উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫
উইকিপিডিয়া ১৫
|
অফলাইন কার্যক্রম
|
অনলাইন কার্যক্রম
|
চিত্রশালা
|
আলোচনা
|
২০১৬ সালের ১৫ই জানুয়ারি উইকিপিডিয়া ১৫ বছরে পদার্পণ করে।
বিশ্বের অন্যান্য উইকিপিডিয়া সম্প্রদায়ের মত বাংলা উইকিপিডিয়াও অফলাইন, অনলাইনসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক দিনটি পালন করে। অন্যান্য সম্প্রদায়ের আয়োজন সম্পর্কে জানতে, আমাদের বৈশ্বিক পাতা দেখুন।
উইকিপিডিয়া ১৫
শেষ
হয়েছে
মূল সম্মেলন
তারিখ: জানুয়ারি ১৫, ২০১৬, শুক্রবার
সময়: বিকাল ৪টা থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত
স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্র [গুগল মানচিত্রে অবস্থান দেখুন]
আয়োজক: উইকিমিডিয়া বাংলাদেশ
- যোগাযোগ
- ইমেইল: info-bnwikimedia.org
- মেইলিং লিস্ট: wikipedia-bn@lists.wikimedia.org
- সামাজিক যোগাযোগ
- ফেইসবুকে উইকিপিডিয়া ১৫ ইভেন্ট পাতা
- টুইটারে উইকিপিডিয়া ১৫
- বাংলা উইকিপিডিয়ার সামাজিক যোগাযোগ পাতাসমূহ:
- হ্যাশট্যাগ: #Wikipedia15