সুপ্রিয়! আপনি জানেন কি প্রস্তাবনা পাতায় আপনার মনোনয়নকৃত বামিয়ান উপত্যকা পর্যালোচিত হয়েছে, এবং সেখানে এখনও এমন কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনার মনোনয়নকৃত ভুক্তির নিচের মন্তব্য (গুলো) সম্পর্কে আলোচনা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এতে সাড়া দিন। আপনি জানেন কি-এ আপনার অবদানের জন্য অশেষ ধন্যবাদ! যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৩, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা সম্পাদনা

শুভ নববর্ষের শুভেচ্ছা নেবেন। বাংলা উইকিতে আপনার অসাধারণ সম্পাদনাগুলির জন্য ধন্যবাদ জানাই। অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করলাম, আপনি দশম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে যোগ দিচ্ছেন। এই কনফারেন্সে বাংলাদেশের উইকিপিডিয়ানদের সাথে পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের সহযোগিতা মূলক কাজকর্মের ব্যাপারে একটা খোলামেলা আলোচনা হবে। এই লিঙ্কে আপনি আপনার মতামত বা নতুন কোন চিন্তাভাবনা জানালে খুব ভালো হবে। এছাড়া অন্যান্য ভারতীয় ভাষার উইকিপিডিয়ানদের সঙ্গে একই ধরণের একটা আলোচনা হবে, সেই ব্যাপারে এই লিঙ্কে আপনার সুচিন্তিত ও গঠনমূলক মত দিতে পারেন। ভালো থাকবেন। আপনার বাংলা উইকিতে যাত্রা শুভ হোক। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:২১, ৩১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আজাকি মনোয়ন পর্যালোচয়া সম্পাদনা

সুপ্রিয় Arindam, আপনার শহর-ই-ঘলঘোলা থেকে উদ্ধৃত আজাকি-র জন্য মনোয়ন পর্যালোচনা করেছি। আপনার প্রস্তাবনাটি সঠিক হিসেবে চিহ্নিত করেছি। যদি আপনার ইচ্ছা থাকে তবে আপনাকে অনুরোধ করছি, আমার প্রস্তাবিত আজাকি-র মনোয়নটি পর্যালোচনা করার জন্য। ধন্যবাদ।  – তানভির (আলাপ) ১৫:৪০, ৫ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ফেসবুক সম্পাদনা

ফেসবুকে অনেক খুজলাম। আপনাকে খুজে পেলাম না। আমার লিঙ্কটা দিচ্ছি, https://www.facebook.com/bodhisattwamandal। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:২৪, ১১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

স্বয়ংক্রিয় পরীক্ষণ সম্পাদনা

 

হ্যালো Arindam Maitra, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা প্যাট্রোল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৩, ১৮ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় স্বয়ংক্রিয় পরীক্ষণের অধিকার পেয়ে আমি সত্যিই খুব খুশি হলাম। ধন্যবাদ। --Arindam Maitra (আলাপ) ১৫:২২, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নিরামিষ না? সম্পাদনা

অরিন্দমদা অর্নিথিস্কিয়া পাতায় নিরামিষাশী বানানে 'ষ' আর 'শ' দুটোর জায়গা ভুলে পালটে ফেলেছেন মনে হয়, নিরামিষ আর আশী হওয়ারই কথা তো, না? মাংসাশীও তো তাই বলে? ব্যা করণ (আলাপ) ০৪:১৮, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

একদম ঠিক। বানানটা 'নিরামিষাশী'ই হবে। আমিই ভুল লিখেছি। খুব ভালো বিষয় নিয়ে লেখাটা শুরু করেছ ('তুমি'ই বললাম কিন্তু)। এই দিকগুলো বাংলা উইকিপিডিয়ায় একদম ফাঁকা পড়ে আছে। হাত দেওয়া ভীষণ জরুরি ছিল। --Arindam Maitra (আলাপ) ১৫:০১, ২২ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ হ্যাঁ তুমিই ঠিক আছে... :-) ব্যা করণ (আলাপ) ০৭:৩০, ২৩ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬ -- স্বেচ্ছাসেবক আহ্বান। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১২:৩৮, ২ আগস্ট ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

নোটিশ সম্পাদনা

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:আলোচনাসভায় একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে মিট-আপ। আপনাকে ধন্যবাদ। বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০২, ১৩ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পাদনা

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৪:৫৬, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

এশীয় মাস পদক সম্পাদনা

  এশীয় মাস পদক
২০১৫-এর উইকিপিডিয়া:উইকিপিডিয়া এশীয় মাসে আপনার অসাধারণ অবদানের জন্য অনেক অনেক ধন্যবাদ। এর স্বীকৃতিতে সংগঠক দলের পক্ষ থেকে আপনাকে এই উইকিপদক প্রদান করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ সম্পাদনা

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন সম্পাদনা

সুধী,
ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন পাতায় বর্তমানে তিনটি আবেদন উন্মুক্ত রয়েছে। আপনিও আপনার মতামত প্রদান করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে প্রার্থীদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। আবেদনে মতামত প্রদান করা যাবে ১লা মে ২০১৬ পর্যন্ত। ধন্যবাদ।

নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ১৭:০২, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  প্রশাসকের পদক
আপনি german জানেন? Che12Guevara (আলাপ) ০৬:৫৫, ৫ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
  • প্রিয় বন্ধু Che12Guevara,
    আন্তরিক উষ্ণতা গ্রহণ করবেন। হ্যাঁ, মোটামুটি জার্মান ভাষাটা জানি। বছর পাঁচেক পড়াশুনোও করেছি তা নিয়ে। জার্মান উইকিপিডিয়াতেও কিছু কিছু সম্পাদনার কাজ করে থাকি। যেমন - সারাওয়াক নদী, শহর-ই-ঘলঘোলা, প্রভৃতি নিবন্ধগুলির সাথে যুক্ত জার্মান উইকি নিবন্ধগুলি আমারই লেখা (ঐ নিবন্ধগুলির বাংলা সংস্করনগুলি খুলে বাঁ দিকে আন্তর্ভাষা সংযোগ থেকে জার্মান নিবন্ধগুলিতে যেতে পারেন)। --Arindam Maitra (আলাপ) ০১:৩২, ৬ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া সম্মিলন সম্পাদনা

নমস্কার! আগামী জুন মাসের ৫ই থেকে ১২ই জুনের মাঝে যেকোনো একটি উপযুক্ত দিনে কলকাতায় সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটি সম্মিলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি অথবা উইকিমিডিয়া ইন্ডিয়ার কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। সম্মিলনে আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ।   -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ০৫:৫৪, ২১ মে ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় Aridan Maitra, আমি সাম্প্রতিক সময়ে ক্রোমোজম ১-৯ পর্যন্ত একটি সিরিজ নিবন্ধ অনুবাদ করেছি। বাকিগুলো করার ইচ্ছা আছে। এর মধ্যে প্রথম অনুবাদ হল"' ৮ নং ক্রোমোজম"' কিন্তু এটার শিরোনাম হওয়া উচিত ছিল ৮ নং ক্রোমোজম(মানবদেহে) কিন্তু এখন এটা কিভাবে শিরোনাম করব তা বুঝতে পারছি না। এছাড়াও ইংরেজি নিবন্ধে ক্রোমোজোম গুলোর আকৃতি দেখানোর জন্য একটা সচিত্র থাকলেও বাংলা নিবন্ধে সেই চিত্রটা দিতে পারছি না। প্রথমদিকে টেম্পলেট চাইলে, সেই টেম্পলেট এ প্রয়োজনীয় তথ্য সংযোজনের পর সেই টেম্পলেট সহ উধাও হয়ে গেছে। তৃতীয়ত নয়টি নিবন্ধকে ইংরেজি নিবন্ধ অর্থাৎ অন্য ভাষায় পড়ুন এর সাথে কিভাবে সংযোজন করব তা বুঝতে পারছি না। চতুর্থত তথ্যসূত্র: ইংরেজিতে সুন্দরকরে তথ্যসুত্র আসলেও বাংলাতে প্যারামিটার বা এই ধরনের রেডমার্ক করে লেখা আসছে, এই বিষয়টা কিভাবে সংশোধন করা যায়? পঞ্চমত: ক্রোমোজোম এ অবস্থিত জীনগুলো বা এই ক্রোমোজোমেরসাথে সম্পৃক্ত ডিসঅর্ডার গুলোর ৯০%ই বাংলা নিবন্ধ খুলা হয় নি। তাহলে কী আমি ডিসঅর্ডার আর জীননিয়ে নিবন্ধে নতুন ট্যাগ দিয়ে লিখব নাকি বাদ দিব? আর যদিও বা লিখি তাহলে সে ণামগূলো কি ইংরেজিতে দিব নাকি আমার মত করে বাংলা লিখব? এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানালে নিবন্ধ অনুবাদ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। ধন্যবাদ

তুলারামপুর ইউনিয়ন সম্পাদনা

তুলারামপুর ইউনিয়ন সম্পার্কে আপনিতো সব উল্টা পাল্টা করে ফেলেছেন । আমার ফেসবুকে add দিয়েন কথা আছে zakanchan42@gmail.com জাহিদুল আলম কাঞ্চন (আলাপ) ১৬:৪৯, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় জাহিদুল আলম কাঞ্চন, আমি তুলারামপুর ইউনিয়ন নিবন্ধটিতে প্রতিটি সম্পাদনা আবার ফিরে দেখলাম। কিন্তু আমি কীভাবে নিবন্ধটি উল্টোপাল্টা করে দিয়েছি, তা তো বুঝলাম না! একমাত্র আপনি "বিবিধ" বলে সম্পূর্ণ ফাঁকা একটি অনুচ্ছেদ শিরোনাম তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু ভুল করে '==' এর বদলে '=%' দিয়েছিলেন। আমি সেটিকে ঠিক করতে গিয়ে '%' চিহ্নটি মুছেছিলাম, কিন্তু দ্বিতীয় '=' চিহ্নটি দিতে ভুলে গিয়েছিলাম। কিন্তু অনুচ্ছেদটিই তো সম্পূর্ণ ফাঁকা। তাহলে ঐ শিরোনামের অর্থ কী? আমি বরং আপনার নিবন্ধটি যাতে সঠিক মানে পৌঁছয়, সেই উদ্দেশ্যে সাহায্যই করেছি।
আমার মনে হয় আপনি আপনার আলোচনা পাতায় দেওয়া পরামর্শ অনুযায়ী নিবন্ধগুলির বিস্তার ঘটান ও তথ্যসূত্র উল্লেখ করে উইকিপিডিয়ার নীতি অনুযায়ী উন্নত মানের নিবন্ধ তৈরি করুন। শুভকামনা রইলো। -- Arindam Maitra (আলাপ) ১৭:৪০, ৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Tularampur unioun সম্পাদনা

Ami to Phone diya Use korce. So apni jata diyacen... oi ta downlod kora possabil holo na. Sorry!! . Ja problem cilo. Akto giyaca . Please contck with me by facebok . My facebook id. zakanchan42@gmail.com

Apni jodi akto joga jok koren .toba amer khubi upokar hoto জাহিদুল আলম কাঞ্চন (আলাপ) ০২:২৭, ৮ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  পরিশ্রমী পদক
সম্প্রদায়ের প্রতি সেবামূলক মানসিকতার জন্য আপনাকে এ পদক দেয়া হলো। Ibrahim Husain Meraj (আলাপ) ০৫:৫৪, ২২ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় Ibrahim Husain Meraj, পদকটির জন্য অনেক ধন্যবাদ। আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। -- Arindam Maitra (আলাপ) ০২:৪৫, ৩১ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি বিড়ালছানা! সম্পাদনা

 

ভুল বোঝাবুঝির জন্য দু;খিত। পূর্বের বার্তাটি অপসারণ করে দিয়েছি।

রসু (আলাপ · অবদান · ইমেইল) ০৭:৪৭, ৩০ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় রসুভাই,
আমি দেখলাম, আমার একটি সম্পাদনা বিষয়ে আপনি কিছু প্রশ্ন তুলেছিলেন। প্রথমেই বলে নিই, আমি 'বাংলা ভাষা' বিষয়ে বিশেষজ্ঞ নই, 'বিশেষরূপে অজ্ঞ' মাত্র। ফলে ভুল আমার হয়, আর সেই ভুল কেউ ধরিয়ে দিলে আমি তাঁর প্রতি কৃতজ্ঞই বোধ করে থাকি। আপনি বার্তাটি বর্তমানে মুছে দিয়েছেন, কিন্তু তিনটি বানান নিয়ে আপনি যে প্রশ্ন তুলেছিলেন, সবক'টিই সঠিক। 'দাবি' বানানটিই বর্তমান বাংলা বানানের নিয়মানুসারে সঠিক, 'দাবী' নয়; 'অযুহাত' বানানটি সম্পূর্ণ ভুল, 'অজুহাত' ঠিক। আপনিও এ'কথাই বলেছেন, আমিও তাই বলছি। ধর্মের সমালোচনা নিবন্ধে আমার সম্পাদনাটিতে আমার যতদূর মনে পড়ছে, আমি কিন্তু এই সঠিক বানানদু'টিই লিখেছিলাম। এবার 'শ্রেণি/শ্রেণী'। এটি একটি তৎসম শব্দ, সেকারণে বাংলা বানানের বর্তমান নিয়মানুসারেও এক্ষেত্রে 'শ্রেণী' বানানটিই সঠিক বলে বিবেচিত হওয়া উচিত। কিন্তু বহুল ব্যবহারে সিদ্ধ (নিপাতনে সিদ্ধ) বলে একটা বিষয়ও ব্যাকরণে চলে। আর 'শ্রেণি' বানানটি এতটাই বহুল ব্যবহৃত (দুই বাংলাতেই), যে সেটিকে এখন আর ভুল বলে গণ্য করা চলে না। তবু বিজ্ঞানের পরিভাষা হিসেবে এখনও দেখি অনেকক্ষেত্রেই ব্যাকরণগতভাবে সঠিক 'শ্রেণী' বানানটিই ব্যবহৃত হচ্ছে। যাইহোক, আমার মতে দু'টি বানানই এক্ষেত্রে ঠিক, ব্যবহারকারী, তাঁর পছন্দ মতো যেটি খুশি ব্যবহার করতে পারেন।
আপনার বার্তা পেয়ে সত্যি খুশি হলাম। কোনওরকম ভুল বোঝাবুঝির কোনও প্রশ্নই ওঠে না। বরং যেকোনও বিষয়ে এরকম মতবিনিময় হলেই মনে হয় ভালো। আর ধর্মের সমালোচনা নিবন্ধটি আরেকবার পড়ে দেখি, যদি কিছু মনে হয় বলার, ঐ নিবন্ধের আলোচনা পাতাতেই বলবো। খুব ভালো থাকবেন। আবার কথাবার্তা হবে, সেই আশায় রইলাম। -- Arindam Maitra (আলাপ) ০৩:০৮, ৩১ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

: সম্ভবত, উইকিপিডিয়ায় সার্ভারজনিত কোন সমস্যার কারণে আপনার করা এই সম্পাদনাটি আমার করা পূর্বের সম্পাদনার সাথে কোনরূপ পার্থক্য দেখানো ছাড়াই অপরিবর্তিত অবস্থায় প্রদর্শিত হয়। ফলে, আমার কাছে মনে হয়েছিল যে, আপনি ভুল বানান ব্যবহার করেছেন। তবে কিছুক্ষণ পরে ব্যপারটি বুঝতে পেরে আমি আমার পূর্বের ‘অভিযোগমূলক’ বার্তাটি অপসারণ করি। আমার তরফ থেকে ভুল বুঝার জন্য আমি দুঃখিত। দয়া করে কিছু মনে করবেন না। আর যেই বানানগুলো আপনি সংশোধন করেছেন সেগুলো আমার ইচ্ছাকৃত ভুল নয়। টাইপিং মিস্টেক। আপনি সংশোধন না করলেও পরবর্তি রিভিশনে হয়ত আমি নিজেই শুধরে নিতাম। তবে আপনার সাহয্যের জন্য ধন্যবাদ। --রসু (আলাপ · অবদান · ইমেইল) ০৩:৩৩, ৩১ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

Thanks you সম্পাদনা

আসলে আপনার ইডিট এর পর সব কিছু উল্টা পাল্টা দেখা যাইতেছিল বাট কিছুক্ষন পর সব আরো সুন্দর হয়েছে দেখলাম। যদি দূঃখ পেয়ে থাকেন আমার দ্বারা তার জন্য sorry. আপনার সাথে কথা বলবার যদি কোন মাধ্যম দিতেন তবে কিছু বিষয় জানতে পারতাম। এই খানে সম্পূধ্য নতুন আমি। বুঝি কম। মনে কিছু নিয়েন না । সরি জাহিদুল আলম কাঞ্চন (আলাপ) ১৫:১০, ৩০ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় জাহিদুল আলম কাঞ্চন,
Arindam Maitra নামেই ফেসবুকে আমার অ্যাকাউন্ট আছে। পরিচয়চিত্র হিসেবে দেখবেন সেখানে একটি জাহাজের ছবি দেওয়া আছে। সেখানে গিয়ে বন্ধু হবার অনুরোধ জানিয়ে আপনি কিছু বলার থাকলে আমাকে বার্তা দিতেই পারেন। তবে আমি সেখানে খুব নিয়মিত নই। শুভেচ্ছা -- Arindam Maitra (আলাপ) ০৩:১৫, ৩১ আগস্ট ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ক্রোমোজম নিবন্ধে সমস্যা সম্পাদনা

সুপ্রিয় Aridan Maitra, আমি সাম্প্রতিক সময়ে ক্রোমোজম ১-৯ পর্যন্ত একটি সিরিজ নিবন্ধ অনুবাদ করেছি। বাকিগুলো করার ইচ্ছা আছে। এর মধ্যে প্রথম অনুবাদ হল"' ৮ নং ক্রোমোজম"' কিন্তু এটার শিরোনাম হওয়া উচিত ছিল ৮ নং ক্রোমোজম(মানবদেহে) কিন্তু এখন এটা কিভাবে শিরোনাম করব তা বুঝতে পারছি না। এছাড়াও ইংরেজি নিবন্ধে ক্রোমোজোম গুলোর আকৃতি দেখানোর জন্য একটা সচিত্র থাকলেও বাংলা নিবন্ধে সেই চিত্রটা দিতে পারছি না। প্রথমদিকে টেম্পলেট চাইলে, সেই টেম্পলেট এ প্রয়োজনীয় তথ্য সংযোজনের পর সেই টেম্পলেট সহ উধাও হয়ে গেছে। তৃতীয়ত নয়টি নিবন্ধকে ইংরেজি নিবন্ধ অর্থাৎ অন্য ভাষায় পড়ুন এর সাথে কিভাবে সংযোজন করব তা বুঝতে পারছি না। চতুর্থত তথ্যসূত্র: ইংরেজিতে সুন্দরকরে তথ্যসুত্র আসলেও বাংলাতে প্যারামিটার বা এই ধরনের রেডমার্ক করে লেখা আসছে, এই বিষয়টা কিভাবে সংশোধন করা যায়? পঞ্চমত: ক্রোমোজোম এ অবস্থিত জীনগুলো বা এই ক্রোমোজোমেরসাথে সম্পৃক্ত ডিসঅর্ডার গুলোর ৯০%ই বাংলা নিবন্ধ খুলা হয় নি। তাহলে কী আমি ডিসঅর্ডার আর জীননিয়ে নিবন্ধে নতুন ট্যাগ দিয়ে লিখব নাকি বাদ দিব? আর যদিও বা লিখি তাহলে সে ণামগূলো কি ইংরেজিতে দিব নাকি আমার নিজেরইমত করে বাংলা লিখব? এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানালে নিবন্ধ অনুবাদ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করতাম। ধন্যবাদ।

সুপ্রিয় ফাহিম ভাই,
আপনার অনুরোধমতো "৮ নং ক্রোমোজোম" নিবন্ধটির শিরোনাম পরিবর্তন করে ৮ নং ক্রোমোজোম (মানবদেহে) করা হয়েছে। অন্যান্য ভাষাসমূহের সাথে আন্তঃভাষা লিঙ্কও স্থাপিত হয়েছে। বাংলা বানানের বর্তমান বিধি অনুযায়ী কিছু কিছু বিদেশাগত শব্দের লিপ্যান্তরের ক্ষেত্রে যে সামান্য বানানগত ত্রুটি রয়ে গিয়েছিল, সেগুলিকেও সংশোধন করে দেওয়া হয়েছে। এবারে টেম্পলেটের বিষয়ে বলি। আপনি যে বিষয়ে টেম্পলেটটি দিতে চাইছেন সেটি নিশ্চয়ই বাংলায় আগে থেকে তৈরি নেই, তাই আপনি ইংরেজি টেম্পলেটটিই আরও কিছু তথ্য সংযোজন করে ব্যবহার করতে চাওয়ায় সেটি দেখা যাচ্ছে না। আপনি এক্ষেত্রে ইংরেজি বা জার্মান নিবন্ধে যে চিত্র ব্যবহৃত হয়েছে সেই চিত্রগুলি নিজস্ব উপযুক্ত ক্যাপশনসহ বাংলা নিবন্ধে আলাদা করেও ব্যবহার করতে পারেন। পাশাপাশি টেম্পলেটে যেটুকু তথ্য দিলে তা দেখাচ্ছে, সেটুকুই আপাতত ব্যবহার করুন। পরে এটি নিয়ে আরও কাজ করা যাবে। আর তথ্যসূত্রের ক্ষেত্রে বলি, ইংরেজি থেকে সরাসরি কপি করে তথ্যসূত্র দেবেন না, তাতে অনেকসময়েই সমস্ত কিছু সঠিকভাবে উল্লেখ না থাকায় এই ধরনের প্যারামিটারগত ত্রুটি আসে। এক্ষেত্রে ভালো হল, ইংরেজি নিবন্ধে উল্লিখিত সেই তথ্যসূত্রটিকে আগে নিজে ঢুকে অনুসন্ধান করা ও তারপর সরাসরি সেই সূত্র থেকেই নিজের মতো করে তথ্যসূত্র নির্মাণ করে বাংলা নিবন্ধে ব্যবহার করা। খাটনি তাতে কিছুটা বেশি হবে অবশ্যই, তবে যেকোনও ক্ষেত্রে সার্থকভাবে কিছু তৈরি করতে হলে সে'টুকু শ্রম তো লাগেই। পরিশেষে বলি, যে ধরনের নিবন্ধে আপনি হাত দিয়েছেন, বাংলা উইকিতে সেই ধরনের নিবন্ধের খুবই অভাব রয়েছে। ফলে খুবই প্রয়োজনীয় ও প্রশংসনীয় উদ্যোগ। আপনার সম্পাদনা চালু থাকুক ও তার আরও ক্ষেত্রবিস্তৃতি ঘটুক। নিরন্তর শুভকামনা রইলো। --Arindam Maitra (আলাপ) ১৮:২৬, ১১ সেপ্টেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন


পশ্চিমবঙ্গে বাংলা পিডিয়ানদের নিয়ে মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা সম্পাদনা

নমস্কার দাদা! আগামী বছরের প্রথম দিকে (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা মিনি মিডিয়া উইকি ট্রেনিংট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে। সম্মিলনের প্রসঙ্গে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির কাছে প্রয়োজনীয় ফান্ডিঙের জন্য শীঘ্রই আবেদনও জানানো হবে। আগ্রহী থাকলে আপনাকে এখানে সমর্থন জানাতে অনুরোধ করছি। এই কর্মশালায় আপনার উপস্থিতি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ।   -- মৌর্য্য বিশ্বাস​ (আলাপ - অবদান) ১৯:০৮, ১৪ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Arindam Maitra,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধে ভূল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। এখনি ভূল শুধরে নিচ্ছি।শুভেন্দু (আলাপ)



ইদ মোবারক সম্পাদনা

 
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১০:৪৭, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন
আপনার জন্যও রইলো প্রাণঢালা শুভেচ্ছা। সুখে থাকুন, সৃষ্টির মধ্যে থাকুন, আনন্দে থাকুন। --অরিন্দম মৈত্র (আলাপ) ১৮:০০, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা সম্পাদনা

প্রিয় উইকিপিডিয়ান বন্ধুগণ,

পশ্চিমবঙ্গ এর সরশুনা মহাবিদ্যালয় এ অনুষ্ঠিত উইকিপিডিয়ার কর্মশালা-তে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। এই উইকিপিডিয়ার কর্মশালা ২৩শে জুলাই সরশুনা মহাবিদ্যালয় (4/HB/A, Ho-Chi-Minh Sarani, Sarsuna Upanagari, Sarsuna, Kolkata 700061, West Bengal, India) তে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ পূর্বক মনে রাখুন-

  1. উইকি কর্মশালা ঠিক ১০ ঘটিকায় শুরু হবে।
  2. দয়া করে আপনার ল্যাপটপ সাথে আনবেন।
  3. আহারের ব্যবস্থা থাকবে। শাকাহারী আহার নির্বাচন গ্রাহ্য হবে।
  4. যদি আপনার অন্য কোনো প্রয়োজন থাকে তবে আয়োজকদের জানান।

আরো বিশদ জানতে এই পাতায় চোখ রাখুন: Wikipedia Orientation Workshop at Sarsuna College, West Bengal, India

আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। ধন্যবাদ। -- অনন্যা মণ্ডল

বাংলাদেশ এবং মৌলবাদের ভয় সম্পাদনা

@অরিন্দম দাদা, ভারতের পশ্চিমবঙ্গে তো অনেক সুবিধা, নাস্তিকরা হত্যাকাণ্ডের শিকার হননা, সমকামীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, যে কোনো ধর্মের সমালোচনা মানুষ অনায়াসেই করতে পারে, অপরদিকে আমাদের বাংলাদেশের সমাজ সমস্যায় ভরা, আমি একজন নাস্তিক হিসেবে খুবই ভয়ে থাকি যে কখন আমার উপর জিহাদী টেরোরিস্টরা হামলা করে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ যে মুহাম্মাদের সমালোচনা এবং ইসলামের সমালোচনা পাতাদুটো যা আমি নিজেই সকপাপেট (Bishal) হিসেবে তৈরি করেছিলাম, আপনি চাইলে পাতাদুটো সমৃদ্ধ করতে পারেন বা ডিলিট করার উদ্যোগ নিতে পারেন। প্রতিভা মনির (আলাপ) ০৬:৪৩, ২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি জানেন কি বিভাগে আপনাকে আমন্ত্রণ! সম্পাদনা

সুধী,
শভেচ্ছা গ্রহণ করুন। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি (আজাকি) বিভাগটি পুনরায় সক্রিয় করার জন্য কাজ করছি এবং পুরো প্রক্রিয়াকে আরও সহজীকরণ করেছি। এই বার্তাটি যারা বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত নিবন্ধ তৈরি করে থাকেন তাদের সবাইকে ‘আজাকিতে’ নিবন্ধ মনোনয়নে উৎসাহিত করার জন্য প্রদান করছি। আপনি প্রায়শই নতুন নিবন্ধ তৈরি করে থাকেন সুতরাং বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা সক্রিয় রাখতে আপনাকে আজাকিতে নিবন্ধ মনোনয়ন বা পর্যালোচনা করতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ এবং আপনার সম্পাদনা শুভ হোক :) -- নাহিদ সুলতান (আলাপ) রবিবার ১৮:৩২, ১৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

আজাকি হালনাগাদ সম্পাদনা

  প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনীত কারাল সভ্যতা নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে ২৩ জানুয়ারি, ২০১৮ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।

যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০০, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

বিভাগটি দীর্ঘদিন বাদে হালনাগাদ করার উদ্যোগ নেওয়ার কারণে আন্তরিক ধন্যবাদজ্ঞাপন করি। --অরিন্দম মৈত্র (আলাপ) ১৬:৪০, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথন সম্পাদনা

উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৮/ব্যাঘ্র প্রকল্প এডিটাথনঃ ২০১৭-২০১৮ সালে, উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং অনুসন্ধান পরিষেবা ও ক্লাউড কম্পিউটিঙের জন্য বিশ্বখ্যাত কোম্পানী গুগল, সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি (সিআইএস), উইকিমিডিয়া ভারত তথা বিভিন্ন ব্যবহাকারী দলের সঙ্গে নিবিড় সমন্বয় সাধন করছে এবং বিভিন্ন ভারতীয় ভাষাগুলিতে স্থানীয়ভাবে প্রাসঙ্গিক তথা উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করার জন্য উইকিপিডিয়া সম্প্রদায়দের উৎসাহ প্রদান করে একটি প্রোগ্রাম পরিচালনা করছে। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হলো (ক) ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ল্যাপটপ এবং স্টিপেন্ডের মাধ্যমে সক্রিয় এবং অভিজ্ঞ উইকিপিডিয়া সম্পাদকদের সহায়তা করা এবং (খ) একটি ভাষাভিত্তিক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা যা বিদ্যমান উইকিপিডিয়া বিষয়বস্তু-গ্যাপ গুলির সমাধান করার লক্ষ্যে কাজ করবে।

ভারতীয় ভাষার উইকিপিডিয়া সম্প্রদায়গুলি যারা এই এডিটাথনে অংশগ্রহন করতে আগ্রহ প্রকাশ করবে, সেই সম্প্রদায়গুলি একসঙ্গে একত্রিত হবে এবং বিষয়বস্তু-গ্যাপ এর উপর একটি লেখা প্রতিযোগিতা গড়ে তুলবে। অংশগ্রহণকারী ভাষা সম্প্রদায়গুলি তিন মাসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। শীর্ষস্থানীয় ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরস্কার ছাড়াও উইকিপিডিয়ায় অবদানের জন্য তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিজয়ী সম্প্রদায়কে একটি বিশেষ ক্ষমতায়ন প্রশিক্ষণ ইভেন্টে আমন্ত্রিত করা হবে। এই এডিটাথনে (এখানে) যোগদানের আনুরোধ রইলো। খাঁ শুভেন্দু (আলাপ) ১৪:০৬, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় শুভেন্দু, খুব ভালো প্রকল্প। কিন্তু প্রস্তাবিত নিবন্ধের কোনও তালিকা এখনও বাংলায় তৈরি হয়নি। সেই কাজটায় একটু হাত লাগালে বোধহয় অনেকেরই কিছুটা সাহায্য হত, তাই না। --অরিন্দম মৈত্র (আলাপ) ১৭:৫৭, ২ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
দাদ, নিবন্ধ তালিকা তৈরির কাজ চলছে। সম্ভবত তালিকাটিতে ২০০০ টি নিবন্ধ থাকবে। খাঁ শুভেন্দু (আলাপ) ১৮:৪১, ২ মার্চ ২০১৮ (ইউটিস

আগামী ৮ই জুলাই ২০১৮ অফলাইন বাংলা উইকি যোগাযোগের বার্তা সম্পাদনা

সুধী অরিন্দম মৈত্র, আজই এখানে মতামত জানান। আশা করি ৮ই জুলাই সামনাসামনি উইকি সংক্রান্ত আলোচনা করে সমৃদ্ধ হব। সুমিতা রায় দত্ত ১৯:১৩, ৩ জুলাই ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক! সম্পাদনা

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:৩৬, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইকবাল হোসেন,
আসন্ন ইদ উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সকলকেও আমার হার্দিক শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকুন, উৎসবের দিনগুলো আনন্দে কাটান। - অরিন্দম মৈত্র (আলাপ) ১৮:৩৪, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

কলকাতায় বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ট্রেন​-দ্য-​ট্রেনার (TTT) কর্মশালায় অংশগ্রহণের আহ্বান সম্পাদনা

নমস্কার! আগামী কাল হইতে তিনদিন-ব্যাপী (২৮, ২৯ ও ৩০শে জুন, ২০১৯ তারিখে) কলকাতার সল্ট লেক্ সেক্টর ৫ এ ইন্ডিস্মার্ট হোটেলে সকল বাংলা উইকিপিডিয়ানদের নিয়ে একটা ট্রেন​-দ্য-​ট্রেনার কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা সংক্রান্ত বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে।

এই কর্মশালা সম্বন্ধে কিছু তথ্য:
সিআইএস-এ২কে গত পাঁচ বছর ধরে প্রতি বছর, ইন্ডিক্ ভাষাগুলির উইকিপিডিয়ানদের জন্য তাঁদের বেঙ্গালুরু কেন্দ্রে একটি বার্ষিক প্রশিক্ষণ-কর্মশালা, টিটিটি আয়োজন করে আসছে। টিটিটি-২০১৯ এ অংশগ্রহণ করার জন্য আমাদের সম্প্রদায় থেকে ব্যবহারকারী:তরুণ সামন্ত নির্বাচিত হন এবং এই কর্মশালা থেকে তিনি অনেক কিছুই শেখার অবকাশ পান। অতীতে, বাংলা উইকি সম্প্রদায়ের আরো একাধিক স্বেচ্ছাসেবীরাও যেমন বোধিসত্ত্ব মন্ডল, অনন্যা মন্ডল, খাঁ শুভেন্দু, পিনাক বিশ্বাস, ইন্দ্রজিত দাস, আমি এবং অন্যান্যরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবার সুযোগ পাই। মূলত পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সুবিধার্থেই তাই তিনদিন ব্যাপি এই টিটিটি-র একটি সংস্করণ কলকাতায় আয়োজন করার নির্ণয় নেওয়া হয়। এই কর্মশালার সম​য়কাল জুড়ে বাংলা উইকি সম্পর্কিত সাধারণ মিট​-আপ ও আলোচনা চলারও অবকাশ রইবে। অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া সম্পাদনা, উইকিপিডিয়ায় নতুন টুলস, উইকিপাত্ত (যেটাকে বলা যেতে পারে উইকিমিডিয়া প্রকল্পের ভবিষ্যত!) এবং বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ায় বিভিন্ন চলমান প্রকল্পের বিশদ পরিচিতি দেওয়া হবে। এছাড়াও অংশগ্রহী সম্পাদকগণ; উইকিমিডিয়া সম্পর্কিত যেকোনো নির্দিষ্ট বিষ​য় যেটির উপর তাঁদের প্রশিক্ষণ/ব্যাখ্যার প্রয়োজন সেই সমস্ত প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। অংশগ্রহণকারীদের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমেও বিভিন্ন জিজ্ঞাসার সমাধান করার একান্ত চেষ্টা করা হবে। এই কর্মশালায় আপনার উপস্থিতি মনের অন্তর থেকে কামনা করছি।

ধন্যবাদান্তে -- Mouryan/মৌর্য্য/మౌర్య (আমার সঙ্গে কথা বলুন ❤) ১৮:৫৩, ২৭ জুন ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৪:২২, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৫:০৬, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey সম্পাদনা

RMaung (WMF) ১৮:৫৮, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আসন্ন গবেষণা কার্যক্রমে অংশ নিয়ে উইকিপিডিয়াকে আরও উন্নত করতে আমাদের সহায়তা করুন সম্পাদনা

প্রিয় @Arindam Maitra:,

উইকিপিডিয়াতে যোগদানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ!

উইকিপিডিয়ার ব্যবহার উন্নত করার উদ্দেশ্যে আমরা কয়েকটি গবেষণার প্রস্তুতি নিচ্ছি। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কয়েকটি প্রশ্নের জবাব দিন। আপনাদের জবাবের ভিত্তিতে আমরা যথাযত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে, আলোচনার সময় নির্ধারণ করে নেব।

ধন্যবাদ, BGerdemann (WMF) (আলাপ) ০০:১৯, ২৪ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

একটি বহিরাগত সংস্থা দ্বারা এই জরিপটি সঞ্চালন করা হবে, এবং এই কারণে অতিরিক্ত কিছু শর্তাবলী প্রযোজ্য হতে পারে। জরিপের গোপনীয়তার বিবৃতি পড়ে আপনি গোপনীয়তা ও তথ্য-সঞ্চালন সম্পর্কে অধিক তথ্য জানতে পারবেন।

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় Arindam Maitra,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

COVID-19 এর পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় স্বেচ্ছাসেবীদের সহযোগীতা জন্য সমর্থন কর্মসূচি সম্পাদনা

প্রিয় উইকিমিডিয়ানস,

COVID-19-এর দ্বিতীয় তরঙ্গ সারা দেশে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা সকলেই খুব কঠিন সময়ে মধ্যে দিয়ে চলেছি। তিক্ত এবং কঠোর সত্য যে আমরা অনেকেই ইতিমধ্যে আমাদের প্রিয়জন, ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়স্বজন, প্রতিবেশীদের হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে কেউ কেউ চাকরিহীন, ব্যবসায় ক্ষয়ক্ষতি, হাসপাতালে ভর্তির বিশাল ব্যয় ইত্যাদির কারণে অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছেন অথবা হচ্ছেন।

এই সঙ্কটের মাঝে ভারতে বসবাসকারী উইকিমিডিয়া স্বেচ্ছাসেবকদের সহযোগীতা জন্য একটি সমর্থন কর্মসূচি শুরু করা হয়েছে। এই প্রোগ্রামটি নিম্নলিখিত কর্ম্ম সমর্থন করবে -

  • টিকাকরণের ব্যয় সরূপ অর্থ প্রদান
  • COVID-19 সুরক্ষা কিট প্রেরণ
  • বিশেষজ্ঞদের পরামর্শদান

এই সমর্থনটি সেন্টার ফর ইন্টারনেট অ্যাণ্ড সোসাইটি অ্যাসেস টু নলেজ (CIS-A2K) পক্ষে থেকে প্রদান করা হবে। আজ অথবা আগামীকাল থেকে এই টিকাকরণের ব্যয় সরূপ অর্থ প্রদান করা হবে। COVID-19 সুরক্ষা কিট প্রদান বিভিন্ন যৌক্তিক কারণসমূহ উপর নির্ভর করে, তাই এই প্রেরণ পদ্ধতি এক সপ্তাহ বা তার বেশি সময়ের মধ্যে আরও সুসংহত হবে। দলটি প্রথমে সম্প্রদায়ের যাদের এই সাহায্য সব থেকে প্রথমে প্রয়োজন তাদের সমর্থন করার চেষ্টা করবে।

স্বেচ্ছাসেবীদের এই গুগল ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে - https://docs.google.com/forms/d/e/1FAIpQLScYcjEeuT7vUxP3NJg7KfIiZaude9IXLyCagsDarTx11J4ymA/viewform

আপনি আপনার সম্প্রদায়ের, যে স্বেচ্ছাসেবকের সহায়তার আশু প্রয়োজন, তাদের এই ফর্মের মাধ্যমেও মনোনীত করতে পারেন বা সমর্থন দলকে সরাসরি মেইল করতে পারেন।

সহায়তা কর্মসূচি সম্পর্কে আরও বিশদ এখানে পেতে পারেন -

https://meta.wikimedia.org/wiki/COVID-19_support_for_Wikimedians/India

আসুন, আমরা একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দি এবং দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করি।

নিরাপদ এবং সুস্থ থাকুন।--Atudu (আলাপ) ০৯:১৫, ১ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় Arindam Maitra,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩ সম্পাদনা

 

সুপ্রিয় Arindam Maitra,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ সম্পাদনা

 

সুপ্রিয় Arindam Maitra,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন