Nirvik12
সুপ্রিয় Tauhid16! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৫:৪৩, ৫ নভেম্বর ২০১৩ (ইউটিসি) |
মাফিয়া ২ (Mafia II) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাএটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।
আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।
হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। আসিফ মুকতাদির (আলাপ) ০৬:১৮, ৬ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
.SVG ফাইল
সম্পাদনাআপনার সম্ভবত svg ফাইল ডাউনলোড করতে সমস্যা হয়। যে কারনে, বাংলা উইকিতে আপনি svg ফাইল আপলোড করলে তা .svg.png হিসেবে আসে। আমারো পূর্বে এরকম সমস্যা হতো। যাইহোক, "যেভাবে SVG ফাইল নামাবেন": সেই ফাইলের পাতায় যান (যে উইকি থেকে নামাবেন, ধরুন চিত্র:EURid.svg)। চিত্রের উপর ক্লিক করুন (ক্লিক করলে অ্যাড্রেসবারে http://upload.wikimedia.org/wikipedia/bn/0/0e/EURid.svg জাতীয় লিঙ্ক আসবে)। মাউসের বাম বাটনে ক্লিক করে save as.. নির্বাচন করুন। save করার একটি ডায়ালগ খুলবে, save এ ক্লিক করুন। কাজ শেষ। (আপনার IDM থাকলে IDMএর Add URL এ অ্যাড্রেসবারের http://upload.wikimedia.org/wikipedia/bn/0/0e/EURid.svg জাতীয় লিঙ্কটি দিন এবং "ok" করুন)। আর ডাউনলোড করা .SVG ফাইল অন্যান্য চিত্রের মত দেখাবে না। চিত্রের উপর আপনার ডিফল্ট ব্রাউজারের আইকন দেখাবে। এরপরও সমস্যা হলে জানাবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২০, ৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
শিরোনাম প্রসঙ্গে
সম্পাদনাTauhid16, উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। একটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি- কোন নিবন্ধ শুরু করার পর সেখানে এমন উপশিরোনাম লিখে রাখবেন না যেখানে কোন কথাবার্তা লেখা নেই, যেমনটা আপ নিবন্ধে আপনি করেছেন। এরকম খালি উপশিরোনাম নিবন্ধের জন্য দৃষ্টিকটু। আর একটা কথা, নতুন ব্যবহারকারী হিসেবে আপনার কাজ বেশ ভাল হচ্ছে। দুই-একটা ভুল সবসময়ই থাকবে, ভুল করার ভয়ে পিছপা হবেন না। মনে রাখবেন, উইকিপিডিয়ায় কোন ভুল করে ফেললে সেটা আবার সংশোধন করা যায়। অতএব লেখালেখি চালিয়ে যান আর যেকোন সমস্যায় আমার আলাপ পাতায় নক করতে পারেন। ভাল থাকবেন।---খালেদ (আলাপ) ১৪:১১, ১৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
Image:President Ziaur Rahman Bangladesh.jpg-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা
সম্পাদনাImage:President Ziaur Rahman Bangladesh.jpg চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত। আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।
যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎস ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৫৬, ৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
চিত্র আপলোড প্রসঙ্গে
সম্পাদনাপ্রিয় তাওহীদ, উইকিতে আপনার অসাধারন অবদানে জন্য ধন্যবাদ। আপনার কাজ খুব ভালো হচ্ছে। দেখলাম ইদানিং আপনি কিছু কিছু চিত্র আপলোড করছেন ইংরেজি উইকি থেকে। অনুগ্রহ করে চিত্র আপলোডের পর ইংরেজি উইকি থেকে এর বর্ণনা সরাসরি বাংলা উইকির চিত্রের বর্ণনা পৃষ্ঠায় যুক্ত করতে পারেন। এছাড়াও লাইসেন্সের কোন চিত্র বাংলা উইকিতে আপ না করে কমন্সে আপলোড করুন, তাতে উইকিমিডিয়ার সকল প্রকল্পেই ব্যবহার করা যাবে। কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় স্বাগতম। ভালো থাকবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৩, ৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
ধন্যবাদ
সম্পাদনাTauhid16, শুভ কামনা। নিবন্ধ ছালেকুর রহমান রাহে ভান্ডারীতে ইমেজ সংযোজনে একটি টেকনিক্যাল সমস্যা ছিল। বিষয়টি আপনার নজর কাড়ায় সংশোধন করেছেন স্বতপ্রণোদিত হয়ে। ধন্যবাদ। --- Sufidisciple (আলাপ) ০৬:২০, ২৭ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- Sufidisciple আপনাকেও ধন্যবাদ। --- তাওহীদ
চমৎকার নতুন সম্পাদক পদক
সম্পাদনাচমৎকার নতুন সম্পাদক পদক সঠিক পথে একজন নতুন সম্পাদক | ||
আপনি উইকিতে নতুন হিসেবে যোগদান করলেও অনেক ভালো অবদান রেখেছেন। তাই আপনার কাজের স্বীকৃতিস্বরুপ আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনার উইকি সম্পাদনা অব্যাহত থাকুক যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৪:০৫, ২৮ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি) |
- আপনাকে অনেক ধন্যবাদ নাহিদ সুলতান ভাই। এর অনেকটা অবদান আপনারই। আপনি অনেকভাবে আমাকে সাহায্য করেছেন ও পরামর্শ দিয়েছেন --- তাওহীদ ০৫:০৮ ২৯-ই ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
আপনি সম্প্রতি সিম্ফনি নিবন্ধে যে তথ্য ছিল তা হুবহু আপনার তৈরিকৃত সিমফোনি নিবন্ধে যুক্ত করেছেন এবং পূর্বের নিবন্ধটি আপনারটায় স্থানান্তর করেছেন। দয়া করে এমনটি করবেন না। কোন নিবন্ধের নাম নিয়ে সমস্যা হলে উক্ত নিবন্ধের আলাপ পাতায় আলোচনার আবতারনা করতে পারেন বা আপনি যদি নিশ্চিত থাকেন নামটি ভুল তাহলে পাতাটি সঠিক নামে স্থানান্তর করতে পারেন। আর এ ক্ষেত্রে আমার কাছে সিম্ফনি বানানটিই সঠিক মনে হচ্ছে (আমার ভুলও হতে পারে; অধিকাংশ পত্রিকা এটিই লেখা দেখলাম)। যাইহোক আপাতত আমি আপনারটি রোলব্যাক করলাম নাম নিয়ে নিবন্ধের আলাপ পাতায় আলোচনা করা যেতে পারে। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৭, ৪ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- আমি খুব-ই দুঃখিত। আমাকে ক্ষমা করবেন।
ফিরতি বার্তা
সম্পাদনা১০:১১, ৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
ফিরতি বার্তা
সম্পাদনা১৩:০৫, ৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
উৎসাহিত হলাম
সম্পাদনা- তাওহীদ, আপনার কিছু কাজ দেখে সত্যিই উৎসাহিত হলাম। চমৎকার সাজিয়েছেন। বেশ সরস কাজ। শুভ কামনা।
- Sufidisciple (আলাপ) ০৭:০৫, ২১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- ধন্যবাদ Sufidisciple।
ফিরতি বার্তা
সম্পাদনা১৫:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
নিবন্ধের নাম
সম্পাদনাআপনাকে না জানিয়ে আপনার এই পাতাটি বাংলা নামে সরিয়ে নিয়েছি। বাংলা নাম নিয়ে কোন দ্বিধা থাকলে এখানের চিত্রটি দেখলেই মনে হয় আর থাকবে না। (উল্লেখ্য, BNS=Bangladesh navy ship, বানৌজা=বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ) --Aftab1995 (আলাপ) ১৭:১৯, ৭ মার্চ ২০১৪ (ইউটিসি)
- আপানকে অনেক ধন্যবাদ। আমারও প্রথমে বিএনএস ও বানৌজা নিয়ে সংশয় ছিল। তাওহীদ (আলাপ) ০০:১১, ৮ মার্চ ২০১৪ (ইউটিসি)
বিষয়শ্রেণী
সম্পাদনাপ্রিয় তাওহীদ, শুভেচ্ছা নিন। আমি সম্প্রতি আপনার তৈরি বিষয়শ্রেণী:জীবিত ফুটবলার, বিষয়শ্রেণী:জীবিত অভিনেত্রী, বিষয়শ্রেণী:জীবিত অভিনেতা, বিষয়শ্রেণী:জীবিত ক্রীড়াব্যক্তি, বিষয়শ্রেণী:জীবিত দৌড়বিদ অপসারণ করেছি। কারণ বিষয়শ্রেণী:জীবিত ব্যক্তি উপশ্রেণীতে ভাগ করা উচিত নয়। এই বিষয়শ্রেণীটি তৈরি করা হয়েছে মূলত জীবিত ব্যক্তিদের নিবন্ধে কি পরিবর্তন করা হচ্ছে তা ট্র্যাক করার জন্য, এখানে দেয়া বর্ণনাটুকু পড়ুন। আশা করি, আপনি বুঝতে পেরেছেন। Aftab1995 (আলাপ) ১২:৪৬, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- দুঃখিত। খুবই ধন্যবাদ আপনাকে ভুল সম্পর্কে সচেতন করায়। -- তাওহীদ (আলাপ) ১৫:০২, ৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা
সম্পাদনাআজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ১৮:৩১, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি) |
- মাসুম ভাই আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনি অতীতের গ্লানি ভুলে নতুন আশায় উদ্দজীবিত হবেন। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন। তাওহীদ (আলাপ) ০৩:০৩, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
পাতা স্থানান্তর
সম্পাদনানববর্ষের শুভেচ্ছা নিন। পাতার দ্ব্যর্থতা নিরসন করা নিয়ে লিখছি। আপনি সম্প্রতি কিছু বাংলা চলচ্চিত্রের নিবন্ধ সাল দিয়ে স্থানান্তর করছেন। আপনি যেটি করছেন সেটি মূলত দ্ব্যর্থতা নিরসন করার লক্ষ্যে করা হয়। কিন্তু উইকিপিডিয়ায় একই নামে একাধিক নিবন্ধ না থাকলে দ্ব্যর্থতা নিরসনের কোন প্রয়োজন নেই। আপনি যদি উপযোগী শিরোনাম দেয়ার লক্ষ্য থেকেও করেন, তাহলেও বলব প্রয়োজন নেই। কেননা, কেউ নিবন্ধটির পাতা দেখলেই বুঝবে এটি কিসের উপর তৈরি। আপনাকে ধন্যবাদ Aftab1995 (আলাপ) ১৩:২৭, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- আফতাব ভাই প্রথমে আপনাকেও শুভ নববর্ষ জানাই। এখানে আমার দুটি ভুল স্বীকার করতেই হয় এক (সম্ভবত) স্থানান্তরের কারণ না উল্লেখ করা এবং (দুই) স্থানান্তর করলেও আলোচনা না করা; তাই এ জন্য দুঃখিত। কিন্তু তাও বলব উপযোগী শিরোনামের কথা ভেবেই আমি একাজ করেছিলাম। যেমন নাম্বার ওয়ান শাকিব খান এই চলচ্চিত্রটি যারা দেখেনি বা জ্ঞাত নয় তারা অনেকেই এই নাম নিয়ে বিভ্রান্ত হতে পারে। কারণ এটি কোনো জীবনী মূলক বই, পত্রিকার প্রবন্ধ নিবন্ধন অনেক কিছুই হতে পাড়ে। তাই উপযুক্ত শিরোনামের কথা ভেবেই করেছিলাম। আশা আমার যুক্তি বুঝতে পেড়েছেন। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। তাওহীদ (আলাপ) ১৬:০৭, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- বুঝেছি, কিন্তু আমি তো আগেই বলেছি পাঠক নিবন্ধটির পাতা দেখলেই বুঝবে এটি কিসের উপর তৈরি। নিবন্ধের শুরুতে পরিস্কার লেখা আছে এটি একটি চলচ্চিত্র, এরপরেও বিভ্রান্ত হলে করার কিছু নেই। তাই দ্ব্যর্থতা নিরসন ছাড়া শুধুশুধু নিবন্ধের শিরোনাম টেনে লম্বা করার তো কোন মানে হয়না! --Aftab1995 (আলাপ) ১৬:১৬, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
শুভ নববর্ষ
সম্পাদনা- প্রত্যয় ভাইকে ধন্যবাদ। অতীতের জীর্ণতা ভুলে নতুন আশায় আলোকিত হবেন এই কামনায় আপনাকেও শুভ নববর্ষ জানাই। ভালো থাকবেন। তাওহীদ (আলাপ) ১৫:৩৯, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
আমি খুব-ই দুঃখিত।
সম্পাদনাআমি খুব-ই দুঃখিত। আমাকে ক্ষমা করবেন। অপসারণের জন্য আমার কোনো আপত্তি নেই।
--মো: সাজিদ মাহামুদ (আলাপ) ০৮:৫১, ১৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- সাজিদ ভাই প্রথমে আপনাকে উইকিপিডিয়ায় স্বাগতম এবং ধন্যবাদ জানাই উইকিপিডিয়ায় অবদান রাখার চেষ্টা জন্য। তারপর বলি এখানে ক্ষমাটমা চাওয়ার কিছু নাই। আপনি যদি জানতে চান কীভাবে উইকিপিডিয়ায় অবদান রাখবেন এজন্য আপনার ব্যবহারকারী আলাপ পাতার স্বাগতম বার্তাটি পড়ে নিতে পাড়েন অথবা উইকিপিডিয়ার স্বাগতম পাতাটি পড়তে পারেন। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে অভ্যর্থনা কমিটির যে-কোনো সদস্যকে প্রশ্নটি করুন, বা আপনার আলাপের পাতায়
{{সাহায্য করুন}}
লিখুন এবং নিচে আপনার প্রশ্নটি লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন। এছাড়াও আপনি ইতিমধ্যেই বলছেন যে আপনার অপসারণে কোনো আপত্তি নেই তারপরও থাকলে অপসারণ প্রস্তাবিত নিবন্ধনের আলাপ পাতায় যুক্তি তুলে ধরতে পারেন। আশা করি আপনার উইকিপিডিয়া সম্পাদনা ভালো লাগবে। আপনার জন্য শুভ কামনা রইল। ভাল থাকবেন। ধন্যবাদ। তাওহীদ (আলাপ) ০৯:১১, ১৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
রোলব্যাক অধিকার
সম্পাদনাআপনার আবেদনের ভিত্তিতে আপনাকে রোলব্যাক অধিকার প্রদান করা হয়েছে। আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে অব্যাহতভাবে গঠনমূলক উন্নয়ন, অবদান রাখার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। রোলব্যাকার হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৫, ১৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- আপনার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আশা করি দরকার হলে ভবিষ্যতে সহায়তা করবেন। ভাল থাকবেন। তাওহীদ (আলাপ) ১৫:৩১, ১৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা০৮:৩৪, ২৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
মাসুম ইবনে মুসা (কথোপকথন) ০৮:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)
ট্যাগ রিভার্ট প্রসঙ্গে
সম্পাদনাসম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, আপনি রকস্টার গেমস এবং ভেন্ডিং মেশিন নামক দুটি নিবন্ধ থেকে উইকিপিডিয়ার নীতিমালা বহির্ভূতভাবে ট্যাগ রিভার্ট করেছেন। কোন রিফারেন্স ছাড়া ট্যাগ কেন রিভার্ট করলেন তার বাস্তবসম্মত উত্তর দিন। — মাসুম ইবনে মুসা কথোপকথন ০৮:৪৩, ২৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- প্রথমে খুব-ই ধন্যবাদ আপনাকে আমার আলাপ পাতায় কষ্ট করে আসার জন্য। এখানেও যদি মনে ব্যক্তিগত শত্রুতা মনে করেন তাহলে আমার আর করার কিছু নেই। আমি কেন করেছিলাম তার কারণ অভিজ্ঞতা থাকলে আপনি নিশ্চয়ই বুঝেছেন যদি নাও বুঝে থাকেন তারপরও বলি আপনারটা আনডু করার পর রকস্টার গেমসে আমি ও বোধিসত্ত্ব দাদা রেফারেন্স যোগ করেছি আর ভেন্ডিং মেশিনে বোধিসত্ত্ব দাদা নিজেই করেছে। দাদা না করলে আমিই করাতাম। আশা করি অবাস্তবসম্মত উত্তর পান নায়। তাওহীদ (আলাপ) ০৯:২৪, ২৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
লোগো
সম্পাদনাচিত্র:বাংলাদেশ ছাত্রলীগের পতাকা.svg কি ঠিক আছে? আমার মনে হয়, আপনি প্রথমে যেটি আপলোড করেছিলেন সেটি ঠিক ছিল। --Aftab1995 (আলাপ) ১৫:৪৩, ২৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- আফতাব ভাই আমি প্রথমে খুব-ই দুঃখিত দেরি করে উত্তর দেয়ার জন্য। তাছাড়া আপনাকে ধন্যবাদ এই বিষয়টা নজর দেয়ার জন্য। আমারও এই বিষয়ে যথেষ্ট সংশয় ছিল। এই জন্য প্রথমে ক্রপ করে আপলোড করেছিলাম। কিন্তু পরে তাদের ফেসবুকে এই পতাকাটি দেখে আমি ব্র্যান্ডস অফ দা ওয়ার্ল্ড থেকে পুরাটাই আপলোড করি। এই নিয়ে আমার এখনো সংশয় রয়েছে। যদি আপনি কোনো নির্ভরযোগ্য সুত্র থেকে আসল লোগোটা পান তাহলে আশা করি সাহায্য করবেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। তাওহীদ (আলাপ) ০৩:১৭, ৩০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- যদিও আমি নিজেই জানি না ছাত্রলীগের পতাকা কি রকম। তবে আমি শতভাগ নিশ্চিত, আপনি যেটা আপলোড করেছেন সেটা ছাত্রলীগের পতাকা নয়। কেননা, পতাকা কখনো এই রকম হয়না। আমি লোগো দিয়ে চিত্র:বাংলাদেশ ছাত্রলীগের পতাকা.svg কে চিত্র:বাংলাদেশ ছাত্রলীগের লোগো.svg নামে সরিয়ে নিচ্ছি। যদি ভবিষ্যতে সঠিক পতাকাটি পান, তাহলে চিত্র:বাংলাদেশ ছাত্রলীগের পতাকা.svg নামে আপলোড করে নিয়েন। --Aftab1995 (আলাপ) ১৪:২৮, ৩০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- আচ্ছা। ধন্যবাদ। তাওহীদ (আলাপ) ১৪:৪৮, ৩০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- যদিও আমি নিজেই জানি না ছাত্রলীগের পতাকা কি রকম। তবে আমি শতভাগ নিশ্চিত, আপনি যেটা আপলোড করেছেন সেটা ছাত্রলীগের পতাকা নয়। কেননা, পতাকা কখনো এই রকম হয়না। আমি লোগো দিয়ে চিত্র:বাংলাদেশ ছাত্রলীগের পতাকা.svg কে চিত্র:বাংলাদেশ ছাত্রলীগের লোগো.svg নামে সরিয়ে নিচ্ছি। যদি ভবিষ্যতে সঠিক পতাকাটি পান, তাহলে চিত্র:বাংলাদেশ ছাত্রলীগের পতাকা.svg নামে আপলোড করে নিয়েন। --Aftab1995 (আলাপ) ১৪:২৮, ৩০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)
- চিত্র:যুগান্তরের লোগো.svg ও চিত্র:২০১৩-১৪ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ.svg কে যেভাবে svg তে রুপান্তর করেছেন, তা ভুল হয়েছে। আমার ধারণা আপনি png বা jpg কে Inkscape অথবা অন্য svg সম্পাদনা করার সফটওয়ারে ঢুকিয়ে svg হিসাবে সংরক্ষণ করেছেন। Inkscape-এ এভাবে চেষ্টা করে দেখতে পারেন: প্রথমে Inkscape-এ Fileটি open করেন। এরপর path থেকে Trace Bitmap.. নির্বাচন করেন, বিস্তারিত দেখুন। --Aftab1995 (আলাপ) ১৬:০৩, ১ মে ২০১৪ (ইউটিসি)
- অনেক ধন্যবাদ আপনাকে। ওই দুইটা যে ভুল হয়েছে আমি নিজেও বুঝতে পেরেছি। আপনার যদি ইচ্ছা হয় তাহলে অপসারণ করতে পারেন। বিটম্যাপের বিষয়টা বোঝার চেস্টা করছি। কিন্তু কিছুতেই সফটওয়্যারে ঢোকানোর পর এসভিজি ক্রপ করতে পাড়ছি না। পারলেও ভাপসা হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। তাওহীদ (আলাপ) ১৬:৫৪, ১ মে ২০১৪ (ইউটিসি)
- আচ্ছা আরেকটা বিষয় কোনো লোগোতে যদি লোগো শিরোনাম বাদে অন্য কোনো থিম থাকে সেগুলোও কী রাখব? তাওহীদ (আলাপ) ১৭:০১, ১ মে ২০১৪ (ইউটিসি)
- না, লোগোতে লোগো ছাড়া অন্য কিছু রাখার দরকার নেই। --Aftab1995 (আলাপ) ১৭:০৪, ১ মে ২০১৪ (ইউটিসি)
- আপনার আপলোড করা সর্বশেষ ৪টি লোগোর (ব্র্যাক ব্যাংক বাদে ১) svg কিন্তু ঠিক হয়নি। আপনি svg ফাইলের "এই চিত্রটি পিএনজি ফরম্যাটে আরও কিছু আকারে পাওয়া যাবে: ২০০ পিক্সেল, ৫০০ পিক্সেল, ১০০০ পিক্সেল, ২০০০ পিক্সেল।"-এ ক্লিক করলে পার্থক্য ধরতে পারবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মেক্সিকো ফুটবল দল, বাংলাদেশ পর্যটন করপোরেশন, আড়ংয়ের লোগো কিন্তু ঠিক ভাবেই svg তে রুপান্তর করেছিলেন। এইগুলি যেভাবে করেছিলেন, সেভাবেই বাকিগুলি করেন। যদি না পারেন তাহলে ভুল svg তে আপলোড না করে মূল png, jpg তেই আপলোড করেন। :) --Aftab1995 (আলাপ) ১৪:৩৭, ২ মে ২০১৪ (ইউটিসি)
- ১. ঠিক svg হয়েছে তবে এর আকার অনেক বড়। যথাসম্ভব path-এর সংখ্যা বেশি। এক্ষেত্রে svgর থেকে মূল ফাইল আপলোড করা ভাল। কারণ মূল ফাইলের আকার অনেক কম।
- যুগান্তর আর বাংলাদেশ প্রিমিয়ার লীগেরটা ভুল হয়েছিল বুঝতে পেড়েছি। কিন্তু চিত্র:বাংলালিংকের লোগো.svg-তো আমি বিটম্যাপ ট্রেস করেই করেছিলাম সরসরি পিএনজি দিয়ে নয়। এটায় তো ভুল দেখিনা। তাওহীদ (আলাপ) ১৪:৪৭, ২ মে ২০১৪ (ইউটিসি)
- আমার Inkscape বলতেছে svg তে রুপান্তর ভুল হইছে। png বা jpg বা মূল ফাইল ছাড়া আপনি বিটম্যাপ ট্রেস করলেন কিভাবে :P ? svg এর বড় সুবিধা হচ্ছে ফাইল হাজার গুণ ছোট কিংবা বড় যাই করেন, ফাইল গোলা দেখা যাবে না। আপনার ভুল svg তে রুপান্তর করা ফাইলগুলি দেখেন, একটু বড় করলেই গোলা হয়ে যাচ্ছে। বিষয়শ্রেণী:ট্রেডমার্কের ভেক্টর চিত্র দেখেন, একটা ফাইলও বড় করলে গোলা হবে না। --Aftab1995 (আলাপ) ১৫:১৩, ২ মে ২০১৪ (ইউটিসি)
- বিটম্যাপ ট্রেসিং-এর বিষয়টা আমি এখনও ঠিক মত বুঝে উঠতে পাড়ি নাই। আপনার ইঙ্কস্কেপ হয়তোবা ঠিকি বলছে। কিন্তু গতকাল আমি Adobe Illustrator-দিয়ে করেছিলাম তো তাই ট্রেস করতে পেড়েছিলাম (অইটায় মাত্র ১৬টা রঙে করা যায়) কিন্তু আজকে ইক্সকেপ দিয়ে ট্রেস করি। করার পর আর ক্রপ করা যায় না এই জন্য আর হচ্ছে এরপর থেকে ট্রেস করলে অন্য সফটওয়্যার দিয়ে করব। ধন্যবাদ। তাওহীদ (আলাপ) ১৫:৩৭, ২ মে ২০১৪ (ইউটিসি)
- যাই করেন, সমস্যা নাই। svg না পারেন তাতেও সমস্যা নাই। শুধু অনুরোধ থাকবে ভুল আপলোড করবেন না। আমার এত কথা বলার উদ্দেশ্য কিন্তু এই একটাই :) ধন্যবাদ --Aftab1995 (আলাপ) ১৫:৪৮, ২ মে ২০১৪ (ইউটিসি)
- একটু দেখবেন তো এইবার ট্রেস করা হইছে নাকি। তাওহীদ (আলাপ) ০৭:১৫, ৩ মে ২০১৪ (ইউটিসি)
- যাই করেন, সমস্যা নাই। svg না পারেন তাতেও সমস্যা নাই। শুধু অনুরোধ থাকবে ভুল আপলোড করবেন না। আমার এত কথা বলার উদ্দেশ্য কিন্তু এই একটাই :) ধন্যবাদ --Aftab1995 (আলাপ) ১৫:৪৮, ২ মে ২০১৪ (ইউটিসি)
- বিটম্যাপ ট্রেসিং-এর বিষয়টা আমি এখনও ঠিক মত বুঝে উঠতে পাড়ি নাই। আপনার ইঙ্কস্কেপ হয়তোবা ঠিকি বলছে। কিন্তু গতকাল আমি Adobe Illustrator-দিয়ে করেছিলাম তো তাই ট্রেস করতে পেড়েছিলাম (অইটায় মাত্র ১৬টা রঙে করা যায়) কিন্তু আজকে ইক্সকেপ দিয়ে ট্রেস করি। করার পর আর ক্রপ করা যায় না এই জন্য আর হচ্ছে এরপর থেকে ট্রেস করলে অন্য সফটওয়্যার দিয়ে করব। ধন্যবাদ। তাওহীদ (আলাপ) ১৫:৩৭, ২ মে ২০১৪ (ইউটিসি)
- আমার Inkscape বলতেছে svg তে রুপান্তর ভুল হইছে। png বা jpg বা মূল ফাইল ছাড়া আপনি বিটম্যাপ ট্রেস করলেন কিভাবে :P ? svg এর বড় সুবিধা হচ্ছে ফাইল হাজার গুণ ছোট কিংবা বড় যাই করেন, ফাইল গোলা দেখা যাবে না। আপনার ভুল svg তে রুপান্তর করা ফাইলগুলি দেখেন, একটু বড় করলেই গোলা হয়ে যাচ্ছে। বিষয়শ্রেণী:ট্রেডমার্কের ভেক্টর চিত্র দেখেন, একটা ফাইলও বড় করলে গোলা হবে না। --Aftab1995 (আলাপ) ১৫:১৩, ২ মে ২০১৪ (ইউটিসি)
- যুগান্তর আর বাংলাদেশ প্রিমিয়ার লীগেরটা ভুল হয়েছিল বুঝতে পেড়েছি। কিন্তু চিত্র:বাংলালিংকের লোগো.svg-তো আমি বিটম্যাপ ট্রেস করেই করেছিলাম সরসরি পিএনজি দিয়ে নয়। এটায় তো ভুল দেখিনা। তাওহীদ (আলাপ) ১৪:৪৭, ২ মে ২০১৪ (ইউটিসি)
- না, লোগোতে লোগো ছাড়া অন্য কিছু রাখার দরকার নেই। --Aftab1995 (আলাপ) ১৭:০৪, ১ মে ২০১৪ (ইউটিসি)
svgতে রুপান্তর ঠিক হয়েছে। (যে ত্রুটিগুলি রয়ে গেছে: path-এর সংখ্যা বেশি ফলে আকার অনেক বড় হয়েছে, ৩ MB। আর সফটওয়্যার মূল লোগোর রঙ ঠিকমত ট্রেস করতে পারেনি। ফলে রঙ একটু কালো ও ছবি গোলা হয়ে গেছে) --আফতাব (আলাপ) ১৫:৪১, ৩ মে ২০১৪ (ইউটিসি)
- চিত্র:সমকালের লোগো.svg - একদম ঠিক হয়েছে। চিত্র:বাংলাদেশ প্রতিদিনের লোগো.svg - একটু সমস্যা ছিল, ঠিক করে দিয়েছি। --আফতাব (আলাপ) ১৬:০৮, ৩ মে ২০১৪ (ইউটিসি)
- যাইহোক, এখন মনে হয় ট্রেস করাটা আমি একটু বোঝা শুরু করেছি । আপনাকে অনেক ধন্যবাদ এতদিন কষ্ট করে পরামর্শ দেয়ার জন্য। তাওহীদ (আলাপ) ০১:৪৫, ৪ মে ২০১৪ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা১৫:৩৫, ৫ মে ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
Stub অর্থ ‘অসম্পূর্ণ’ নয়
সম্পাদনাটেমপ্লেট:উপন্যাস অসম্পূর্ণ দেখে ভাবনাটা মাথায় এলো ইংরেজী Stub শব্দটির বঙ্গার্থ ‘অসমপূর্ণ’ করা কি ঠিক হচ্ছে? আমি ৩-৪ বছর আগে Stub এর বাংলা করেছিলাম ‘তথ্যপুচ্ছ’ ২/৪ লাইনের নিবন্ধের ক্ষেত্রে একেবারে নিচে Stub ফলকটি সাঁটা হয় ‘অসম্পূর্ণ’ সাঁটা হবে নিবন্ধের শীর্ষে এর জন্য কী যেন একটা ফলক আছে, এখনই মনে পড়ছে না অনুগ্রহপূর্বক বিবেচনা করবেন-- Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:২২, ৬ মে ২০১৪ (ইউটিসি)
- ভাই ঠিক বলতে পারব না এই বাংলাটা ঠিক কী না। কিন্তু এটুকু বলতে পাড়ি এরকম আরো অনেক তৈরি করা হয়েছে ইচ্ছা করলে এটা দেখতে পারেন। আর তথ্যপুচ্ছ-এর ব্যবহার খুব একটা শুনিনি। জানিনা কতটুকু প্রচলিত। আর ফলক লাগানো আমার উপরে লাগাতে হবে এমন কোনো কথা নেই। ইংরেজি ও রুশ উভয়টাতেই দেখলাম নিচে দেখলাম। ধন্যবাদ। তাওহীদ (আলাপ) ১৬:৩১, ৬ মে ২০১৪ (ইউটিসি)
- যতদূর মনে পড়ে, Stub এবং Incomplete পৃথক ফলক ... অনেক কিছু এমনকী ভুল হলেও ব্যবহারক্রমে চলতি হয়ে যায় যদিও তাতে বৈধতার সংকট কেটে যায় না Stub ফলকটি যে নিবন্ধের একেবারে পাদদেশে সাঁটা হবে তা আপনার তৈরী ফলক পাতায়ও লিখিত আছে (Place a stub template at the very end of the article, after the "External links" section, any navigation templates, and the category tags. As usual, templates are added by including their name inside double braces, e.g. টেমপ্লেট:S-tub.) কিন্তু Stub মানে ‘অসম্পূর্ণ’ কখনই নয় ... ‘তথ্যপুচ্ছ’ প্রচলিত নয়, আমার দেয়া নাম, ইংরেজী Stub-এর অনুবাদক্রমে সংকেত তৈরীর কায়দাটা আমার আয়ত্ত নয় সুতরাং ‘তথ্যপুচ্ছ’ ফলকটি বানানো হয় নি যদিও Stub এর বাংলা প্রতিশব্দ হিসাবে ‘তথ্যপুচ্ছ’ অনেক বেশী লাগসই -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:০৭, ৬ মে ২০১৪ (ইউটিসি)
- ফয়জুল সাহেব প্রথমে আমি দুঃখিত পড়াশোনার কারণে উত্তর দিতে দেড়ি হওয়ার জন্য। যাইহোক এবার আসল কথায় আসি। আপনাকে আমি আগেই বলিছি যে stub-এর সঠিক বাংলাটা আমার জানা নয়। টেমপ্লেট:Novel-stub-এর বাংলা আমি টেমপ্লেট:উপন্যাস অসম্পূর্ণ করেছি অন্যান্য গুলো দেখে। ইংরেজি ভাষার প্রতিটি শব্দের বাংলা আমার জানা নেই। তাই আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। আপনার এই বিষয়ে যদি দৃঢ় আপত্তি থাকে তাহলে উইকিপিডিয়া:অসম্পূর্ণের আলাপ পাতায় অথবা টেমপ্লেট:অসম্পূর্ণের আলাপ পাতায় আপনার যুক্তি তুলে ধরতে পাড়েন। এতে করে সকল উইকিপিডিয়ানই মন্তব্য করার সুযোগ পাবে। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। তাওহীদ (আলাপ) ০৫:০৩, ৭ মে ২০১৪ (ইউটিসি)
- যতদূর মনে পড়ে, Stub এবং Incomplete পৃথক ফলক ... অনেক কিছু এমনকী ভুল হলেও ব্যবহারক্রমে চলতি হয়ে যায় যদিও তাতে বৈধতার সংকট কেটে যায় না Stub ফলকটি যে নিবন্ধের একেবারে পাদদেশে সাঁটা হবে তা আপনার তৈরী ফলক পাতায়ও লিখিত আছে (Place a stub template at the very end of the article, after the "External links" section, any navigation templates, and the category tags. As usual, templates are added by including their name inside double braces, e.g. টেমপ্লেট:S-tub.) কিন্তু Stub মানে ‘অসম্পূর্ণ’ কখনই নয় ... ‘তথ্যপুচ্ছ’ প্রচলিত নয়, আমার দেয়া নাম, ইংরেজী Stub-এর অনুবাদক্রমে সংকেত তৈরীর কায়দাটা আমার আয়ত্ত নয় সুতরাং ‘তথ্যপুচ্ছ’ ফলকটি বানানো হয় নি যদিও Stub এর বাংলা প্রতিশব্দ হিসাবে ‘তথ্যপুচ্ছ’ অনেক বেশী লাগসই -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৭:০৭, ৬ মে ২০১৪ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা০৭:১৪, ৮ মে ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
ফিরতি বার্তা!
সম্পাদনাআপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
ফিরতি বার্তা!
সম্পাদনাআপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
ব্যানার
সম্পাদনাআপনি পারলে আরো ২টি বিজ্ঞাপনের ব্যানার বানান। আমার যতদূর মনে হচ্ছে, আমি মডিউল:উইকিপিডিয়া বিজ্ঞাপন ঠিক করতে পেরেছি। এখন ত্রুটি আসছে না। তবে চিত্র না থাকায় nil মাঝে মাঝে আসে। --আফতাব (আলাপ) ১৭:২৫, ১২ জুন ২০১৪ (ইউটিসি)
- আপনাকে ধন্যবাদ। আমি যথাসম্ভব চেষ্টা করব। এটাই আমার প্রথম ব্যানার, জানিনা কেমন হয়েছে। উইকিপ্রকল্পগুলো নিয়ে আমার ব্যানার বানানোর ইচ্ছা আছে। নতুনগুলিতে এই ভুলগুলো সংশোধনের চেষ্টা করব। আর আরেকটা কথা, দেখলাম টেমপ্লেট ব্যবহার করে বিজ্ঞাপন দিলে স্ক্রোল করা লাগছে। ইংরেজিতেও কী স্ক্রোল করা লাগে? নাকী বাংলা উইকির ফাংশন আলাদা? তাওহীদ (ত্রুটি?) ১৭:৩৮, ১২ জুন ২০১৪ (ইউটিসি)
- ব্যানারটি সুন্দর হয়েছে। তবে ব্যানারে নিচে অল্প একটু খালি রাখা। ওইটুকু কাটা গেলে ভালো হবে। (কোন রঙিন background নিয়ে চিত্রটি দেখলে বুঝবেন) আর স্ক্রোল করার কারণ মডিউলে ডিফল্ট মান 468 px দেয়া। ডিফল্ট বাড়ানো হলে আর স্ক্রোল আসবে না। নতুন চিত্র বানালে তা ৪৬০ থেকে ৫৫০ × ৭০ থেকে ১০০ পিক্সেলের মধ্যে রাখার চেষ্টা কইরেন। সব গুলি চিত্রের পিক্সেলের মান একটা আরেকটার কাছাকাছি হলে বাংলা উইকির জন্য একটা যুতসই ডিফল্ট মান নির্ধারণ করা যাবে। --আফতাব (আলাপ) ১৭:৫৭, ১২ জুন ২০১৪ (ইউটিসি)
- অনেক ধন্যবাদ আপনার পর্যালোচনার জন্য। আমি চেষ্টা করব ৪৬৮ পিক্সেলের মধ্যে রাখার জন্য। তাওহীদ (ত্রুটি?) ১৯:০১, ১২ জুন ২০১৪ (ইউটিসি)
- আজকে মডিউলে যে নতুন বিজ্ঞাপন যোগ করেছেন, তাতে শুরুতে উইকিপিডিয়া বানান ভুল হয়েছে (ডি দেন নাই, উইকিপিডিয়ার বদলে উইকিপিয়া লিখেছেন)। সময় করে ঠিক করে দিন। --Aftab1995 (আলাপ) ২২:২৬, ১৩ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- ঠিক করা হয়েছে। (ধন্যবাদ বিষয়টা নজরে আনার জন্য)--তাওহীদ ০৮:৩২, ১৪ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- আজকে মডিউলে যে নতুন বিজ্ঞাপন যোগ করেছেন, তাতে শুরুতে উইকিপিডিয়া বানান ভুল হয়েছে (ডি দেন নাই, উইকিপিডিয়ার বদলে উইকিপিয়া লিখেছেন)। সময় করে ঠিক করে দিন। --Aftab1995 (আলাপ) ২২:২৬, ১৩ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- অনেক ধন্যবাদ আপনার পর্যালোচনার জন্য। আমি চেষ্টা করব ৪৬৮ পিক্সেলের মধ্যে রাখার জন্য। তাওহীদ (ত্রুটি?) ১৯:০১, ১২ জুন ২০১৪ (ইউটিসি)
- ব্যানারটি সুন্দর হয়েছে। তবে ব্যানারে নিচে অল্প একটু খালি রাখা। ওইটুকু কাটা গেলে ভালো হবে। (কোন রঙিন background নিয়ে চিত্রটি দেখলে বুঝবেন) আর স্ক্রোল করার কারণ মডিউলে ডিফল্ট মান 468 px দেয়া। ডিফল্ট বাড়ানো হলে আর স্ক্রোল আসবে না। নতুন চিত্র বানালে তা ৪৬০ থেকে ৫৫০ × ৭০ থেকে ১০০ পিক্সেলের মধ্যে রাখার চেষ্টা কইরেন। সব গুলি চিত্রের পিক্সেলের মান একটা আরেকটার কাছাকাছি হলে বাংলা উইকির জন্য একটা যুতসই ডিফল্ট মান নির্ধারণ করা যাবে। --আফতাব (আলাপ) ১৭:৫৭, ১২ জুন ২০১৪ (ইউটিসি)
নিরীক্ষক অধিকার
সম্পাদনাআপনার আবেদনের ভিত্তিতে আপনাকে নিরীক্ষক অধিকার প্রদান করা হয়েছে। আমি আন্তরিকভাবে আশাবাদী যে, আপনি বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে অব্যাহতভাবে গঠনমূলক উন্নয়ন, অবদান রাখার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। নিরীক্ষক হিসাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। --আফতাব (আলাপ) ১৪:৩১, ১৩ জুন ২০১৪ (ইউটিসি)
ঐ Article-টার ইনফোবক্স টা ঠিক মত বসাতে পারছি না ।প্রঞ্জাপারমিতঃ (আলাপ) ১০:২৩, ১৫ জুন ২০১৪ (ইউটিসি)
- করা হয়েছে। --তাওহীদ (ত্রুটি?) ১০:৩৬, ১৫ জুন ২০১৪ (ইউটিসি)
ছবি সংক্রান্ত পরামর্শ
সম্পাদনা@Tauhid16: প্রথমবারের মত ছবি আপলোড করলাম চিত্র:স্টোক সিতি ফুটবল ক্লাব.svg। কিন্তু সমস্যা হল বানানটা ভুল হয়ে গেছে এখন তা স্থানান্তর করারও কোন বাটন দেখাচ্ছে না। ব্যাপারাটা একটু দেখবেন কি। আর ছবি আপলোড দেয়ার পদ্ধতিটা কি ঠিক ছিল? -- রনটি পোদ্দার (আলাপ) ১৮:২২, ১৯ জুন ২০১৪ (ইউটিসি)
- {{rename media}} ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। এই ভাবে ব্যবহার করুন {{rename media|নতুন নাম|নামান্তরের কারণ}}। আপনার অনুরোধ সাপেক্ষে একজন ফাইলমুভার অথবা প্রশাসক এই অনুরোধের সাড়া দিবে।--তাওহীদ (ত্রুটি?) ১৮:৩২, ১৯ জুন ২০১৪ (ইউটিসি)
- এটা কি ঐ ছবির পাতায় লিখতে হবে? -- রনটি পোদ্দার (আলাপ) ১৮:৩৫, ১৯ জুন ২০১৪ (ইউটিসি)
- হ্যাঁ। একদম উপরে।-- তাওহীদ (ত্রুটি?) ১৮:৪১, ১৯ জুন ২০১৪ (ইউটিসি)
- এটা কি ঐ ছবির পাতায় লিখতে হবে? -- রনটি পোদ্দার (আলাপ) ১৮:৩৫, ১৯ জুন ২০১৪ (ইউটিসি)
ধন্যবাদ।
সম্পাদনাউইকিতে অন্য ব্যবহারকারীকে ধন্যবাদ জানাতে হয় কিভাবে ? এফ রহমান বাংলাদেশী (আলাপ) ১৮:৪৩, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি)
- আপনি যদি উইকিপিডিয়ায় কাউকে সম্পাদনার জন্য ধন্যবাদ জানাতে চান তার জন্য দেখবেন নিবন্ধনের উপরের দিকে ডান কোণে ইতিহাস নামে একটি ট্যাব আছে। সেখান থেকে যেই সম্পাদনার জন্য ধন্যবাদ জানাতে চান তারপাশে দেখবেন ধন্যবাদ নামের একটি অপশন আছে তা ক্লিক করবেন। শেষ! আপনি ব্যবহারকারীকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে দরকার হলে আমাকে বিনা দ্বিধায় বার্তা রাখতে পারেন। আপনার জন্য শুভ কামনা রইল।-- তাওহীদ ২০:০৪, ১৩ জুলাই ২০১৪ (ইউটিসি)
কী সর্বনাশ!!!
সম্পাদনাও দাদা এ কী করলেন! ডাইনোসর পাতাটার সত্তর ভাগ খালি করে দিলেন যে! কেন!!?? ভুলে করে ফেলেছেন নিশ্চয়ই? ফিরিয়ে নিই?--ব্যা করণ (আলাপ) ১৫:৪৮, ১৫ জুলাই ২০১৪ (ইউটিসি)
- ফিরিয়েই নিলাম,বুঝলেন, ওটা নির্ঘাৎ ভুলেই হয়েছিল। একটু আধটু ভুলচুক থাকলে সেগুলো নিয়ে কথা বলে ঠিকঠাক করে নিই?--ব্যা করণ (আলাপ) ১৫:৫৬, ১৫ জুলাই ২০১৪ (ইউটিসি)
- হায় কী সর্বনাশ করে ফেললাম !!!!! যাইহোক, ইদানিং নেটের অবস্থা খারাপ হওয়ায় উইকিপিডিয়ায় সময় দিতে পাড়ি না। যাও করি মাইনর এডিট। হয়তোবা কোনো অযাচিত চাপে এই অঘটন ঘটেছে। আপনাকে ধন্যবাদ।-- তাওহীদ ১৬:৩১, ১৫ জুলাই ২০১৪ (ইউটিসি)
ফিরতি বার্তা
সম্পাদনা০৭:১৫, ১৮ জুলাই ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
পবিত্র ঈদুল ফিত্র এর দাওয়াত এবং শুভেচ্ছা
সম্পাদনামহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ----— মাসুম ইবনে মুসা কথোপকথন ০৫:৫২, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি) |
সৌজন্যমূলক চিত্র ব্যবহারের যৌক্তিকতা
সম্পাদনাআমি দেখেছি, সাধারণত মৃত ব্যক্তির ক্ষেত্রে মুক্ত নয় এমন ছবির জন্যে ইংরেজী উইকিপিডিয়ায় সৌজন্যমূলক ব্যবহারের যৌক্তিকতার টেমপ্লেট:Non-free historic image ব্যবহার করা হয়ে থাকে (এক্ষেত্রে আমার ভুল হলে দুঃখিত) এবং নিম্ন রিজলিউশনে আপলোড করা হয়ে থাকে। যেমন, Carl Gustav Hempel, Alfred Jules Ayer, Sabahattin Ali..এরকম আরো রয়েছে। আপনার কী মত? --মহীন রীয়াদ (আলাপ) ১৯:২০, ২৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- @Moheen Reeyad:আপনি মনে হয় এই এই অনুচ্ছেদটা পড়লে আরেকটু বুঝতে পারেবেন। এখানে বলা হয়েছে, যদি কোনো আলোকচিত্রীর পরিচয় না দেওয়া হয় তাহলে আপনাকে তাদের পরিচয় ও অনুমতি প্রমাণ উপস্থিত করতে হবে। অথবা আপনাকে এমন ছবি আপ করতে হবে যার কোনো অন্য কোনো ওয়েবসাইট বা ইন্টারনেটের কোথাও ব্যবহৃত হয়নি। আপনি আরো জানার জন্য আপনি OTRS দেখতে পারেন। ধন্যবাদ। --তাওহীদ ০৩:৫৯, ২৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- আমার মনে হয়, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি যদি ভুল না করি তাহলে এখানে en:Wikipedia:Non-free content criteria en:Wikipedia:Non-free content (en:Wikipedia:Non-free use rationale guideline) প্রযোজ্য হবে কেননা মহীন রীয়াদ তার আপলোড করা চিত্রগুলি তার নিজের বলে (CC-BY-SA) দাবি করেন নি। --আফতাব (আলাপ) ১৩:৪৩, ২৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- যাই হোক, আমার হয়তোবা অনুমতি প্রমাণের বিষয়টা বুঝতে ভুল হয়েছিল। যদি আমার ভুল হয় আমি প্রশাসকগণকে কষ্ট করে ট্যাগগুলি সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।-- তাওহীদ ১৫:২৬, ২৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- আমি একটু ক্লিয়ার করি, যদি সাবজেক্ট মৃত হন সেক্ষেত্রে মুক্ত ছবি পেতে খুবই সমস্যা হয় আর এ জন্যই সেখানে নন-ফ্রি ক্রাইটেরিয়া প্রযোজ্য। এখন ওটিআরএস-এর অনুমতির প্রমাণটি ভিন্ন কথা। যতক্ষণ পর্যন্ত অনুমতি না পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নন-ফ্রি ট্যাগ দিয়ে মৃত ব্যক্তির ছবি ইউজ করা যাবে। আশা করি ব্যাখ্যা করতে পেরেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪৪, ২৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- যাই হোক, আমার হয়তোবা অনুমতি প্রমাণের বিষয়টা বুঝতে ভুল হয়েছিল। যদি আমার ভুল হয় আমি প্রশাসকগণকে কষ্ট করে ট্যাগগুলি সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।-- তাওহীদ ১৫:২৬, ২৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- আমার মনে হয়, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি যদি ভুল না করি তাহলে এখানে en:Wikipedia:Non-free content criteria en:Wikipedia:Non-free content (en:Wikipedia:Non-free use rationale guideline) প্রযোজ্য হবে কেননা মহীন রীয়াদ তার আপলোড করা চিত্রগুলি তার নিজের বলে (CC-BY-SA) দাবি করেন নি। --আফতাব (আলাপ) ১৩:৪৩, ২৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)
ধন্যবাদ
সম্পাদনাআসলে সমস্যাটা বুঝতে পারছিলাম না। আপনার সাহায্যর জন্য ধন্যবাদ।--জিয়া চৌধুরী (আলাপ) ০৯:৪৫, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি) Mohee Reeyad template সরিয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন, তাই সরিয়ে দিয়েছিলাম । আমিও এখানকার সমস্যা বুঝতে পারছি না, আপনাদের সহযোগিতা কাম্য । ধন্যবাদ । --Soukarsha Dutta (আলাপ) ১৬:১৯, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি)
- @Soukarsha Dutta:এখনও আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে স্থায়িত্ব দেয়ার সিন্ধান্ত নেয়া হলে ট্যাগ সরিয়ে ফেলা হবে; নাহলে নিবন্ধ অপসারণ করা হবে।-- তাওহীদ ০৭:৪৪, ১ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
সাহায্যপ্রার্থী ব্যবহারকারী সাহায্য
সম্পাদনাতাওহীদ, সাহায্যপ্রার্থী কোন ব্যবহারকারীকে সাহায্য করার পর সাহায্য করুন টেমপ্লেটটি রিমুভ করে দিবা।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩২, ৩১ আগস্ট ২০১৪ (ইউটিসি)
চিত্র:নাইজেরিয়া ফুটবল এ্যাসোসিয়েশনের.svg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাA tag has been placed on চিত্র:নাইজেরিয়া ফুটবল এ্যাসোসিয়েশনের.svg requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section F2 of the criteria for speedy deletion, because it is an image page for a missing or corrupt image or an empty image description page for a Commons-hosted image.
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। মহীন রীয়াদ (আলাপ) ২০:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)
svg বাংলা ফন্ট
সম্পাদনাSVG চিত্রতে বাংলা লেখা রেন্ডার করলে (রেন্ডারকৃত বলতে এই, এই রকম ফাইল) বাংলা ফন্ট হিসাবে অন্য কোন ফন্ট ব্যবহার না করে শুধু Lohit Bengali, Mitra Mono, Mukti Narrow (Mitra Mono, Mukti Narrow ব্যবহার না করাই উত্তম, এই ফন্টের লেখা ভালো আসে না) ব্যবহার কইরেন। কারণ মিডিয়াউইকি এই ৩টি ফন্ট ছাড়া অন্য কোন বাংলা ফন্ট সমর্থন করে না, অন্য ফন্ট দিলেও মিডিয়াউইকি সেই ফন্টে না করে উইকির নিবন্ধে/পাতায় Mukti Narrow ফন্টে রেন্ডার করবে। আর লেখা রেন্ডার না করলে (মানে এই, এই রকম; ইনকস্কেইপে যেটা path>Object to path থেকে করতে হয়) ইচ্ছামত যেকোন বাংলা ফন্ট ব্যবহার করেন, সমস্যা নাই। --আফতাব (আলাপ) ১৫:০০, ২৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
- @Aftab1995:ঢাকা ও ময়মনসিংহের ফাইল দুইটা এক সাথে তৈরি করেছিলাম। প্রথমে ঢাকারটা আপলোডের পর নোটপ্যাড দিয়ে ফন্ট পরিবর্তন করে Lohit Bangali দেই। কিন্তু কোনো পার্থক্য প্রদর্শন না করায় ময়মনসিংহেরটা পরিবর্তন (Siyam Rupali) না করেই আপ করি। যাইহোক, তাহলে এর পরের লেখা রেন্ডার করাগুলিতে এই তিনটা থেকে ব্যাবহারের চেষ্টা করব। আর আশা করি Expand করা গুলিতে কোনো সমস্যা নাই।-- তাওহীদ ১৭:৩৩, ২৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
- সবগুলিই ঠিক আছে, শুধু বলেছি লেখা রেন্ডারগুলি Lohit Bangali ব্যবহার করতে :P আর আমি চেষ্টা করে দেখি ঢাকা ও ময়মনসিংহের ফাইল দুটি ঠিক করতে পারি কিনা। প্রাথমিকভাবে নোটপ্যাডে নিয়ে দেখলাম ফন্টে font-family="'Lohit Bengali'" লেখা, আমার মনে হয়ে এটা font-family="Lohit Bengali" হবে। একই সমস্যা আমারও হয়েছিল এখানে, পরে font-family="Lohit Bengali" দেয়ায় ঠিক হয়েছিল। --আফতাব (আলাপ) ১৮:০০, ২৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
- Lohit Bengali ব্যবহার করেন। Mitra Mono, Mukti Narrow ফন্টের লেখা ভালো না, ডাউনলোড করে দেখতে পারেন। ঢাকা ফাইলটি ঠিক করে দিয়েছি। আপনি ঢাকা ও ময়মনসিংহের ফাইল দুইটি পাশাপাশি নিলেই পার্থক্য ধরতে পারবেন।
font-family="'Lohit Bengali'"
এর পরিবর্তেfont-family="Lohit Bengali"
দেয়ার ফলেই ঠিক হয়েছে। আপনি ময়মনসিংহের ফাইলটি এই পদ্ধতিতে ঠিক করতে চেষ্টা করেন। --আফতাব (আলাপ) ১৩:৫৭, ২৮ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
- Lohit Bengali ব্যবহার করেন। Mitra Mono, Mukti Narrow ফন্টের লেখা ভালো না, ডাউনলোড করে দেখতে পারেন। ঢাকা ফাইলটি ঠিক করে দিয়েছি। আপনি ঢাকা ও ময়মনসিংহের ফাইল দুইটি পাশাপাশি নিলেই পার্থক্য ধরতে পারবেন।
- সবগুলিই ঠিক আছে, শুধু বলেছি লেখা রেন্ডারগুলি Lohit Bangali ব্যবহার করতে :P আর আমি চেষ্টা করে দেখি ঢাকা ও ময়মনসিংহের ফাইল দুটি ঠিক করতে পারি কিনা। প্রাথমিকভাবে নোটপ্যাডে নিয়ে দেখলাম ফন্টে font-family="'Lohit Bengali'" লেখা, আমার মনে হয়ে এটা font-family="Lohit Bengali" হবে। একই সমস্যা আমারও হয়েছিল এখানে, পরে font-family="Lohit Bengali" দেয়ায় ঠিক হয়েছিল। --আফতাব (আলাপ) ১৮:০০, ২৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি)
ফাইল মুভার
সম্পাদনাআমি আপনার অ্যাকাউন্টের সাথে ফাইল মুভার অধিকারটি যুক্ত করেছি, হয় এই অধিকারের জন্য আপনার আবেদনের ভিত্তিতে অথবা এই অধিকারটি আপনার স্পষ্টতই প্রয়োজন এই বিবেচনায়। ফাইল মুভার অধিকারের তথ্য ও কোন কোন পরিস্থিতিতে একটি ফাইল স্থানান্তরিত হবে তা বিস্তারিত জানার জন্য দেখুন, উইকিপিডিয়া:ফাইল মুভার। যখন আপনি একটি ফাইল স্থানান্তর করবেন অনুগ্রহ করে ফাইলের লিংকগুলোকে নতুন নামে পরিবর্তনও নিশ্চিত করুন। আপনি যদি ফাইল মুভার অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমাকে জানান, আমি অধিকারটি অপনার অ্যাকাউন্ট থেকে অপসারণ করে দিব। শুভ কামনা ও ধন্যবাদ! যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৩৫, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)
চিত্র:ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো.svg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাA tag has been placed on চিত্র:ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো.svg requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section F2 of the criteria for speedy deletion, because it is an image page for a missing or corrupt image or an empty image description page for a Commons-hosted image.
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। ——তাওহীদ ১৪:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০১৫ (ইউটিসি)
en:2013 Operation at Motijheel Shapla Chattar-এর অনূদিত নামকরণ প্রসঙ্গে
সম্পাদনাঅপারেশন শব্দের আভিধানিক অর্থ সশস্ত্র কর্মকাণ্ড বা অভিযান, আমি অভিধান থেকে দেখেই এই শব্দটি অনুবাদ করেছিলাম| আপনি নামকরণ স্বেচ্ছায় বদলাতে পারেন, কিন্তু অপারেশনের সঠিক অর্থ এটিই, চাইলে আপনি নিজে অভিধান খুঁজে দেখতে পারেন| Sharif uddin (আলাপ) ১৬:৩৩, ১৯ মার্চ ২০১৫ (ইউটিসি)
আজটেক (দ্ব্যর্থতা নিরসন) নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাA tag has been placed on আজটেক (দ্ব্যর্থতা নিরসন) requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either
- disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
- disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.
Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information.
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ০১:২৬, ৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সম্পাদনাসুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:
- নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন,
[[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ
। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে। - অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর।
এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।
বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:১২, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
Image:Mickey Mouse.png-চিত্র কপিরাইট লাইসেন্সের সমস্যা
সম্পাদনাImage:Mickey Mouse.png চিত্রটি আপলোড করার আপনাকে ধন্যবাদ। আমি লক্ষ্য করলাম, কে এই ফাইলের সৃষ্টিকর্তা তা নির্দিষ্ট করে বলা নেই অর্থাৎ চিত্রটির কপিরাইট তথ্য অস্পষ্ঠ।যদি আপনি এই ফাইলটি নিজে তৈরি না করে থাকেন,তাহলে আপনাকে এই ফাইলের স্বত্তাধিকার বা প্রকৃত মালিকের কপিরাইট উল্লেখ করতে হবে। যদি আপনি এটি কোন ওয়েবসাইট থেকে পেয়ে থাকেন তবে সেই ওয়েবসাইট লিঙ্কে আপনি এই ফাইলের উপাদান ব্যবহারের শর্তাবলী পাবেন যা সাধারণত পর্যাপ্ত ভাবে বর্ননা থাকে। যদি কপিরাইট ধারক ঐ ওয়েবসাইটের প্রকাশক থেকে আলাদা হয়, তাদেরও কপিরাইট জানানো উচিত।
আমরা আরও জানার প্রয়োজন মনেকরি এর লাইসেন্সের শর্তাবলী যা এই চিত্রের কপিরাইট ধারক প্রকাশ করেছেন, যা সাধারনভাবে লাইসেন্স ট্যাগ যুক্ত করে করা হয়।যদি এই চিত্র,অডিও,ভিডিও আপনি নিজে তৈরি করেন বা সৃষ্টি কর্তা হন তবে {{GFDL-self}} ট্যাগ লাগিয়ে তা জিএফডিএলে মুক্ত করতে পারেন। যদি আপনি বিশ্বাস করেন যে মিডিয়াটি মুক্ত নয় এমন তবে {{non-free fair use in|article name}} এই ট্যাগ লাগান বা অন্য কোন ট্যাগ লাগান যা এখানে বর্নিত। কপিরাইট ট্যাগের পূর্ণ তালিকার জন্য দেখুন, চিত্র কপিরাইট ট্যাগ, যেগুলির মধ্যে থেকেও আপনি ব্যাবহার করতে পারেন।
যদি আপনি পূর্বে অন্যান্য ফাইল আপলোড করে থাকেন,তবে তা পরীক্ষা করে বিবেচনা করুন যে আপনি তাদের উৎস ও কপিরাইট লাইসেন্সের ঠিক উল্লেখ করেছেন কিনা। আপনি এই সংযোগটিতে অনুসরণ করে আপনার পূর্বের আপলোড করা ফাইলগুলিকে একটি তালিকা আকারে পাবেন। উৎস-বিহীন ও ট্যাগ-বিহীন চিত্র গুলিকে এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে তাদেরকে ট্যাগকৃত করার পর, যেমনটা বর্নিত আছে দ্রুত অপসারণযোগ্য যোগ্য চিত্রে। যদি চিত্রটি মুক্ত নয় এমন লাইসেন্সের(সৌজন্যমূলক ব্যবহার) মধ্যে পরে তবে ৪৮ ঘন্টার মধ্য চিত্রগুলিকে অপসারণ করা হবে। যদি আপনার এই বিষয়ে কোন প্রশ্ন থাকে দয়া করে মিডিয়া কপিরাইট প্রশ্ন পাতায় জানান। আপনাকে ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ১৫:৩৬, ২৫ জুলাই ২০১৬ (ইউটিসি)
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)
সম্পাদনাসুপ্রিয় Nirvik12,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।
কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)
কান্দাহার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাকান্দাহার নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। নিম্নলিখিত কারণে এটি করা হয়েছে:
দ্রুত অপসারণ নীতি অনুসারে, যেসকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।
আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখার উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।
অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। কায়সার আহমাদ (আলাপ) ০৮:৫২, ২৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)
উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ
সম্পাদনাসুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)
ঈদ শুভেচ্ছা
সম্পাদনাও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
সুপ্রিয় Nirvik12, সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন। |
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় Nirvik12, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় Nirvik12,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
অনাথ অ-মুক্ত চিত্র:গ্র্যান্ড থেফট অটো সিরিজ৫ লোগো.png সম্পর্কে
সম্পাদনাচিত্র:গ্র্যান্ড থেফট অটো সিরিজ৫ লোগো.png আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা বর্তমানে এটা নির্দিষ্ট করে যে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। যাইহোক, ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারী, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন, যে ছবিগুলির জন্য একটি প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে তা উইকিপিডিয়াতে ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতি) দেখুন।
নোট করুন যে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে, যেমন দ্রুত মুছে ফেলার মানদণ্ডে বর্ণিত হয়েছে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১২:৫৩, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)
অনাথ অ-মুক্ত চিত্র:জনতা ব্যাংকের লোগো.svg সম্পর্কে
সম্পাদনাচিত্র:জনতা ব্যাংকের লোগো.svg আপলোড করার জন্য আপনাকে ধন্যবাদ। চিত্রের বিবরণ পাতা অনুসারে, ছবিটি অ-মুক্ত এবং শুধুমাত্র ন্যায্য ব্যবহারের দাবির অধীনে উইকিপিডিয়ায় ব্যবহার করা যেতে পারে। ছবিটি বর্তমানে উইকিপিডিয়ার কোনো নিবন্ধে ব্যবহৃত হচ্ছে না। চিত্রটি যদি আগে কোনো নিবন্ধে যোগ করা ছিল বলে মনে করেন, তাহলে অনুগ্রহ করে সেই নিবন্ধে যান এবং দেখুন কেন এটি সরানো হয়েছে। আপনি যদি মনে করেন যে এটি দরকারি, তবে আপনি এটি আবার যোগ করতে পারেন। যাইহোক, দয়া করে মনে রাখবেন যে, যেসব ছবির একটি মুক্ত প্রতিস্থাপন তৈরি করা যেতে পারে সেইসব অ-মুক্ত ছবি উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য গ্রহণযোগ্য নয় (অ-মুক্ত মিডিয়ার জন্য আমাদের নীতিমালা দেখুন)।
লক্ষ্য করুন যে, দ্রুত অপসারণের মানদণ্ড অনুসারে, কোনও নিবন্ধে ব্যবহৃত নয় এমন কোনও অ-মুক্ত ছবি সাত দিন পরে মুছে ফেলা হবে। ধন্যবাদ। —শাকিল (আলাপ · অবদান) ১০:৩২, ৪ মার্চ ২০২৩ (ইউটিসি)
চিত্র:জনতা ব্যাংকের লোগো.svg নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা
সম্পাদনাউইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য চিত্র:জনতা ব্যাংকের লোগো.svg ফাইলে একটি ট্যাগ লাগানো হয়েছে। এটি দ্রুত অপসারণের বিচারধারার ফ১০ অনুসারে করা হয়েছে, কারণ এটি এমন একটি চিত্র, অডিও, ভিডিও ফাইল (উদা. ওয়ার্ড নথিপত্র) অথবা পিডিএফ ফাইল যার কোন বিশ্বকোষীয় ব্যবহার নেই।
আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। NahidHossain (আলাপ) ০১:৫০, ২২ মার্চ ২০২৩ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)