনি? আপনি শুধু শুধু সম্পাদনা যুদ্ধের অবতাড়না করছেন। এসব বাদ দিন। --মহীন রীয়াদ (আলাপ) ১৮:৩৫, ১ জুন ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকি'সালাম

মহীন ভাই, ভাল আছেন আশা করি। দেখা হবে বারবার - Sufe (আলাপ) ১৯:৩৩, ১১ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ভাল নিবন্ধ

এমা ওয়াটসন

সুপ্রিয় মহীন ভাই, দীর্ঘদিন আগে আমি এমা ওয়াটসন নিবন্ধটাকে ভাল নিবন্ধ হিসেবে নির্বাচনের জন্য মনোনীত করেছিলাম। তবে কেউ সেটিকে এখনো পর্যালোচনা (review) করে ভাল নিবন্ধ হিসেবে নির্বাচিত করেনি। নিবন্ধটির পেছনে আমি প্রচুর সময় দিয়েছি, আপনার কাছে তাই অনুরোধ সময় করে এটিকে রিভিউ করে ভাল নিবন্ধ হিসেবে উত্তীর্ণের জন্য ব্যবস্থা নিবেন। ধন্যবাদ।  – তানভির (আলাপ) ১৭:১০, ১৪ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

কাজী নজরুল ইসলাম

মহীন ভাই, আপনি এই নিবন্ধটাকে ভাল নিবন্ধ হিসেবে নির্বাচনের জন্য মনোনীত করেছিলেন। আমি নিবন্ধটাকে ভাল নিবন্ধ হিসেবে নির্বাচনের জন্য কাজ শুরু করেছি। এজন্য এখানে কিছু পর্যালোচনার অবতারণা করেছি। দয়া করে উল্লিখিত পর্যালোচনার ভিত্তিতে নিবন্ধটার মানোন্নয়ন/পরিবর্ধন করুন। তাহলে দ্রুত একে ভাল নিবন্ধ হিসেবে নির্বাচিত করতে পারবো। ধন্যবাদ।  – তানভির (আলাপ) ১৭:৩৭, ১৪ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের মানোন্নয়ন এবং পরিবর্ধন করতে অবশ্যই চেষ্টা থাকবে। --মহীন রীয়াদ (আলাপ) ২১:১৪, ১৬ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

প্রবেশদ্বার:মহীনের ঘোড়াগুলি

Sorry for writing in English but your attention needed on the above portal. Thanks.--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৪, ১৬ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

I will try to solve it eagerly. Thanks! --মহীন রীয়াদ (আলাপ) ১৭:৪৭, ২১ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক!!

 
ঈদ মোবারক

ঈদ মোবারক!
ঈদের মতো আনন্দময় হোক প্রতিটি দিন। ঈদ আপনার ও আপনার পরিবারে বয়ে আনুক অন্তিম সুখ। আল্লাহ আমাদেরকে তাঁকে চিনার,জানার ও বুঝার তৌফিক এনায়েত দান করুন।আমিন ।

ইকবাল হোসেন (আলাপ) ১৫:১২, ১৭ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

চণ্ডীদাস

ধন্যবাদ, মহীন রিয়াদ, দীন চণ্ডীদাস এখুনিই মুছবেন না, কয়েক দিন সময় দিন, আমি ওটাকে সম্পূর্ণ করে দেব। সবে সূচনা করেছি। চণ্ডীদাসে পাশে ওটা করা জরুরি ছিল তাই। দ্রুত মন্তব্যের জন্য ধন্যবাদ Dr. Bir (আলাপ) ২০:০২, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ রিয়াদ Dr. Bir (আলাপ) ২০:২৬, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

রিয়াদ, জানতে চাইছি কেন চণ্ডীদাস পাতায় আমার সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হল? তার আগে কিছু আপত্তি থাকলে তা নিশ্চয়ই আলাপ জানাতে পারতেন Dr. Bir (আলাপ) ২০:৪১, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

চণ্ডীদাস-এর টেম্পলেটে !!! এটা আপনি কি করলেন!!!!!! ???? এটা ভীষণ একটা অসঙ্গত কাজ হল !!!!! বিবেচনা করুন, শুধরে নিন Dr. Bir (আলাপ) ২০:৫৫, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ব্যক্তি তথ্যছক সম্পূর্ণ করার মতো তথ্য চণ্ডীদাস সম্পর্কে পাওয়া যায় না বিধায় আমার মনে হয় বর্তমান টেমপ্লেটটি এই নিবন্ধের জন্য অধিক যুক্তিযুক্ত। আর নিবন্ধে তথ্য সম্পর্কিত জটিলতা ছিলো যা আমি ঠিক করে দিয়েছি। --মহীন রীয়াদ (আলাপ) ২১:২৯, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
রিয়াদ, মনে হওয়ার উপরে এভাবে অন্যের করা বিষয় পরিবর্তনের আগে আলাপ করাটা শোভনীয়। চণ্ডীদাসের ব্যক্তি ছক পূরণের মতো তথ্য নেই কে বলল আপনাকে। আপনি যে সব তথ্য দিয়েছেন তা একেবারে , কি বলব..., আপানার জানার পরিধি কম থাকলে চট করে পরিবর্তন না করে আলাপ করবেন। দয়া করে চণ্ডীদাসের টেমপ্লেটে যে হিন্দু ধরমের ইনফো বক্স দিয়েছেন ওটা সরান, আগের টা আনুন। তাছাড়া চণ্ডীদাস নিয়ে লেখাটাও বেশ সহজ নয়, বিশেষ করে ওর নানান মধ্যযুগীয় নাম-কাল-এর সমস্যা আছে। চণ্ডীদাসের সঙ্গে প্রথমত শ্রীকৃষ্ণকীর্তন যায় না। যাক সে পরে ঠিক করা যাবে। কিন্তু কিছুতেই হিন্দু ধরমের ইনফো বক্স যাবে না। তাহলে রবীন্দ্রনাথ, বাল্মীকি, আলওয়াল এঁদেরও তাই দিতে হয়। এত কথা আপনাকে বলতে হবে কেন। আপনি না সরালে আমাকেই করতে হবে। সেটা করার আগে আপনিই করলে বরং ভালো হয়। ধন্যবাদ Dr. Bir (আলাপ) ২২:৩৬, ২৩ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আপনার কথার টোন আমার পছন্দ হয় নি। আপনি সরাসরি আমার আলাপ পাতায় এসে উস্কানিমূলক আচরণ করছেন। আর আমার জানার পরিধি কম না বেশি তা আপনি কীভাবে ধারণা রাখেন? আমি যা করেছি তা ইংরেজি নিবন্ধের সাহার্য নিয়েই করেছি। এখন আপনার কাছে এর বেশি তথ্য থাকলে দিয়ে দিতে পারেন। আশা করবো এ বিষয়ে কথা বাড়াবেন না। আপনার সাথে বাক-বিতন্ডায় যাবার আগ্রহ নেই। --মহীন রীয়াদ (আলাপ) ০৬:১১, ২৪ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
 
সুপ্রিয়, Moheen। Ashiq Shawon-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বাধাপ্রদান প্রসঙ্গে

মহীন ভাই, যদি ব্যবহারকারীদের নাম উপযুক্ত না হয় এবং বাধাপ্রদান করেন তাহলে হার্ড ব্লক করবেন না, সেক্ষেত্রে ব্যবহারকারী নতুন একাউন্ট তৈরি করে নিতে পারবেন না। এক্ষেত্রে সবগুলো থেকে টিক চিহ্ন উঠিয়ে দিলেই হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৬, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  পছন্দ @NahidSultan: ~ মহীন (আলাপ) ১৬:৪১, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আপনার সুচিন্তিত মতামত আবশ্যক

সুধী, পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য এখানে আপনার সুচিন্তিত মতামত আবশ্যক। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১৭:২৬, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

লেখা সম্পর্কে

এত কষ্ট করে লিখে ফলাফল শুন্য।কিছু আলোচ্য বিষয় বলুন যগুলো অবশ্যই যোগ করতে হবে MRA SHIMUL (আলাপ) ২০:৩৫, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এখানে আবশ্যকীয় নিবন্ধের একটি তালিকা রয়েছে। লাল রঙে প্রদর্শনকৃত পাতাগুলো এখনো তৈরি হয় নি। আপনি চাইলে শুরু করে দিতে পারেন। ~ মহীন (আলাপ) ২১:২৪, ৮ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে মিট-আপ। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১২:০১, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

চবি টেমপ্লেট

চবির বিভিন্ন ডিপার্টমেন্ট ও অনুষদ নিয়ে একটি টেম্প্রেট করা প্রয়োজন । আপনার দৃষ্টি আকর্ষণ ও সাহায্য কামনা করছি । প্রবীর ঘোষ (আলাপ) ১৪:২৮, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

দেখুন টেমপ্লেট:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ~ মহীন (আলাপ) ১৪:৪৬, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

দাদা, আমি নিজেই পেরেছি । এখন লাল লিংক গুলো নীল করতে হবে । ধন্যবাদ প্রবীর ঘোষ (আলাপ) ১৫:১৪, ২৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০৫, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এশিয় মাস পদক

  এশীয় মাস পদক
২০১৫-এর উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

লক্ষ্য করুন

মহিন ভাই,এই আলাপ পাতায় লক্ষ্য করুন আলাপ:৩২ ওল্ড স্লিপ Sethtalk ০১:২১, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ঠিক করা হয়েছে। ~ মহীন (আলাপ) ০৬:১২, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আঞ্চলিক উইকিপিডিয়ান আড্ডা চট্রগ্রাম

সময় কি ফিক্সড হয়েছে? আর আড্ডায় অংশগ্রহনের নিয়ম কি? Mohammed Galib Hasan (আলাপ) ০৩:৪৬, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)আবীরউত্তর দিন

@Mohammed Galib Hasan: আজই ফিক্সড হবে। আড্ডায় অংশগ্রহনের কোন নিয়ম নেই! যেহেতু আড্ডায় ভালো নিবন্ধ পরর্যালোচনা করা হবে সেহেতু আপনার ল্যাপটপ আনতে ভুলবেন না। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ০৫:৫১, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আমি তো ডেস্কটপ ইউজ করি Mohammed Galib Hasan (আলাপ) ০৯:১৩, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
কালকে কি প্রোগ্রাম হচ্ছে। টাইম কি ফিক্সড হয়েছে? Mohammed Galib Hasan (আলাপ) ১২:২২, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
হচ্ছে। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। আড্ডা চলবে। ~ মহীন (আলাপ) ১২:৩৭, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপদক

  উইকি রক্ষক পদক
মহিন ভাই, উইকিপিডিয়া থেজে প্রত্যেকদিন ধ্বংসপ্রবণতা রোধের জন্য আপনাকে এই পদক দিলাম Sethtalk ১০:০৭, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট:Z147

অপসারণ

নিবন্ধন অপসারণ করে দিলেন যে! জাহিদুল ইসলাম সবুজ ১৪:২০, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)

নিবন্ধ টি এখান থেকে কপি পেস্ট করা। আরও জানতে দেখুন: উইকিপিডিয়া:কপিরাইট লঙ্ঘন। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ১৪:২৬, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অনলাইন

সুপ্রিয় Moheen Reeyad,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।

উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফিরতি বার্তা

 
সুপ্রিয়, Moheen। Seth R-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:১৩, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

Sethtalk ১৫:১৩, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য

মহীন ভাইয়া শুরুতে সালাম ও শুভেচ্ছা নিবেন। প্রথমেই দুঃখ প্রকাশ করছি ব্যস্ততার জন্য গত আড্ডাতে আমি অংশগ্রহন করতে পারিনি এজন্য। যেহেতু আমি উইকিপিডিয়া কমিনিউটিতে একাবারে নতুন তাই কিছু জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি। ১. অনেকক্ষেত্রে আমি যে নিবন্ধটি তৈরি করছি অন্য আরেকজনেও সেটি করছে আমার গত ৩টি নিবন্ধন এরকম হয়েছে সেক্ষেত্রে কি যার নিবন্ধন ভালো হবে সেটি গ্রহন হবে? ২. উইকিপিডিয়া টেম্পলেট কি এটা জানতে চাই। ৩. কিভাবে নিজের ব্যবহারকারী পাতাটি সুন্দর করতে পারি? ৪. পরিশেষে উইকিম্যানিয়া এবং উইকিম্যানিয়া স্কোলারশিপ,পেপার প্রেজেন্টেশন সম্পর্কে জানতে চাই। আশা করি আপনার ব্যস্ততার মাঝে আমাকে একটু সময় দিবেন।ধন্যবাদ। Mohammed Galib Hasan (আলাপ) ১৬:২৮, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

  1. ইংরেজি থেকে নিবন্ধ তৈরি করার সময় খেয়াল রাখবেন নিবন্ধের বাম পাশে Languages লেখার নিচে ভাষার তালিকায় বাংলা রয়েছে কিনা। যদি থাকে বুঝতে হবে সেটি তৈরি হয়ে গেছে। আরও যাচাই করতে চাইলে নিবন্ধের সম্ভাব্য বাংলা নাম লিখে বাংলা উইকিপিডিয়ায় সার্চ দিন। এরপর আমার মনে হয় না এক নিবন্ধ দুইবার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কোন নিবন্ধ দুইবার তৈরি হলে সাধারণত দ্বিতীয়বার তৈরি করা নিবন্ধটি অপসারণ করা হয়।
  2. টেমপ্লেট সাধারণত যে কোন নিবন্ধে পুনরাবৃত্তিমূলক বিষয় প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। যেমন: তথ্যছক ব্যক্তি টেমপ্লেটি ব্যক্তি নিবন্ধের ক্ষেত্রে ব্যবহার হয়। আরও জানতে দেখুন: সাহায্য:টেমপ্লেট
  3. ব্যবহারকারী পাতার সকল দিকনির্দেশনার জন্য পড়ুন উইকিপিডিয়া:ব্যবহারকারী পাতা
  4. উইকিম্যানিয়া সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন এখানে। ধন্যবাদ। ~ মহীন (আলাপ) ১৭:৪০, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আমার এয়ার মাজমিসিসিপি হাইওয়ে ৬০৪ নিবন্ধতে কিছু সমস্যা ছিলো যেগুলা আমি ঠিক করেছি। আপনি কি একটু দেখবেন?? উইকিম্যানিয়া স্কোলারশিপ নিয়ে কিছু জানান। Mohammed Galib Hasan (আলাপ) ০৫:৪৪, ১৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

"Moheen/বার্তাসংকলন ২০১৫"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।