বিষয়শ্রেণী সম্পাদনা

কোনো নিবন্ধে ইংরেজি উইকির অনুরূপ একটি একটি করে বিষয়শ্রেণী যোগ সময় সাপেক্ষ ব্যাপার, এমন কোনো টুলস আছে কি যার মাধ্যমে স্বল্প সময়ে সব বিষয়শ্রেণী যুক্ত করা যাবে। (এখানে) 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৬:৪৯, ৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Aishik Rehman এবং Ahmad Kanik: এমন একটা স্ক্রিপ্ট মনে হয় রয়েছে, সেটিকে গ্যাজেট বানানো সম্ভব? আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৩, ৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আমি কনিকবটে যেই স্ক্রিপ্ট ব্যবহার করেছি, সেটি পাইথনে লেখা। গ্যাজেটের জন্য একমাত্র ভাষা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট নিয়ে অল্প পরীক্ষা-নিরীক্ষা করেছি, কিন্তু সেভাবে শেখা হয়নি। — AKanik 💬 ১৭:৫৪, ৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

জিজ্ঞেস সম্পাদনা

ইংরেজি উইকির আমার ব্যবহারকারী পাতায় কি কিছু পরিবর্তন করতে পারবো? Gc Ray (আলাপ) ১০:০৮, ৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Gc Ray, পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১১:০০, ৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]
আমার করা নিবন্ধগুলোতেও কাজ করতে পারবো? Gc Ray (আলাপ) ১২:২৪, ৬ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সাহায্য সম্পাদনা

পরশিব নিবন্ধের তথ্যসূত্রগুলো দয়াকরে ঠিক করে (বাংলা) দিয়েন। Gc Ray (আলাপ) ১১:৫৮, ৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

@Gc Ray, সব ঠিক আছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০২, ৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

প্রিয় আফতাবুজ্জামান,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]

সাহায্য সম্পাদনা

আফতাবুজ্জামান,

১.আমি কিছু বাংলা নিবন্ধন অন্য ভাষার উইকিতে অনুবাদ করে তৈরি করতে চাই কিন্তু আমি পারছি না। একটু বলতে পারবেন কেন পাতাটি অনুবাদ হচ্ছে না?

২. বাংলা উইকিপিডিয়ার কোনো নিবন্ধন কি বাংলাপিডিয়া তে যুক্ত করা যাবে, গেলে কেমনে করবো? SK Jahid Islam (আলাপ) ০৬:১১, ১০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন[উত্তর দিন]