আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

সাম্প্রতিক মন্তব্য: ওহিদ কর্তৃক ২ বছর পূর্বে "প্রধান পাতার জন্য সারাংশ" অনুচ্ছেদে
ভালো নিবন্ধ ২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর ক্রীড়া এবং বিনোদনবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
নভেম্বর ২৭, ২০১৫ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

ভালো নিবন্ধের পর্যালোচনা সম্পাদনা

এই পর্যালোচনাটি আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: NahidSultan (আলাপ · অবদান) ১৩:৫৬, ২৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন


পর্যালোচনা সম্পাদনা

ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী বিবেচিত হয়না সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য):   খ) (রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র):   খ) ( নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):   গ) (মৌলিক গবেষণা):  
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) (প্রধান বিষয়):   খ) (মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    'পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ বা পরিবর্তনশীল হচ্ছে কিনা:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) ( সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা ):  খ) (ছবিতে ছবির উপযোগি বর্ণনা আছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  

প্রধান পাতার জন্য সারাংশ সম্পাদনা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০০৩ সালের অস্ট্রেলিয়া সফরে দুটি টেস্ট ও তিনটি ওডিআই ম্যাচ খেলে। অলরাউন্ডার খালেদ মাহমুদ এই সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। অস্ট্রেলিয়া দলকে দুইজন নেতৃত্ব দেন। টেস্টে স্টিভ ওয়াহ ও ওডিআই-এ রিকি পন্টিং। এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার কোন রাজ্যের রাজধানীর বাইরে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়; ম্যাচগুলো অনুষ্ঠিত হয় কেয়ার্ন্স-এর বান্ডাবার্গ রাম স্টেডিয়াম এবং নতুন করে মানোন্নয়ন করা ডারউইনের মারারা ওভালে। অস্ট্রেলিয়া সহজেই দুই ম্যাচের টেস্ট সিরিজ জয় করে। বাংলাদেশের পারফরম্যান্স ওডিআই সিরিজেও ভাল ছিল না এবং তারা কোন ইনিংসেই ১৪৭ রানের বেশি করতে সক্ষম হয় নি। ফলে অস্ট্রেলিয়া বাংলাদেশকে ধবলধোলাই করে। অস্ট্রেলিয়ার পরবর্তী সিরিজ ছিল ২০০৩ সালের অক্টোবর মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ অস্ট্রেলীয় ওপেনার ম্যাথু হেডেন ওয়াকা গ্রাউন্ড-এ ১ম টেস্টে ৩৮০ রানের তখনকার টেস্টের সর্বোচ্চ ইনিংসটি খেলেন। সিডনির সিডনি ক্রিকেট গ্রাউন্ড-এ অনুষ্ঠিত ২য় টেস্টে সহজেই জয়লাভ করে অস্ট্রেলিয়া ২-০ তে সিরিজটি জিতে নেয়। (বাকি অংশ পড়ুন...)


প্রধান পাতায় দেয়ার জন্য উপরের অংশটুকু তৈরি করা হয়েছে। এখানে একটি চিত্র দরকার। কি চিত্র দেয়া যায়? আর কিছু সংশোধনও দরকার। সবার মতামত কাম্য। --আফতাব (আলাপ) ১৯:১৬, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আফতাব ভাই, উইকিতে তো কোন ছবি পাচ্ছি না। কমন্সেও এই ব্যাপারে কিছু পাই নাই। আর পাতায় যে ছবিগুলো আছে ওগুলো দিলেনিবন্ধটা বোঝানো যাবে না। এখন ESPNCricinfo তে এ সম্পর্কে অনেক ছবি আছে, প্রশ্ন হল তাঁরা কি উইকিতে ব্যবহারের জন্য অনুমতি দিবেন?--প্রত্যয় (স্বাগতম) ১২:০৬, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
চিত্র ছাড়াই দিতে হবে মনে হয়। মনে হয় না ক্রিকইনফো ছবি দিবে। ইমেইল করলে তারা তা দেখবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। আফতাব (আলাপ) ১৭:২৮, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
আফতাব ভাই, প্রথম আলো বা ঐ সময়ের কোন দৈনিকের পাতা থেকে ছবি পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। সেই ব্যাপারটা সম্ভব কি?--প্রত্যয় (স্বাগতম) ১৩:৩০, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর" পাতায় ফেরত যান।