ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান/সংগ্রহশালা ৩৩

সাম্প্রতিক মন্তব্য: Tanvir 360 কর্তৃক ১ মাস আগে "পর্যালোচনার অনুরোধ" অনুচ্ছেদে
সংগ্রহশালা ৩০ সংগ্রহশালা ৩১ সংগ্রহশালা ৩২ সংগ্রহশালা ৩৩ সংগ্রহশালা ৩৪

জিজ্ঞাসা

@আফতাবুজ্জামান আমি তথ্যছক মৌল টেমপ্লেটটি সহ টেমপ্লেটটি র অন্যান্য উপপাতা সমূহ সম্পাদনা করেছি। আপনি একটু যদি জানা তেন এই সম্পাদনায়,এই টেমপ্লেট গুলো ব্যাবহার করা কোনো পাতায় সমস্যা হচ্ছে কিনা কিংবা আমি কোনো ভুল করেছি কিনা। দয়া করে জানাবেন। Rifat008 (আলাপ) ১২:৪৯, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, আপনি কোথায় কী করতে চাচ্ছিলেন তা বললে আমি হয়ত সাহায্য করতে পারব। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৫, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

জানবার ইচ্ছা

@আফতাবুজ্জামান টেমপ্লেটটা এমন হলে কেমন হয়। -- কুউ পুলক    ১৯:২০, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@কুউ পুলক, আমার মএন হয় বর্তমানে সেটি আছে, সেটিই থাক। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩২, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

ব্যবহারকারী:আফতাবুজ্জামান নিয়ে Duniya Roy-এর প্রশ্ন (২০:০৮, ৮ জানুয়ারি ২০২৪)

সনাতন ধর্ম দিলে সমস্যাটা কোথায়, দয়া করে আপনি নাম পরিবর্তন করবেন না আমি পরিবর্তন করি কারণ সনাতন ধর্মই আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে সৃকৃত হিন্দু নয় তাই সত্য টা যেন সবাই বুঝতে পারে এই জন্য প্লিজ নাম পরিবর্তন করবেন না আমার যদি লেখাতে ভুল থাকে তাতে সাহায্য করুন। --Duniya Roy (আলাপ) ২০:০৮, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

সনাতন ধর্ম বলছে "সনাতন ধর্ম (সংস্কৃত: सनातन धर्म, অনুবাদ 'শাশ্বত ধর্ম, বা শাশ্বত আদেশ') সংস্কৃত এবং অন্যান্য ভারতীয় ভাষায় অধিক সাধারণ হিন্দুধর্মের পাশাপাশি ব্যবহৃত হিন্দুধর্মের বিকল্প নাম।" আর উইকিপিডিয়া হিন্দুধর্ম শব্দটি ব্যবহৃত হয়। আফতাবুজ্জামান (আলাপ) ২০:১২, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
আরে ভাই হিন্দু ধর্ম আর সনাতন ধর্ম তো একই আমি এটা বুঝাতে চাচ্ছি সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য যেমন আপনি কিন্তু মুসলিম ধর্ম দিবেন না ইসলামই দেন প্লীজ সুন্দর ভাবে উপস্থাপন করুন ইউপিকিডিয়া হিন্দুধর্ম পরিবর্তন করে সনাতন ধর্ম দিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করুন প্লীজ।🙏 Duniya Roy (আলাপ) ০৭:৫৯, ৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান নিয়ে Duniya Roy-এর প্রশ্ন (২০:১৯, ৮ জানুয়ারি ২০২৪)

আজব তো আপনি বারংবার নাম পরিবর্তন করে দিচ্ছেন কেন আপনি কি চান না সবাই আমাদের ধর্মের বিষয়ে সত্য টা জানুক বুঝুক প্লিজ দয়া করে নাম পরিবর্তন করবেন না। --Duniya Roy (আলাপ) ২০:১৯, ৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

জানুয়ারি ২০২৪

শফিউল আলম চৌধুরী নাদেল নিবন্ধে দেখুন একজন নাদেল সাহেবের ছবি যুক্ত করেছেন। এটা তো আগে যিনি ছবি এড করেছিলেন, আপনার দ্রুত অপসারণের প্রস্তাবনার পর ডিলিট করা হয়েছিল, ওই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তৈরি করা হয়েছে। এটা হয়তো কপিরাইটযুক্ত ছবি। আপনি একটু দেখুন তো। Ahmed Reza Khan (আলাপ) ১৪:৪৩, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Ahmed Reza Khan, অপসারণ ট্যাগ দেওয়া হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৬, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান সংসদ সদস্যদের নিবন্ধের তথ্যছকে honorific prefix-এ "মাননীয় সংসদ সদস্য" যুক্ত করা যাবে? Ahmed Reza Khan (আলাপ) ১৭:৪৭, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Ahmed Reza Khan, আপনি যোগ করলে আমি মানা করব না, তবে আমার মতামত চাইলে তা হল দরকার নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫০, ১০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

দীপু মনি নিয়ে আপন আলয়-এর প্রশ্ন (১৫:৪০, ১১ জানুয়ারি ২০২৪)

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দীপু মনির উত্তরসূরি হিসেবে মহিবুল হাসান চৌধুরীর নাম দেওয়া আছে।ভুলটা ঠিক করতে চাইছি কিন্তু পারছি না।আপনি পারলে করে দিয়েন। --আপন আলয় (আলাপ) ১৫:৪০, ১১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@আপন আলয়, ঠিক করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৭, ১১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

জানুয়ারি ২০২৪

আপনি আমার ৩টা ছবি থেকে অপসারণের ট্যাগ সরিয়ে নিয়েছেন দেখলাম। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে খুব হতাশ হয়ে গেছিলাম; আপনি অপসারণের ট্যাগ সরাচ্ছিলেন না, অন্যদিকে আমার নিজের তোলা ছবিগুলা আপলোড করার পর মুখোমণ্ডল ছাড়া বাকি সবকিছু অন্যরকম হয়ে যাচ্ছিল, এই কারণে আরো দুঃশ্চিতায় ছিলাম। আমি গুগল ক্রোম আপডেট করেও দেখেছি, তাও আপলোড করার পর ছবিগুলা আগের মতোই হয়ে যাচ্ছিল। আজ আপনি অপসারণের ট্যাগ ৩টা ছবি থেকে সরিয়ে নিয়েছেন দেখে ভরসা পেলাম। এখন বাকি পুরো ছবিগুলো আপলোড করবো। Ahmed Reza Khan (আলাপ) ০৯:০০, ১২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@আফতাবুজ্জামান এখন একটা ছবি আপলোড করেছি। এবার পর্যবেক্ষণ করে মোহাম্মদ জিল্লুর রহমান এর ছবি থেকে অপসারণের ট্যাগটি সরিয়ে নিন। Ahmed Reza Khan (আলাপ) ০৯:০৭, ১২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Ahmed Reza Khan, সবগুলি করে আমাকে জানান। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৯, ১২ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

প্রিয় আফতাবুজ্জামান,
আশা করি ভালো আছেন। বিগত ২০২৪ সালের ৪ –১০ জানুয়ারি উইকিপিডিয়ায় আয়োজিত অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪-এ অবদান রেখে উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। (যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দ্বিতীয়বার পূরণ করবেন না।)

শুভেচ্ছান্তে,
SamihaRahman (আলাপ) ১১:২৪, ১৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
পর্যালোচক,
অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪

খ্রিস্টপূর্ব টেমপ্লেট

@আফতাবুজ্জামান জনাব, খ্রিস্টপূর্বে জন্ম/মৃত্যুর বছরের বিষয়শ্রেণী টেমপ্লেট বানানো হয় নি। আর্কিমিডিস নিবন্ধ দেখুন। -- কুউ পুলক    ১৭:৫১, ১৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@কুউ পুলক, হ্যাঁ, করব। আফতাবুজ্জামান (আলাপ) ২১:২৫, ১৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

২০০৪ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ভাই,

এই নিবন্ধের কিছু অংশ যদি আপনি সংশোধন ও অনুবাদ করেন, তাহলে আমার জন্য উপকৃত হবে।

ধন্যবাদ PBS2370 (আলাপ) ১০:০৭, ১৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@PBS2370, করেছি। এখন কিছু টুকটাক সংশোধন করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:২৬, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
ঠিক আছে ভাই, ধন্যবাদ PBS2370 (আলাপ) ০৭:১৮, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

Gurgaon সম্পর্কে

@আফতাবুজ্জামান জনাব, Gurgaon নিবন্ধের বাংলা রয়েছে = গুরুগ্রাম, অন্যদিকে Gurgaon district বাংলা রয়েছে = গুরগাঁও জেলা। অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। সাহায্য করুন। -- কুউ পুলক    ১৬:২৭, ১৪ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@কুউ পুলক, ঠিক করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ০১:০৯, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

সাইফুল খান টিটো-এর প্রশ্ন (০৮:৩৫, ১৫ জানুয়ারি ২০২৪)

সালাম ও শুভেচ্ছা নিবেন। প্রথমে ধন্যবাদ দিচ্ছি বাংলা ভাষায় তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। আমি দেশি বিদেশি পত্রিকায় আর্টিকেল লিখি। জানতে চাচ্ছি, সম্পূর্ণ নতুন একটা পেইজ কিভাবে তৈরি হয় এবং আমি করতে পারবো কি না? ধন্যবাদ নিরন্তর। --সাইফুল খান টিটো (আলাপ) ০৮:৩৫, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

অমুক্ত চিত্রের আকার হ্রাসকরণ

সুপ্রিয় আফতাব ভাই, শুভেচ্ছা নিবেন। আমার একটি বিষয়ে সমাধান প্রয়োজন। উইকিপিডিয়ায় অমুক্ত যেসকল চিত্র প্রকাশিত হয় সেসবের জন্য আকার হ্রাস কিভাবে করব? Farhansnigdho (আলাপ) ১০:৩৩, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Farhansnigdho: লক্ষ্য করুন, অমুক্ত রাস্টার চিত্রগুলো প্রতি সোম ও শুক্রবার একটি বট স্বয়ংক্রিয়ভাবে হ্রাস করে দেয়। তবু আপনি যদি হাত দ্বারা আকার ছোট করতে চান, ছবি সম্পাদনার অনেক সফটওয়্যার আছে, যেমন আমি en:ImageMagick ব্যবহার করি। — AKanik 💬 ১১:০৮, ১৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪ পদক

 
প্রিয় উইকিপিডিয়ান, অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― দিব্য দত্ত (আলাপ) ১০:০৭, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

জনাব

@আফতাবুজ্জামান {{Infobox Greek deity কি যেন হয়েছে দেখুন > পসেইডনপরশুরাম নিবন্ধের ও তথ্যছক কাজ করছে না — কুউ পুলক  🗩  ১৮:১১, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@কুউ পুলক, ঠিক করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৫, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
Capital সমস্যা ছিল। তবে আমি দেমেতের ঠিক করতে পারি কিনা দেখি — কুউ পুলক  🗩  ১৮:১৮, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

আইপি বাধামুক্ত

ইংরেজি উইকিতে p2p proxy এর জন্য বেশিরভাগ সময় স্বয়ংক্রিয়ভাবে বটের দ্বারা আইপি Blocked থাকে, এ জন্য একই সাথে বাংলা উইকি সাথে সাথে ইংরেজি উইকিতে তথ্য হালনাগাদ করতে বাধাপ্রাপ্ত হচ্ছি। এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী ? 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৯:০৫, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

আন্তঃসংযোগ পরিবর্তন

অভিপ্রায় নিবন্ধটির ভুল আন্তঃসংযোগ করে ফেলেছি। "Intentionality" এর পরিবর্তে "Intention" এর সাথে সংযুক্ত করতে হবে। সাহায্যের পাশাপাশি শিখিয়ে দিবেন, ভাই। Gc Ray (আলাপ) ১১:২৮, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Gc Ray, করেছি। মূলত আপনাকে উইকিউপাত্তের আইটেমে যেতে, উক্ত আইটেম থেকে বাংল নিবন্ধের লিঙ্ক সরিয়ে দিতে হবে। তারপর আবার নতুন করে সঠিকটির সাথে সংযোগ করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৭, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ। Gc Ray (আলাপ) ০৬:৪৪, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

ব্যবহারকারী:মোহাম্মদ জনি হোসেন নিয়ে খন্দকার আমির হামজা-এর প্রশ্ন (২৩:৪৯, ২০ জানুয়ারি ২০২৪)

আমি কিভাবে উইকিপিডিয়াতে আমার কাজ শুরু করব? --খন্দকার আমির হামজা (আলাপ) ২৩:৪৯, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@খন্দকার আমির হামজা, বিশেষ:নীড়পাতা থেকে শুরু করুন। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৫১, ২০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

সক পাপেট

এই ব্যবহারকারী কারো সক পাপেট বলে মনে হচ্ছে। কয়েকদিন আগে একইরকম নামের আরেকজন ব্যবহারকারী দেখেছিলাম, যাকে সক পাপেট বলে বাধা দেওয়া হয়েছিল। এটাও তার সক পাপেট বলে মনে হচ্ছে। মাত্র যুক্ত হয়ে ১ দিনের মধ্যে দক্ষ সম্পাদকের মতো নিবন্ধ তৈরি করছে, যা সন্দেহজনক! আর আগের সক পাপেট ব্যবহারকারীর মতোই সম্পাদনার ধরন তার। আপনি ব্যবহারকারী পরীক্ষককে তদন্ত করতে বলুন। Ahmed Reza Khan (আলাপ) ১৫:৪৫, ২৩ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

ভারতীয় হাইকোর্ট এ রায়

স্যার, বাবরি মসজিদ ভাঙা মামলার রায়ে প্রথমেই যে কথাটি লেখা হয়েছিলো যে মসজিদ ভাঙ্গা এটি একটি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। প্রত্ন গবেষণায় মসজিদঅন ইসলামিক কিছু নীচে অন ইসলামিক প্রশ্ন বস্তু পাওয়া গেছে, কিন্তু এতে প্রমাণিত হয়না যে রাম মন্দির ভেঙে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়েছে "। মামলার রায় এ কথা বলা হয়েছে। কিন্তু রাম মন্দির প্রবন্ধটির লেখক মন্দির ভেঙ্গে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে এই কথাটি লিখেছিলেন। তখন আমি সাইটেশন প্রয়োজন এই কথাটি লিখেছিলেন। তিনি বিবিসির আর্কাইভ থেকে তথ্যসূত্র দিয়েছিলেন যা কিনা লেখাটির বিরুদ্ধে। এখন ঠিক আছে।ধন্যবাদ। মুস্তাফিজুর আলাপ ০৩:০৫, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@মুস্তাফিজুর, নিবন্ধে যদি ভুল থাকে আপনি নিশ্চয়ই তা সংশোধন করতে পারেন (তথ্যসূত্র প্রদানসহ)। যদি কেউ তথ্যসূত্র প্রদান সত্ত্বেও তা বাতিল করে বা ভুলভাবে তথ্য লিখে, আপনি এই নিয়ে ঐ নিবন্ধের আলাপ পাতায় (এই ক্ষেত্রে আলাপ:রাম মন্দির, অযোধ্যা পাতায়) আলোচনা উত্থাপন করতে পারেন (অবশ্যই সুন্দরভাবে যুক্তি সহকারে)। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:১০, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@মুস্তাফিজুর অযোদ্ধা বিবাদে ভারতের উচ্চ আদালতের রায়ে ASI এর রিপোর্টের ৫২৪ নম্বর পৃষ্ঠার নিচের অংশ অবশ্যই পড়বেন [১]। সাথে প্রত্নতাত্ত্বিক পরীক্ষার প্রধান ছিলেন KK Muhammed বক্তব্যে একবার চোখ বুলিয়ে নেওয়ার অনুরোধ রইলো।[২] এই আলোচনাগুলো অবশ্যই আলাপ:রাম মন্দির, অযোধ্যা পাতায় করা উত্তম। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৯:৩৯, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান এই আলোচনাটি আলাপ:রাম মন্দির, অযোধ্যা এ স্থানান্তরের অনুরোধ রইলো। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৪২, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

যশ দাশগুপ্ত, ছবি crop

যশ দাশগুপ্ত এর তথ্যছকে ব্যবহার উপযোগী এই ছবির একটি crop ফাইল তৈরির অনুরোধ রইলো। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৮:২৭, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@BadhonCR, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৩, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৮:৪৯, ১৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
  • Commons এর যেকোনো ছবি তথ্যছকে ব্যবহার উপযোগী করতে crop ফাইল তৈরির পদ্ধতি কী ? যাতে পরের বার আমি নিজেই এ কাজ করতে পারি।
𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৪৪, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@BadhonCR, https://croptool.toolforge.org/ আফতাবুজ্জামান (আলাপ) ২১:০২, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

আফতাব ভাই

@আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, বিশেষ:অমীমাংসিত পরিবর্তন-এ বেশ কয়েকটি নিবন্ধের সম্পাদনা অনেক সময় ধরে অমীমাংসিত হয়ে আছে, এগুলোতে দয়া করে নজর দিন। ইকবাল অমি (আলাপ) ১৪:৩৫, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

প্যারামিটার সম্পর্কিত

আচ্ছা প্যারামিটার গুলোর কি কোনো ভাবে default একটা ভ্যালু দেয়া যায় না যাতে করে শুধু মাত্র চেক বক্স এ ক্লিক করলেই প্যারামিটার টা poridorsito হবে R1F4T আলাপ ১৮:৫৮, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, আমাকে আরেকটু বিস্তারিত বলুন। যেমন, কোন টেমপ্লেট, কোন প্যারামিটার। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৩৪, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
আফতাবুজ্জামান মনে করুন আমি একধরনের টেমপ্লেট বানাবো যাতে ব্যবহারকরী কি কি ভাষায় পারদর্শী টা পরিদর্শন করবে। এখন আমি যদি প্রতিটা user box er জন্য একটা করে প্যারামিটার দেই তবে সেটা আগে টেমপ্লেটের বিকল্প দেখাও তে ক্লিক করে প্যারামিটার সিলেক্ট করে value dite Hobe Ami চাচ্ছিলাম যাতে প্যারামিটার serlect করলেই সয়ংক্রিয় ভাবে টা পরিদর্শন করে ব্যবহারকারী কে যেনো ম্যানুয়ালি প্যারামিটার দিতে না হয় । R1F4T আলাপ ২০:৩৮, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান অথবা এমন করা যায় না যে টেমপ্লেট এডিট e click korlei parameter show korbe মানে বিকল্প দেখাও e click Korte Hobe na R1F4T আলাপ ২০:৪১, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Rifat008, যাবে। টেমপ্লেট:টেমপ্লেট খেলাঘর/পরীক্ষা-এ নমুনা দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৯, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ধন্যবাদ। এবার একবার চেষ্টা করে দেখি কাজ করে কিনা আমি যা ভাবছি। R1F4T আলাপ ২০:৫৪, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Rifat008, আমার মনে হয় আপনি যেটি করতে চাচ্ছেন তা {{#babel:ভাষা স্তর}} ব্যবহার করে করতে পারেন। যেমন, {{#babel:bn-N|ar-1}}। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:৩১, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
উম আমি এটা পরীক্ষামূলক ভাবে তৈরি করছি। আমি এটাকে উইকিপিডিয়া টেমপ্লেট হিসেবে ব্যাবহার করবো না R1F4T আলাপ ১২:০১, ২৮ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

নিবন্ধের নাম

আমার মতে টুয়েলভথ ফেল নিবন্ধটির নাম 12থ ফেল অথবা ১২থ ফেল হওয়া উচিত। কেননা যে বইয়ের আলোকে এই সিনেমাটি তৈরি করা হয় ছিল সেটির নাম twelveth fail বা টুয়েলভথ ফেল। এছাড়া ইংরেজি উইকিতে এটির নাম 12th fail। R1F4T আলাপ ১৫:২৫, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, আমার মনে হয় নিবন্ধ প্রণেতার এই নাম রাখার কারণ "১২থ ফেল" নাম রাখলে অনেকে এটিকে "বারোথ ফেল" পড়তে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩২, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামানতাহলে হিন্দি উইকিয়ের মত 12থ ফেল রাখা হক R1F4T আলাপ ১৬:৩৮, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান @Rifat008, মূল ধারার বাংলা গণমাধ্যমগুলিও এই বানান ব্যবহার করছে [৩]। এছাড়া "বারোথ ফেল" পড়ার সম্ভাবনা বেশি। তাই আমার মনে হয় "টুয়েলভথ ফেল" বানানের ব্যবহার ঠিক আছে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৭:২২, ২৯ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

সুমাইয়া শাহীন-এর প্রশ্ন (২১:৩৪, ৩১ জানুয়ারি ২০২৪)

আসসালামু আলাইকুম। স্যার আমি উইকিপিডিয়াতে কোনকোন বিষয় সম্পর্কে লিখতে পারবো? --সুমাইয়া শাহীন (আলাপ) ২১:৩৪, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

নিবন্ধ একত্রিকরণের অনুরোধ

আফতাব ভাই— দুর্দান্ত ঢাকা, ঢাকা গ্ল্যাডিয়েটরসঢাকা ডমিনেটর্স একত্রিকরণ করে দিন, একই বিভাগের প্রতিনিধিত্বকারী দলের ভিন্ন তিনটি নিবন্ধ থাকার প্রয়োজন নেই। ~ নাহিয়ান আলাপ ২২:৫৭, ২৭ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)

আফতাব ভাই— দুরন্ত রাজশাহীরাজশাহী রয়্যালস একত্রিত করে দিন। ~ নাহিয়ান আলাপ ২২:৫৭, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

ছবি অনুবাদ

File:Biological clock human.svg এই ছবিটা বাংলায় অনুবাদ করে দিলে ভালো হতো @আফতাবুজ্জামান ভাই R1F4T আলাপ ১২:১৮, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, আচ্ছা, আমি সময় করে করে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৯, ১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

সাতভগিনী রাজ্যের নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

 

সাতভগিনী রাজ্যের নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সাতভগিনী রাজ্যের পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ০৩:০৭, ২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (৪ ফেব্রুয়ারি ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৪ ফেব্রুয়ারি ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

উইকিপিডিয়া:খেলাঘর নিয়ে সাদিকুর রহমান আল মিসবাহ-এর প্রশ্ন (১৬:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪)

এরকম ভাবে লিখলে চলবে? --সাদিকুর রহমান আল মিসবাহ (আলাপ) ১৬:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@সাদিকুর রহমান আল মিসবাহ, আপনি এখানে ক্লিক করে লিখুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

নির্বাচিত বার্ষিকী

উইকিপিডিয়া:নির্বাচিত বার্ষিকী ভাই আমি এই বিষয়টি নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি।আশাকরি পাশে থাকবেন। ধন্যবাদ। R1F4T আলাপ ১৭:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। শুরু করে দিন। উদাহরণস্বরূপ en:Wikipedia:Selected anniversaries/February 2 অনুবাদ করে উইকিপিডিয়া:নির্বাচিত বার্ষিকী/২ ফেব্রুয়ারি পাতায় যোগ করুন। সব করতে হবে না, লাল বাক্সে থাকা অংশটুকু অনুবাদ করলেই চলবে। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২০, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ১ মার্চ দিয়ে শুরু করি।কি বলেন? R1F4T আলাপ ০৩:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Rifat008, হ্যাঁ করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ভাই {{divhide}} টেমপ্লেট টা কাজ করছেনা R1F4T আলাপ ০৩:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

আইএমডিবি টেমপ্লেট

ভাই, আইএমডিবিতে নতুন যোগ হওয়া বায়োগ্রাফিগুলো বাংলা উইকিপিডিয়ায় টেমপ্লেট:আইএমডিবি নাম দিয়ে id নম্বর দিলে ওই ব্যক্তির আইএমডিবি পাতায় না গিয়ে অন্য পাতায় চলে যায়। অথচ ইংরেজি উইকিপিডিয়ায় ঠিকঠাকই আছে। উদাহরণস্বরূপ সুহানা খান নিবন্ধের বহিঃসংযোগ-এ গিয়ে দেখুন, আর ইংরেজি Suhana Khan নিবন্ধের External links-এ গিয়েও দেখুন। ইংরেজিতে ঠিকই আছে, বাংলায় সমস্যা করছে। হয়তো বাংলা উইকিপিডিয়ায় টেমপ্লেটটি হালনাগাদ করা প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ১৬:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Ahmed Reza Khanদেখুন তো এখন কাজ করছে কিনা R1F4T আলাপ ১৭:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Rifat008 এখন আপনি id নম্বর মুছে দেওয়ায় হয়তো উইকিউপাত্ত থেকে এসেছে আইএমডিবির তথ্য। কিন্তু টেমপ্লেটটিও হালনাগাদ করা প্রয়োজন। Ahmed Reza Khan (আলাপ) ১৭:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
hmmm ta বুঝেছি।এখন সমস্যা টা হচ্ছে ডিজিট নিয়ে 7 ডিজিট পর্যন্ত ঠিক আছে কিন্তু 8 ডিজিট দিলেই প্রথম ডিজিট টা বাদ পড়ছে R1F4T আলাপ ১৭:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Ahmed Reza Khan, @Rifat008: ধন্যবাদ, জানানোর জন্য। ঠিক করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (৫ ফেব্রুয়ারি ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৫ ফেব্রুয়ারি ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

দেখুন!

@আফতাবুজ্জামানভাই দেখুন তো উইকিপিডিয়া:নির্বাচিত বার্ষিকী/১০ ফেব্রুয়ারি এই পাতার মতো হলে হবে কিনা।প্রধান পাতার নমুনাR1F4T আলাপ ০৯:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, আমার মনে হয় ইংরেজি উইকিতে যা আছে সেটা অনুবাদ করে যোগ করেন। লিঙ্ক লাল থাকলে থাকবে, সমস্যা নেই। সবগুলি শেষ হলে কাঠামো দাঁড়িয়ে গেলে আমরা বাংলা উইকির প্রয়োজন অনুযায়ী পাল্টিয়ে নিব না হয় তখন। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
আচ্ছা ঠিক আছে R1F4T আলাপ ০৪:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

রমজান এডিটাথন সম্পর্কে

@আফতাবুজ্জামান এই এডিটাথনের যে নিবন্ধ তালিকা সেটি কিভাবে নির্বাচন করা হয় R1F4T আলাপ ১৬:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, ইসলাম সম্পর্কিত হলেই হলো। আফতাবুজ্জামান (আলাপ) ০০:২১, ৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (৭ ফেব্রুয়ারি ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৭ ফেব্রুয়ারি ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

Div hide template

@আফতাবুজ্জামানVai {{divhide}} টেমপ্লেটটি কাজ করছে না R1F4T আলাপ ০৬:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, ইংরেজি উইকির অনুরূপ করে হালনাগাদ করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামানতাও তো মনে হয় কাজ করছে না R1F4T আলাপ ০১:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Rifat008, মোবাইলে কাজ করছে না। আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামানকিন্ত ইংরেজি উইকিপিডিয়াতে তো মোবাইলও কাজ করে R1F4T আলাপ ০২:৩৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
দেখতে হবে কোথায় সমস্যা। বলতে পারি না ঠিক করা সম্ভব হবে কিনা। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:১২, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

'স্বাগতম' বানান সংক্রান্ত

জনাব, বাংলায় প্রকৃতপক্ষে এই শব্দটি নেই। সঠিক শব্দটি হলো 'স্বাগত' কিন্তু প্রধান পাতা ও ব্যবহারকারীর স্বাগত বার্তায় এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। আমার মতে এটি পরিবর্তন করা প্রয়োজন। DoraShin15 (আলাপ) ১২:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

এডভোকেট আসাদুজ্জামান নিয়ে Foysal Mahmud Abir-এর প্রশ্ন (১৪:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৪)

আসসালামু আলাইকুম ভাইজান। আমি নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং নরসিংদী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এর জীবনী উইকিপিডিয়া তে সংযুক্ত করতে চাচ্ছি। উনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন উল্লেখ করতে চাচ্ছি। --Foysal Mahmud Abir (আলাপ) ১৪:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (৯ ফেব্রুয়ারি ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৯ ফেব্রুয়ারি ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

উইকিপিডিয়া:খেলাঘর নিয়ে Foysal Mahmud Abir-এর প্রশ্ন (২০:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৪)

আমার সম্পাদনা কেন বারবার ডিলিট করে দিচ্ছে? --Foysal Mahmud Abir (আলাপ) ২০:০২, ৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

অ্যালুমিনিয়াম ফ্লোরাইড নিয়ে বিপাস সাহা-এর প্রশ্ন (১৩:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪)

শুভ সন্ধ্যা। অনুবাদ করার প্রক্রিয়া বুঝতে পারছি না। অর্থাৎ ইংরেজী নিবন্ধটি যে ফরম্যাট বা স্টাইলে লেখা, সেটা আমার বাংলা নিবন্ধে যোগ করবো কিভাবে? --বিপাস সাহা (আলাপ) ১৩:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বিপাস সাহা, প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/কীভাবে অনুবাদ করবেন একবার পড়ে দেখুন ও না বুঝলে আমাকে আবার প্রশ্ন করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
কয়েকবার ই পড়েছি। কিন্তু যে কোনো একটা অনুবাদ লেখার টিউটোরিয়াল থাকলে সুবিধা হতো। এজন্য পারছি না। যেমন: অনুচ্ছেদ কিভাবে যোগ করতে হয় বুঝতে পারছি না। আপনি যদি নিজের ভাষায় বিস্তারিত বলে দিতেন। বিপাস সাহা (আলাপ) ১৩:৪৫, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
বিপাস সাহা, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/কীভাবে অনুবাদ করবেন#মোবাইল ব্যবহারকারী - এখানে তিনটা পদ্ধতি বলা আছে। আপনি কোন পদ্ধতিতে অগ্রসর হতে চান? তাহলে আমি সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে বিস্তারিত বলছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
ওগুলো যে আলাদা আলাদা পদ্ধতি সেটাই তখন বুঝতে পারি নি। ধন্যবাদ আপনাকে।
তাহলে ২য় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলবেন দয়া করে। অর্থাৎ আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের নতুন বাংলা নিবন্ধটি খুললাম। তারপর ইংরেজী নিবন্ধটি কপি করে ওখানে পেস্ট করে দিয়ে অনুবাদ করে দিলেই হয়ে যাবে? বিপাস সাহা (আলাপ) ১৪:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@বিপাস সাহা, হ্যাঁ, পেস্ট করে তারপর লেখাগুলি বাংলায় অনুবাদ করে দিলেই হয়ে যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
এখন যে সমস্যায় পড়েছি সেটা হলো কপি করে পেস্ট করার পর সব ঠিক আছে। কিন্তু টাইটেল নামটা আসছে না। বা artical, talk এগুলো দেখাচ্ছে না। নিচের স্টার মার্ক, কলম মার্ক এগুলো আসছে না। এগুলো কি স্বয়ংক্রিয় আসবে সম্পাদনার পরে? বিপাস সাহা (আলাপ) ১৭:২৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
ওহ্। স্বয়ংক্রিয় এসেছে। সমাধিত। বিপাস সাহা (আলাপ) ১৭:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@বিপাস সাহা, আপনি চাইলে আমি পুরোটা এনে দিতে পারি। আপনি তারপর শুধু অনুবাদ করলেই হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
জি। আমি খুব করেই চাচ্ছি। বিপাস সাহা (আলাপ) ১৭:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@বিপাস সাহা, এনে দিয়েছি। আপনি অ্যালুমিনিয়াম ফ্লোরাইড পাতাটি পুনঃলোড করে, অনুবাদ শুরু করে দিন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ স্যার। এটা কিভাবে করলেন, যদি বলতেন বিপাস সাহা (আলাপ) ১৭:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@বিপাস সাহা, আমি ইংরেজি পাতাটার সকল লেখা কপি করে বাংলা পাতাটিতে পেস্ট করে দিয়েছি শুধু। যাইহোক, সবকিছু একদিনে শিখতে গেলে আপনার কাছে হয়ত কঠিন মনে হতে পারে। আস্তে আস্তে শিখা যাবে। আপনি আপাতত অ্যালুমিনিয়াম ফ্লোরাইড পাতাটির অনুবাদ শেষ করতে চেষ্টা করুন, কোনও ফরম্যাটিংজনিত সমস্যা হলে আমি ঠিক করে দিব। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ অনেক। আপনার মূল্যবান সময় দিয়েছেন। এবং পরবর্তীতেও আপনার সহযোগিতা পাবো, এই আশা রাখছি বিপাস সাহা (আলাপ) ১৮:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (১২ ফেব্রুয়ারি ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১২ ফেব্রুয়ারি ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

কিছু জানা

@আফতাবুজ্জামান আচ্ছা মোবাইল উইকি আর ডেস্কটপ ভিউ উইকি কি 2 টি আলাদা স্ক্রিপ্ট ব্যাবহার করে R1F4T আলাপ ১৭:৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Rifat008, হ্যাঁ। এগুলিকে আবরণ বা স্কিন বলে। ডেক্সটপের আবরণের নাম ভেক্টর ২০২২ আর মোবাইলের আবরণের নাম মিনের্ভানিউ। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান এই কারণেই ডেস্কটপ ভিউ এবং মোবাইল view sommosa Kore বিভিন্ন ক্ষেত্রে R1F4T আলাপ ১৭:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/অংশগ্রহণকারী নিয়ে Abid mahin-এর প্রশ্ন (১৫:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৪)

নাম কীভাবে সংযুক্ত করব --Abid mahin (আলাপ) ১৫:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Abid mahin, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/অংশগ্রহণকারী পাতায় থাকা নীল রঙের "নাম যোগ করতে এখানে ক্লিক করুন" বোতামে ক্লিক করুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/অংশগ্রহণকারী নিয়ে Abid mahin-এর প্রশ্ন (১৫:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪)

কীভাবে নাম সংযুক্ত করব --Abid mahin (আলাপ) ১৫:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (১৩ ফেব্রুয়ারি ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১৩ ফেব্রুয়ারি ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

অ্যালুমিনিয়াম ফ্লোরাইড নিয়ে বিপাস সাহা-এর প্রশ্ন (১৮:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৪)

রেফারেন্স নম্বর [১], [২] গুলো বাদ দিয়ে দেব? ওগুলো সমস্যা তৈরি করছে। --বিপাস সাহা (আলাপ) ১৮:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@বিপাস সাহা, বাদ দেওয়ার দরকার নেই, ওগুলি তথ্যসূত্র, নিবন্ধের জন্য গুরুত্বপূর্ণ। নিবন্ধের অনুবাদ শেষ হলে এখানে গিয়ে জমা দিন। জমা দিতে গেলে আপনাকে লগ-ইন করতে বলবে। আপনি লগ-ইনে আপনার উইকি অ্যাকাউন্টের নাম তথা বিপাস সাহা আর পাসওয়ার্ড লিখবেন। আর জমা দেওয়ার পরেও আপনি যেকোন সময় অ্যালুমিনিয়াম ফ্লোরাইড নিবন্ধে যেকোন সংশোধন করতে পারবেন।
আর আমি দেখেছি আপনি অ্যামোনিয়াম ডাইক্রোমেট নিয়েও কাজ করতে ইচ্ছুক। আমি কী এই নিবন্ধেও ইংরেজি লেখাগুলি এনে দিব? আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩০, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
হ্যাঁ স্যার দিতে পারেন। ধন্যবাদ আপনাকে। বিপাস সাহা (আলাপ) ১৮:৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@বিপাস সাহা, এনে দিয়েছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

আমি একুশে প্রতিযোগিতার পাতায় আর সম্পাদনার জন্য প্রবেশ করতে পারছিনা

আমার করনীয় বুঝতে পারছিনা

মাকসুদুল আলম ভুইয়া (আলাপ) ০৬:৩০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

একটি বিষয়

@আফতাবুজ্জামান:, @আফতাব ভাই, এই নিবন্ধটিতে আন্তঃভাষা সংযোগের ইংরেজি অংশে David (disambiguation) দেখাচ্ছে, সঠিক নিবন্ধটি হবে David (2013 film); সংশোধন করে দিন। আমি এখন কোনো অগঠনমূলক/ধ্বংসপ্রবণ কাজ করিনা। 37.111.200.190 (আলাপ) ১৪:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

আপনি কী খেলা করছেন? তাহলে এখানে ট্যাগ লাগাচ্ছেন কেন? আর যদি ট্যাগ লাগাবেন তবে নিবন্ধগুলি তৈরি করেছিলেন কেন? আফতাবুজ্জামান (আলাপ) ১৪:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

সাহায্য

হেলো স্যার, আমি একজন বাংলাদেশী, আমি বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে চাই। ZooEL94 (আলাপ) ১৩:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@ZooEL94, বিশেষ:নীড়পাতা থেকে শুরু করে দিন। এখানে গেলে অবদান রাখার জন্য কিছু পাতা পাবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/অংশগ্রহণকারী নিয়ে Sharmin akter 02333-এর প্রশ্ন (১৮:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪)

Assalamualaikum, আমি কেন নিবন্ধন তালিকার পাশে নিজের নাম লিখতে পারছি না --Sharmin akter 02333 (আলাপ) ১৮:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/অংশগ্রহণকারী নিয়ে Sharmin akter 02333-এর প্রশ্ন (১৮:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪) (2)

Assalamualaikum, আমি কেন নিবন্ধন তালিকার পাশে নিজের নাম লিখতে পারছি না --Sharmin akter 02333 (আলাপ) ১৮:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Sharmin akter 02333, আপনি ইতোমধ্যে সঠিকভাবে নাম লিখিয়েছেন। এবার প্রতিযোগিতার পরবর্তী ধাপে চলে যান। প্রতিযোগিতার পাতায় বিস্তারিত লেখা রয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪/নিবন্ধ তালিকা নিয়ে MD MAHIN PRADHAN-এর প্রশ্ন (২০:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৪)

Amar nibondhon ki somporno hoisa --MD MAHIN PRADHAN (আলাপ) ২০:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (১৭ ফেব্রুয়ারি ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১৭ ফেব্রুয়ারি ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

Template বিষয়ে

{{high-use|demo=Yesno }}R1F4T আলাপ ১২:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@আফতাবুজ্জামান ভাই..... R1F4T আলাপ ১৫:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
ব্যবহারকারী:Rifat008, আপনার প্রশ্নটি বুঝিনি? --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
ইংরেজি উইকিতে যেভাবে কাজ করছে সেভাবে করছে না দেখুন কোনো কিছু তে সমস্যা হয়েছে কিনা @আফতাবুজ্জামান R1F4T আলাপ ১৫:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান {{high-use |demo=Yesno}}এটা R1F4T আলাপ ১৫:০৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@Rifat008, সব ঠিক দেখাচ্ছে। তবে স্বয়ংক্রিয়ভাবে সংখ্যা দেখাচ্ছে না কারণ বাংলা উইকিতে মডিউল:Transclusion count/data/... পাতাগুলি নেই। তবে এনেও খুব লাভ নেই, ইংরেজি উইকির টেমপ্লেট ব্যবহারের উপাত্ত আমাদের দরকার নেই। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

ফেব্রুয়ারি ২০২৪

ভাই, এই ব্যবহারকারী:Nazrul Islam Nahid উইকিপিডিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাপ্রাপ্ত। তাও দেখলাম উনার নামের সাথে এখনো পর্যবেক্ষক, রোলব্যাকার অধিকারগুলো রয়েছে! এখনো পর্যবেক্ষক, রোলব্যাকার অধিকারপ্রাপ্তদের তালিকায় উনার নাম দেখায়! অধিকারগুলো বাতিল করা উচিত। Ahmed Reza Khan (আলাপ) ০৩:২৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

Ayesha Binte Noyon-এর প্রশ্ন (০৭:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪)

কিভাবে আমি একতি article তইরি করব? --Ayesha Binte Noyon (আলাপ) ০৭:০৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:আপনার প্রথম নিবন্ধ⬅️ এখানে দেখুন ⚡Tanbirzx () ০৭:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
thank you Ayesha Binte Noyon (আলাপ) ২৩:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

অনুরোধ

[[ড এম এ ওয়াজেদ মিয়া স্বর্নপদক]] নির্বন্ধন টি একটু দেখার জন্য অনুরোধ জানাচ্ছি । ত্রুটি থাকলে সেটা সমাধান করে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে

-ধন্যবাদ Masrur33 (আলাপ) ০৯:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

S M Rifad A-এর প্রশ্ন (১৫:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০২৪)

শোভেচ্ছা --S M Rifad A (আলাপ) ১৫:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

অনুবাদ যন্ত্র প্রসঙ্গে

ভাই বিগত ৪দিন ধরে অনুবাদ যন্ত্রে সমস্যা হচ্ছে। কোনো পেইজটি অনুবাদ করতে খালি লোডিং লোডিং করে।অনুবাদ ঠিক মতো আসে না। অনুরাগ দাসগুপ্ত (আলাপ) ১৪:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@অনুরাগ দাসগুপ্ত, বিশেষ:বিষয়বস্তু_অনুবাদ পৃষ্ঠাটি লোড হয় না? নাকি কোনও নিবন্ধ অনুবাদ করতে গেলে ঐ নিবন্ধ লোড হয় না? আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@অনুরাগ দাসগুপ্ত, আচ্ছা, সমস্যাটি আরও অনেকের হচ্ছে। বিষয়টি ঠিক করতে জানানো হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@অনুরাগ দাসগুপ্ত, ঠিক করা হয়েছে, এখন কাজ করার কথা। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১২, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

কোরা (ওয়েবসাইট) নিয়ে বড়খলা বশিরিয়া মাদরাসা-এর প্রশ্ন (২১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৪)

আমার ব্যবহারকারী নাম কিভাবে পরিবর্তন করবো --বড়খলা বশিরিয়া মাদরাসা (আলাপ) ২১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

সাহায্য:সূচী/অ্যাকাউন্ট সেটিংস ও পরিচালনা নিয়ে বড়খলা বশিরিয়া মাদরাসা-এর প্রশ্ন (২১:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২৪)

বাংলাদেশের সর্বপ্রথম দেও বন্দী মাদরাসা কোনটি --বড়খলা বশিরিয়া মাদরাসা (আলাপ) ২১:৫০, ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপিডিয়া:কীভাবে আলাপ পাতার সংকলন তৈরি করবেন নিয়ে আউলিয়া ইদ্রিস-এর প্রশ্ন (০৫:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪)

হুমায়ূন চরিত্রের মনস্তত্ত্ব গ্রন্থ নিয়ে কিছু আলাপ করতে চাই --আউলিয়া ইদ্রিস (আলাপ) ০৫:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

Mahfuz2366-এর প্রশ্ন (১১:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪)

আমি কিভাবে কাজ করতে পারি। আমি এসম্পর্কে জানতে চাই। --Mahfuz2366 (আলাপ) ১১:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিপ্রকল্প: উইকিবিশ্ববিদ্দালয়

@আফতাবুজ্জামান আমার মতে সবাইকে উইকিবিশ্ববিদ্দালয় প্রকল্পটিতে অবদান রাখার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে। আপনার কি মত।বলা যায় প্রকল্পটি প্রায় ফাঁকা পড়ে আছে। আপনার কি মত? R1F4T আলাপ ১৮:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

হ্যাঁ, তা যেতে পারে। শুধু এটি নয়, আরও বহু প্রকল্পও নিষ্ক্রিয় পড়ে আছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান তাই তো দেখছি। এখন অভিজ্ঞ ব্যাবহারকারীদের উচিত প্রকল্পগুলি কে পুনর্জীবিত করা। :( R1F4T আলাপ ১৭:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

Shihab Uddin Mahmood-এর প্রশ্ন (০৯:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪)

নিবন্ধে ছবি যোগ করবো কিভাবে? ছবি যোগ করার চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না। --Shihab Uddin Mahmood (আলাপ) ০৯:৪০, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

উইকিউপাত্ত

https://www.wikidata.org/wiki/Q113630349 https://www.wikidata.org/wiki/Q96474667 একই ব্যক্তির দুটি উপাত্ত, কিভাবে merge করতে হয়? 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৫:২০, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@BadhonCR, https://i.imgur.com/1Yoyfve.png আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৮, ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

Md Omar Faruk Araihazar-এর প্রশ্ন (০৭:৫২, ১ মার্চ ২০২৪)

আসসালামু আলাইকুম। আমি উইকিপিডিয়াতে, আমার বিস্তারিত তথ্য ও সংরক্ষণ করতে চাই, এবং সবাই যেন উইকিপিডিয়াতে নাম লিখে সার্চ করলে পেয়ে যায়, এ বিষয়ে আমাকে সাহায্য করুন। --Md Omar Faruk Araihazar (আলাপ) ০৭:৫২, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)

মোঃ আবিদ আহসান খান আকাশ-এর প্রশ্ন (২৩:৫৬, ১ মার্চ ২০২৪)

আমি বই এর রিভিউ সহ ডিটেইলস কীভাবে যুক্ত করব? --মোঃ আবিদ আহসান খান আকাশ (আলাপ) ২৩:৫৬, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)

কমন্সে ছবি আপলোড

ভাই, iPhone 15 Pro Max দিয়ে আমার তোলা একটা ছবি HEIC ফরমেটে থাকায় উইকিমিডিয়া কমন্সে আপলোড করতে পারছি না। ছবিটা JPG, JPEG করেও দেখেছি; আপলোড করার সময় error দেখায়। JPG বা JPEG করলে লেখা আসে "File extension ".JPEG" does not match the detected MIME type of the file (image/heic)" এখন কী করা উচিত? Ahmed Reza Khan (আলাপ) ১১:৩৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)

@Ahmed Reza Khan, গুগল ড্রাইভ বা কোথাও আপলোড করে লিঙ্ক দিন। আমি দেখি সেটিকে রুপান্তর করে দিতে পারি কিনা। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান আপনার জিমেইলে পাঠাই? সাথে ছবিটার বিষয়ে বিস্তারিতও ওখানে লিখে দেবো। Ahmed Reza Khan (আলাপ) ১৭:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান আপনার জিমেইলে পাঠিয়েছি ছবিটা। আপলোড করে দেবেন কমন্সে। Ahmed Reza Khan (আলাপ) ০৯:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ভাই, আপনি ছবিটা কমন্সে আপলোড করেননি? যদি আপনি আপলোড করতে না চান, তাহলে ছবিটার metadata সহ ফরম্যাট ঠিক করে আমাকে জিমেইলে পাঠান; আমিই আপলোড করবো কমন্সে। Ahmed Reza Khan (আলাপ) ১৪:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ভাই, প্রায় ৪ দিন হয়ে গেল ছবি পাঠানোর, এখনো আপনার কাছ থেকে কোনো উত্তর পেলাম না যে আমার কী করা উচিত! Ahmed Reza Khan (আলাপ) ০৪:২৩, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
@Ahmed Reza Khan, দুঃখিত, করব করব ভেবে ফেলে রাখছিলাম। পাঠিয়েছি, ইমেইল দেখুন। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২২, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ধন্যবাদ। আপনি কীভাবে ঠিক করেছেন একটু শিখিয়ে দিন। ওই ফোন দিয়ে আমার তোলা আরো কয়েকটা ছবি আছে যেগুলো আপলোড করতে চাই, কিন্তু error আসার কারণে আপলোড করতে পারছি না। বারবার আপনার কাছে ছবি পাঠিয়ে বিরক্ত করতে চাই না। Ahmed Reza Khan (আলাপ) ১৭:৪০, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
@Ahmed Reza Khan, আমি https://www.freeconvert.com/heif-to-jpg সাইটে গিয়ে করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৮, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান এখান থেকে করলে তো ছবির metadata রিমুভ হয়ে যাচ্ছে। আপনি কি পরে ম্যানুয়ালি metadata ঠিক করেছেন? Ahmed Reza Khan (আলাপ) ১৭:৫৮, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
@Ahmed Reza Khan
আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৩, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান ভাই, আপনি কমন্সে শমশেরনগর রেলওয়ে স্টেশনের বিষয়শ্রেণীর নাম পরিবর্তন করে 'Shamsernagar' দিয়েছেন! মাঝখানে 'h' দিতে ভুলে গেছেন হয়তো। সঠিক বানান হলো 'Shamshernagar'! আমি স্থানান্তর করে দিয়েছি এখন। Ahmed Reza Khan (আলাপ) ০৪:৪৫, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)

সাখাওয়াত হোসেন সেলিম-এর প্রশ্ন (০৪:০৭, ২ মার্চ ২০২৪)

আসসালামু আলাইকুম। কেমন আছেন জনাব? আমার একটু সাহায্য দরকার --সাখাওয়াত হোসেন সেলিম (আলাপ) ০৪:০৭, ২ মার্চ ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (৩ মার্চ ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৩ মার্চ ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫০, ২ মার্চ ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

বিবরণ যোগের অনুরোধ (৪ মার্চ ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৪ মার্চ ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ৩ মার্চ ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

মো: শাহ জালাল মিশুক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় কলাম লেখক। তার লেখা ১৫০ টি কলাম ইতিমধ্যেই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার নাম বাংলাদেশের কলাম লেখক এর মধ্যে অন্তর্ভুক্ত করার অনুরোধ রইলো। গুগলে মো: শাহ জালাল মিশুক লিখে সার্চ করলে তার লেখা কলামগুলো দেখা ও পড়া যাবে। ধন্যবাদ।

মো: শাহ জালাল মিশুক, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় কলাম লেখক। তার লেখা ১৫০ টি কলাম ইতিমধ্যেই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার নাম বাংলাদেশের কলাম লেখক এর মধ্যে অন্তর্ভুক্ত করার অনুরোধ রইলো। গুগলে মো: শাহ জালাল মিশুক লিখে সার্চ করলে তার লেখা কলামগুলো দেখা ও পড়া যাবে। ধন্যবাদ। 119.30.39.54 (আলাপ) ১৪:৩৯, ৪ মার্চ ২০২৪ (ইউটিসি)

রমজান এডিটাথন

@আফতাবুজ্জামান ভাই রমজান এডিটাথন আয়োজন উপলক্ষ্যে fontain.toolforge এ আমার আবেদনটা অ্যাকসেপ্ট করলে ভালো হতো। আর media wiki te fund appel korle Valo হতো ভাই R1F4T আলাপ ১৬:০০, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)

Processing time ই 2মাস আগে। Appeal Korte হতো। যাইহোক ভাই fontain.toolforge রিকোয়েস্ট টা accpct করে দেন R1F4T আলাপ ১৬:০৫, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
@Rifat008, করেছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৭, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ R1F4T আলাপ ১৭:১১, ১ মার্চ ২০২৪ (ইউটিসি)
@Rifat008: আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। উক্ত এডিটাথনে পর্যালোচক হতে আগ্রহ প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে, আপনি তুলনামূলক নতুন হওয়ায় আপনাকে আরও অবদান রাখার অনুরোধ করতেছি। আমাদের পর্যালোচকের চেয়ে অবদানকারী বেশি প্রয়োজন। উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২৪/রমজান/নিবন্ধ তালিকা এখানে আমি কিছু নিবন্ধ তালিকা যোগ করেছি সেগুলোর নাম বাংলাকরণে সহযোগিতা করতে পারেন। আরও তালিকা যোগ করা হবে। আশা করি পরবর্তীতে আপনাকে পর্যালোচক হিসেবে পাবো। ধন্যবাদ আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:২২, ৫ মার্চ ২০২৪ (ইউটিসি)

প্রাক্তন শিক্ষক নামে বিষয়শ্রেণী তৈরি প্রসঙ্গে

@আফতাবুজ্জামান সুধী, অমুক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নামে বিষয়শ্রেণী তৈরি করা আজ আমার চোখে পড়লো। এ বিষয়ে কি কোন আলোচনা হয়েছে? কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বা বর্তমান শিক্ষক বলে কিছু কি আছে সবাই তো ঐ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অন্য কোন উইকিতে কি আপনি এমনটা দেখেছেন? (ইংরেজি উইকিতে তো নেই) — কুউ পুলক  🗩  ২০:২৩, ৪ মার্চ ২০২৪ (ইউটিসি)

@কুউ পুলক, খুব সম্ভবত হয়নি। আমি একত্রীকরণ নিয়ে শীঘ্রই আলোচনাসভায় প্রস্তাব দিচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৫, ৫ মার্চ ২০২৪ (ইউটিসি)
@আফতাবুজ্জামান   আপনাকে ধন্যবাদ কুউ পুলক  🗩  ১৭:২৮, ৫ মার্চ ২০২৪ (ইউটিসি)

সুবিধা প্রাপ্তি

ভাই, আমি কি সুবিধাটি প্রাপ্তির আবেদনের উপযোগী হয়েছি? Gc Ray (আলাপ) ১৫:১২, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)

@Gc Ray আপনার কী সুবিধা দরকার? Yahya (আলাপ) ১৬:০৮, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)
নিরীক্ষক Gc Ray (আলাপ) ০৪:০১, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)
@Gc Ray, আপনি যদি ব্যবহারকারী অধিকার বুঝিয়ে থাকেন, তবে যে অধিকার চান সে সম্পর্কে কিছু কাজ করতে হবে। যেমন আপনি রোলব্যাক অধিকার চাইলে আপনাকে এই সম্পর্কে কাজ করতে হবে। অর্থাৎ আপনাকে দেখাতে হবে যে, আমি যে রোলব্যাক সম্পর্কিত কাজ করছি তা আরও সহজে ও ভালোভাবে করতে আমার এই রোলব্যাক অধিকার দরকার।
আর সবশেষ কথা, এ অধিকারকারগুলি কেবল কিছু কারিগরি সুবিধা। এর বেশি কিছু নয়। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৭, ৭ মার্চ ২০২৪ (ইউটিসি)
তবুও, নিরীক্ষক সুবিধাটার প্রতি বিশেষ আগ্রহ। Gc Ray (আলাপ) ০৪:০২, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)
@Gc Ray, সেটি পেতে এই কাজটি করে যান: বিশেষ:নতুন পাতাসমূহ-এ যান। অন্যদের তৈরি নিবন্ধ নিরীক্ষা করুন (যেমন: নিবন্ধের বাক্যগঠন ঠিক আছে কিনা - ঠিক না থাকলে ঠিক করে দিন; বিষয়শ্রেণী আছে কিনা, নিরপেক্ষভাবে লিখিত কিনা ইত্যাদি দেখুন ও লাগলে সংশোধন করুন)। এভাবে কাজ অব্যাহত রাখুন। আফতাবুজ্জামান (আলাপ) ০৪:৪৭, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)
ধন্যবাদ। Gc Ray (আলাপ) ০৪:৫০, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪-এর আমন্ত্রণ

 
বাংলা উইকিপিডিয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পাদনা-এডিটা-থন '২৪-এর লোগো

সুপ্রিয় উইকিপিডিয়ান, আশা করি ভালো আছেন। আগামী ৮ থেকে ১২ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৪। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। এডিটাথনে অংশগ্রহণের জন্য আপনি এখানে আপনার নাম সংযুক্ত করে এই তালিকা হতে যেকোন নিবন্ধ তৈরি/অনুবাদ করে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে পারেন। আপনারা নিজের পছন্দ মতো নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করতে পারেন। এছাড়াও নারী বিষয়ক কোন ছোট নিবন্ধ মানোন্নয়ন করে এখানে যুক্ত করতে পারেন। এতে অংশগ্রহণকারী সকলের জন্য থাকছে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র। আপনার সম্পাদনা শুভ হোক। রামিশা তাবাস্সুম (আলাপ) ০৭:৩৮, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (৯ মার্চ ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/৯ মার্চ ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ৮ মার্চ ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

বিবরণ যোগের অনুরোধ (১০ মার্চ ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১০ মার্চ ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫১, ৯ মার্চ ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

Nasir2011-এর প্রশ্ন (০৮:২৬, ১০ মার্চ ২০২৪)

শামসুর রাহমানের জন্ম কোন জায়গায়? --Nasir2011 (আলাপ) ০৮:২৬, ১০ মার্চ ২০২৪ (ইউটিসি)

বিবরণ যোগের অনুরোধ (১১ মার্চ ২০২৪)

  সুপ্রিয় অবদানকারী, টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১১ মার্চ ২০২৪ টেমপ্লেটটি বট কমন্সের নির্বাচিত ছবি ব্যবহার করে বিবরণ ছাড়াই তৈরি করেছে। তাই টেমপ্লেটটিতে বিবরণ যোগ করা প্রয়োজন। KanikBot (আলাপ) ১৬:৫০, ১০ মার্চ ২০২৪ (ইউটিসি) [এই তালিকা অনুযায়ী প্রেরিত]

পর্যালোচনার অনুরোধ

সুধী, নিম্নোক্ত গুরুত্বপূর্ণ নিবন্ধগুলোতে বেশ কয়েকদিন যাবত বিতর্কিত এবং বিশেষজ্ঞদের মনোযোগ প্রয়োজন এমন তথ্য আছে। দয়া করে সেগুলো পর্যালোচনা করে দিন:

আপনার সময় এবং সুযোগমতো এসব নিবন্ধের সমস্যা সমাধানের জন্য কাজ করার অনুরোধ রইল। তানভীর (আলাপঅবদান) ০৯:১৭, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)

"আফতাবুজ্জামান/সংগ্রহশালা ৩৩"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।