Tanweer Morshed
অবদান —— নীড় —— আলাপ —— ইমেইল —— ইউজারবক্স —— উইকিপদক —— আজাকি
উইকিমিডিয়া কমন্স —— মেটা-উইকি —— উইকিমিডিয়া বাংলাদেশ —— ইংরেজি উইকিপিডিয়া —— উইকিসংকলন —— উইকিঅভিধান
Info
সম্পাদনাHello I am omith, I am looking the history of satiajuri village. I is a village of chunsrughat thana. Do u give me any information how can I know history of satiajuri village. Thanks read me .
নিজামুদ্দীন আউলিয়া লিপু
সম্পাদনাতানভির ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি হটক্যাটের মাধ্যমে নিবন্ধটিতে কিছু বিষয় শ্রেনী যুক্ত করেছেন। তার মধ্যে একটি হল [বিষয়শ্রেণী:বাংলাদেশী প্রকৌশলী]। আমি এই বিষয়শ্রেণীটি বাদ দিতে চাইছি। লিপুর কোন আনুষ্ঠানিক প্রকৌশল ডিগ্রী নেই। তিনি প্রকৌশলে ভর্তি হয়েছিলেন কিন্তু পাশ করতে পারেন নি। এমতাবস্থায় তাঁকে প্রকৌশলী শ্রেণীতে না রাখাই ভাল। আমি ইংরেজী উইকিতে থাকা অটোমোটিভ ইঞ্জিনিয়ার শব্দটিকে সচেতন ভাবেই মোটর গাড়ি বিশেষজ্ঞ দিয়ে প্রতিস্থাপন করেছি। আপনার মত না নিয়ে সম্পাদনা করছি না। Engr.Rafi (আলাপ) ০৮:৫৪, ৯ মে ২০১৪ (ইউটিসি)
- হ্যা, লিপুর আনুষ্ঠানিক প্রকৌশল ডিগ্রী নেই সেটা জানি। কিন্তু ডিগ্রী না থাকলেও তো প্রকৌশলী হওয়া সম্ভব। যেমন বিশ্বখ্যাত থমাস আলভা এডিসনের ডিগ্রী ছিল না। যাইহোক, আমি চেয়েছিলাম নিবন্ধটাকে উপযুক্ত বিষয়শ্রেণীতে রাখতে, এজন্যই বাংলাদেশী প্রকৌশলী যোগ করা। কিন্তু এটা সত্য যে প্রকৌশলীর চেয়ে এক্ষেত্রে অটোমোটিভ ইঞ্জিনিয়ার বা মোটরগাড়ি প্রকৌশলী বেশি উপযুক্ত। আমার এটা যোগ করাই উচিত ছিল। রাফি ভাই, তাহলে আপনি বাংলাদেশী প্রকৌশলী মুছে মোটরগাড়ি বিশেষজ্ঞ-ই যোগ করে দিন। ধন্যবাদ। -- – তানভির (আলাপ) ১০:১২, ৯ মে ২০১৪ (ইউটিসি)
Translation request
সম্পাদনাHello Tanweer Morshed, I noticed you translated some templates into Bengali, and I saw one templates still needs to be done in Bengali, can you? It is Commons:Template:Wiki Loves Monuments 2012. Thanks! Greetings - Romaine/Romaine (আলাপ) ০০:১৩, ২০ আগস্ট ২০১২ (ইউটিসি)
প্রবেশদ্বার প্রসঙ্গে
সম্পাদনাশুভেচ্ছা নিন। আপনার অবদান অবিস্মরণীয়। আপনি নিবন্ধ লেখার পর কষ্ট করে সেই নিবন্ধের প্রবেশদ্বার টেমপ্লেটটি যুক্ত করে দিয়েন। যেটার প্রবেশদ্বার থাকবেনা সেটাও দিয়েন। পরবর্তীতে তৈরি করে দিব। ধন্যবাদ।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৫:৩৯, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি))
- বাংলা উইকিতে প্রবেশদ্বার খুব বেশি নেই। যেগুলো আছে সেগুলোর অধিকাংশের অবস্থাও খুব একটা ভালো নয়। আপনি এই অবস্থায় উন্নতিতে প্রচেষ্টা চালাচ্ছেন দেখে ভালো লাগছে। আর হ্যাঁ, নিবন্ধে প্রবেশদ্বারের টেমপ্লেট এরপর থেকে ইনশাল্লা যুক্ত করবো। ধন্যবাদ :-) – তানভির (আলাপ) ০৫:৪০, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা
সম্পাদনাআজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ১৮:২০, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি) |
শুভ নববর্ষ
সম্পাদনামতামত কাম্য
সম্পাদনাসুপ্রিয় তানভির, সাঁউ পাউলু নিবন্ধের নাম নিয়ে একাধিক ব্যবহারকারী এর আলাপ পাতায় সংশয় প্রকাশ করেছেন। উইপিডিয়ার একজন অভিজ্ঞ অবদানকারী হিসেবে সেখানে আপনার মতামত কাম্য। তাওহীদ আলাপ ০৮:৩৯, ২৩ মে ২০১৪ (ইউটিসি)
শুভেচ্ছা আমার লেখা নিবন্ধটি https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80:Farshad001/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%98%E0%A6%B0 অপসারণ করার প্রস্তাব রাখা হয়েছে|এই বিষয়ে আমি আপনার সাথে একমত হতে পারছি না কারন যাকে নিয়ে এই নিবন্ধটি লেখা হয়েছে মাসুমা রহমান নাবিলা তিনি আসলেই বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা এবং মডেল,এবং এই বিষয়ে বেশ কিছু তথ্যসূত্র এই নিবন্ধটিতে সংযোজিত করা হয়েছে এর মধ্যে বাংলাদেশের বহুল আলোচিত সংবাদপত্র সমূহে একজন উপস্থাপিকা এবং মডেল হিসেবে তাঁর অবদান একাধিক বার ফলাও করে প্রকাশিত হয়েছে|এছাড়াও তার একটি নিবন্ধ ইতিমধ্যে উইকিপিডিয়া ইংরেজীতে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে লিংক:[(জীবনীসংক্রান্ত)|https://en.wikipedia.org/wiki/Masuma_Rahman_Nabila]| আশা করছি নিবন্ধ অপসারণ বিতর্ক থেকে এই নিবন্ধটি মুক্ত হবে এবং এটি উইকিপিডিয়া বাংলাতে একটি নিবন্ধ আকারে প্রকাশিত হবে| ধন্যবাদFarshad001 (আলাপ)
- সুপ্রিয় Farshad001, অপসারণ প্রস্তাবনায় অন্যান্য উইকিপিডিয়ানদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে নিবন্ধটি কি উইকিপিডিয়ায় রাখা উচিত না উচিত না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এটি যথেষ্ট উল্লেখযোগ্য নয়। তাই এটিকে অপসারণের প্রস্তাব করেছি। আপনার মতামতের জন্য ধন্যবাদ। – তানভির (আলাপ) ১৪:৪৭, ৩১ মে ২০১৪ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা০৭:৫৭, ৪ জুন ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
পবিত্র ঈদুল ফিত্র এর দাওয়াত এবং শুভেচ্ছা
সম্পাদনামহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ০৫:৪৪, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি) |
- ধন্যবাদ আপনাকে মাসুম ইবনে মুসা ভাই। আপনাকেও ঈদের অনেক শুভকামনা এবং ঈদ মুবারক জানাচ্ছি :) – তানভির (আলাপ) ১৬:৩৮, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)
Top univarsitis ranking of bangladesh
সম্পাদনাami ranking ta wab said theke peyechi.
দশম প্রতিষ্ঠাবার্ষিকী-বৃত্তি
সম্পাদনাসুপ্রিয় Tanweer Morshed! বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলকাতার সন্মেলনে বৃত্তিতে নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দয়া করে নিচের গুগুল ফর্মটি পুরণ করুন ও আপনার বিস্তারিত জানান, এর ফলে আমরা আপনাকে সঠিক ভাবে আমন্ত্রন পত্র ও বৃত্তির সিদ্ধান্ত জানাতে সক্ষম হব। আশা করি আপনি ফর্মটি পূরণ করে আমাদের সাহায্য করবেন ! |
প্রশাসকত্ব
সম্পাদনাতানভির, অভিনন্দন আপনার প্রশাসক হওয়ার আবেদন সফলভাবে শেষ হয়েছে। আপনাকে বাংলা উইকিপিডিয়ার প্রশাসকত্ব প্রদান করা হয়েছে। আশা করি বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে এর রক্ষণাবেক্ষণে নিয়মিত এবং কার্যকর ভূমিকা পালন করবেন। আবারও অসংখ্য ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১৭, ৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- আমি গত কিছুদিন ধরে উইকিপিডিয়ায় আসতে পারছি না। তাই আপনার প্রশাসক হওয়ার আবেদনে কোন মন্তব্য জানাতে পারিনি। বাংলা উইকিপিডিয়ায় নতুন প্রশাসক নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। --আফতাব (আলাপ) ১৮:৫৯, ৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ বেলায়েত ভাই এবং আফতাব ভাইকেও :-) – তানভির (আলাপ) ২০:২২, ৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- নতুন প্রশাসক হিসেবে আমার পক্ষ থেকেও তানভির ভাইকে অভিনন্দন এবং আপনার প্রতি শুভকামনা রইল। ——তাওহীদ ০৩:১৯, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়ার নতুন প্রশাসক হওয়ায় আমার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উইকিপিডিয়ায় আপনার পথচলা আরও উজ্জ্বল হোক :)--Hopeoflight (আলাপ) ০৬:৪১, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Hopeoflight এবং তাওহীদ ভাইকে আন্তরিক ধন্যবাদ :-) আশা করছি উইকিতে নিয়মিত সম্পাদনার পাশাপাশি প্রশাসনিক কাজেও উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো। – তানভির (আলাপ) ১৪:২২, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অভিনন্দন তানভিরভাই, বাংলা উইকিপিডিয়ায় প্রশাসক পদ লাভের জন্য। বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণ, নিবন্ধের মান ও বিষয়ের বিস্তৃতি বৃদ্ধির বিষয়ে আপনার সদর্থক ভূমিকার দিকে অনেক আশা নিয়েই তাকিয়ে রইলাম। --Arindam Maitra (আলাপ) ১৭:৪১, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Arindam Maitraদা, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা উইকিতে আমি উত্তোরত্তর অবদান অব্যাহত রাখতে পারবো বলে বিশ্বাস করছি। – তানভির (আলাপ) ১৭:৫৭, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়ায় প্রশাসক পদ লাভের জন্য অভিনন্দন।:-) প্রশাসনিক ও সম্পাদনা, উভয় দিক থেকে বাংলা উইকিপিডিয়ায় সফল অবদান রাখবেন বলে প্রত্যাশা করি।--Sajibur (আলাপ) ০৪:৪১, ৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ Sajibur ভাই আপনার শুভকামনার জন্য। – তানভির (আলাপ) ০৮:৩১, ৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- তানভির, দেরিতে হলেও অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৩:৩২, ৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- আন্তরিক ধন্যবাদ মাননীয় যুদ্ধমন্ত্রী – তানভির (আলাপ) ১২:২৩, ৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অভিনন্দন, তানভির। এগিয়ে যাও, আর এগিয়ে নাও উইকিপিডিয়াকে। অনেক অনেক শুভ কামনা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:২৬, ৯ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ ও কৃতজ্ঞতা মঈনুল ভাই। বাই দ্য ওয়ে, কলকাতার সম্মেলনে গেলেন না কেন? – তানভির (আলাপ) ১৩:১৫, ১১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অভিনন্দন, তানভির। এগিয়ে যাও, আর এগিয়ে নাও উইকিপিডিয়াকে। অনেক অনেক শুভ কামনা। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১২:২৬, ৯ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- আন্তরিক ধন্যবাদ মাননীয় যুদ্ধমন্ত্রী – তানভির (আলাপ) ১২:২৩, ৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- তানভির, দেরিতে হলেও অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৩:৩২, ৭ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ Sajibur ভাই আপনার শুভকামনার জন্য। – তানভির (আলাপ) ০৮:৩১, ৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়ায় প্রশাসক পদ লাভের জন্য অভিনন্দন।:-) প্রশাসনিক ও সম্পাদনা, উভয় দিক থেকে বাংলা উইকিপিডিয়ায় সফল অবদান রাখবেন বলে প্রত্যাশা করি।--Sajibur (আলাপ) ০৪:৪১, ৬ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Arindam Maitraদা, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা উইকিতে আমি উত্তোরত্তর অবদান অব্যাহত রাখতে পারবো বলে বিশ্বাস করছি। – তানভির (আলাপ) ১৭:৫৭, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অভিনন্দন তানভিরভাই, বাংলা উইকিপিডিয়ায় প্রশাসক পদ লাভের জন্য। বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণ, নিবন্ধের মান ও বিষয়ের বিস্তৃতি বৃদ্ধির বিষয়ে আপনার সদর্থক ভূমিকার দিকে অনেক আশা নিয়েই তাকিয়ে রইলাম। --Arindam Maitra (আলাপ) ১৭:৪১, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- Hopeoflight এবং তাওহীদ ভাইকে আন্তরিক ধন্যবাদ :-) আশা করছি উইকিতে নিয়মিত সম্পাদনার পাশাপাশি প্রশাসনিক কাজেও উল্লেখযোগ্য অবদান রাখতে পারবো। – তানভির (আলাপ) ১৪:২২, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
বামিয়ান উপত্যকা
সম্পাদনাসুপ্রিয় তানভির ভাই,
গ্রাহাম হিউজেস নিবন্ধটিতে ঢুকে আমি সামান্য কিছু সম্পাদনা করে দিয়েছি। এখন নিবন্ধটি ঠিক আছে। আমি আজাকিতে মনোনয়নের জন্য আরও একটি নিবন্ধ বামিয়ান উপত্যকা পেশ করেছিলাম। যদি সম্ভব হয় এটিরও একটি মনোনয়ন পর্যালোচনার জন্য অনুরোধ রাখলাম। --Arindam Maitra (আলাপ) ১৮:০১, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- করা হয়েছে – তানভির (আলাপ) ২১:২৪, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
বার্তার উত্তর
সম্পাদনাপ্রিয় তানভির, অনেকদিন পর তোমার বার্তা দেখে বেশ ভাল লাগল আমারও। উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে উপস্থিত থাকতে পারিনি। গত ছ'মাস যাবৎ শরীর বেশ খারাপ যাচ্ছে। তবে আশা করছি, সুস্থ হয়ে উঠব। কিছু কিছু কাজও করছি আবার উইকিপিডিয়ায়। --Jonoikobangali (আলাপ) ০৯:২৪, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
- অর্ণবদা, হ্যা দীর্ঘদিন পরে আপনাকে উইকিতে দেখে ভাল লাগছে। আপুনার দ্রুত আরোগ্য কামনা করছি। বাই দ্য ওয়ে, আপনি এখন কোথায় বাস করছেন, দিল্লি? – তানভির (আলাপ) ০৯:৩৩, ১২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)
প্রশাসক পদক
সম্পাদনাপ্রশাসক পদক | ||
প্রশাসক হিসেবে বাংলা উইকিপিডিয়ার পেছনে ধারবাহিকতার সাথে অনুকরণীয় শ্রম ও মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে এ পদক দেয়া হল। Ibrahim Husain Meraj (আলাপ) ১৮:২৯, ৮ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি) |
- পদক দেয়ার জন্যে অনেক ধন্যবাদ Meraj ভাই :) – তানভির (আলাপ) ০৯:০১, ১ মার্চ ২০১৫ (ইউটিসি)
নিমাইচড়া ইউনিয়ন
সম্পাদনানিমাইচড়া ইউনিয়ন পাতাটির তথ্যগুলি নিরীক্ষার অনুরোধ রইল। - --Aasif (আলাপ) ১৬:২৬, ২৩ মার্চ ২০১৫ (ইউটিসি)
- সুপ্রিয় Aasif, আপনার উল্লিখিত নিবন্ধটিতে তো তেমন কোন তথ্যই নেই, তাহলে কী নিরীক্ষা করবো? আগে যথাযথ তথ্য যোগ করুন। – তানভির (আলাপ) ০০:৫৩, ২৫ মার্চ ২০১৫ (ইউটিসি)
== ধন্যবাদ ভাই।== মাসুম (আলাপ) masum ১৫:২০, ২৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
www.fishmarketbd.com
সম্পাদনাuser:Fishmarketbd কে ব্লক করা হোক। তার ইউজারনেইমটি পলিসি ভায়োলেট করছে কারন এই ইউজার আইডি থেকে www.fishmarketbd.com এর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে ভিয়েতনামী কৈ মাছ চাষ ব্যবস্থাপনা পাতায়। - Arr4 (আলাপ) ১৫:১১, ৩০ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়েখে ফুলবাড়ি রাহঃ
সম্পাদনা"আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়েখে ফুলবাড়ি রাহঃ" ভাই এই শিরোনামে একটি পোস্ট করে ছিলাম কিন্তু এখন দেখাচ্ছে আপনি রিমুভ করেছেন। জানতে পারি কেন? --Sdmahfuz (আলাপ) ০৫:৪১, ২ মে ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ Sdmahfuz আপনার প্রশ্নের জন্য। আপনার তৈরি করা নিবন্ধটি একটি জীবনীমূলক নিবন্ধ, এবং উইকিপিডিয়াতে কোন জীবনীমূলক নিবন্ধ তৈরি করতে গেলে ব্যক্তির উল্লেখযোগ্যতা প্রতিষ্ঠায় নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করতে হয়। আপনার নিবন্ধটিতে কোন নির্ভরযোগ্য তথ্যসূত্র না থাকায় সেটি মুছে ফেলা হয়েছে। আপনি চাইলে আবার নির্ভরযোগ্য তথ্যসূত্র যোগ করে এবং উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি)-এর নির্দেশনা মেনে নিবন্ধটি তৈরি করতে পারেন। – তানভির (আলাপ) ০৮:২৩, ২ মে ২০১৫ (ইউটিসি)
ওপেন অ্যাক্সেস প্রসঙ্গে
সম্পাদনাতানভীর ভাই, আশা করি ভালো আছেন। ওপেন অ্যাক্সেস উইক উপলক্ষ্যে একটি এডিটাথন হবে, সম্প্রতি আপনি যার ইভেন্ট তৈরি করেছেন। ইভেন্টটা তৈরির জন্য ধন্যবাদ জানাচ্ছি। এক্ষেত্রে পূর্বের এডিটাথনের ইভেন্টগুলোর মত করে যদি ইভেন্টের আলোচনা পাতায় কর্মবিভাজন অংশটি তৈরি করা হয়, তাহলে বোধহয় ভালো হয়। কারণ নাহলে একজন যে নিবন্ধ তৈরি/সম্পাদনা করতে চান, তিনি ঐ সম্পর্কিত কাজ করে রাখেন এবং পরে দেখা যাবে তার সাথে আরেকজনেরটা মিলে গেছে! আর পরবর্তীতে সাইট নোটিশও তৈরি করা হবে আশা করি। আপনি অনুমতি দিলে ইভেন্ট পাতাতে আমিও অংশগুলো যোগ করে দিতে পারি। ধন্যবাদ।--অংকন (আলাপ) ০৮:২১, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ অংকন এডিটাথনটার ব্যাপারে আগ্রহের জন্য। হ্যা, ইভেন্ট পৃষ্টাটার কাজ শেষ হয়নি, গতকাল শুরু করেছি মাত্র। আগের এডিটাথনের পৃষ্টাগুলোর মত ফরম্যাটেই ঐটার কাজ শুরু করেছি। আর হ্যা, তুমিও হাত লাগাও, উইকির কোন কিছুই তো কারো ব্যক্তিগত জিনিস না যে অন্য কেউ তাতে হাত লাগাতে পারবে না! Btw, "শ্বেতাঞ্জলি"তে তোমার প্রবন্ধের জন্য অভিনন্দন! আমিও কালের কন্ঠতে কিছুদিনের মধ্যে উইকিপিডিয়াতে অবদানের ব্যাপারে একটা প্রবন্ধ লিখবো। – তানভির (আলাপ) ০৮:৪৬, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
- এডিটাথনটির কাজটিকে কতখানি এগিয়ে রেখেছেন না জেনে শুরু করতে চাইনি আরকি। আর, অভিনন্দনের জন্য অসংখ্য ধন্যবাদ! প্রকাশিতব্য প্রবন্ধটির জন্য রইল শুভেচ্ছা ও অগ্রীম অভিনন্দন। --অংকন (আলাপ) ০৮:৫৩, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
- অংকন, না, যতটুকু দেখতে পাচ্ছো, তার বাইরে আর কিছুই করি নাই আপাতত, তাই চাইলে শুরু করতে পারো :) – তানভির (আলাপ) ০৯:১৫, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
- তানভীর ভাই, উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/ওপেন অ্যাক্সেস সপ্তাহ ২০১৫ ও উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/ওপেন অ্যাক্সেস সপ্তাহ ২০১৫ - এই পাতাদু'টিতে প্রয়োজনমত যা মনে হয়েছে যোগ করে দিয়েছি; পূর্বের ফরম্যাটের মতই, তবে খানিক পরিবর্তন করেছি। একটু দেখবেন প্লিজ! --অংকন (আলাপ) ০৯:৫৭, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ অংকন! বেশ ভাল হয়েছে। – তানভির (আলাপ) ১৩:৩১, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
- তানভীর ভাই, উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/ওপেন অ্যাক্সেস সপ্তাহ ২০১৫ ও উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/ওপেন অ্যাক্সেস সপ্তাহ ২০১৫ - এই পাতাদু'টিতে প্রয়োজনমত যা মনে হয়েছে যোগ করে দিয়েছি; পূর্বের ফরম্যাটের মতই, তবে খানিক পরিবর্তন করেছি। একটু দেখবেন প্লিজ! --অংকন (আলাপ) ০৯:৫৭, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
- অংকন, না, যতটুকু দেখতে পাচ্ছো, তার বাইরে আর কিছুই করি নাই আপাতত, তাই চাইলে শুরু করতে পারো :) – তানভির (আলাপ) ০৯:১৫, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
- এডিটাথনটির কাজটিকে কতখানি এগিয়ে রেখেছেন না জেনে শুরু করতে চাইনি আরকি। আর, অভিনন্দনের জন্য অসংখ্য ধন্যবাদ! প্রকাশিতব্য প্রবন্ধটির জন্য রইল শুভেচ্ছা ও অগ্রীম অভিনন্দন। --অংকন (আলাপ) ০৮:৫৩, ২০ জুলাই ২০১৫ (ইউটিসি)
প্রিয় তানভির, এই নিবন্ধটাকে ভালো নিবন্ধ হিসেবে নির্বাচনের জন্য প্রস্তাবনা রাখা হয়েছে। আমি নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে নির্বাচনের জন্য প্রায় কাজ সম্পন্ন করেছি। এখানে এ বিষয়ে কিছু পর্যালোচনাও শুরু হয়েছে। আশা করি, উল্লিখিত পর্যালোচনার ভিত্তিতে নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে উন্নীত করতে আপনার দৃষ্টি থাকবে। ধন্যবাদ। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:৪৮, ২১ জুলাই ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ মহীন ভাই, বাংলা উইকিতে ক্রমবর্ধমান নিবন্ধের সংখ্যা অনুসারে ভাল বা নির্বাচিত নিবন্ধ নেই। সেই প্রেক্ষিতে ভাল নিবন্ধ বৃদ্ধিতে আপনার প্রচেষ্টার জন্যে সাধুবাদ জানাই। আমি নিবন্ধটিকে ভাল নিবন্ধ হিসেবে নির্বাচনের জন্যে যথাযথ মূল্যায়নের চেষ্টা করবো। এক্ষেত্রে আশা করি আপনি চিহ্নিত বিষয়গুলোর দিকে দ্রুত দৃষ্টি দিয়ে মূল্যায়নে সহযোগিতা করবেন। – তানভির (আলাপ) ০৫:২০, ২২ জুলাই ২০১৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ প্রসঙ্গে
সম্পাদনাভাইয়া, শুভেচ্ছা নেবেন। উইকিপিডিয়া:প্রস্তাবিত ভালো নিবন্ধ#গণিত পাতায় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে পর্যালোচনার জন্য অন্তর্ভুক্ত করেছি। আপনার মন্তব্য কাম্য। ধন্যবাদ! --অংকন (আলাপ) ০৮:৫০, ১৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)--অংকন (আলাপ) ০৮:৫০, ১৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)
- ধন্যবাদ অংকন ভাল নিবন্ধ তৈরির প্রচেষ্টার জন্য। আমি কিছু কাজ নিয়ে ব্যস্ত আছি, তবে আমি অবশ্যই নিবন্ধটির পর্যালোচনা করবো, ইনশাল্লাহ। – তানভির (আলাপ) ০৮:৫৩, ১৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)
আপনার সুচিন্তিত মতামত আবশ্যক
সম্পাদনাসুধী, পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য এখানে আপনার সুচিন্তিত মতামত আবশ্যক। ধন্যবাদান্তে - Ashiq Shawon (আলাপ) ১৭:২৮, ২ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সম্পাদনাসুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:
- নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন,
[[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ
। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে। - অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।
এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:১২, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
এশীয় মাস পদক
সম্পাদনাএশীয় মাস পদক | |
২০১৫-এর উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৩, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
সুপ্রিয় Tanweer Morshed,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।
উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
বিজয় দিবসের শুভেচ্ছা
সম্পাদনাপ্রিয়, Tanweer Morshed
বিজয় দিবসের শুভেচ্ছা! |
Thank you for taking part in the Community Health learning campaign!
সম্পাদনাHi,
apologies for writing in English, if this is not your first language.
I want to thank you once more for engaging in conversation on the Community Health learning campaign. It took us a while, but we can finally announce the winner of the prize, as well as share the outcomes of this conversation.
- The winner of the Wikimania 2016 scholarship is Basak! Congratulate her on her Talk page!
- The analysis of the consultation can now be found on Commons. It was presented at Wikiconference USA 2015, together with a more extensive research project on Community Health.
You might also be interested in taking part in the 2015 Harassment consultation. This is the first of several planned consultations on this topic, intended to provide a place to discuss ideas, concerns, proposals and possible solutions regarding Wikimedia communities’ harassment-related challenges.
This conversation would not have been the same without you. If you have more ideas, or follow up comments on the findings of the campaign, don't hesitate to leave me a message my talk page.
Have a great day,
MediaWiki message delivery (আলাপ) ২০:০৪, ২২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
{{subst:CFDNote|1=বিষয়শ্রেণী:গণিত প্রতিযোগিতাসমূহ}} Nahid Hossain ০১:১২, ২৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
নিবন্ধ পর্যালোচনা
সম্পাদনাআমি আজ পর্যন্ত ৫৮ টি তালিকার নিবন্ধ, পর্যালোচনার জন্য জমাদান করেছি, আশার কথা হল প্রথমদিকের ১৭টি গৃহীত হয়েছে, কিন্তু বাকিগুলো কেন গৃহীত হচ্ছে না বুঝতে পারছি না?
যাকেই প্রশ্ন করি, তিনিই বলেন অংশগ্রহণকারীদের প্রতি- অনুগ্রহ করে নিবন্ধ তৈরির পর ধৈর্য্য ধরুন। আপনার নিবন্ধটি সময়মত অবশ্যই পর্যালোচনা করা হবে। প্রায় দু সপ্তাহ হতে চললো ধৈর্য্য ধরেই আছি, আর তো মাত্র এক সপ্তাহ বাকি :) মজার ব্যপার হল 'Transport' রিলেটেড নিবন্ধ বাদে বাকি সব নিবন্ধই কিন্তু গৃহীত হচ্ছে!
আপনি অবশ্য আমার 2টি 'Transport' রিলেটেড নিবন্ধ গৃহীত করেছেন। ধন্যবাদ। SMMONIR2014 (আলাপ) ০৯:৫০, ৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014
- ধন্যবাদ SMMONIR2014 আপনার বার্তার জন্য। উপরের ঐ কথাটি আমি কাউকে বলিনি (কারণ এখনো আমাকে কেউ ঐ প্রশ্নটি করেনি)। সে যাইহোক, নিবন্ধ অনুবাদ প্রতিযোগিতায় দেখা যাচ্ছে আশাতীত নিবন্ধ অনূদিত হচ্ছে। সে তুলনায় পর্যালোচক কম। তার মানে এই না যে পর্যালোচনা করা হচ্ছে না। আপনার কথাটি ঠিক যে, আপনার লিখিত পরিবহণ সংক্রান্ত নিবন্ধগুলো দেখলাম কেউ পর্যালোচনা করছে না। তবে প্রত্যেক পর্যালোচকই কিন্তু তার নিজের পছন্দ/অপছন্দ অনুযায়ী নিবন্ধ পর্যালোচনা করছেন। যেহেতু পুরা এখানে সবাই স্বেচ্ছায় করছে, তাই এখানে কাউকে জবাবদিহি করতে হয়না যে কেন সে ঐগুলো পর্যালোচনা করছে না। যাইহোক, আমি চেষ্টা করবো নিবন্ধগুলো যথাসাধ্য পর্যালোচনা করতে। – তানভির (আলাপ) ১৫:৫৮, ৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
ধন্যবাদ
সম্পাদনাআমি অাসলে এই আশার কথাটাই শুনতে চাচ্ছিলাম, ভাইয়া। তাছাড়া উইকিপিডিয়াতে আমি নতুন, তাই অনেক কিছুই এখনো অজানা SMMONIR2014 (আলাপ) ১৬:২৬, ৩ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014
- বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য অসংখ্য ধন্যবাদ SMMONIR2014। সবাই নতুন অবস্থাতেই বাংলা উইকিতে কাজ শুরু করে, কাজ করতে করতেই সবকিছু বুঝে যাবেন। তাই এখানে ভুল হবার জন্যে ভয় পাবার কিছু নেই, কারণ এখানে যেকোন কাজই undo করা যায়। আপনার অবদান অব্যাহত থাকুক :) – তানভির (আলাপ) ০৮:০০, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
জিজ্ঞাসা
সম্পাদনাভাই আপনি আমার ফ্রিডম ফ্রম ফিয়ার (চিত্রকর্ম) -টি পর্যালোচনা করে ছিলেন কিন্তু কোনো মন্তব্য (গৃহীত / অন্য কিছু) করেন নি। এটা আমার উইকিতে ১ম লেখাছিল। তাই একটু জানতে ইচ্ছা করছে। বাই দা ওয়ে হ্যাপী পি এল ভাই। অজয় দাশ (আলাপ) ১৯:১৬, ৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
- সুপ্রিয় অজয় দাশ, ধন্যবাদ এবং অভিনন্দন উইকিতে আপনার প্রথম নিবন্ধের জন্য :) নিবন্ধটি আমি পর্যালোচনা করেছি ঠিকই, কিন্তু সেদিন সময়ের কারণে আর গৃহীত হিসেবে চিহ্ণিত করতে পারিনি। মাত্র 'গৃহীত' করে দিলাম। যাইহোক, বহুবছর পর কোন বুয়েটিয়ানকে সক্রিয় উইকিপিডিয়ান হিসেবে দেখলাম। আগে (২০১১ ও পূর্বে) রাগিব ভাইসহ আরো দুই-একজনকে সক্রিয় দেখতাম, কিন্তু তারপরে বহুকাল পেরিয়ে গেছে; কোন বুয়েটিয়ানকে সক্রিয়ভাবে উইকিতে অবদান রাখতে দেখিনি। তাই আপনার উপস্থিতি ভাল লাগলো। আশা করছি বাংলা উইকিতে আপনার অবদান অব্যাহত থাকবে। আপনাকে একটি ইমেইল করেছি। অনুগ্রহ করে মেইল চেক করুন :) – তানভির (আলাপ) ২০:৩৬, ৫ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
আমি লক্ষ্য করেছি যে, আমার এক বন্ধুর অনুবাদিত নিবন্ধ গৃহীত হবার পর তাকে একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছে। কিন্তু আমার অনুবাদিত নিবন্ধগুলো বেশ কয়েকদিন পূর্বে গৃহীত হলেও আমি কোনো ফর্ম পূরণ করার জন্য বার্তা পাইনি। এখন আমি কি আমার বন্ধুর সেই ফর্মের লিঙ্ক থেকে ফর্ম পূরণ করে জমা দিবো?--Mesbah013 (আলাপ) ১৭:৫৪, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
পর্যালোচনার জন্য অনুরোধ
সম্পাদনাঅনেকদিন (প্রায় ১৩-১৪ দিন) যাবত আমার তৈরি কয়েকটি অনুবাদিত পাতা পর্যালোচনা টেবিলে নেয়া হলেও একটিও গৃহীত অথবা বাতিল কোনটিই করা হয়নি। কিন্তু দেখা যাচ্ছে যে, আমার পরে জমাদানকৃত অনেক পাতা পর্যালোচিত হয়েছে। এতে আমি নতুন কোনো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলছি। আমার অনুবাদিত পাতাগুলি কি পর্যালোচনা করা হবে না? অনুগ্রহপূর্বক আমার অনুবাদিত পাতাগুলি পর্যালোচিত হলে খুশি হব। আমার প্রশ্নের যথাযথ উত্তর পাব আশা রেখে অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি। Mesbah013 (আলাপ) ১৮:০৮, ৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
- ধন্যবাদ Mesbah013। হতাশ হবার কোনো কারণ নেই :) আপনি জেনে থাকবেন যে, উইকিপিডিয়ার সমস্ত কাজই উইকিপিডিয়ানরা স্বেচ্ছায় করে থাকেন। আর যেহেতু সবারই (মানে সব উইকিপিডিয়ানরা) ব্যক্তিগত জীবনে ব্যস্ততা রয়েছে, তাই সবার হয়তো সবসময় এখানে সময় দেয়া সম্ভব নয়। তারপরও যে যার সুবিধামত কাজ করেন। আপনার নিবন্ধ অবশ্যই পর্যালোচিত হবে। আমি চেষ্টা করবো আপনার নিবন্ধের পর্যালোচনা করতে, আর আমি না পারলেও অন্য কেউ নিশ্চয়ই সেটা করবেন, তাই কোনোভাবেই হতাশ হবেন না। – তানভির (আলাপ) ১০:৪০, ৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
আমারগুলা আক্সেপ্ট হচ্ছে না কেন???
Info Box বাংলায় নেই
সম্পাদনা{{Infobox Artwork এই ইনফো বক্স টি বাংলায় নেই । দয়া করে যুক্ত করুন । ভেরা ক্যাট্য (ভাস্কর্য) এই পেজের জন্য প্রয়োজন । দয়া করে তাড়াতাড়ি যুক্ত করুন।Mesbah013 (আলাপ) ৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
- সুপ্রিয় Mesbah013, টেমপ্লেটটি তো ইতিমধ্যেই বাংলা উইকিপিডিয়ায় রয়েছে - টেমপ্লেট:Infobox artwork। এটি ব্যবহার করুন। আর কোন সমস্যায় আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। – তানভির (আলাপ) ০৯:০১, ১০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
tanweer bhai আমি এখানে নতুন।আমি কিভাবে প্রতিযোগিতার জন্য অনুবাদ করব,এটা এক্তু বলবেন? আমি এক্তু সংশয় এ আছি।
- সুপ্রিয় ব্যবহারকারী:Niloy1488, আপনার আলাপ পাতায় এই ব্যাপারে আমি বার্তা রেখেছি। – তানভির (আলাপ) ০৯:০৩, ১০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
সহায়তা প্রয়োজন
সম্পাদনাভেস্টগ্রেনসা (স্টেশন) পাতাটিতে "পাদটীকা"তে ইংরেজি পাতার "Footnotes" এর (Reflist|group=note) কমান্ডের কোনো বাংলা কমান্ড আছে কি? থাকলে আমাকে দয়া করে জানালে উপকৃত হব।
- ব্যবহারকারী:Mesbah013, হ্যা, ঠিক ঐ নামেই টেমপ্লেটটি বাংলাতেও রয়েছে। নিবন্ধটিতে দেখুন, আমি তা ব্যবহার করেছি। By the way, যেকোন বার্তা লিখার পর দয়া করে বার্তার শেষ স্বাক্ষর করতে ভুলবেন না। স্বাক্ষর করার জন্য বার্তার শেষে ~~~~ টাইপ করলেই হবে। – তানভির (আলাপ) ১৪:৪২, ১০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
পদক প্রাপ্তি
সম্পাদনাসম্পাদকের পদক | ||
বাংলা উইকিপিডিয়ায় আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:৫১, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) |
অসংখ্য ধন্যবাদ Ibrahim Husain Meraj ভাই :) আশা করি আপনার জীবন ভালোই চলছে :P – তানভির (আলাপ) ১৫:২৭, ১২ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
উইকিপিডিয়া ১৫ অনুবাদ প্রতিযোগিতা
সম্পাদনাউইকিপিডিয়ার ১৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুবাদ প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য স্বাগতম ! আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি চাইলে আপনার ব্যবহারকারী পাতায়
এই ব্যবহারকারী উইকিপিডিয়ার ১৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুবাদ প্রতিযোগিতার মাধ্যমে উইকিপিডিয়ায় অবদান রেখেছেন! |
টেমপ্লেট লাগাতে পারেন। এ জন্য আপনার ব্যবহারকারী পাতায় {{উইকিপিডিয়া ১৫ অনুবাদক}}
টেমেপ্লেট লাগাতে পারেন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি একজন উইকিপিডিয়ান হিসাবে উইকিপিডিয়া উপভোগ করবেন!
ধন্যবাদান্তে-- শাহাদাত সায়েম (আলাপ) ০৭:১১, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
বইমেলাতে উইকিপিডিয়া
সম্পাদনাচট্রগ্রামে এইবার বইমেলা শুরু হয়েছে। ওখানে চট্রগ্রাম কমিনিউটির সাহায্যে উইকিপিডিয়ার কোনো প্রোগ্রাম করা যায় কি? আবীর আলাপ ০৫:১৩, ২৪ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
- ধন্যবাদ আবীর আপনার আগ্রহের জন্য। হ্যা, চট্টগ্রাম বইমেলাতে সম্ভব হলে নিশ্চয়ই উইকিপিডিয়া সম্প্রদ্বায়ের উদ্যোগে অংশগ্রহণ করা যায়। তবে এ ব্যাপারে চট্টগ্রাম সম্প্রদ্বায়ই ভাল সিদ্ধান্ত নিতে পারে। মহীন ভাইকে এ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। – তানভির (আলাপ) ১৭:১২, ২৫ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
থিয়েটার সাস্ট সম্পর্কিত
সম্পাদনাTanweer Morshed, ভাইয়া, https://bn.wikipedia.org/wiki/ব্যবহারকারী:SMMONIR2014/থিয়েটার_সাস্ট নিবন্ধটিকে স্বতন্ত্র একটি পাতায় স্হানান্তরিত করে বাধিত করবেন।SMMONIR2014 (আলাপ) ১৬:০৯, ২৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014
- ধন্যবাদ SMMONIR2014 ভাই আপনার উৎসাহব্যঞ্জক অবদানের জন্য। নিবন্ধটি আমি পড়লাম। এর ভূমিকাংশ এবং অন্যান্য কিছু অংশ কিঞ্চিৎ প্রচারণামূলক বলে মনে হচ্ছে (বিশেষ করে '...এই শ্লোগানে উদ্বুদ্ধ থিয়েটার সাস্টের প্রতিটি সদস্য নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতিগুলোকে মুছে দিতে সচেষ্ট।' বাক্যটি)। আপনার অবদানের উপর পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, যদি ভূমিকাংশটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে পুনর্লিখন করেন, তবে নিবন্ধটি একটি মানসম্পন্ন অবস্থায় উন্নীত হবে। এছাড়া ভূমিকাংশে তথ্যসূত্র উল্লেখ করলে ভাল হয়। আমি চাইছি নিবন্ধটি একটি মানসম্পন্ন নিবন্ধ হিসেবেই উইকিতে স্থান পাক। আপনার অবদানের জন্য আবারো ধন্যবাদ। – তানভির (আলাপ) ২২:৩৯, ২৬ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
থিয়েটার সাস্ট সম্পর্কিত
সম্পাদনাধন্যবাদ, আমি সংগঠনটির সক্রিয় সদস্য, এজন্যই হয়তো লিখায় নিরপেক্ষ হতে পারিনি। আশা করি সামনে আর এরকম হবেনা।SMMONIR2014 (আলাপ) ০৭:৩৭, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014
ঠিক করা হয়েছে পাশাপাশি লিংক যুক্ত করা হয়েছে, তাছাড়া www.sust.edu তে ঢুকতে পারলাম না বলে তাদের লিংক যুক্ত করা সম্ভব হলো না। সামনের দিনে ছবিসহ আরও তথ্য যুক্ত করার ইচ্ছা আছে।SMMONIR2014 (আলাপ) ০৮:০২, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014
- SMMONIR2014 ভাই, নিবন্ধটি সংশোধনের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নিবন্ধটি এখানে: থিয়েটার সাস্ট। – তানভির (আলাপ) ০৯:৩৭, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
নিবন্ধে তথ্য যুক্তকরন
সম্পাদনাভাইয়া শুভেচ্ছা নিবেন। একটা বিষয় লক্ষ্য করলাম ইউনিয়ন গুলোর নিবন্ধে কেবল ২-১ টি তথ্য রয়েছে অনেকক্ষেত্রে শুধু আয়তন। এগুলো কিভাবে তথ্যবহুল করা যায় এ ব্যাপারে আপনার সাজেশন আশা করছি। জাতীয় ই তথ্য কোষ ব্যবহার করা যায় কি? ধন্যবাদ। আবীর আলাপ ১৩:০৬, ৩১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
- ধন্যবাদ আবীর, আপনার আগ্রহের জন্য। জ্বী আপনি ঠিকই বলছেন, ইউনিয়নগুলোর নিবন্ধে তথ্যের পরিমাণ অপ্রতুল। এগুলোকে তথ্যসমৃদ্ধ করতে যেকোন নির্ভরযোগ্য ও মানসম্পন্ন তথ্যসূত্র থেকে তথ্য যোগ করা যেতে পারে। জাতীয় ই-তথ্যকোষ অবশ্যই একটি নির্ভরযোগ্য সোর্স, সুতরাং সেখান থেকে তথ্য আপনি নিতেই পারেন, তবে সেটা যাতে হুবহু কপি-পেস্ট না হয় সেদিকে খেয়াল রাখা জরুরী। ঐখান থেকে তথ্য নিয়ে নিজের ভাষায় নিবন্ধগুলিতে তথ্য যোগ করা যেতে পারে। এছাড়া অন্যান্য কোন বই-পত্র, পত্রিকা-ম্যাগাজিন ইত্যাদি থেকেও সম্ভব হলে তথ্য নেয়া যেতে পারে। – তানভির (আলাপ) ১৪:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
আমি ইতিমধ্যে খৈয়াছড়া ইউনিয়ন নিবন্ধে কিছু তথ্য যোগ করেছি আশা করি অন্যান্য ইউনিয়ন গুলোতেও যোগ করতে পারব। আমি একটু দেখে জানাবেন ঠিক হচ্ছে কিনা। ধন্যবাদ। আবীর আলাপ ১৫:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- আপনি তথ্য যোগ করেছেন ঠিকই, তবে নিবন্ধটির ফরম্যাটে কিছুটা ঝামেলা আছে। উইকিপিডিয়ার নিবন্ধে সাধারণত প্রতি লাইনের পরে তথ্যসূত্রের উল্লেখ থাকে আর নিবন্ধের শেষে থাকে তথ্যসূত্রগুলোর একটি তালিকা। যেমন এই নিবন্ধটি দেখুন - মারাঠি ভাষা। নিবন্ধটির উৎস সম্পাদনাতে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন কীভাবে এটী করা হয়েছে। আর খৈয়াছড়া ইউনিয়নের তথ্যসূত্রে থাকা http://www.lgd.gov.bd/php/upprofile/upbasicdata.php?d=1240 লিঙ্কটি একটি অকার্যকর লিঙ্ক। তাই এটি সরিয়ে ফেললাম। আর তথ্যসূত্র যোগ করার উপায় সম্পর্কে আরো জানতে WP:তথ্যসূত্র দেখতে পারেন। – তানভির (আলাপ) ১৬:০০, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- পছন্দ ধন্যবাদ। আবীর আলাপ ০২:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
ইউনিয়নগুলোর নিবন্ধে কাজ করছি বাট একা মনে হয় পারবোনা। করের হাট ইউনিয়ন এখানে ফরম্যাট কি ঠিক আছে নাকি আরো কিছু করতে হবে?নিবন্ধটির উপরে তথ্যসূত্রের জন্য একটা ট্যাগ লাগানো দেখলাম এটা কেনো ব্যবহার করা হয়?ধন্যবাদ। আবীর আলাপ ০৭:৩৩, ৭ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
ভাষার নাম প্রসঙ্গে
সম্পাদনাতানভির ভাই, আমি নিশ্চিত না তবে Tibeto-Burman languages শব্দের বাংলা সম্ভবত "তিব্বতীয়-বর্মী ভাষাসমূহ" হবে। আপনি সময় করে চেক করে দেখবেন। Intakhab (আলাপ) ১৫:৫০, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
- ধন্যবাদ Intakhab ভাই বিষয়টা উল্লেখ করার জন্য। হ্যা আপনারটাই সঠিক, আমার ভুল হয়েছিল। ঠিক করে দিয়েছি। – তানভির (আলাপ) ১৬:০১, ৩ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)
রমিজ রাজা পাতা প্রসঙ্গে
সম্পাদনাআমি বুঝতে পারছি না কেন প্রশাসক Intakhab আমার এডিট মুছে দিল? তাই তার আলাপ পাতায় নিচের প্রশ্নটা করেছি। ধন্যবাদ।
'দয়া করে ব্যাখ্যা করে বলবেন কেন আমার যুক্ত করা তথ্য মুছে ফেলা হল রমিজ রাজা পাতা থেকে? আমি কি জাতীয় পত্রিকা সমূহে লিংক যুক্ত করিনি? নাকি লিংকগুলো মিথ্যা ছিল? নাকি আমি আমার মনগড়া তথ্য যুক্ত করেছি?' SMMONIR2014 (আলাপ) ০০:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ (ইউটিসি)SMMONIR2014
বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ
সম্পাদনাসুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)
মাছবূক নিবন্ধ অপসারণ প্রসঙ্গে
সম্পাদনাতানভীর ভাই, আশা করি ভাল আছেন। নিবন্ধটি অপসারণের ক্ষেত্রে কি সমস্যা ছিল বুঝতে পারিনি। দয়া করে যদি বলেন তাহলে পরবর্তীতে এই অভিজ্ঞতা আমার কাজে আসবে। আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম।আদিব (আলাপ) ১৬:৫০, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)
- @আদিব এহসান: তানভির ভাই অপসারণ করলেও আমি কিছু বলছি। আপনার মাসবুক নিবন্ধটিতে একটি মাত্র লাইন ছিল। যা নিবন্ধের বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে ব্যর্থ এবং অনেক ছোট। তাই হয়তো অপসারণ করা হতে পারে। যাহোক আপনাকে ধন্যবাদ। আর আলোচনায় ঢুকে পড়ার জন্য দুঃখিত। --কায়সার আহমাদ (আলাপ) ১৭:০০, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)
- সুপ্রিয় আদিব এহসান, মাছবূক নিবন্ধটির উল্লেখযোগ্যতা বা বিষয় নিয়ে কোন সমস্যাই ছিল না। কিন্তু নিবন্ধটিতে কেবল ২/৩টি লাইন ছিল। আপনি হয়তো জেনে থাকবেন, অনেক দিন আগেই বাংলা উইকিতে ব্যবহারকারীদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে যেসব নিবন্ধ কয়েকটিমাত্র লাইনবিশিষ্ট, ন্যূনতম ভূমিকাংশ নেই, সেগুলো মুছে ফেলা হবে। আপনি পুনরায় কয়েকটি অনুচ্ছেদের সমন্বয়ে নিবন্ধটি তৈরি করুন, তাহলেই আর কোন সমস্যা থাকবে না। আপনার জিজ্ঞাসার জন্যে ধন্যবাদ। শুভকামনা রইলো :) – তানভির (আলাপ) ২১:০৩, ১০ মার্চ ২০১৬ (ইউটিসি)
- সুপ্রিয় তানভির মোর্শেদ ভাই, নিবন্ধটিতে পাঁচ বা ছয় লাইন ছিল। ভূমিকাটিও স্পষ্ট ও নিরপেক্ষ ছিল। একটি অনুচ্ছেদও যোগ করেছিলাম যেখানে চার লাইন ছিল। নিবন্ধের লেখাগুলো কারো না বোঝার কথা নয়। অপসারণের নোটিশ অনুযায়ী অপসারণ এড়াতে আলোচনা পাতায় নিয়ম অনুসারে মন্তব্যও করেছিলাম। তবুও আলোচনা পাতায় এ ব্যাপারে কারো মন্তব্য দেখতে পেলাম না। হঠাত দেখি নিবন্ধ নাই। আলোচনা পাতায় মন্তব্য করলে সেভাবে প্রস্তুতি নিতাম। ধন্যবাদ। আদিব (আলাপ) ০৫:২৪, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি)
- আদিব ভাই, মাছবূক নিবন্ধটি পুনরুদ্ধার করলাম, এই বিশ্বাসে যে নিবন্ধটিতে আপনি ন্যূনতম কয়েকটি অনুচ্ছেদ যোগ করে বিস্তৃত করবেন। আপনাকে তাই অনুরোধ করছি নিবন্ধটিকে সম্প্রসারণ করতে। ধন্যবাদ। – তানভির (আলাপ) ১৩:০০, ১৩ মার্চ ২০১৬ (ইউটিসি)
বানানে সমস্যাযুক্ত শব্দ
সম্পাদনাশিক্ষাত্রী, নির্নিওমান, ছাত্রিনিবাস, দৈর্ঘ, ছারপত্র, সংশ্লিষ্ঠ, বিরোধীতা, ধ্বংসপ্রবনতা, গ্রহনযোগ্যতা, ভূক্তি, কারন, সৌহার্দ, স্বত্বঃসিদ্ধ, পরিপক্ততা, বন্ধুগন, কোলকাতা, সম্পূর্ন, চিত্রন, ব্যাক্তিগত, প্রতিষ্টিত, দক্ষিন, শরষে, পরবর্তি, পুণর্গঠনের, সম্প্ররক, বিশ্লেষন, বৈশিষ্টমূলক, ব্যাবসায়ীক ......বাবলু (আলাপ) ০৭:২০, ২৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
- সমস্য কোথায়? টাইপিংএ? -- শিক্ষার্থী, নির্ণীয়মান, ছাত্রীনিবাস, দৈর্ঘ্য, ছাড়পত্র, সংশ্লিষ্ট, বিরোধিতা, ধ্বংসপ্রবণতা, গ্রহণযোগ্যতা, ভুক্তি, কারণ, সৌহার্দ্য,পরিপক্কতা, বন্ধুগণ, কলকাতা, সম্পূর্ণ, চিত্রণ, প্রতিষ্ঠিত, দক্ষিণ, সর্ষে, পরবর্তীকালে, পুনর্গঠন, সম্পূরক, সম্প্রসারণ, বিশ্লেষণ, ব্যবসায়িক। - Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:০২, ৬ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য নিবন্ধ গৃহীত
সম্পাদনাঅভিনন্দন আপনাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ ধানমন্ডি শাহী ঈদগাহ গৃহীত হয়েছে। --Nahid Hossain (আলাপ) ২৩:২৭, ২২ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)
- অভিনন্দন আপনাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা এর জন্য আপনার জমাদানকৃত নিবন্ধ চন্দ্রাবতী মন্দির গৃহীত হয়েছে। --মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৩:২০, ১৩ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
Address Collection
সম্পাদনাCongratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (আলাপ) ০৭:৫৮, ৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
মতামত
সম্পাদনাসুপ্রিয় Tanweer Morshed, উইকিপিডিয়া:মন্তব্যের অনুরোধ/টেমপ্লেটের নাম, প্যারামিটার, ও অন্যান্য কারিগরী সেটিংসের বাংলাকরণ#টেমপ্লেটের প্যারামিটার ইংরেজিতে রাখা প্রস্তাবে কিছু সংশোধনী আনা হয়েছে। আপনার যদি কোন আপত্তি থাকে, তাহলে জানান। --আফতাব (আলাপ) ১৬:৪৫, ৭ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
এমা ওয়াটসনকে নির্বাচিত নিবন্ধ করার সাহস প্রকাশ করা প্রসঙ্গে
সম্পাদনাতানভির ভাই, আপনি সম্প্রতি আলোচনাসভায় এমা ওয়াটসনের নিবন্ধকে নির্বাচিত নিবন্ধ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ও এ বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, জোলিকে নিয়ে লেখার খেসারত হিসেবে প্রচুর চেনা-অচেনা মানুষের নেতিবাচক মন্তব্যে আমি অস্থির। তারা সেখানে শিক্ষামূলক কিছু না পেয়ে ও তদুপরি বাংলা উইকিপিডিয়ার মতো একটি শিক্ষাভাণ্ডারের প্রথম পাতায় জোলিকে দেখে যারপরনাই চিন্তিত। আর প্রয়াত হুমায়ূন আহমেদের মতো আমি চিন্তিত এই নিয়ে যে, সকল ক্ষেত্রে শিক্ষামূলক কিছু খুঁজে বেড়ানো বাঙালি জাতির শিক্ষার হার কেনো এতো কম সে বিষয়ে। তবে দিনের পর দিন খাটনি করার পর এমন অসহযোগিতামূলক মন্তব্যে আপত্তি না থাকলে তাদের বক্তব্যকে অর্ধচন্দ্র দিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারেন। আপনার প্রতি সমবেদনা। — তানভির • ১৯:৫৭, ১৫ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
শুভ নববর্ষ, Tanweer Morshed!
সম্পাদনাTanweer Morshed,
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি। মহান স্রষ্টা আপনার এবং আপনার পরিবারের উপর তার দয়া অবিরত রাখুক সারাজীবন। উইকিপিডিয়াতে আপনার নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাচ্ছি। ~~~~
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাপ্রশাসকের পদক | |
তোমাদের হাত ধরে বিস্তৃত হোক বাংলা উইকিপিডিয়া। — ফেরদৌস • ১০:১৪, ১২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি) |
- অশেষ ধন্যবাদ ফেরদৌস ভাই :) – তানভির মোর্শেদ (আলাপ) ১০:১৭, ১২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
একটি টেমপ্লেট তৈরির আবেদন
সম্পাদনাপ্রিয় তানভির মোর্শেদ,
গণিত বিষয়ক একটি টেমপ্লেট টেমপ্লেট:Fractions and ratios বর্তমানে বাংলা উইকিতে নেই। টেমপ্লেটটি তৈরি করার আবেদন করছি। টেমপ্লেটটি ইংরেজী উইকি লিংক- en:Template:Fractions and ratios ।
Tahmid02016 (আলাপ) ০৩:২৭, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)
- Tahmid02016, করা হয়েছে। -Ibrahim Husain Meraj (আলাপ) ০৪:৪২, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)
- @Ibrahim Husain Meraj: অনেক ধন্যবাদ। তবে কিছু শব্দ ইংরেজী ভাষা থেকে গেছে। সেগুলো বাংলা করলে ভালো হয়।
Tahmid02016 (আলাপ) ০৬:০০, ২৬ মার্চ ২০১৭ (ইউটিসি)
- মেরাজ ভাইকে ধন্যবাদ টেমপ্লেটটা তৈরির জন্য। এতে কিছু ইংরেজি পরিভাষা আছে, যেগুলোর সঠিক বাংলা আমার জানা নেই। পরবর্তীতে কেউ জেনে থাকলে বঙ্গানুবাদের অনুরোধ থাকলো। – তানভির মোর্শেদ (আলাপ) ০২:২৮, ২৭ মার্চ ২০১৭ (ইউটিসি)
ডাকাতি নিবন্ধতে সমস্যা এবং সাহায্য কামনা
সম্পাদনাসুধী, প্রথমেই আমার ভালোবাসা নিন। আমি ডাকাতি নামে একটি নিবন্ধ অনুবাদ করেছি। কিন্তু অন্য ভাষায় পড়ুন বা ইংরেজিতে পড়তে চাইলে এটা ইংরেজি নিবন্ধ Indictable only offence এ অনুদিত হয়। অথচ ইংরেজি নিবন্ধ en:Robbery থেকে বাংলায় পড়তে চাইলে তা বাংলা ডাকাতি নিবন্ধের সাথে আন্তঃসংযোগ হয়ে রয়েছে। কিন্তু বাংলা নিবন্ধ ডাকাতি থেকে ইংরেজি নিবন্ধ Robbery তে সরাসরি আন্তঃসং্যোগ আমি অনেক চেষ্টা করেও তৈরি করতে পারছি না। এক্ষেত্রে আপনাদের মত এডমিনের সহযোগিতা অবশ্য কাম্য। এ নিবন্ধটি আমি প্রতিযোগিতায় জমা দিয়েছি। তাই এ নিবন্ধটি এডমিন কতৃক পর্যবেক্ষণে যাওয়ার আগে এ সমস্যা সমাধানে সাহায্য করলে আমার উপকার হয়।
- @Fahim fanatic: ঠিক করা হয়েছে --আফতাব (আলাপ) ১৭:২৪, ২৮ মার্চ ২০১৭ (ইউটিসি)
Please support the Sustainability Initiative!
সম্পাদনাHi, Tanweer Morshed! Please allow me to follow up on a project that was discussed at the Wikimedia Conference in Berlin a couple of weeks ago:
I am writing you to ask for your support for the Sustainability Initiative, which aims at reducing the environmental impact of the Wikimedia movement. Over the past two years, more than 250 Wikipedians from all over the world have come together to push the Wikimedia movement towards greater sustainability.
The Board of Trustees of the Wikimedia Foundation has recently passed a resolution stating that the Foundation is committed to seeking ways to reduce the impact of its activities on the environment. Now, we are working with the Wikimedia Foundation staff to have all Wikimedia servers run on renewable energy by 2019.
In order to demonstrate that this is an issue that the community really cares about, I would like to ask you to sign the project page as well. Thank you! --Gnom (আলাপ) ১৯:০৩, ১৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
- Hi Gnom, I have signed in the page you requested. I have support for the purpose. Thanks. – তানভির মোর্শেদ (আলাপ) ২০:৪৫, ১৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
- That is great, thank you very much, Tanweer! --Gnom (আলাপ) ২০:৪৯, ১৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
ইদ মোবারক
সম্পাদনাএই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৮:৫৯, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) |
উইকিপিডিয়া এশীয় মাসে স্বাগতম!
সম্পাদনাহ্যালো! উইকিপিডিয়া এশীয় মাস ২০১৭ শুরু হয়েছে। আপনি আগের বছর উইকিপিডিয়া এশীয় মাস-এ অংশগ্রহণ করেছিলেন। আশা করি এই বছরও করবেন। এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্পর্কে কিছু তথ্য দেওয়া হল:
- দয়া করে এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
- যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন।
- যে সমস্ত অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হয়েছে তাঁকে একটি পোস্টকার্ড পাঠানো হবে। ১৫টি নিবন্ধ গৃহীত হলে আরেকটি বিশেষ পোস্টকার্ড পাবেন। বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
- এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।
Translation request
সম্পাদনাHi Tanweer! It's Viktor from Ukraine (Wikimania 2017). If you have a possibility, please translate to Bengali article about famous Ukrainian song Watching the sky and thinking a thought. You may just write like I did in Romanian version. Just write that it is famous Ukrainian song, written by Mykhailo Petrenko (maybe you understand some Turkish as I remember, the name will be written like "Mıhaylo Petrenko" - I think is the best way of transliteration from Ukrainian) and translated into Bengali by Mridula Gosh. You may find the Bengali version in this book at page 58 of pdf. Thank you in advance. Best wishes, --Visem (আলাপ) ২২:৩৮, ২১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
- Hi Visem, Thanks for reaching me. How are you? To be frank, I'm very busy this month for some work and so maybe I can't do that within next 2 weeks. But I'll definitely do that by the first half of next month. Hope that's okay for you! :) – তানভির মোর্শেদ (আলাপ) ১৫:২৯, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
- Hi. Happy to hear from you! I am fine. It's not problem, you can do this when you have a time. --Visem (আলাপ) ১৬:৪৭, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
- Hi Visem, I just translated the article. Here it is! :) – তানভির মোর্শেদ (আলাপ) ১৮:২৫, ৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
- Oh, it looks very nice! Thank you very much for this! -Visem (আলাপ) ১৯:১৩, ৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
- Hi Visem, I just translated the article. Here it is! :) – তানভির মোর্শেদ (আলাপ) ১৮:২৫, ৮ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
- Hi. Happy to hear from you! I am fine. It's not problem, you can do this when you have a time. --Visem (আলাপ) ১৬:৪৭, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন
সম্পাদনাউইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।
ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ১৪:০৯, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)
প্রশাসকত্ব অপসারণ সতর্কবার্তা
সম্পাদনাসুপ্রিয় Tanweer Morshed, আমি আপনাকে অবহিত করার জন্য লিখছি যে, নিষ্ক্রিয়তার কারণে বাংলা উইকিপিডিয়াতে আপনি আপনার প্রশাসক অধিকার হারানোর ঝুঁকিতে রয়েছেন।
আপনি যদি আপনার প্রশাসক সরঞ্জামটি রেখে দিতে চান সেক্ষেত্রে নিষ্ক্রিয় প্রশাসক নীতিমালা অনুসারে, এখন থেকে ৭ দিনের মধ্যে আলোচনাসভায় বার্তা রাখার মাধ্যমে সম্প্রদায়কে অবহিত করুন যে, আপনি অধিকারটি রাখতে ইচ্ছুক। ৭ দিনের মধ্যে যদি আপনার কাছ থেকে কোন সাড়া না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার প্রশাসক অধিকারটি নীতিমালা অনুসারে বাতিল হয়ে যাবে। ধন্যবাদ। --~ যুদ্ধমন্ত্রী আলাপ, সোমবার ১৫:৪৩, ০৬ আগস্ট ২০১৮ (ইউটিসি)
ইদ মোবারক!
সম্পাদনা কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে। |
উইকিপিডিয়া এশীয় মাসে আমন্ত্রণ!
সম্পাদনাউইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ কাল থেকে শুরু হবে! উইকিপিডিয়া এশীয় মাসে অংশগ্রহণ করার জন্যে আমন্ত্রণ জানাই। বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ০৫:৫৯, ৩১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ
সম্পাদনাসুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
ঈদ শুভেচ্ছা
সম্পাদনাও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
সুপ্রিয় Tanweer Morshed, সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন। |
ঈদ মোবারক
সম্পাদনাপ্রিয় মোর্শেদ ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:১৩, ২৪ মে ২০২০ (ইউটিসি) |
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় Tanweer Morshed, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় Tanweer Morshed,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
সম্পাদনাসুপ্রিয় Tanweer Morshed,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
ঈদ মোবারক
সম্পাদনাالله أكبر الله أكبر
لا إله إلا الله
الله أكبر الله أكبر
ولله الحمد |
ঈদ মোবারক Tanweer Morshed ভাই!
এই পবিত্র জ্বিলহজ্জে আত্মত্যাগ, উৎসর্গ আর তাকওয়া অর্জনের এই পবিত্র দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক মোবারকবাদ।
|
সুপ্রিয় Tanweer Morshed,
বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।
এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
সম্পাদনাপ্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)